এক অচেনা পরিস্থিতিতে!!

in আমার বাংলা ব্লগ3 days ago (edited)

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন কাটলো আপনার নেট বিহীন দিনগুলো? আমার জীবনে এমন পরিস্থিতি দেখিনি আগে কখনো। সিম নেটওয়ার্ক দুর্বল করে দেওয়া দেখেছি, একদম অফ করাও দেখেছি। কিন্তু wifi নেটওয়ার্ক অফ করতে দেখিনি। করলেও হয়তো খুব অল্প সময়ের জন্য করা হয়েছিল।

এবার এটা কী করলো সরকার!! সরকার খুব ভালো হতো ভয় পেয়ে কজটা করেছে। আন্দোলন যে পর্যায়ে পৌঁছেছিল তাতে নেট অফ না করলে সরকারের ১২ টা বাজতে সময় লাগতো না। এজন্যই সকল ধরনের ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। এতে মানুষ চরম দুর্ভোগে পরেছে। বিকাশ ও নাকি অফ রাখা হয়েছিলো। যাদের এমারজেন্সি টাকার প্রয়োজন তারা বিষয়টির জন্য বেশ জটিল পরিস্থিতিতে পরে গিয়েছিলো।

সমস্ত অফিস আদালত বর্তমানে ইন্টারনেট নির্ভরশীল। সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন প্রচুর লস গুনতে হয়েছে। সিম নেটওয়ার্ক কোম্পানিগুলো ও বিশাল লস করেছে। ইন্টারনেটের এমন পরিস্থিতি আমাদের কাছে একদমই নতুন। গত হ্যাংআউটের দিন সন্ধ্যার পর সম্ভবত ইন্টারনেট বন্ধ হয়েছিলো। প্রথম কোন হ্যাংআউট করা সম্ভব হলো না নেট সমস্যার জন্য।

পরের দিনগুলো কেটেছে খুব বাজে ভাবে। আমরা এখানকার সবাই ইন্টারনেট নির্ভরশীল। এটার বাইরে থাকা আমাদের জন্য অনেক বেশি জটিল। আমার ফোনে ছিলো না কোন বিনোদনের বিষয় বস্তু। একটি মাত্র কার ড্রাইভিং গেম ছিলো সেটাই বার বার খেলেছি আর বোরিং সময় পার করেছি। এদিকে আবার আমি আটকে আছি শশুর বাড়ি। বাড়িতে থাকলে সমস্যা ছিলো না। সময় কাটানোর মতো মানুষ ছিলো অনেক। গাড়ি চলাচল বন্ধ থাকায় আটকে ছিলাম।

গত ৩ বছরে কমিউনিটি থেকে এমন সম্পূর্ন বিচ্ছিন্ন থাকিনি কখনো। দেশের মধ্যে শুধুমাত্র আমরা ফোনে কন্টাক করতে পেরেছি। দেশের বাইরে দাদা দের সাথে কোন ধরনের যোগাযোগ করতে পারিনি। কমিউনিটি ঘিরে আমার দৈনন্দিন যে কার্যক্রম গুলো থাকে সেটা এ'কদিন একেবারেই ছিলো না। আমার জন্য এমন একটি দিন খুবই অচেনা।

যাইহোক, অবশেষে ইন্টারনেট ফিরে আসায় খুবই ভালো লাগছে, তবে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে আবার খারাপ লাগছে। প্রতিটি যৌক্তিক আন্দোলনের মাঝেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আবির্ভাবের জন্য আন্দলোন গুলো ভেস্তে যায়।

earth-2254769_1280.jpg

Source



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rex-sumon,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 days ago 

আপনি একদম ঠিক বলছেন যদি নেটওয়ার্ক বন্ধ করে না দিত তাহলে সরকারে বারোটা বাজিয়ে দিত। এমন পরিস্থিতির সম্মুখীন এ জীবনে কখনো হয়নি এই প্রথম হলাম। তবে বেশ অভিজ্ঞতা হয়েছে এই পরিস্থিতির সাথে মোকবেলা করে। নেটওয়ার্ক দুর্বল করা যেতে পারে কিন্তু এভাবে ওয়াইফাই কানেকশন বন্ধ করে দিয়ে দুর্ভোগের সম্মুখীন হলো জনগণ। সরকারের এমন ব্যবহারের কারণে জনগণের এমন অবস্থা। আর সেই অস্বস্তিকর পরিবেশ জনগণই ভোগ করল সরকারের কিছু আসে যায় না।

 2 days ago 

ঠিক বলেছেন ভাইয়া৷ জীবন এখন ইন্টারনেটেই অভ্যস্ত৷ হয়তো একবেলা উপোস করে কাটিয়ে দেওয়া সহজ কিন্তু ইন্টারনেট পরিসেবা ছাড়া মুশকিল। নির্ভরতাটা অনেক বেশি। যোগাযোগহীন হয়ে পড়াটা ভীষণ শূন্যতার সৃষ্টি করেছিল। আপনাদের আবার ফিরে আসায় খুব ভালো লাগছে৷

 2 days ago 

অত্যন্ত খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের ওপর দিয়ে৷ হয়ত এমন সময় গেছিল সেই ৭১ এ। এতো ছাত্রের মৃত্যু মেনে নেওয়া কঠিন৷ সার পুরো একটা দেশে আজকের দিনে ইন্টারনেট বন্ধ করে দেওয়া এক বিরল সিদ্ধান্ত। এই কদিনে দেশটা সারা পৃথিবীর থেকে অনেকটা পিছিয়ে গেল৷ সে জিডিপির দিকে হোক বা উন্নয়ন সূচকেই হোক৷ আসলে সরকার নিজের স্বার্থটাই দেখেছি, দেশের না।

 yesterday 

ভাইয়া আমিও আপনার মত শ্বশুড় বাড়িতে আটকে ছিলাম। তবে শনিবারে একটি অটো দিয়ে কোনরকম বাড়িতে পৌছেতে পেরেছিলাম। আর আমার মোবাইলে একটা বিডিও নাই, কোন গেইম নাই। কয়েকদিন মোবাইল কোথায় ছিল,সেটাই বুঝতে পারি নাই,হা হা হা। যায়হোক আমার মনে হয় সরকার বড় ধরনের একটি ঝাঁকি খেয়েছ, ভয়ও পেয়েছে।

 54 minutes ago 

ভাই নেট বিহীন দিনগুলো একেবারে বাজেভাবে কেটেছে। তাছাড়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আপনার মতো আমার মোবাইলেও বিনোদনের জন্য কিছুই ছিলো না। তাই বাধ্য হয়ে এফএম রেডিও শুনে সময় কাটিয়েছি। এমন পরিস্থিতির সৃষ্টি হবে, সেটা কল্পনায়ও ভাবিনি কখনো। তবে এখন কমিউনিটিতে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68845.40
ETH 3281.32
USDT 1.00
SBD 2.65