ধীরে ধীরে সুস্থতা অর্জন করছি || দুর্বলতা কাটছেই না

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘ একটা সময় জ্বর এ ভোগার পর ধীরে ধীরে একটু একটু করে সুস্থ হয়ে উঠতেছি। সবই আপনাদের সবার দোয়াতে সম্ভব হয়েছে।



smiley-2979107_1920.jpg

Image by Gino Crescoli from Pixabay

জ্বর চলে গেলেও দুর্বলতা কাটছেনা

এবার এর জ্বর ছিলো আমার জীবনে ভয়ানক কিছু দিনের এক অভিজ্ঞতা। আমাকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো রোগ বালাই কাবু করতে পারেনি। তবে এইবারের জ্বর আমাকে একদম প্রায় শেষ করে ফেলেছে। শরীর এতো দুর্বল করেছে যে ঠিক মতন এখনো দাঁড়িয়ে থাকতে পারছিনা। এর আগের অনেক জ্বর হয়েছে আমার। কিন্তু এমন কখনো হয়নি। জানিনা কি ধরনের জ্বর ছিলো এটি।

এই কয়দিন এর জ্বর এর অভিজ্ঞতা ভোলার মত নয়। বিছানায় শুয়ে শুয়ে শুধু আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেনো দ্রুতো সুস্থতা দান করেন। দীর্ঘ ৬ দিন জ্বর এর সাথে লড়াই করার পর অবশেষে আল্লাহর রহমতে জ্বর চলে গিয়েছে। কিন্তু রেখে গেছে জ্বরের ছাপ।

ball-1845546_1920.jpg

Image by Pexels from Pixabay

জ্বর এর অনুভুতি গুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি৷ জ্বর এর পর এরপর শুরু হয় আমার শরীর দুর্বলতা। যা এখনো কাটিয়ে উঠতে পারছিনা। খুব মিস করতেছি আপনাদের সবার সাথে আড্ডা। মিছ করছি প্রতিদিন সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে আড্ডা। সব বন্ধুই খোজ নিচ্ছে। স্পেশালি প্লাবন আর শুভোর কথা না বললেই নয়৷ প্রতিদিন কল দিয়ে খোজ নিচ্ছে ওরা। বাকি সবাই ওরা বাসায় ও এসেছিলো আমাকে দেখতে। ওরা আসার পরে অবশ্য ভালো লেগেছিলো খুব আমার। ঘরে থেকে থেকেও কেমন যেনো একটি বোরিং বোরিং ভাব লাগে। জ্বর টা যাওয়ার পর মাথা ব্যাথা চলে গেছে এইদিক দিয়ে একটু ভালো লাগলেও দুর্বলতা যেনো আমাকে কুরে খাচ্ছে। ঠিক মত দাঁড়িয়ে থাকতে পারিনা ভাই আমি। এতো অবস্থা খারাপ।

happy-birthday-1786430_1280.jpg

Image by Artturi Mäntysaari from Pixabay

জ্বর তো কমে গেছে সেই বুধবার। তবে দুর্বলতা নিয়ে রয়েছে আজ অনেকদিন হয়ে গেলো। আজকেও আমি ঠিক মত দাড়াতে পারছিনা। গতকাল বন্ধুরা এসে আমাদের দোকান পর্যন্ত নিয়ে গিয়েছিলো। ১০ মিনিট ও বসে থাকতে পারিনি। আবার বাসায় চলে এসেছি। কারন মাথা ঘুরাই পরে গেলে সমস্যা আছে। যাক লিকুইড খাবার খাচ্ছি প্রচুর। দেখি এই দুর্বলতা কবে কাটে। আসতে আসতে হয়তো এটাও ঠিক হয়ে যাবে৷ কবে যে আবার সব স্বাভাবিক অবস্থায় যাবে সেই দিন এর অপেক্ষায় আছি।

যাক ভালো থাকবেন সবাই৷ আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বলেন কি ভাই।আপনার অসুস্থতা জেনে খুব খারাপ লাগলো।এখন যেহেতু একটু সুস্থ হয়েছেন আশা করি খুব শিগগিরি সব দুর্বলতা কাটিয়ে উঠে ফিরবেন আমাদের মাঝে।

