$puss কয়েন নিয়ে কিছু মজার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


puss কয়নের জনপ্রিয়তা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর সকলেই যেন এই পুস কয়েন কেনার প্রতি অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে। কারণ পুস কয়েন এমন একটাই জায়গা গিয়ে পৌঁছাবে যেটা আমরা কখনোই কল্পনা করিনি। প্রতিদিন যেন পুস কয়েন আরও এগিয়ে যাচ্ছে। আসলে এখন চাঁদের দেশ পেরিয়ে মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যাচ্ছে। যার কারণে এই পুস কয়েন নিয়ে আমাদের সকল চিন্তা ভাবনা এবং সকল স্বপ্ন যেন পুস কয়েনকে কেন্দ্র করে। সারাটা দিন যেন পুস কয়েনের সাথেই থাকতে ভালো লাগে। আর পুস নিয়ে আলোচনা করতে খুবই ভালো লাগে যার কারণে আমার গত রাতে কিছু আনন্দময় মুহূর্তের কথা আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম আর এই মুহূর্তগুলো জানতে পেরে আশা করছি আপনাদের ভালো লাগবে।


99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkwkNjpDbYwJE2oo4b4CPRm3puqe5xGW8TQfKNqfN6cQMKLQHksxi34iUhW1xjDJ33aAEbcj3G6xC11z9jRBL.png

দিন যত পেরিয়ে যাচ্ছে পুস কয়েন যেন তত এগিয়ে যাচ্ছে। আর ততই যেন আমাদের আফসোস হচ্ছে, কেন আগে কিনলাম না, কেন আগে কিনলাম না। আসলে এভাবে যেন পুস কয়েন আমাদের আফসোস ধরিয়ে দিবে এবং যারা বুদ্ধিমান এবং যারা সময় থাকতে আগেই কিনেছে তারাই এখন বেশি লাভবান এর মুখ দেখবে, আর মিটিমিটি হাসবে।পুস কয়েন আসলে এমন একটা কয়েন যে কয়েন আমাদের স্বপ্ন দেখিয়ে দিচ্ছে। আমরা যেগুলো ভাবিনি সেই স্বপ্নগুলো পূরণ করে দেবে।তাই পুস নিয়ে আলোচনা করতেও খুবই ভালো লাগে। যার কারণে আমি গত রাতে আমার বন্ধুকে এই পুস কয়েনের দামের কোথায় বললাম।বন্ধু যেন বিশ্বাসই করতে পারছিল না, যার কারণে বললাম তুই কিছু পুস কিনে রাখ, তাহলে কালকেই দেখবি অনেক বৃদ্ধি পাবে, বন্ধু আমার কথা বিশ্বাসই করল না। সে আমাকে আরো অনেক কথা শুনিয়ে দিল, আমি ওকে বললাম যে আমার সাথে বাজি ধরতে পারিস, আজকে যা কিনবি কালকে তার অনেক বৃদ্ধি পাবে। যদি বৃদ্ধি না পাই তাহলে তোর আসল টাকা আমি দিয়ে দেবো।


তারপরে বন্ধু রাজি হল। আর রাজি হওয়াতে ওকে আমি দশ হাজার পুস কিনে দেই।আর দশ হাজার পুস কেনার পরে থেকেই বন্ধু অনেক বার এই ওয়ালেট চেক করতেছিল যে বারে কি বাড়ে না। আমি বললাম একটু ধৈর্য ধর। ধৈর্য ধরলে কাজ হবে। আর তোর তো কোন টেনশন নেই বাজিতে হেরে গেলে আমি তো আছিই। তারপরে মার্কেট একটু ডাউন হয়েছিলো।তখন আমাকে বন্ধু বারবার ফোন দিয়ে বলতেছিল মার্কেট ডাউন হয়েছে। আমার পুস তো কমে গেছে, এখন বাজিতে তুই হেরে গেছিস। টাকাটা এখন তোর দিতে হবে। আমি বললাম কোন সমস্যা নেই, বাজির সময় তো কালকে বিকাল পর্যন্ত। তারপরে যেহেতু তুই এখনই বলছিস ঠিক আছে, আমি হেরে গিয়েছি টাকা আমি দেবো। তোর কেন চিন্তা নাই।


