আমার বাংলা ব্লগ // আমার সর্বশেষ ৩ টি রেসিপি পোস্ট এর রিভিউ||১০% @shy-fox]💗 ||@rayhan111💗
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
আজকে আমি বাজারে এসেছিলাম বাজারে এসে দেখতে পেলাম একটি দোকানের সামনে অনেক ভিড়। আর এই দোকানটা ছিল একটি হোটেল। আর সেই হোটেলে কাজ করতো একটি ১২ বছরের ছোট ছেলে।আর সেই ছেলেটি একটি প্লেন ধুতে গিয়ে ভেঙে ফেলেছে, আর সেই দোকানের মালিক থাকে অনেক মারধর করছে। সবাই সেখানে ভিড় জমিয়েছে। আসলে মানুষের বিবেক এত ছোট। ছোট একটা ছেলেকে দিয়ে কাজ করাচ্ছে, হঠাৎ ভেঙে গেছে তাই বলে তাকে মারতে হবে। বিষয়টি খুবই খারাপ লেগেছে। আসলে আমাদের সমাজ ব্যবস্থা এরকম,, যাইহোক বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার সর্বশেষ তিনটি রেসিপি পোষ্ট এর রিভিউ নিয়ে এসেছি।আমার রেসিপি পোস্ট গুলো একসাথে দেখতে পেয়ে আশা করি আপনাদের ভালো লাগবে, তো বন্ধুরা চলুন পোস্ট দেকা শুরু করা যাক,,,।
আমার ৩টি রেসিপি পোস্ট এর রিভিউ🎥👇
চিংড়ি মাছ আমার খুবই প্রিয় আর এই চিংড়ি মাছ দিয়ে আমি মজাদার রেসিপি তৈরি করেছিলাম। আলু বেগুন ও ঝিঙে দিয়ে মজাদার চিংড়ি মাছ খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তাই এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আবার এই রেসিপিটি শেয়ার করলাম।
মুরগির মাংসের মধ্যে দেশি মুরগি আমার সবচাইতে প্রিয়। আর দেশি মুরগি খেতে খুবই মজাদার লাগে। তাই আমি দেশি মুরগির মাংস রান্না করেছিলাম। আর এই দেশি মুরগি আমি গ্রামে গিয়ে কিনে ছিলাম। এই মজাদার রেসিপি খেতেও আমার অনেক ভালো লেগেছিল। তাই রেসিপিটি আবার আপনাদের সাথে শেয়ার করলাম।
চিকেন বিরানি আমার সবচাইতে বেশি প্রিয় একটি রেসিপি। আর চিকেন বিরানি পেলে আমি ভাত খেতে চাই না। চিকেন বিরিয়ানি আমার খুবই প্রিয়। তাই চিকেন বিরানি রেসিপি আমি শিখে নিয়েছি এবং মাঝে মধ্যে আমি চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করি। এই রেসিপিটি খেতে খুবই মজাদার হয়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi Note 6 Pro |
---|---|
ধরণ | আমার ৩ টি রেসিপি পোস্ট এর রিভিউ। |
ক্যামেরা.মডেল | Note 6 Pro |
ক্যাপচার | @rayhan111 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
সর্বশেষ তিনটি রেসিপির পোস্ট এর রিভিউ দেখতে পেয়ে ভালো লাগলো। এই রেসিপি পোস্ট গুলোর মধ্যে চিকেন বিরানি রেসিপি পোস্টটি আমার বেশি ভালো লেগেছে।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া🌹