ঈদ সবার জন্যই আনন্দ নিয়ে আসে না

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


দীর্ঘ একটি রোজার মাস পরে আসছে পবিত্র ঈদ। আর এই ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি পরিবারের সকলকে সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। আর এই ঈদের জন্য আমরা অপেক্ষা করছি। আসলে ঈদ মানে আনন্দ সারা পৃথিবীর মানুষ একসাথে এই দিনটি পালন করবো। এই দিনটির জন্য অপেক্ষা করা হচ্ছে। আসলে মুসলমানদের জন্য খুশির দিন হলো ঈদের দিন।তাছাড়া তবে এই ঈদকে কেন্দ্র করে পৃথিবীর হাজার হাজার মানুষ অনেক আনন্দের সাথে এই দিনটি উপভোগ করে। কিন্তু এই ঈদে আনন্দ প্রত্যেকটা মানুষের জন্যই খুশি নিয়ে আসে না। অনেক মানুষের জন্য এই ঈদে আনন্দটা কষ্টে কেঁটে যায়।


people-1492052_1280.jpg

source

আজকে আমি আপনাদের সাথে, এই ঈদের আনন্দময় মুহূর্তের কিছু অনুভূতি শেয়ার করছি। আসলে ঈদের আনন্দকে কেন্দ্র করে আমরা পরিবারের সবাই মিলে এবং বন্ধু-বান্ধব মিলে দিনটি কতই সুন্দরভাবে পালন করে থাকি। আসলে এই দিনে আমাদের অনেক পরিকল্পনা থাকে। এই দিনকে কেন্দ্র করে যেন অনেক আত্মীয়-স্বজনরা চলে আসে। তাদের সাথে এই দিনটি কত মধুর ভাবে আমরা পালন করি। সকলে মিলে মাঠে গিয়ে নামাজ পড়ি এবং সবাই সবার বাড়িতে গিয়ে দাওয়াত খায়। এই আনন্দময়ী মুহূর্তগুলো সত্যি অন্যরকম একটা ভালো লাগার কাজ করে। আর ঈদের আনন্দ যেন প্রত্যেকটা পরিবারে খুশি নিয়ে আসে, প্রত্যেকটা পরিবার এবং প্রত্যেকটা মানুষ এই দিনটিকে এত আনন্দের সাথে উপভোগ করে। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা পরিবার থেকে দূরে আছে, এই ঈদের আনন্দ অনুভব করতে পারে না। তাদের হৃদয়ে যেন অসীম কষ্ট নিয়ে তারা এই দিনটি কেটে যায় কারাগারের মধ্যে।


আজকে আমি আপনাদের সাথে কারাগারে ঈদ পালনের সেই সব বন্দি মানুষদের কথা বলতে এসেছি। আসলে কারাগারে যারা বন্দী অবস্থায় রয়েছে, তাদের ঈদের আনন্দটা কতটা যে কষ্টের। সেটা ভাষায় প্রকাশ করার মতো না মতাদের এই অনুভূতি যদি আপনি শুনেন তাহলে আপনার গায়ের কাঁটা খাড়া হয়ে যাবেম কারণ তারা পরিবার থেকে দূরে। তারা কোন আনন্দ অনুভব করতে পারছে না। তারা পরিবারকে কোন কিছু গিফট করতে পারছে না। পরিবারকে পরিবারের প্রিয়জনকে ঈদের কেনাকাটা করে দিতে পারছে না। পরিবারের সাথে এই দিনটি পার করতে পারছেনা। মা বাবা সন্তান বউ সবাইকে ছাড়ে অন্ধকারে কারাগারে ঈদের দিনটি পার করে। তাদের এই অনুভূতি বাইরের মানুষ জানতে পারছে না। তাদের হৃদয়ে হাজারো কষ্ট নিয়ে তারা এই ঈদের আনন্দটা কারাগারের মধ্যে কেটে দেয়, আর পরিবারের কথা ভাবতে থাকে পরিবারকে নিয়ে যখন ভাবে, যে তাদের থেকে দূরে সেই মুহূর্তের কান্না যদি আপনি শুনতে পেতেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাদের হৃদয়ের এই বোবা কাঁন্না যেন হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়।


আপনি কি মনে করেন, কারাগারে শুধু অপরাধীরাই থাকে। কারাগারে কি ভালো মানুষ থাকে না। হাজারো ভালো মানুষ রয়েছে। যাদের কোনো অপরাধ নেই, তারা নিরঅপরাধ কিন্তু পরিস্থিতি এবং এই মিথ্যার মামলার কারণে, এই মিথ্যার কারণে তারা দিনের পর দিন শাস্তি ভোগ করছে যাচ্ছে। আসলে আপনি যখন কোন অন্যায় করবেন না। ঠিক সেই কাজের জন্য যদি আপনাকে শাস্তি পেতে হয়। তাহলে এর মত কষ্ট আর কিছু হতে পারে না। আর সেই শাস্তি যদি হয় বছরের পর বছর এবং পরিবার থেকে দূরে, তাহলে যেন সেই হৃদয়টা একদম ক্ষতবিক্ষত হয়ে যায়। তারা শুধু মৃত্যু ছাড়া আর সামনের কিছুই দেখতে পায় না।আর এই পরিবারকে সাথে তারা যখন ঈদ পালন করতে পারেনা, তখন যেন তাদের হৃদয়টা একদম ক্ষতবিক্ষত হয়ে যায়। তাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয় আর এই হৃদয়ের রক্তক্ষরণ সৃষ্টিকর্তা ছাড়া কেউ দেখতে পায় না।