 2 years ago 

হুম ভাই দোয়া করবেন আমার জন্য যেনো শিগ্রই আপনাদের মাঝে আগের মতন ফিরে আসতে পারি।

 2 years ago 

ভাইয়া আপনার অসুস্থতার কথা জেনে সত্যি খারাপ লাগলো। এবারের জ্বর খুবই মারাত্মক ছিল। জ্বরের পর শরীরের দুর্বলতা সবাইকে বেশি ঘায়েল করেছে। কিছুদিন আগে আমার এমনটা হয়েছিল। তবে আমার শরীরে বিন্দুমাত্র জ্বর ছিল না। শরীর এমন দুর্বল হয়েছিল মাথা সোজা করতে পারিনি। যখনই মাথা তুলি তখনই মাথা ঘুরায়। যাই হোক এখন আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুন এই দোয়া করি। তবে একটু সাবধানে থাকবেন ভাইয়া। আর নিয়মিত খাওয়া দাওয়া করবেন। আশা করছি দুর্বলতা কেটে যাবে ।আর আপনার এই অসুস্থতার সময় আপনার বন্ধুরা আপনার খোঁজখবর নিয়েছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

হুম এখনকার জ্বর খুবই খারাপ। একদম কাবু করে ফেলে ।

 2 years ago 

হ্যাঁ বন্ধু এবারের জ্বরটা তোকে বেশি কাবু করে ফেলেছে, এরকমটা আগে কখনো হয়নি, তবে আল্লাহর অশেষ রহমতে এখন সুস্থ দিকে, এটা জানতে পেরে খুবই ভালো লাগলো আশা করি খুব শীঘ্রই আমরা আবার একসাথে আড্ডা দিব।

 2 years ago 

হুম। তবে দুর্বলতা কাটতেছেনা।

 2 years ago 

ভাই আপনার অসুস্থতার কথা জেনে সত্যি ভীষণ খারাপ লাগলো । আপনার জ্বর 6 দিন ছিল , জ্বর ছেড়ে যাওয়ার পরেও এত দুর্বলতা সত্যি অনেক কষ্ট দেয় । আপনি কি ডেঙ্গু ,করোনা টেস্ট করিয়েছিলেন নাকি ? জানতে ইচ্ছে করছে ।এগুলোর কোনটা যদি না হয় তাহলে এত দুর্বলতা সত্যি চিন্তার বিষয় । তবে দোয়া করি খুব দ্রুত যেন আপনি আপনার এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন । বেশি বেশি করে পুষ্টিকর খাবার খান আর রেস্টে থাকেন ।

 2 years ago 

হুম আপু। জ্বর এর থেকে বেশি কষ্ট পাচ্ছি এই দুর্বলতায়।

 2 years ago 

আপনার অসুস্থতার কথা শুনে খুব খারাপ লাগলো আল্লাহ তাআলা যেন আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিন। ছয় দিন যাবত আপনার জ্বর ছিল। এখন আল্লাহর রহমতে আপনারা জ্বর নেই কিন্তু দুর্বলতা রয়ে গেল। এই সময়ের জ্বর গুলো অনেক সমস্যা করে অনেক কষ্ট হয়ে যেতে। কিছুদিন আমার গায়ে একটু জ্বর ছিল কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক কেয়ার করে। ডাক্তার নিয়ে এসে এবং ঠিকমতে টাইম টু টাইম ওষুধ খাওয়াইয়েছেন। দুই তিন দিনের মধ্যে আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি। আপনার মত এত সিরিয়াস জ্বর ছিল না। সবশেষে বলবো তাড়াতাড়ি সুস্থ করে।

 2 years ago 

ওষুধ ঠিক মতন খেয়ে এখন ধীরে ধীরে সুস্থতা অর্জন করছি আপু। দোয়া করবেন আমার জন্য।

 2 years ago 

আসলে ভাই জ্বর হলে আমাদের শরির মন সব কেমন পালটে যায় নিজের অভিজ্ঞতা থেকেই বলছি।একবার আমার টাইফয়েড হয়েছিল তার রেশ কাটতে এক বছর লাগলো এখনো ঠিকঠাক ভাবে এখনো রেশ কাটিনি।দোয়া করি আপনার জন্য।দ্রুত যেনো সুস্থ হয়ে যান।

 2 years ago 

টাইফয়েড তো মারাত্নক। জ্বি ভাইয়া দোয়া করবেন আমার জন্য। আপনার জন্য ও দোয়া থাকলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97340.58
ETH 3390.06
USDT 1.00
SBD 3.10