যাকাত কেন দেবো,আর কাকে দেবো

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


মাহে রমজান আসলে আমরা অনেকেই যাকাত দেওয়া দেখতে পাই। আসলে এই যাকাতকে আজও আমরা সঠিকভাবে দিচ্ছে। আর যাকাত দেওয়া কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা কি আসলেই জানি। আসলে ইসলামিক পাঁচটি স্তম্ভ রয়েছে,কালেমা নামাজ রোজা হজ্ব যাকাত, আর এই নামাজ রোজার সাথে সাথে আমরা যাকাত আদায় করবো। আমরা ইসলামের পথে যারা রয়েছি তারা নামাজ রোজা ঠিকভাবে পালন করি কিন্তু যাকাতের বিষয়ে আমরা উদাসীন। আমরা সহজে টাকা দিতে চায়না। আসলে মহান আল্লাহ তায়ালা এই যাকাত দেওয়ার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআন শরীফে যতবার নামাজ পড়ার কথা বলা হয়েছে, নামাজ কায়েমের কথা বলা হয়েছে। শুধু একবার কম বলা হয়েছে যাকাতের কথা।যাকাত বড় একটি ইবাদত আর এই যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া ফরজ। যাদের ওপর যাকাত দেওয়া ফরজ তারা যদি এই সম্পদ যাকাত না দেয় কেয়ামতের দিন এই সম্পদ তাকে জাহান্নামে টেনে নবওয়া যাবে। আর এই যাকাত না দেওয়ার কারণে এই সম্পদ তাকে ধ্বংস করে দেবে।


IMG_20240403_110754.jpg

পবিত্র মাহে রমজান মাস। আমরা এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত করি। কত কষ্ট করে ইবাদত করি, আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য। নামাজ পড়ি রোজা রাখি এবং আল্লাহ তালাকে খুশি করার জন্যই আমরা সারা দিনে কিছু পানাহার করিনা। না খেয়ে থাকি আর তার ইবাদত করি তার নৈকট্য পাওয়ার জন্য এবং সওয়াব হাসিলের জন্য। আর মহান আল্লাহতালা এই রমজান মাসে যাকাত দিতে বলেছেন, কিন্তু আমরা রোজা রাখলেও নামাজ পড়লেও যাকাত দিতে চায় না। কারণ যাকাত দিতে হলে আমাদের অর্থ সম্পদ ব্যয় করতে হয়। আর মানুষ অর্থ সম্পদ ব্যয় করতে খুব একটা চায়না। সেটা যদি দান খয়রাত হয়। কারণ, যার আছে তার আরো লাগবে এটাই যেন আমাদের মনের ভিতর ধারণা। কিন্তু এই যাকাত আমাদের হক নয়। যাকাত হল গরিবের হক। আর এটা গরিবের সম্পদ,আপনার যদি যাকাত ফরজ হয়ে থাকে আর আপনি যদি যাকাত না দেন তাহলে আপনি গরিবের হক মেরে খাচ্ছেন। আর গরিবের টাকা মেরে খাওয়ার কারণে আল্লাহতালা আপনাকে কঠিন শাস্তি দেবেন।


