আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে লাভ শেপের ডাই প্রজেক্ট ♨️🎇

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

IMG20240607192125.jpg

IMG20240607192213.jpg

IMG20240607192223.jpg

ফটোরুম স্ন্যাপড থেকে এডিট

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতাআমি অংশগ্রহণ করতে যাচ্ছি।সম্পূর্ণ আমার বাংলা ব্লগের প্রতি ভালোবাসা রেখে নিজের চিন্তাধারা থেকে একটি ডাই পোস্ট তৈরি করেছি।স্টিমিট প্ল্যাটফর্মে আমি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে জয়েন করেছিলাম। প্রথমত আমার বাংলা ব্লগ কমিউনিটি দেখতে পেয়ে আমরা ভীষণ আনন্দিত ছিলাম। অন্যান্য কমিউনিটিতে ইংরেজিতে মনের ভাব প্রকাশ করতে হতো কিন্তু এখানে সম্পূর্ণ বাংলায় নিজের মনোভাব প্রকাশ করা যায়।অনেক কমিউনিটিতে বাংলায় যারা লেখে তাদেরকে ছোট করে দেখে,কিন্তু আমাদের প্রিয় @rme দাদার মাধ্যমে এত সুন্দর একটা কমিউনিটি পেয়েছি যার মাধ্যমে নিজের মনোভাব প্রকাশ করতে পারি।দাদা, দ্বিতীয় বর্ষপতি উপলক্ষে অত্যন্ত সুন্দর একটি কনটেস্ট আয়োজন করেছে চারটা ক্যাটাগরি এখানে তুলে ধরা হয়েছে। এটা বেশ দারুণ একটা উদ্যোগ। প্রতিটা মানুষ যেটা পছন্দ করবে সেই কাজ তুলে ধরবে।আমার বাংলা ব্লগের সাথে আমি প্রথম বছর ছিলাম দ্বিতীয় বছর অনেক কাঙ্ক্ষিত ঘটনা কারণে থাকতে পারি নাই কিন্তু এইবার আমি থাকতে পেরে নিজেকে বেশ সৌভাগ্যবান মনে করতেছি।আমার বাংলা ব্লগ মানেই নতুন কিছু। প্রতিনিয়ত সবসময় আমাদের সাপোর্ট দিয়ে আসছে আমাদের দাদা। শুরু থেকেই আমাদের সকলেরই প্রিয় এডমিন ভাইগুলো আমাদের বেশ সুন্দর গাইডলাইন দিয়ে আসছে ও মডারেটররাও বেশ সহযোগিতা করেছে আমাদের। সাধারণ ইউজারদের ভালোবাসা আমাদের প্রানবন্ত করে তুলেছে।সবথেকে ভালো লাগা কাজ করতেছে নিজের মাতৃভাষায় নিজের মনোভাব প্রকাশ করতে পারতেছি। আজকে নিজের একান্ত ভালোবাসা থেকে স্টিমিট ও আমার বাংলা ব্লগকে কেন্দ্র করে অত্যন্ত সুন্দর লাভ শেপের একটা ডাই পোস্ট তৈরি করেছি।আশা করি আপনারা সকলেই দেখবেন।

প্রয়োজনীয় উপকরণ

IMG_20240607_210236.jpg

  • সাদা পেজ
  • ওয়ান টাইম কাপ (১৮)পিস
  • জল রং
  • মিডিয়া থেকে ছবি
  • স্কেল
  • কাটার
  • গ্লু গান

১ম ধাপ

IMG20240607180031.jpg

প্রথমত আমি ডিসকর্ড মিডিয়া চ্যানেল থেকে যেগুলো প্রয়োজনীয় আমি সেগুলোর দোকান থেকে ফটোকপি করে নিয়ে এসেছি।সম্পূর্ণ নিজের চিন্তাধারা থেকে এটাকে বেশ দারুণভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তিনটা বছর হয়ে গেল এতে আমার আবেগ কাজ করছিল। আমি একটু বেশি পাগলামি করে ফেলেছি, আশা করি আপনারা এটা দেখবেন।প্রথমত আমি এগুলো সুন্দরভাবে কেটে সাইজ করে নিলাম।
২য় ধাপ

IMG20240607182001.jpg

প্রথমত আমি ওয়ান টাইম কফি কাপ আমি ১৮ পিস সংগ্রহ করেছিলাম।আপনাদের মাঝে সেটা তুলে ধরলাম।
৩য় ধাপ

