রাত জেগে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার খেলা দেখা সার্থক || ফিফা ওয়াল্ড কাপ ২০২২

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



Argentina vs Nigeria Football Facebook Post (1).png

ক্যানভা দিয়ে বানানো।

বাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আশা করি সকলেই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। ফিফা ওয়াল্ড কাপ এর উন্মাদনা কম চলছে না। শুরু হয়ে গেছে নক-আউট পর্ব। আর এই নক-আউট পর্বই হচ্ছে মজা। যাক আজ এসব নিয়েই আমার পোস্ট। স্পেশালি রাতের আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ। তো আর বেশি বক বক করতে চাচ্ছিনা। মূল পোস্টে চলে যাই চলুন।



IMG_20221204_015923.jpg

মেসির গোল এর পর চিল্লায়ে গলা ফাটায়ে ফেলছিলাম। তাই চা খেয়ে গলা ঠিক করার চেস্টা।

নক আউটে মেসির আর্জেন্টিনা

গতকালের পোস্ট দেখে আপনারা নিশ্চই বুঝতে পেরেছেন যে আমি মেসি এবং আর্জেন্টিনার কত বড় এক ভক্ত। সেই ২০১০ সাল থেকেই ফুটবল খেলা বুঝি আর তখন থেকেই প্রিয় দল এই একটাই। এমননা যে অন্য দল ভালো লাগেনা তবে প্রিয় জিনিশ বলতে একটা কথা আছেনা। এইতো কাল থেকে শুরু হয়ে গেছে বিশ্বকাপের ২য় পর্ব। অর্থাৎ নক আউট পর্ব। আমার হিসাবে এটি প্রি কোয়ার্টার ফাইনাল। হাহাহা। নক আউট খেলায় গ্রুপ পর্ব থেকে বেশি উত্তেজনা থাকে। এর অবশ্য কারণ রয়েছে অনেক। কারণ জিতলে দল কোয়ার্টার ফাইনাল এ খেলবে। তবে হেরে গেলে বাড়ির টিকেট ধরবে। আর বড় কথা এই খেলায় ড্র বলতে কথা নাই। নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হলে খেলা আরো ৩০ মিনিট চলে। এর পরে গোল না হলে শুরু হয় পেনাল্টি শুটআউট। আমার কাছে প্রিয় দল এর যখন পেনাল্টি শুটআউট থাকে তখন সব চেয়ে বেশি স্নায়ু চাপ এ ভুগতে হয় আমাদের। মনে তো হয় এই বুঝি হার্ট এটাক হয়ে যাবে।

IMG_20221204_030103.jpg

গতকাল রাতে ছিলো নক আউট পর্বের দুইটি ম্যাচ। প্রথম ম্যাচ নিয়ে মাথা ব্যাথা ছিলোনা। তবে দ্বিতীয় ম্যাচ ছিলো আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া। এটি নিয়ে ছিলো সব জল্পনা কল্পনা। কারণ পছন্দের আর্জেন্টিনার ম্যাচ ছিলো এটি। দেখতে তো হবেই। আগের থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। মেসির খেলা না দেখে থাকা যায়। অনেকেই ভাবতে পারেন রাত জেগে কেনো বললাম। ম্যাচ ছিলো রাত ১ টায়। তো খেলা শেষ হতে হতে ৩ টা বেজে যায়। তাই বলা চলে রাত জেগেই এই খেলা দেখা। প্রিয় দল যতই ভালো খেলুক না কেনো খেলা দেখলে একটু স্নায়ু চাপ এ থাকতেই হয়। এটা খুবই স্বাভাবিক। তবে কাল একটু বেশি চিন্তা কাজ করছিলো। কারণ ডি মারিয়া খেলবেনা। এটাকিং এ ডি মারিয়া দারুণ খেলে। যদিও আলভারেজ কিছুই বুঝতে দেয়নি তেমন একটা। তবুও একটা জিনিশ মিসিং রয়েছে এমন মনে হয়েছে। খেলা শুরু হয়। আমি দোকানে বসেই খেলা দেখি। একদম হেলান দিয়ে। শীত করছিলো। তবে নিচের কাটুন বিছিয়ে দিয়েছিলাম তাই আর সমস্যা হয়নি। প্রথম গোল এর পর তো চিল্লায়ে আমার গলা ফাটিয়ে ফেলি। এর পর আর কি চা বানাই খাওয়া শুরু করি।

