পাওয়ার আপ সিজন-৪// ১০ স্টিম পাওয়ার আপ করলাম 💪

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/আদাব🤝


হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


প্রতি সপ্তাহে মতো আজকেও নিজের শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম।পাওয়ার আপ এর মাধ্যমে আমরা শক্তি বৃদ্ধি করতে আমি চেষ্টা করে যাচ্ছি।স্টিমেট প্লাটফর্ম আমার শক্তিকে বৃদ্ধি করতে প্রতি নিয়ত পাওয়ার আপ পোস্ট করে যাবো ইনশাআল্লাহ । নিজের শক্তি বৃদ্ধি করতে আমি নিয়মিত পাওয়ার আপ করে যাবো ইনশাআল্লাহ। তাই স্টিমেট প্লাটফর্মে নিজের শক্তি বৃদ্ধি করতে ১০ স্টিম পাওয়ার আপ করলাম। এই পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার ক্ষমতা বৃদ্ধি করে যাবো ইনশাআল্লাহ। পাওয়ার আপ এর মাধ্যমে আমি ট্রিপল ডলফিনের সপ্ন পূরণ করতে পেরেছি। তাই আমি খুবি আনন্দিত।আশা করছি আমার টার্গেট নতুন বছরে সিজন-৪ এর মাধ্যমে 4x ডলফিনের টার্গেট পূরণের জন্য এভাবেই এগিয়ে যাবো।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পাওয়ার আপ ধারাবাহিকতা বজায় রাখতে পারি। 🙏🐬🙏


IMG_20240114_171222.jpg

পাওয়ার আপ সিজন-৪ এর মাধ্যমে টার্গেট ডিসেম্বর এর লক্ষ্য নিয়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পাওয়ার আপ করে 4x ডলফিন হবো।নতুন এই টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ।এই পাওয়ার আপ প্রতিয়োগীতার আয়োজন করার জন্য 🙏🐬🙏

টার্গেট ডিসেম্বর সিজন-৪ এর পাওয়ার আপ আমি যে ভাবে করেছি তা ধাপে ধাপে উপস্থাপন করছি।

ধাপ-১👇

IMG_20240729_092602.jpg

ধাপ-২👇

IMG_20240729_092621.jpg

ধাপ-৩👇

IMG_20240729_092646.jpg

পাওয়া আপ এর পরিমান
পাওয়ার আপ করার আগে আমার ওয়ালেটে স্টিম ছিল১৭,৪৭৭.৭২৭স্টিম
আজকে পাওয়ার আপ করলাম১০স্টিম
পাওয়ার আপ করার পরে আমার ওয়ালেটে স্টিম হলো১৭,৪৮৭.৭২৭স্টিম


প্রতি সপ্তাহে মতো আবারও নিজের শক্তি বৃদ্ধি করতে ১০ স্টিম পাওয়ার আপ সম্পন্ন করলাম। আমার সপ্ন পূরণের জন্য আমি নিয়মিত পাওয়ার আপ পোস্ট করে যাচ্ছি।তাই আমি এভাবেই নিয়মিত পাওয়ার আপ এর মাধ্যমে আমার শক্তি বৃদ্ধি করে যাবো ইনশাআল্লাহ ।আমি সিজন-৪ এর মাধ্যমে 4x ডলফিন হওয়া জন্য নিয়মিত পাওয়ার আপ করবো । আপনারা সবাই দোয়া করবেন,আমি যেন পাওয়ার আপ ধারাবাহিকতা বজায় রাখতে পারি। 💖🐬💖

আমার পরিচয়


IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 3 months ago 

ভাই আপনার এ দশ সিস্টেম পাওয়ার আপের পোস্টটি দেখে আমার অনেক ভালো লাগলো। আপনি আপনার এই পাওয়ার আপের এর মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে গেলেন। আপনি এভাবে আস্তে আস্তে পাওয়ার বৃদ্ধি করে আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবেন আশা করি শুভকামনা রইল আপনার জন্য।

 3 months ago 

স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ অত্যন্ত জরুরি।আপনি পাওয়ার আপের সমস্ত প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে অনেক ভালো লাগলো।আপনার জন্য শুভকামনা রইল।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

পাওয়ার আপের কোন বিকল্প নেই। আমাদের শক্তি বৃদ্ধি করতে চাইলে অবশ্যই পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আপনি প্রতিনিয়ত এর ধারাবাহিকতা ধরে রাখছেন। যা দেখে অনেক ভালো লাগছে। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 months ago 

১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই খুশি হলাম ভাইয়া। আমাদের প্রত্যেকের উচিত নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা। ভবিষ্যতের কথা চিন্তা করে সক্ষমতা বৃদ্ধি করা অনেক বেশি দরকারি। ধন্যবাদ ভাইয়া এই পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনি বরাবরই প্রতি সপ্তাহে একটু একটু করে পাওয়ার আপ করেন।পাওয়ার আপ করা মানে নিজের শক্তি বৃদ্ধি করা। আমাদের সবার উচিত কিছু কিছু করে পাওয়ার আপ করার। ধন্যবাদ ভাই পাওয়ার আপ পোস্ট টি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

পাওয়ার আপ পোষ্ট দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি শক্তি অর্জন করার জন্য 10 স্টিম পাওয়ার আপ করেছেন। এই বছর আপনার টার্গেট হচ্ছে 4x ডলফিন পাওয়ার আপ এর মাধ্যমে পূরণ করা। আশা করি ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি পূরণ করতে পারবেন। আর পাওয়ার আপ নিজে করা অন্যকে উৎসাহিত করা।

 3 months ago 

ভাইয়া আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। পাওয়ার আপের কোন বিকল্প নেই। আপনি যত বেশি পাওয়ার আপ করবেন তত বেশি আপনার একাউন্টের ক্ষমতা বৃদ্ধি পাবে।আপনার জন্য শুভকামনা রইল।

 3 months ago 

এস্টিমেট প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় আজকে আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনার লক্ষ 4x ডলফিন হওয়ার। আশা করি খুব দ্রুত আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67942.91
ETH 2421.75
USDT 1.00
SBD 2.39