ভুল কে ভুল ভেবে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে আমি কিছু দিন আগে জ্বর এ ভুগেছিলাম। শরীর এখন অনেকটাই সুস্থ। আর সাথে শরীরের দুর্বলতাও ধীরে ধীরে কেটে যাচ্ছে। যদিও সারাদিন শুয়ে বসে কাটাচ্ছি। কম্পিউটারে বেশিক্ষন বসে থাকতেও পারছিনা। আব্বু আম্মু বকা দেয়। খুব চেস্টা করছি আগের মতন স্টিমিট এ নিয়মিত হতে। যাই হোক আজ ভুল নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন আপনারা।



nothing-1820481_1920.jpg

Image by John Hain from Pixabay

ভুল তো ভুলই

ভুল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। অন্তত আমার মতে। কারণ আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ এই ভুল জড়িয়ে রয়েছে। ভুল ছাড়া মানুষ খুব কমই রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন জীবনের কোনোনা কোনো ধাপে আপনি ভুল করেছেনই। এটা স্বাভাবিক। মানুষ মাত্রই তো ভুল। ভুল হয়ে যায় ইচ্ছায় বা অনিচ্ছায়। তবে আমাদের সেই ভুল নিয়ে পরে না থেকে সামনের দিকে ছুটে চলা উচিৎ। ভুল যেটা একবার হয়ে যায় সেটা আপনি পরিবর্তন করতে পারবেন না কোনো ভাবেই। হ্যা হয়তো ভুলের মাশুল দেওয়া যায়। আমিও সেটাই বলছি। ভুল জীবনে হতেই পারে। তবে তার জন্য জীবনে হতাস হওয়া যাবেনা একদম। বড় বড় মনি ঋষিরাও ভুল করেছেন। আর আমরা তো সাধারন মানুষ। ভুল হবেই আমাদের। ভুল না হলে তো সফলতা সহজে আসবেনা। ভুল থেকে আপনি যখন শিক্ষা নিবেন সে জিনিশটা দেখবেন বেশি মনে থাকবে। ভুল গুলো যেনো এক একটা শিক্ষা আমাদের জন্য। ভুল থেকেই তো আপনি নতুন কিছু শিখতে পারবেন।

zen-836560_1920.jpg

Image by John Hain from Pixabay

অনেক সময় আমরা একটা কথা বলি না? যে চোর পালালে বুদ্ধি বাড়ে । এ কথা কেনো বলি আমরা? কথাটি হয়তো অনেক ছোট। কিন্তু এর বিশালতা অনেক। ভেবে দেখুন একবার। আপনার বাসায় চুরি হলো। খেয়াল করে দেখলেন যে আপনি নিজেই সামান্য কিছু ভুল করেছেন হয়তো। এই ভুলটি না হলে হয়তো চুরি হতোনা। তখন আপনি কিন্তু সে ভুল শুধরে নিতে পারবেন। আর ভবিষ্যতেও কিন্তু চুরি থেকে হয়তো বেচে যাবেন। তাই তো বলি চোর পালালে বুদ্ধি বাড়ে। আমাদের জীবনটাও অনেকটাই ঐ ছোট কথাটার মতনই। যত ভুল করবো জীবনে ততো শিখবো। আর শেখার কোনো বয়স নেই। তেমনি ভুল করার ও বয়স নেই। যেকোনো সময় ভুল হয়ে যেতেই পারে। তবে সেই ভুল থেকে শিক্ষা নিলেই তো আপনি সফল। এভাবেই সফলতা আসবে ভাই। ভুল থেকে শিক্ষা নিলেন তো মনে করবেন এক ধাপ এগিয়ে গেলেন সফলতার দিকে।