আবার ধরুন কোনো অপরাধী তার অপরাধের জন্য শাস্তি পাচ্ছে। কিন্তু সেই অপরাধীদের একটা মন রয়েছে। তার একটা পরিবার রয়েছে, তার বাবা-মা রয়েছে, সন্তান রয়েছে। বউ রয়েছে। তাদের থেকে যখন সে দূরে থাকে কারাগারের মধ্যে ঈদ পালন করে। তখন তার হৃদয়টা কতটা কষ্টে কাটে সে হয়তো আমরা বুঝতে পারবো না।সে অপরাধী তারপরেও তার হৃদয়ের ভিতর একটা মানুষ আত্মবোধ রয়েছে। পরিবার থেকে দূরে করার সেই মুহূর্তটা খুবই কষ্টের। তাই ঈদের আনন্দ আমরা অনেক উল্লাসের সাথে পালন করি, কিন্তু কারাগারে যারা রয়েছে তারা এই ঈদের আনন্দটা উল্লাসে সাথে পালন করতে পারে না। যদিও তারা সামনাসামনি কারাগারে যারা রয়েছে তাদের সাথে দিনটি আনন্দের সাথে পার করে, কিন্তু তাদের হৃদয়ে তাদের মনের খবর যদি আপনি জানতেন তাহলে আপনি বুঝতেন, সে কতটা হৃদয়ের ভিতর কষ্ট নিয়ে এই দিনটি সবার সাথে হাসি মুখে পার করছে। তার মুখে হাসি থাকলেও হৃদয়ে যেন তার কান্নার কন্ঠ চিৎকার করে বলছে, আমার ঈদ নেই আমার খুশি নেই।


তো বন্ধুরা ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা সকলেই ঈদের দিন আনন্দের সাথে পার করি মপরিবারের সাথে নিয়ে এই দিনটা অনেক আনন্দের সাথে উপভোগ করি। কিন্তু এই ঈদ আমাদের প্রত্যেকের জন্যই আনন্দময় দিন নয় মআমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, যাদের কাছে কোন ঈদ নেই। তারা কিভাবে দিনটি পার করছে, তারা শুধু নিজেরাই জানে। হৃদয়ের ভিতরে হাজারো কষ্ট নিয়ে এই ঈদের দিনটা তারা পার করে দেয়। তাই হাজারো মানুষের হৃদয়ের কান্না যেন এই ঈদের দিন আমরা চোখে দেখতে না পেলেও তাদের হৃদয়ের কন্ঠগুলো যেন এই পৃথিবীর চারপাশের দৃশ্যগুলো উপভোগ করে। তো বন্ধুরা তাই ঈদের আনন্দটা আমরা পরিবারের সাথে ভাগাভাগি করে নেব, আর যাদের পরিবারের মানুষ কারাগারে রয়েছে, তাদের আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করব। এবং যদি পারি তাদের সাথে গিয়ে দেখা করে আসবো।🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 5 months ago 

ভাইয়া আপনি বেশ সুন্দর একটা বিষয় নিয়ে পোস্ট শেয়ার করছেন। আপনি ঠিকই বলেছেন ঈদ সবার জন্য না।এই ঈদে কেউ কেউ হাসবে আবার কেউ কেউ অনেক কষ্ট করবে।তবে যারা পরিবার থেকে বাইরে রয়েছে তারায় শুধু জানে কষ্ট কি জিনিস। তবে আপনি ঠিকই বলেছেন সবাই অপরাধ করে কারাগারে থাকে না কেউ কেউ মিথ্যা মামলায় সুন্দর পরিবার ছেড়ে ওই অন্ধকার কারাগারে রয়েছে। আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 5 months ago 

আসলেই ভাইয়া,ঈদ সবার জন্য আনন্দের নয়। কেউ পরিবারের সবার সাথে একসাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়। আবার কেউ বা পরিবার থেকে দূরে থেকে কষ্ট ভোগ করে। কারাগারে থাকা প্রত্যেকটি মানুষ কিন্তু অপরাধী নয়।আমার এক পরিচিত লোক তিনি বিদেশে বন্ধুর প্রতারণায় এখন কারাগারে আছে,কিন্তু তিনি সম্পূর্ণ নির্দোষ। দেশে তার পরিবার এর অবস্থাও কিন্তু বেশি ভালো না,তাদের মনের অবস্থা সম্পর্কে কিছুটা হলেও জানি। এজন্যই খুব খারাপ লাগে মাঝে মাঝে নির্দোষ মানুষও সাজা ভোগ করে বিনা কারণে।

 5 months ago 

আসলেই ভাই কখনো এমনভাবে ভেবে দেখিনি। কারাগারে থাকা মানুষগুলোর ঈদ খুবই কষ্টে কাটে। বছরের এই দিনটাতেও তারা পরিবার থেকে দূরে। পাশাপাশি এমন অনেক মানুষ আছে যারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে জেল খাটছে। ব‍‍্যাপার টা বেশ স্পর্শকাতর ঐ ব‍্যক্তির জন্য এবং তার পরিবারের জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার মত করে এইভাবে আসলে কখনো ভেবে দেখা হয়নি ভাই। এটা তো সত্যি কথা যে, কারাগারে যারা থাকে তাদেরও ঈদ পালন করতে ইচ্ছা করে কিংবা পরিবারের সাথে সময় কাটাতে ইচ্ছা করে। অনেকে হয়তো অপরাধ করে কারাগারে যায় তবে পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর ব্যাপারটা তারা অবশ্যই মিস করে। তাছাড়া বিনা অপরাধে যারা বছরের পর বছর জেলে থাকে তাদের কথা তো আলাদা। তাদের কষ্ট তো আরো অনেক বেশি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59391.37
ETH 2525.88
USDT 1.00
SBD 2.47