ভালোবাসার "মেসি" ও "আর্জেন্টিনা" ❤️❤️❤️ || ফিফা ওয়াল্ড কাপ ২০২২
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আশা করি সকলেই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আপনারা সবাই জানেন যে ফিফা ওয়াল্ড কাপ ২০২২ এর উন্মাদনা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। কমিউনিটিতেও অনেকেই অনেক বিষয় নিয়ে পোস্ট ও করেছে। তবে এটি আমার এই বিষয়ে প্রথম পোস্ট। ফুটবল বোঝার পর থেকে সেই একটি দলকেই সাপোর্ট করে আসছি। সেটি হচ্ছে আর্জেন্টিনা। আর যে মানুষটির জন্য এই ভালোবাসা তিনি হচ্ছেন "মেসি" । আজ আমার প্রিয় দল ও খেলোয়ার নিয়ে কিছু কথা বলবো।
সময়টা ২০০৬ ফিফা বিশ্বকাপ। তখন আমি ফুটবল খেলার ফ ও বুঝিনা। এটা সত্যি কথা। আমি তখন ছোট ছিলাম। অতশতও বুঝতাম না। তবে আগ্রহ জমার কারণ বিভিন্ন বাড়ির ছাদে আকাশী নীল ও হলুদ সবুজ এর পতাকা দেখে। তখন তো আশে পাশে এতো বড় বিল্ডিং ছিলোনা। তাই প্রচন্ড দূর পর্যন্ত দেখা যেতো। যেদিকেই তাকাই সেদিকেই এই পতাকা গুলো। কৌতূহল বসত এক বন্ধুকে জিজ্ঞেস করলাম এই পতাকা গুলো কেনো লাগিয়েছে? ও জানালো যে ফুটবল এর বড় খেলা তাই যারা যে দল তারা সে দল এর পতাকা লাগিয়েছে। তখনো সাপোর্ট জিনিশটা বুঝতাম না। বেচারা কোন মতে আর্জেন্টিনা ও ব্রাজিল এর নাম বললো পতাকা গুলো দেখিয়ে। ও প্রথমে আমাকে বললো আমি নাকি ব্রাজিল আর ও আর্জেন্টিনা। আমি যেহেতু বুঝিনা তাই মেনেই নিলাম। কিছুক্ষন পর এসে আবার আমাকে আর্জেন্টিনা বানিয়ে ও ব্রাজিল হয়ে গেলো। যদিও সেও এখন আমার মতন আর্জেন্টিনার সাপোর্টার। সে বিশ্বকাপে দল সাপোর্ট করেছি নামেই। খেলা দেখিও নি বুঝিওনি।
এবার আসলো ২০১০ ফিফা বিশ্বকাপ। এবার আমি মোটামুটি সব কিছু বুঝি। সেখান থেকে আর্জেন্টিনার মেসি খেলা দেখে আর্জেন্টিনার পুরোপুরি ফ্যান হয়ে গেলাম। মেসি তো দারুন খেলতো পাগল না হয়ে পারা যায়? আর ওই বিশ্বকাপটা পুরাই ছিল মেসি মেসি নামে। তারপর থেকেই আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনার খেলাও আমার খুব ভালো লাগতো। আর্জেন্টিনা অনেক ভালো খেলত সব সময়ই। সব থেকে বড় কথা আমার সবচেয়ে ভালো লাগতো মেসিকে, ডি মারিয়া কে। আমি ক্লাব ফুটবল তেমন একটা খবর রাখি না। তবে যেদিন যেদিন শুনে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচ প্রীতি ম্যাচ রয়েছে সেদিন খোঁজ রাখি। দুই দলের খেলা দেখতে আমার ভালো লাগে। কারণ তারা দুই দল খুবই ভালো ফুটবল খেলে। শুধু যে আর্জেন্টিনা থেকে আবার পছন্দের খেলোয়াড় রয়েছে বিষয়টা এমন নয়। ব্রাজিলের থেকেও অনেক খেলোয়াড় আমার খুবই পছন্দের যেমন রোনালদিনহো এবং নেইমার। পেলে কথা নাই বললাম কারণ পেলের কথা আলাদা করে বলে বোঝাতে হবে না ফুটবল ঈশ্বর বলে কথা। পছন্দের তো হবেই।
মেসি খেলোয়াড় হিসেবে যেমন দারুন তার ব্যক্তিত্বয়েও অনেক দারুণ। মেসির অর্জনের তো শেষ নেই। জাতীয় দলের হয়ে মেসির অবদান হয়তো খুব একটা বেশি না আবার খুব একটা কমও না কিন্তু। সেই ২০১৪ বিশ্বকাপে মেসি দলটাকে টেনে ফাইনালে তুলেছে। এরপর পরপর দুইবার কোপা আমেরিকার ফাইনালেও তুলেছে দলকে। যদিও কাপগুলো জিতে নাই তাই আক্ষেপ রয়ে গিয়েছিল। সেই কাপের আক্ষেপ ঘুচেছে ২০২১ সালের কোপা আমেরিকা সেখানে প্রিয় প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। যাতে মেসির ভূমিকা অনেক। মেসিকে সবাই অন্য গ্রহের প্লেয়ার বলে। আসলেই ঠিক তাই মেসি যেনো অন্য লেভেলের এক প্লেয়ার। সাতটা ব্যালন ডি'অর সহ একমাত্র ফুটবলার মেসি। একটা মানুষকে ভালবাসতে এগুলোই তো যথেষ্ট। আর কি চাই খেলার ধরন দেখেই তো মেসিকে সবাই ভালোবেসে ফেলবে।
