কবিতা আবৃত্তি ||আমি চাইনি এভাবে বিদায় নিতে – রেদোয়ান মাসুদ
picsart থেকে এডিট
picsart থেকে এডিট করা
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।আজকে প্রিয় মানুষের উপলক্ষে আমি রেদুয়ান মাসুদ এর "আমি চাইনি এভাবে বিদায় নিতে "কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে।এখন একটু ধরে রাখার চেষ্টা করতেছি খুব শীঘ্রই সুন্দরভাবে কাজ করার জন্য। এখন মোটামুটি বেশ সুন্দরভাবে আবৃত্তি করতে পারি।প্রতিটা মানুষ শুরুতে কিছুই পারে না।বেশ কয়েকদিন আমি অনেকটাই ছিটকে পড়েছি কাজ থেকে।পারিপার্শ্বিককে ঝামেলা ও ব্যস্ততা ও অসুস্থতার জন্য আমি ঠিকমতো কাজ করতে পারি নাই , এখন আমি ঠিকভাবে কাজ করার চেষ্টা করব আপনারা সকলেই চেষ্টা করবেন আমাকে সুন্দরভাবে গ্রহণ করার জন্য। প্রতিটা মানুষ নিজ নিজ কর্ম ব্যস্ততায় দিন কাটাচ্ছে।দিন শেষে এখানে কাজ করতে না পারলে মনের ভিতরে ভীষণ অশান্তি লাগে কিছুই ভালো লাগেনা।আমার বাংলা ব্লগ ভালবাসার আরেক নাম এখানে প্রতিটা ইউজার নিজের দক্ষতার বহিঃ প্রকাশ ঘটাতে পারতেছে,আশা করি আপনারা এগুলো পছন্দ করবেন।সকলের দোয়া করবেন আমার জন্য আমি যেন বেশ সুন্দরভাবে আস্তে আস্তে কবিতা আবৃত্তি করতে পারি প্রতিনিয়ত।আজকের মত আমি এই কবিতাটি আবৃত্তি করছি।
কবিতার নাম :আমি চাইনি এভাবে বিদায় নিতে
কবি: রেদোয়ান মাসুদ
আবৃত্তি :@razuan12
কবিতার লাইনগুলোর নিম্নরুপ:
আমি চাইনি এভাবে বিদায় নিতে
চাইনি মায়া ভরা ঐ দু চোখে অশ্রু ঝরাতে
চাইনি বেচে থেকে দূরে থাকতে
এক পলক দেখার জন্য আকাশের দিকে চেয়ে থাকতে
চেয়েছি সকাল বেলা শিশির ভেজা ঘাসে পা ভিজাতে।
আমি চাইনি এভাবে অপেক্ষা করতে
চাইনি বাশ বাগানের ভিতর দিয়ে বয়ে যাওয়া
অচেনা পথের দিকে চেয়ে থাকতে
ধুসর কোন ওড়না জরানো নারীর জন্য বসে থাকতে
চেয়েছি বৃষ্টিভেজা দুপুর বেলা আনন্দে ভিজতে।
আমি চাইনি মরা কোন নদীর বুকে হাটতে
চাইনি গরম বালিতে পা পুড়তে
চাইনি গলা শুকিয়ে মরতে
জলের তৃষ্ণায় হাহাকার করতে
চেয়েছি ঝর্ণায় ফুলে ফেপে ওঠা পানিতে হাবুডুবু খেতে।
আমি চাইনি দুঃখের সঙ্গি হতে
চাইনি রাতের বেলা কপালে হাত দিয়ে বসে থাকতে
চাইনি মনে মনে দুঃস্বপ্ন দেখতে
ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠতে
চেয়েছি আলত ভিজা ঠোটে ঠোট মিলাতে।
আমি চাইনি চাঁদনী রাতে একা একা বসে থাকতে
চাইনি আলো ভরা জ্যোৎস্নার মাঝে নিরবে কাঁদতে
চাইনি রাত জাগা পাখির মত জেগে থাকতে
অন্ধকারের মাঝে তোমাকে খুজতে
চেয়েছি মরুভুমির বুকে বৃষ্টি নামাতে।
আমি চাইনি পথ হারা পথিক হতে
চাইনি বাকা পথে হাটতে
চাইনি পাথর দিয়ে বুক চাপা দিতে
কাটা তারে আবদ্ধ থাকতে
চেয়েছি পাথরের বুকে ফুল ফুটাতে
আমি চাইনি নদীর মাঝ থেকে ফিরে আসতে
