টার্গেট ডিসেম্বর নিয়ে আমার লক্ষ্য........



আসসালামু আলাইকুম,


সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যে কোনো কাজ করতে গেলে ক্ষমতাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। তেমনই আপনার যদি স্টিমাইটে পাওয়া বেশি থাকে তাহলে আপনার সার্পোট পাওয়ার সম্ভবনাও বেশি থাকে। আমার বাংলা ব্লগ কমিউনিটি উদ্যোগ নিয়েছে যে কিভাবে আমরা আমাদের পাওয়ার বৃদ্ধি করতে পারি।আমি তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি এবং সহমত পোশন করছি।তারা আমাদেরকে প্রতি সপ্তাহে একটা নিদির্ষ্ট পরিমাণ স্টিম পাওয়ার আপ করতে বলেছেন। যাতে ধীরে ধীরে আমাদের পাওয়ার বৃদ্ধি পায়।যার যার সামর্থ্য অনুযায়ী পাওয়ার আপ করতে পারবেন।কিন্তু কোনো কাজ করতে গেলে তার আগে আমাদেরকে তাকে নিয়ে বিভিন্ন ভাবনা চিন্তা করতে হয়।আমি এই পাওয়ার আপ সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সামনের দিনগুলো থেকে সপ্তাহের একটা নিদির্ষ্ট দিনে পাওয়ার আপ করব।


কাজ করতে গেলে যেমন আগে থেকে সকল লক্ষ্যগুলো ঠিক করে কাজে হাত দেওয়া লাগে।তেমনই আমি আমার টার্গেট ডিসেম্বর এর পাওয়ার আপ করা নিয়ে আমার লক্ষ্য এবং আমি প্রতি সপ্তাহে কি পরিমাণ স্টিম পাওয়ার আপ করতে চায় তা আপনাদের সাথে শেয়ার করব।চলুন আমার মতামতগুলো জেনে আসি-


PicsArt_07-20-09.24.35.jpg

Background Image


টার্গেট ডিসেম্বর নিয়ে আমার লক্ষ্য?:


লক্ষ্য ছাড়া মানুষ কোনো কাজ করে না।তাই আমিও স্টিমাইটে আমার লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চায়।আমি সব সময় চায় যাতে আমার পাওয়ারটা বৃদ্ধি পায়। আমার এখন পাওয়া খুবই কম আছে। ৪৫০এসপি এর মতো। কিন্তু আমি সামনে ডিসেম্বরের মধ্যে আমার পাওয়ার ৩০০০+এসপি বানাতে চায়। আশা করি আমি যদি সঠিক ভাবে কাজ করি এবং ভালো ধরনের সার্পোট পায় তাহলে অবশ্যই আমার পাওয়ার বৃদ্ধি করতে পারব। আমি এই কাজটায় সভল হওয়ার জন্য পাওয়ার আপ করাকে বেশি পছন্দ করছি।তাই আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার মাধ্যমে আমার পাওয়ারকে বাড়ানোর চেষ্টটা করব।


সপ্তাহে আমি যে পরিমাণ স্টিম পাওয়ার আপ করতে চায়?:


আসলে আমি ইচ্ছা করলেই তো পাওয়ার আপ করতে পারব না।যদি ভালো সার্পোট না পায়। আমি সপ্তাহে যে পরিমাণ সার্পোট পাবো তার ৮০ শতাংশ পাওয়ার আপ করব। এছাড়াও আমি চেষ্টটা করব যাতে সপ্তাহে সর্বনিম্ন হলেও ৫০ স্টিম পাওয়ার আপ করতে পারি। তবে সব সময় আমি চেষ্টটা করব এর থেকে বেশি পাওয়ার আপ করার।যাতে আমি আমার পাওয়ারটাকে দূরুত বৃদ্ধি করতে পারি।এখন সব কিছুই নির্ভর করছে আমার পোষ্টে দেওয়া সার্পোটের উপর।আমি যদি সপ্তাহে ভালো সার্পোট পায় তাহলে ভালো পরিমাণ স্টিম পাওয়ার আপ করতে পারব।আর সার্পোট না পেলে তো পাওয়ার আপ করতে পারব না।তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টটা করে যাব।


আমি আমার টার্গেট ডিসেম্বর এর লক্ষ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম।আশা করি আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারব।আপনারাও চেষ্টটা করুন যাতে আপনাদের পাওয়ার বৃদ্ধি করতে পারেন।সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।


সবাইকে অনেক ধন্যবাদ আমার পোষ্টটা পড়ার জন্য।



Cc:
@rme
@rex-sumon
@hafizulla
@blacks



RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2kFULPYJ54Xb4fwnoWiqhnsVGNxUzm11EdnGCa7fkkDE1L3RcvRuixigDGPZV8mEE3dfWRPrqDE6fkyJYE.png



Sort:  
 3 years ago 

ডিসেম্বরের মধ্যে বলতে যদি মাসের শেষ তারিখ পর্যন্ত ধরি তাহলে হাতে আছে ৫ মাসের একটু বেশি। ৪৫০ SP তথেকে ৩০০০ প্লাস হতে হলে আপনার দরকার আরও প্রায় ২৫৫০ এস পি। প্রতি মাসে আপনার এস পি বাড়াতে হবে ৫১০ এস পি করে। আপনি উল্লেখ করেছেন আপনি ৮০% পাওয়ার আপ করতে ব্যবহার করবেন। মানে হচ্ছে আপনাকে আয় করা লাগবে ৬৩৭ steem এর উপর, প্রতি মাসে। সে ক্ষেত্রে প্রতি সপ্তাহে প্রায় ১৪০-১৫০ স্টিম আয় লাগবে।

কোন এক্সটার্নাল সাপোর্ট (হোয়েল) ছাড়া শুধু কমিউনিটি একাউন্ট এর ভোটের মাধ্যমে কি এটা অর্জন সম্ভব হবে?

যাই হোক শুভ কামাল রইল।

কোন এক্সটার্নাল সাপোর্ট (হোয়েল) ছাড়া শুধু কমিউনিটি একাউন্ট এর ভোটের মাধ্যমে কি এটা অর্জন সম্ভব হবে?

আসলে আমি আশা বাদী যে, সপ্তাহে যদি কমিউনিটি থেকে ভালো সার্পোট পাওয়া যায় তাহলে অবশ্যই লক্ষ্যে পৌছনে যাবে।যেতেতু জুলাই এর এখনও কয়েক দিন বাকি।সুতরাং আমি আশা করছি এর মাধ্যমে আমার এসপি ১০০০ হয়ে যাবে না হলেও কাছা কাছি যাবে।কারণ আমি এখন আমার পেআউট এর সবই পাওয়ার আপ করছি।আর বাকি পাচঁ মাসে অবশ্যই সার্পোট পেলে ২০০০ হয়ে যাবে। এটা শুধু আমার আশা তা ছাড়া কিছু না। সার্পোট পেলে হবে না পেলে হবে না।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর নিখুদ হিসাবটা আমাকে বোঝানোর জন্য।এবং আপনার মতামতটা জানানোর জন্য।

 3 years ago 

চলতে থাকুন। আমরাও চোখ খুলে রাখছি 😄

জি ভাই রাখুন খুলে আশা করি দেখাতে পারব....🤣🤭

ধন্যবাদ।

You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

Thank you.

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার আগ্রহ এবং পরিকল্পনা আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আপনাকের ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই

ধন্যবাদ।

 3 years ago 

🥀

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57883.59
ETH 3070.40
USDT 1.00
SBD 2.34