সাড়ে ৫২ তোলার রুপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর বর্তমান বাজার মূল্য সমপরিমাণ টাকা যদি কারো কাছে ১ বছর পরিমাণ জমা থাকে তাকে যাকাত দিতে হবে।যাকাত আল্লাহ তায়ালা এমন ভাবে নির্ধারণ করেছেন। বর্তমান বাজার মূল্য যদি এক লক্ষ টাকা কারো কাছে পরিবারের সকল খরচ বাদ দিয়ে জমা থাকে, তাহলে এক লক্ষ টাকাতে প্রায় ২৫০০ টাকার মতো যাকাত আসে। আর এই ২৫০০ টাকা আপনি যদি যাকাত না দিয়ে আপনি নিজে খরচ করেন, তাহলে আপনি গুনাগার হচ্ছেন। এই টাকাটা আপনার খাওয়া হারাম হচ্ছে। আপনি গরীবের টাকা খাচ্ছেন। তাহলে কঠিন শাস্তি আপনাকে পেতে হবে কিয়ামতের দিন। আমাদের সমাজে হাজার হাজার কোটি টাকার মালিক রয়েছে এবং অনেক বড়লোকরা রয়েছে, তারা হাজার হাজার কোটি টাকা যাকাত মেরে খাচ্ছে। আর তারা গরিবের হক মেরে খাচ্ছে। তারা যদি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্ধারণ করা হয়েছে এই অর্থ যদি যাকাত দিত। তাহলে সমাজে আর গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। সকলেই একটা ভালো পর্যায়ে থাকতো। যাকাত দেওয়ার মতো আর মানুষ খুঁজে পাওয়া যেত না, আমাদের এই সমাজে।


আমাদের সমাজে অনেক ব্যক্তিরা যাকাত দিয়ে থাকে। তারা হয়তো নির্দিষ্ট পরিমাণ সম্পদ যাকাত দেয় কিনা জানিনা। তবে যে সম্পদটা যাকাত দেওয়া হোক না কেন, তারা করে কি তারা বাজার থেকে যাকাত শাড়ি বা যাকাতই লুঙ্গি কিনে নিয়ে এসে দিয়ে দেয়। আর এই যাকাতই লুঙ্গি বা শাড়ি পরার মত অবস্থা খুব একটা থাকে না। তারা গ্রামের গরীব দুঃখীদের যাকাত দিয়ে থাকে এই লুঙ্গি শাড়ি দিয়ে থাকে, কিন্তু তার যদি একটু ভালো মানের কাপড় বা শাড়ি দিত তাহলে এই ভালো মানের কাপড় তারা অনেকদিন পড়তে পারতো। এত লোকোয়ালিটি বাজেটের কাপড় দেওয়া হয় যাতে দুই তিন মাস পরলে আর পড়ার মতো অবস্থা থাকে না। এই গরীব দুঃখীর এত ভালো কাপড় চোপড় কিনতে পারেনা। তাদের একটু যাকাত দেবেন সেই কাপড়টা যদি ভালো মানের হয়। তাহলে এই কাপড়টা পড়ে তারা সব জায়গায় যেতে পারবে। তাদের এই কাপড়টা একটু ভালো মানের দেওয়া উচিত বলে আমি মনে করি।


মহান আল্লাহতালা কিয়ামতের দিন এই যাকাতের হিসাব নেবেন, অর্থ সম্পদের হিসাব নেবেন মহান আল্লাহ তা'আলা আমাদের অর্থ সম্পদ দিয়েছে, আর এই অর্থ সম্পদ আমরা যদি সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে এর শাস্তি পেতে হবে। তাই যাকাত গরিবের হক আর এই যাকাত আমাদের সঠিক নিয়ম এবং সঠিক পরিমাণে দিতে হবে। আর আমরা যারা যাকাত দেবো তারা এটা একটা বিষয় খেয়াল করব। যাদের উপরে যাকাত দেওয়া ফরজ অর্থাৎ যারা যাকাত পাবার যোগ্য ঠিক তাদেরই দিতে হবে। আর যাকাত যারা পাওয়ার যোগ্য এরকম ব্যক্তি আট শ্রেণীর রয়েছে। আর আমরা এই আট শ্রেণীর ব্যক্তিকেই যাকাত দেব। কোন শুভাকাঙ্ক্ষী কোন পরিচিত ব্যক্তিকে নয়। যারা যাকাত পাবার জন্য বা উপযোগী তাদেরকে যাকাত দেবো তা নাহলে আমাদের যাকাতটা সঠিকভাবে আদায় হবে না।