IMG20240607182335.jpg

তারপর আমি ওয়ান টাইম কাপ দিয়ে লাভ শেপ এর একটি নকশা আমি প্রথমত করে নিলাম

❇️৪র্থ ধাপ ❇️

IMG_20240607_211240.jpg

তারপর আমি ওয়ান টাইম কাপগুলিয়ে লাভ শেপের জন্য একের পর এক আমি আঠা দিয়ে লাগিয়ে দিলাম।পর্যায়ক্রমে দেখতে পারতেছেন সম্পন্ন হয়ে গেল লাভ শেপটি।

❇️৫ম ধাপ❇️

IMG20240607184039.jpg

IMG20240607184400.jpg

এরপর আমি তিনটা সাদা পেজ নিলাম। পাশাপাশি ভাবে এগুলো গ্লু গান দিয়ে লাগিয়ে দেয়ার পর নিচের অংশ আমি গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। এরপর আমি লাভ-শেপের ওয়ান টাইম কাপের উপর লাগিয়ে দিলাম।

❇️ষষ্ঠ ধাপ❇️

IMG20240607184925.jpg

অতঃপর আমি মাঝখানের কাপের অংশটি একটু রং করে দাদার নামটি লিখলাম।যার কারনে সবকিছু সম্ভব হয়েছে। অতঃপর মিডিয়া থেকে ফটো কপি করার অংশগুলো আমি এগুলো গ্লু গান দিয়ে জোড়া লাগিয়ে আমি মাঝখানে লাগিয়ে দিলাম।

❇️৭ম ধাপ❇️

IMG_20240607_211903.jpg

অতঃপর আমি স্টিমিটের লোগোটি গোল করে কেটে নিলাম ও আমি ওয়ানটাইম কাপের উপর আমি গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম ও আমার বাংলা ব্লগের লোগো পরপর আমি লাগিয়ে দিলাম।

❇️অষ্টম ধাপ❇️

IMG20240607185932.jpg

অতঃপর সাই-ফক্সের এর এই ছবিটি আমি গোল করে কেটে আমি মাঝ খান বরাবর লাগিয়ে দিলাম। আপনারা সকলেই দেখতে পারতেছেন আমাদের সকলেরই প্রিয় লাজুক খ্যাঁক এটা দেখতে আমার বেশ দারুণ লাগতেছে।

❇️৯ম ধাপ❇️

IMG20240607191537.jpg

অতঃপর একে একে আমি দুইটা লোগো একের পর এক কাপের উপর আমি এগুলো গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। ভোটের অংশটুকু আমি কিছু দেখানোর চেষ্টা করলাম আমাদের কিউরেটর

❇️১০ম ধাপ❇️

IMG_20240607_212509.jpg

এখানে আপনারা কি লক্ষ্য করছেন? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন।

IMG20240607192125.jpg

IMG20240607192213.jpg

IMG20240607192223.jpg

IMG20240607192145.jpg

আজকে আমি আমার বাংলা ব্লগকে কেন্দ্র করে যতগুলো সিস্টেম অপশন আসছে, আমি প্রায় তুলে ধরার চেষ্টা করেছি এই তিন বছরের মধ্যে।একজন দক্ষ ব্লগার হতে এবিবি স্কুল আমাদের বেশ দারুন সহযোগিতা করেছে ও প্রতিনিয়ত নিজের কমেন্টের মান বৃদ্ধি করতে কমেন্ট রিপোর্ট এটাও বেশ সহযোগিতা করতেছে। ফির্চাড পোস্টের মাধ্যমে আমরা বেশ অনুপ্রেরণা পাচ্ছি।সব মিলিয়ে অনেক দারুন দারুন আইটেম আমাদের জন্য নিয়ে আসা হচ্ছে। নিজের মাতৃভাষায় এখানে নিজের মনোভাব প্রকাশ করতে পারতেছি তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ আবারও। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কোন ইচ্ছা ছিল না হঠাৎ করেই অংশগ্রহণ করলাম। আমি ভিন্নমাত্রায় আমার বাংলা ব্লগকে তুলে ধরার চেষ্টা করেছেন।সব মিলিয়ে কাজটি করতে বেশ আনন্দ অনুভব হচ্ছিল কারণ নিজের আবেগ ভালোবাসা কাজ করছিল। আজকের মত এখানেই শেষ করতেছি। আশা করি এটা কেমন হয়েছে মন্তব্য করে জানাবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Banner.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Device : Realme 8 5g