signs-1172209_1920.jpg

Image by John Hain from Pixabay

এবার আসুন বাস্তব জীবন থেকে একটি অভিজ্ঞতা শেয়ার করি। মাস তিনেক আগের কথা। প্রাণ এ ইন্টার্ভিউ দিতে গিয়েছিলাম। তো সেখানে অনেক পার্থী ছিলো ইন্টার্ভিউ এর জন্য। তাই তারা সিদ্ধান্ত নেয় যে একটি লিখিতো পরীক্ষা নিবে। তো লিখিতো পরীক্ষার খাতা দিলো। প্রশ্ন গুলো আমার মতে সোজাই ছিলো। জেনারেল এর ৯০% সঠিক ভাবে উত্তর দিয়েছি। তারপর আসলো ডিপার্টমেন্টাল। একটি সহজ প্রশ্ন ছিলো সেটি হচ্ছে প্যাসকেল এর সুত্র। এই সুত্র অনেক পড়েছি। তবে ওই মুহুর্তে ভুলে যাই। ভুলে যাই বলতে আমি অন্য একটি সুত্রের সাথে গুলিয়ে ফেলি। আমি সেখানে পানিতে নিমজ্জিত বস্তুর সুত্র লিখে ফেলি। পরে যখন বাসায় আসার পর মিলিয়ে দেখলাম যে আমি ভুল লিখেছি খুব আফসোস হলো। যে পারা একটা জিনিশ আমি ভুল করে আসলাম। কিন্তু সেই যে আমি সুত্রটা দেখলাম। আমার মনে হয়না যতদিন বেচে আছি আর ভুল হবে এই সুত্রটা। এই সামান্য ভুলের জন্য আমি কিন্তু ভাইভা তে ডাক পাইনি। তবে ঠিকি আমি এ ভুল থেকে শিক্ষা নিয়েছি। ভবিষ্যতে হয়তো এই ভুল হবেনা। আর ভুল হলেও তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবো।

ভুল সব সময় ভুলই হয়। ভুল কখনো সঠিক হতে পারেনা বা হয়না। তাই আমাদের উচিৎ এই ভুলকে ভুল ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়া। তাহলেই জীবনে সার্থকতা আসবে। তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

New Project.gif

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

সত্যি ভাইয়া মাঝে মাঝে ভুল থেকে শিক্ষা নেওয়া যায়। সেদিন আপনি ভুল করেছিলেন বলেই হয়তো আজ সেই সূত্রটি আর কখনো ভুলবেন না। আসলে যেই কাজটিতে আমরা ভুল করি সেই কাজ একবারে শুধু ভুল হয়। বারবার আর হয় না। কারণ আমরা ভুল থেকেই সংশোধন করার চেষ্টা করি। যাই হোক ভাইয়া আপনার লেখাগুলো পড়ে সত্যিই ভালো লাগলো। অনেক শিক্ষনীয় বিষয় ছিল। আপনি এখন সুস্থ আছেন এবং শরীরের দুর্বলতা কেটে যাচ্ছে জেনে ভালো লাগলো ভাইয়া। আশা করছি ধীরে ধীরে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবেন।

 2 years ago 

জ্বি আপু। আসলে আমাদের সকলের উচিত ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হয়তো বা সৃষ্টিকর্তা এর থেকে ভালো কিছু রেখেছে, রিজিক যেখানে রয়েছে ঠিক সেখানেই চাকরি হয়ে যাবে, আর এটা চরম সত্যি কথা আমরা কিন্তু ভুল থেকেই শিখে নিয়ে থাকি।

 2 years ago 

তাতো অবশ্যই বন্ধু। রিজিক যেখানে আছে সেখানেই চাকরি হবে।

 2 years ago 

সত্যি ভুল থেকে মানুষ শিক্ষা নেই। প্রতিটি মানুষের কম বেশি ভুল থাকে। ভুল না করলে সে কি মানুষও নয়। ভুল এমন একটি জিনিস ভুল থেকে অনেক বড় ধরনের শিক্ষা পেয়ে থাকে। আরেকটি কথা সত্যি চোর গেলে বুদ্ধি বাড়ে। আপনি ভাইবা পরীক্ষা দিতে গিয়ে একটি সূত্র ভুল করে ফেললেন। বাসায় এসে দেখলে উত্তরটি আপনি ভুল দিলেন। এটির মধ্যে আপনি অনেক বড় শিক্ষা লাভ করলেন। খুব সুন্দর করে ভুল থেকে শিক্ষা নেওয়া আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম আপু। ভুল থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিৎ। তাহলেই এগুতে পারবো সবাই।

 2 years ago 

আপনার সাথে আমি একমত ভুলকে ভুল ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার বুদ্ধিমানের কাজ। কারণ ভুলকে সংশোধন করার চেয়ে নতুন পথে, নতুন ভাবে চলাটাই বুদ্ধিমানের কাজ আমি মনে করি।

 2 years ago 

ঠিক বলেছেন আপু। ভুল থেকে নতুন পথ বাছাই করেই নেওয়া উচিৎ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64116.01
ETH 2758.41
USDT 1.00
SBD 2.65