IMG_20221204_020356.jpg

IMG_20221204_015750.jpg

তো চা খাওয়ার পর গলা কিছুটা ঠিক হয়। তারপর আবার ২য় গোল এবার আর বেশি চিল্লাতে পারিনা। কারণ গলার অবস্থা ১২টা বেজে গেছিলো প্রথম গোল এর পরপরই। এর পর শুধু সুযোগ মিস হওয়াতে হতাশা কাজ করেছে। হঠাৎ দেখলাম দোকানের গরম পানি শেষ হয়ে গেছে। তাই পানি আনতে বাসায় আসলাম। এসে পানি ভরে দোকানে যেয়ে দেখি আর্জেন্টিনার একটা গোল খেয়েছে। একটু হতাশা কাজ করছিলো। গোল হয়েছে বটে তবে সেটা আত্নঘাতি। এবার একটু ভয় লাগতে শুরু হলো। কারণ অস্ট্রেলিয়া অনেক দ্রুতগতির ফুটবল খেলছিলো। শেষের দিকে এসে তো হার্ট এটাক হয়ে যাচ্ছিলো বার বার। মার্তিনেজ সেভ না করলে হয়তো গোল খেয়েই যেতো আর্জেন্টিনা। শেষের দিকে ডিফেন্সে একটু বাজে খেলেছে আর্জেন্টিনা। যাক তবুও শেষ বাশিতে সবাই খুশি হই অনেক। জিতে যায় আর্টেন্টিনা ২-১ গোলে। যদিও ৩ গোলই আমরা দিয়েছি 🤣🤣🤣। তবে শেষ যে চেস্টাটা অস্ট্রেলিয়া করেছিলো সেটা সত্যি দেখার মতন ছিলো। এমি মার্তিনেজ না থাকলে গোল ১০০% হয়ে যেতো। সে ছিলো রক্ষক।

IMG_20221204_030102.jpg

IMG_20221204_025931.jpg

মেসির হাসি মুখ দেখেই দোকান থেকে বাসায় গেলাম। এর পর অবশ্য ফেসবুক এ ঢুকেছিলাম। কে কিরকম পোস্ট করে এসব দেখার জন্য। সত্যি দারুণ খেলেছে আর্জেন্টিনা। তবে সুযোগ গুলো মিস না হলে গোল ৪ টা হতো। অনেক সহজ সুযোগ মিস করেছে।

তো এই ছিলো আজকে। আশা করি ভালো লেগেছে আপনাদের। কেমন হলো জানাবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বিশ্বকাপ খেলার আসল মজাই তো শুরু হয় নকআউট পর্ব থেকে। তারপরও যদি প্রিয় দলগুলোর সাথে থাকে তাহলে তো কথাই নেই। তাহলে তো আপনার জন্য আর্জেন্টিনা গোল খেলেই বেশি ভালো হতো। চিল্লানো লাগত না আর গলাও ফাটানো লাগত না। যাইহোক দ্বিতীয় গোলের জন্য গলা নিশ্চয়ই ঠিক করে নিয়েছিলেন।কালকের খেলাটা বেশ ভালোই জমেছিল। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার না। যাইহোক শুভকামনা আপনাদের জন্য।

 2 years ago 

একদম এবার প্রিয় দল শত্রু দল দুইতাই ছিলো। হেহেহে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া আপনি রাত জেগে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার খেলা দেখেছেন জেনে খুশি হলাম। আমিও খেলা দেখেছি। মেসি তো চমৎকার খেলেছে। আর্জেন্টিনা আমার প্রিয় দল। এদের খেলা আমার কাছে সব সময়ই ভালো লাগে। আপনার অনুভূতি শেয়ার করেছেন পড়ে ভীষণ ভালো লাগলো। আর্জেন্টিনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

হুম মেসি একদম দারুণ খেলতেছে।

 2 years ago 

গিয়েছিলাম খেলা দেখতে কিন্তু এতো ঘুম চেপেছিল যে প্রথম অর্ধ শেষে চলে এসেছি।এসে আর খেলা দেখতে পারিনি,ঘুমিয়ে পড়েছিলাম।
ঘুম থেকে উঠে দেখি ২-১ ব্যবধানে আর্জেন্টিনা জিতেছে।
এভাবে পর্দায় খেলা দেখার ভেতর আলাদাই একটা মজা কাজ করে।গোল হলে সবাই চিৎকার দিয়ে একটা উল্লাস করে,বেশ ভালো লাগে।
ইনশাল্লাহ আর্জেন্টিনা ভালো কিছু করবে।ভামোস আর্জেন্টিনা 🇦🇷