চাইনি হেরে গিয়ে বেচে থাকতে
চাইনি ব্যর্থতার লজ্জায় মুখ ঢেকে রাখতে
না বলা কথাগুলো বুকে চেপে রাখতে
চেয়েছি শুধু দুটি নদীর মোহনায় একসাথে ভাসতে
আমি চাইনি গোলাপের কাটায় রক্তাক্ত হতে
চাইনি শুকনো পাতার মরমর শব্দ শুনতে
চাইনি রোদেলা দুপুরে রোদে পুরতে
তীব্র শীতে ঠোঁট ফাটাতে
চেয়েছি নিশি রাতে এক সূরে গান গাইতে।
আমি চাইনি তোমার পথের কাটা হতে
চাইনি দুজন দুদিকে মুখ ফিরিয়ে থাকতে
চাইনি কোন দিন তোমাকে হারাতে
নিরবে বুক ফেটে কাঁদতে
চেয়েছি শুধু দুটি হৃদয়ের মাঝে ঝর্ণা ঝরাতে।।
কবিতা আবৃত্তির লিংক
আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি করতে আমি পারতাম না, আমি আবারো সুপার একটিভ লিস্টে আসার চেষ্টা করব আপনারা সকলে সমর্থন করবেন আমাকে। আবারো সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব। এখন আস্তে আস্তে বেশ ভালোই পারতেছি প্রতিটা ইউজরকে দেখে অনুপ্রেরণা পেয়ে নিজের ভিতরে দক্ষতা আনার চেষ্টা করতেছি। । মানুষের জীবনে ভালো ও খারাপ দুটি সময়ই আসে।সর্বদা আমাদের সংগ্রাম করে যেতে হবে। আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে ভাইয়া অসুস্হ থাকলে সত্যি কোন কিছু ভালো লাগে না। যাইহোক এখন আবার কাজে মনযোগ দিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আপনার আবৃত্তি আমি আগে ও অনেক শুনেছি। আপনি বেশ ভালো আবৃত্তি করেন।কবিতাটা অসাধারণ হয়েছে। বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা আমাদের মাঝে আবৃত্তি করে নেয়ার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রেদোয়ান মাসুদের কবিতা আমি চাইনি এভাবে বিদায় নিতে কবিতাটি আপনার কন্ঠ আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত কবিতা আবৃত্তি করছেন আপনি। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। কবিতা আবৃত্তি আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনেকদিন পর কাজ করতে পেরে ভীষণ আনন্দিত!
রেদোয়ান মাসুদ এর কবিতা গুলো আপনার অনেক পছন্দের সেটা বোঝা যায়। আপনি শুধু উনার কবিতাই আবৃত্তি করেন। এবং তার কবিতা গুলো বেশ বিরহের। চমৎকার আবৃত্তি করেছেন কবিতা টা। বেশ চমৎকার লাগল শুনতে। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
উনার কবিতাগুলি একটু ভালো লাগে । অনেক সুন্দর ও কষ্ট ও বেদনার সাথে মিল রেখে আর কবিতা লিখেন। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে। চেষ্টা করলে সব কিছুতে সফলতা অর্জন করা যায়। আপনি চেষ্টা করেছেন বলেই এখন ভালো আবৃত্তি করতে পারেন। আপনার কবিতা আবৃত্তি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। অনেক ভালো লাগলো।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।