আমি জানিনা এবার বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা কতদূর যেতে পারবে। তবে আমি মনেপ্রাণে চাইব মেসির হাতে যেন এবারের বিশ্বকাপটা যায়। আমি জানিনা একটা বিশ্বকাপ জেতা দিয়ে সেরা প্লেয়ার নির্বাচন হয় নাকি তার খেলার ধরন দেখে সেরা খেলো নির্বাচন হয়। মেসি লাভার তাদের জন্য হলেও মেসির হাতে একবার এই বিশ্বকাপ টা আসা উচিৎ। এটাই মেসির শেষ বিশ্বকাপ। এই বিশ্বকাপ পরে হয়তো আমাদের এই লিজেন্ড খেলা থেকে আবসর নেবে। সত্যি সেই অবসরের কথা ভাবলে আমার এখনই খারাপ লাগে।
তো এই ছিলো আজকে। আশা করি ভালো লেগেছে আপনাদের। কেমন হলো জানাবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ফুটবল খেলা আমার খুব প্রিয় একটি খেলা।আমি আবার দলবলএত কিছু বুঝিনা যারা ভালো খেলবে আমি তাদেরকে খুব বেশি লাইক করি।তবে আগে দল সাপোর্ট না করলেও ইদানিং ব্রাজিলের একটু সাপোর্টার হয়ে যাচ্ছি দিন দিন।আপনার পুরো পড়াটা পড়ে খুব ভালো লাগলো।তবে আমিও আপনার সাথে একমত এবারে বিশ্বকাপে যেন ব্রাজিল জিতে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া ফুটবল খেলা সম্পর্কে আমার তেমন কোন আইডিয়া নেই। তাই এটা নিয়ে খুব একটা মাতামাতিও নেই 😁। কিন্তু ভালো লাগে যখন দেখি সবাই তার প্রিয় দলকে নিয়ে অনেক আশাবাদী থাকে। আপনার পোস্টের মাধ্যমে খেলা সম্পর্কে এবং ব্রাজিল, আর্জেন্টিনার সম্পর্কে অনেক জানতে পেরেছে। দোয়া করি আপনার পছন্দের দলে যেন বিশ্বকাপ পায়।
আগে না বুঝলেও এখন মোটামুটি ফুটবল নিয়ে অনেক কিছুই বুঝি।
ভাই আমি তো ২০১০ ফুটবল খুব একটা বুঝতাম না তবে আমার ভাইয়ের সাথে বসে বসে খেলা দেখতাম আর যখন ফাউল হয়ে একজন প্লেয়ার পড়ে যেত তখন অনেক মজা নিতাম হা হা। তবে ১৪ সালের বিশ্বকাপটা পুরোপুরি দেখেছিলাম, ২০১৪ সালের বিশ্বকাপটা রমজান মাসে হয়েছিল আর সেহরি খাওয়ার আগে উঠে খেলা দেখে তারপরে সেহরি খেয়ে আবার ঘুমাতাম। হ্যাঁ ভাই ২০১৪ সালে মেসি অনেক কষ্টে টেনে ফাইনালে তুলেছিল কিন্তু শেষ পর্যায়ে এসে হেরে গিয়েছিল। আমিও অনেক কষ্ট পেয়েছিলাম🥹
হুম রোজার ভিতর খেলা ছিলো তখন।
আমি নিজেও যখন ছোট ছিলাম, সাল টা মনে নেই, আমার ভাই কে দেখতাম ও খেলা দেখতো। তখন ও বলতো ও আর্জেন্টিনা সার্পোট করে,তখনই থেকেই আমাকে কেউ জিজ্ঞেস করলে বলতাম আমি আর্জেন্টিনা সার্পোট করি,অথচ খেলার কিছুই বুঝতাম না।তবে এখন বুঝি তবে মেসির ব্যক্তিত্ব আমাকে বেশ মুগ্ধ করেছে।তবে খেলা দেখি না আর্জেন্টিনার কারন আমার হার্টবিট বেড়ে যায় 😉😉,অন্যদল বল নিয়ে গেলে।হা হা।
এটা আমারো হয়। বিপক্ষ দল এর কাছে বল চলে গেলে৷
ভাইয়া যদি টাইটেলটা লিখতেন ভালোবাসার আরেক নাম আর্জেন্টিনা ও মেসি তাহলে আমার মনে হয় অনেক বেশি ভালো হতো। আমিও একজন আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনা খেলা গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে মেসি তো বস। আপনি বেশ সুন্দর লিখেছেন ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার দেওয়া টাইটেল টা পছন্দ হয়েছে। এরপর আর্জেন্টিনা আর মেসি নিয়ে পোস্ট করলে এই টাইটেল ব্যবহার করবো।