কবিতা আবৃত্তি ||আমি খুব অল্প কিছু চাই||হুমায়ুন আহমেদ
picsart থেকে এডিট
picsart থেকে এডিট করা
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।আজকে হুমায়ুন আহমেদ এর "আমি খুব অল্প কিছু চাই "কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।মনটা ভীষণ খারাপ, দেশের যা পরিস্থিতি আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। মানুষের প্রাণ চলে যাচ্ছে।সবথেকে খারাপ লাগতেছে যে পুলিশ ও মানুষের মায়া করছে না, তারা হত্যা করছে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম একটা রেবের গাড়ি চাপা দিয়ে তিনজন ছাত্রকে মেরে ফেলেছে সত্যিই এগুলো বেশ মর্মান্তিক। ছাত্র সমাজ সত্য কথা বলতে এই কোটা প্রথা মেধাবীরা সুযোগ ই পায় না, আর কোন মায়ের বুক যেন না খালি হয় এই কামনাই করি, ভীষণ খারাপ লাগতেছে আমরা ঘরে বসে সেটা বুঝতে পারতেছি না, অনেক ছাত্র লড়াই করতেছে নিজের জন্য দেশের মানুষের জন্য ।এখন একটু ধরে রাখার চেষ্টা করতেছি খুব শীঘ্রই সুন্দরভাবে কাজ করার জন্য। এখন মোটামুটি বেশ সুন্দরভাবে আবৃত্তি করতে পারি।প্রতিটা মানুষ শুরুতে কিছুই পারে না।বেশ কয়েকদিন আমি অনেকটাই ছিটকে পড়েছি কাজ থেকে।পারিপার্শ্বিককে ঝামেলা ও ব্যস্ততা ও অসুস্থতার জন্য আমি ঠিকমতো কাজ করতে পারি নাই , এখন আমি ঠিকভাবে কাজ করার চেষ্টা করব আপনারা সকলেই চেষ্টা করবেন আমাকে সুন্দরভাবে গ্রহণ করার জন্য। প্রতিটা মানুষ নিজ নিজ কর্ম ব্যস্ততায় দিন কাটাচ্ছে।দিন শেষে এখানে কাজ করতে না পারলে মনের ভিতরে ভীষণ অশান্তি লাগে কিছুই ভালো লাগেনা।।সকলের দোয়া করবেন আমার জন্য আমি যেন বেশ সুন্দরভাবে আস্তে আস্তে কবিতা আবৃত্তি করতে পারি প্রতিনিয়ত।আজকের মত আমি এই কবিতাটি আবৃত্তি করছি।
কবিতার নাম :আমি খুব অল্প কিছু চাই
কবি: হুমায়ুন আহমেদ
আবৃত্তি :@razuan12
কবিতার লাইনগুলোর নিম্নরুপ:
আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক “না”এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “ভালবাসি” বলব
তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে “পাগলি”
Source
কবিতা আবৃত্তির লিংক
আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি করতে আমি পারতাম না, আমি আবারো সুপার একটিভ লিস্টে আসার চেষ্টা করব আপনারা সকলে সমর্থন করবেন আমাকে। আবারো সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব। এখন আস্তে আস্তে বেশ ভালোই পারতেছি প্রতিটা ইউজরকে দেখে অনুপ্রেরণা পেয়ে নিজের ভিতরে দক্ষতা আনার চেষ্টা করতেছি। । মানুষের জীবনে ভালো ও খারাপ দুটি সময়ই আসে।সর্বদা আমাদের সংগ্রাম করে যেতে হবে। আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য।
Twitter
Upvoted! Thank you for supporting witness @jswit.
হুমায়ূন আহমেদের খুব সুন্দর একটি কবিতা আবৃতি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই কবিতা আবৃত্তিটা শুনে আমার অনেক ভালো লেগেছে। আসলে কবিতা পড়তে বা আবৃত্তি শুনতে আমার অনেক ভালো লাগে আমি খুব অল্প কিছু চাই আপনার এই কবিতাটি আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ এমন সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে।
হুমায়ূন আহমেদ স্যারের এই কবিতাটি আপনি এত সুন্দর করে আবৃত্তি করেছেন শুনে খুবই ভালো লাগলো। সত্যি ভাইয়া আপনি কিন্তু খুবই ভালো কবিতা আবৃত্তি করেন। চমৎকার হয়েছে আপনার কবিতা আবৃতি।