💗💗💗

standard_Discord_Zip.gif

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Sort:  
 2 months ago 
 2 months ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে দারুন একটা পোস্ট শেয়ার করেছেন। আসলে ভাইয়া আপনি কনটেস্টে অংশগ্রহণ করেছেন বিষয়টা খুবই ভালো লাগলো। তবে আপনি দেখছি লাভ আকৃতির খুব সুন্দর একটি প্রোজেক্ট তৈরি করলেন দেখতে তো অসাধারণ লাগছে। পোস্টটি দারুন ছিল অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

চেষ্টা করেছি ইউনিক ভাবে পরিবেশন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

কমিউনিটির প্রতি আপনার এত সুন্দর ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো ভাই। আমরা সকলে কমবেশি আমাদের কমিউনিটি কে পছন্দ করে ভালোবাসি এবং তার সেভাবে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসাটা ব্যক্ত করার চেষ্টা করি। ঠিক তেমনি আপনার ছিল আজকের এই পোস্ট তৈরি। দেখে খুবই ভালো লেগেছে আমার।

 2 months ago 

প্রতিটা মানুষের নিজ নিজ অবস্থান থেকে ভালোবাসা চেষ্টা করে তাই আমিও চেষ্টা করলাম নিজের ভেতরের ভালোবাসাটা প্রকাশ করার জন্য। ধন্যবাদ।

 2 months ago 

বেশ দারুণ একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। আপনি কনটেস্টে অংশগ্রহণ করেছেন এবং কমিউনিটির প্রতি এতসুন্দর ভালোবাসা দেখে ভালো লাগলো। লাভ আকৃতি করে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন সত্যিই প্রশংসার যোগ্য। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সব সময় যেন এভাবে ভালবাসতে পারি। প্রতিটা ইউজার যেন ভালবাসতে পারে। দোয়া করি ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

দারুন হয়েছে ওয়ান টাইম কাপ ব্যবহার করে খুব সুন্দর একটি লাভ শ্যাপের ডাই করেছেন।অনেক সুন্দর লাগছে।ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য। আপনার মন্তব্যটি বেশ দারুন ছিল। চেষ্টা করে যাবো ধারাবাহিকতা বজায় রাখার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ওয়ান টাইম কাপ দিয়ে ডিজাইন করে আপনি এত সুন্দর করে একটি পোস্ট সাজিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আশা করছি প্রতিযোগিতায় ভালো একটি অবস্থান তৈরি করবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। এখন দেখা যাক এর ফলাফল কি হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য।

 2 months ago 

আপনি আজ আমাদের মাঝে দারুণ একটা পোস্ট শেয়ার করেছেন ভাইয়া।আপনি ওয়ান টাইম কাপ দিয়ে খুব সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন। আপনার তৈরি করা ডাই পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আপু আমি অনেক সুন্দর ভাবে এটা নিজের ভালোবাসা থেকে তৈরি করার চেষ্টা করেছি। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনীয় করেছি। আশা করি এটা আপনাদের ভালো লাগবে এবং চেষ্টা করেছি দারুন ভাবে তুলে ধরার জন্য।

 2 months ago 

ডাইটি দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার চিন্তা ভাবনার প্রশংসা করতেই হচ্ছে।

 2 months ago 

ভাইয়া আপনার আইডিয়া দেখে সত্যি অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি এই আইডিয়া কাজে লাগিয়েছেন দেখে খুবই ভালো লেগেছে। সত্যি ভাইয়া প্রতিযোগিতার জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন। ওয়ান টাইম কাপ দিয়ে ডেকোরেশন করার আইডিয়াটা দারুন ছিল।

 2 months ago 

অনেকে ভেবেচিন্তে আইডিয়াটি মাথায় আসছিল। হুট করেই তৈরি করে ফেললাম। আশা করি আপনাদের এটা ভালো লাগবে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ভাইয়া আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুবই পরিশ্রম করেছেন দেখে খুব ভালো লাগলো। স্টিমিটের লোগো ও সাই-ফক্স লাগানোর জন্য দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আপনার এই আইডিয়া খুব ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74