তার কিছুক্ষণ পরে পুস করেন আবারো চাঁদের দিকে রওনা দিল। দাম হুরহুর করে বৃদ্ধি পেতে লাগলো। তখনই আমার আনন্দময় মুহূর্ত শুরু হয়ে গেল, কারণ বন্ধুর তা তো বাজিতে হেরে গেছে ও তো আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই বন্ধু আবার আমাকে ফোন দিয়েছে,বলল বন্ধু দাম তো বৃদ্ধি পেয়েছে, বললাম এখন কাজ হয়ে না,লাভ নেই তোর, বাজিতে হেরে গেছো আমাকে দিয়ে দিয়েছো। বন্ধু বলল যে আমি এমনি বলেছি বন্ধু। বললাম এমনি না তুমি তখন আমাকে অনেকবার জ্বালিয়েছো বন্ধু বলল যে আরে না আমি এমনি মজা করেছি। আমিও জানি দাম বৃদ্ধি পাবে, তুই তো আগে থেকেই বলতেছিস পুস আরো অনেক দূর এগিয়ে যাবে। বললাম যে তখন তোমার এই কথাগুলো কই ছিল, বললো আমি এমনি মজা করেছি। বললাম কোন কাজ হবে না কালকে আমাকে রেস্টুরেন্টে নিয়ে পেট ভরে খাওয়াতে হবে, যদি রাজি থাকিস বলো।


দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছিলো বন্ধুর রাজ না হওয়া ছাড়া কোন উপায় নেই। বলল যে ঠিক আছে কালকে তুই রেস্টুরেন্টে গিয়ে যা যা মন চায় খাবি কোন সমস্যা নেই, আমি রাজি। বললাম এই পুস আরো অনেক দূর এগিয়ে যাবে, তুই তো ধৈর্য ধরতে পারিস না। তুই ধৈর্য ধরে কিছুদিন রাখ দেখ পরবর্তীতে কি হয়।তখন বললো, ঠিক আছে বন্ধু আমি আর এই পুস কয়েন কখনোই বেচবো না। একদম জমা করে রেখে দিলাম। যতদিন তুই বলবি না ততদিন, এটা থাকবে। বললাম ঠিক আছে আর কালকে বিকাল বেলা চলে এসো আমরা কিন্তু রেস্টুরেন্টে খাব। বন্ধু বললো ঠিক আছে, কোন সমস্যা নেই। তোকে আমি রেস্টুরেন্টে খাওয়াবো।


পুস নিয়ে কালকে বন্ধুর সাথে মজাদার এই মুহূর্তটা আমি আনন্দের সাথে উপভোগ করেছি। আজকে বিকেলবেলা ও রেস্টুরেন্টে আমাকে খাওয়াবে, সেই মুহূর্তটাও আনন্দের সাথে উপভোগ করব। আসলে পুস কয়েন আমাদের প্রাণের কয়েন। ভালোবাসার কয়েন। এই কয়েন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, তাই আমাদের উচিত ভালবাসার এই কয়েন সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ভালোবাসার এই pussbকয়েননকে সাথে নিয়ে কাজ করা। তাই বন্ধুকে কিছু পুস কিনে দিতে পেরে আমার অনেক ভালো লেগেছে, বন্ধুও অনেক খুশি হয়েছে। তো বন্ধুরা আশা করছি আপনারাও আপনাদের বন্ধুদের মাঝে পুস কয়েন ছড়িয়ে দেবেন। 🙏🤲🙏


আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আসলে এক এক জন মানুষের মুহূর্তগুলো এক এক রকম ছিল। অনেক অনেক ভালো লাগলো আপনার এই অসাধারণ অনুভূতি আমাদের মাঝে ব্যক্ত করেছেন দেখে। প্রথমে আমার কাছে একটু কেমন লেগেছিল এবং বুঝতে ঝামেলা হচ্ছিল যার জন্য আমারও এদিকে ওদিকে ফোন দেওয়ার প্রয়োজন হয়েছিল। যাই হোক অনেক ভালো লাগলো কিন্তু।

 4 months ago 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 4 months ago 

ভাই আপনার মত আমিও আফসোসের আর ভালো লাগতাছে না। শুধু মনে হয় কেন আগে কিনলাম না, কেন আগে কিনলাম না। এত বড় একটা সুযোগ মিস করে ফেললাম। তবে এখন যেটুকু কিনেছি এতেই আল্লাহ ভরসা।আজকে আপনার শেয়ার করা পুশ নিয়ে কথাগুলো পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ ভাই

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 103449.00
ETH 3287.61
SBD 4.72