মহান আল্লাহতালা আমাদের ইসলামের পাঁচটি স্তম্ভ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক এটাই দোয়া করি। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা অবশ্যই অবশ্যই যাকাত দেবো। তা না হলে কিয়ামতের দিন আল্লাহ তায়ালা আমাদের কঠিন শাস্তি দেবেন। তাই আমাদের প্রত্যেকের উচিত এই যাকাত দেওয়া। আমরা যদি সঠিকভাবে যাকাত আদায় করি তাহলে আমাদের সমাজে গরিব মানুষ গুলো খুবি আনন্দিত হবে। আর এই আমাদের সমাজে গরিব থাকবে না। সকলে তখন ভালো একটা পরিবেশে যেতে পারবে। তাই যাকাত দেওয়া আমাদের জন্য ফরজ। আর আমরা নির্দিষ্ট সম্পদ এবং যারা যাকাত পাওয়ার যোগ্য ঠিক তাদেরই যাকাত দেবো। আমরা সবাই ইসলামের নিয়মে সঠিকভাবে যাকাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তা'আলা সবাইকে যাকাত সঠিক ভাবে আদায় করার তৌফিক দান করুক, এই দোয়া সবার জন্য রইলো। 🙏🤲🙏

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

যদি কোন ব্যক্তি নিসাব পরিমান সম্পদের মালিক হয় তাহলে তার ওপর যাকাত ফরজ হয়ে যায় । আমাদের বাংলাদেশে ে অনেক ধনী ব্যক্তি রয়েছে যাদের উপর যাকাত ফরজ সত্ত্বেও তারা তাদের সম্পদের হিসাব নিকাশ করে যাকাত দেয় না। যেটা ধনী গরিবের মধ্যে পার্থক্যের ভেদাভেদ থেকে রক্ষা করে। সবাই যদি এভাবে হিসাব করে যাকাত দিত তাহলে আর কোন বৈষম্যের সৃষ্টি হইত না। অনেক সুন্দর যাকাত বিষয়ে আলোচনা করেছেন।

Posted using SteemPro Mobile

 5 months ago 

যাকাত ফরয হওয়া প্রতিটি মানুষের উচিত তাদের যাকাতটি সঠিক করে বন্টন করা। আসলে যাকাত দিতে হবে একজন মানুষের মনের মত করে। যেমন তেমন জিনিস দিয়ে কিন্তু যাকাত দেওয়া ঠিক হবে না। ধন্যবাদ এমন সুন্দর করে যাকাতের বিষয়টি আমাদের কে শেয়ার করার জন্য।

 5 months ago 

অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইজান। আমাদের অবশ্যই এই বিষয়ে সজাগ থাকতে হবে। যাদের যাকাত দেওয়া ফরজ হয়েছে তাদের সম্পদ থেকে অবশ্যই যাকাত দেওয়া প্রয়োজন। এতে নিজের সম্পদের পবিত্রতা সৃষ্টি হয়। আর যাকাত কিভাবে কাদের মাঝে বিতরণ করতে হবে সেটা কিন্তু জানা জরুরী। সুন্দর একটি টপিকস নিয়ে আলোচনা করেছেন দেখে সত্যিই আমি মুগ্ধ।

 5 months ago 

আপনি ঠিকই বলেছেন, যাদের উপর যাকাত দেওয়া ফরজ তারা যদি ঠিকভাবে যাকাত আদায় করতো তাহলে আমাদের সমাজে আর গরিব দুঃখী পাওয়া যেত না। তবে আপনার আরও একটা কথা আরো ভালো লাগলো, যারা যাকাত দেয় তারা একদম লোকোয়ালিটির শাড়ি আর লুঙ্গি দিয়ে থাকে। তারা যদি একটু ভালো কোয়ালিটি শাড়ি লুঙ্গি দিত তাহলে এই গরিব দুঃখীরা অনেক দিনই পড়তে পারতো। যাই হোক আপনার আজকের কথাগুলো খুবই মূল্যবান ছিল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59184.02
ETH 2530.26
USDT 1.00
SBD 2.46