 2 years ago 

আহা তাহলে তো মিস করেছেন। যাক আমিও আশা করি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।

 2 years ago 

এত তাড়াতাড়ি গলা ফেটে গেলে কেমনে হবে,সামনে তো আরো খেলা বাকি😄।কালকে খেলা অল্প দেখেছিলাম,পর দেখি সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না।তবে কালকে খেলাটা আমার কাছে ভালোই লেগেছে।দুই দলেই বেশ ভালো খেলেছে,তবে আমার মনে হচ্ছিলো অস্ট্রেলিয়ার এরা মনে হচ্ছে বারবার আক্রমণ করছিলো, তবে শুরুর দিকে বেশি ভালো খেলেছে আর্জেন্টিনা এরা।সব মিলিয়ে ভালোই ছিলো।ধন্যবাদ

 2 years ago 

আর বলবেন না গোল করার পর না চিল্লায়ে পারিনা একদমই।

 2 years ago 

অভিনন্দন দল আর্জেন্টিনাকে।তবে কোয়াটারে দেখা হচ্ছে এবার আপনাদের সাথে।এবার হবে খেলা,কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়।যাইহোক আপনার উচ্ছাস দেখেই বোঝা যাচ্ছে আপনার প্রিয় দল জেতায় আপনি কতটা খুশি।এই খুশি যেনো অব্যাহত থাকে।😊

 2 years ago 

কোয়ার্টারে ছিলো নেদারল্যান্ড এর সাথে। আপনি কি নেদারল্যান্ডস?

 2 years ago 

হুম ভাই🥺💔

 2 years ago 

জ্বী ভাইয়া আপনার গত পর্বে দেখেছিলাম আপনি কতটা আর্জেন্টিনা এবং মেসির ভক্ত। কালকে রাতের খেলার অনুভূতি শেয়ার করেছেন এটা দেখে আরো ভালো লাগলো। যদিও আমার খেলার প্রতি এতটা আগ্রহ নেই। কিন্তু খেলার আপডেট গুলা পেয়ে ভালই লাগে। গতকালকে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠেছে এটা সত্যিই ভীষণ আনন্দের খবর। আর আপনার জন্য তো একেবারে মহা আনন্দের ব্যাপার। প্রথম গোলের পর একেবারে চিৎকার করে গলা ফাটিয়ে ফেলেছেন। এরপর তো চায়ের প্রয়োজন পড়বেই।

 2 years ago 

জ্বি আপু। অনেক বড় ভক্ত আমি তাদের। ।

 2 years ago 

আপনার পোস্ট পড়েই বুঝেছিলাম কালকে আপনি আর্জেন্টিনার কত বড় ভক্ত। এমনিতে প্রিয় দলের খেলা দেখতে ভীষণ ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে আপনি খুবই খুশি হয়েছেন। খুশি হওয়ার কথা যখন আপনার প্রিয় টিম খেলায় জিতেছে তাই। আমার কাছে খেলা দেখতে ভীষণ ভালো লাগে। ছোটবেলায় প্রচুর পরিমানে খেলা দেখতাম রাতে জেগে কিন্তু এখন বড় হওয়ার সাথে সাথে এত বেশি দেখা হয় না। ছোটবেলার সেই মজাটা এখন আর আসে না। আপনার পোস্টের মাধ্যমে দেখে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

জ্বি ভাইয়া। আর্জেন্টিনার খেলা সত্যি অনেক ভালো লাগে।

 2 years ago 

জী ভাইয়া ঐদিন আমি জীবনের প্রথম এত রাত জেগে খেলা দেখেছিলাম। যদিও আমি ব্যাক্তিগত ভাবে কোন দল করি না। আর্জেন্টিনা খেলাটা জিতেছে কিন্তুু এত রাত জেগে দেখার মত কিছু পায় নি। যায়হোক খেলাতো জিতেছে এটাই অনেক বড়। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বলেন কি। আমি এর আগেও অনেক বার দেখেছি। এমন কি সেহেরির সময় এর খেলাও দেখা হয়েছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 87962.02
ETH 3341.45
USDT 1.00
SBD 2.89