ঘুমন্ত শিশুর ছবি(১০% @shy-fox এর জন্য)
তারিখ-১৩.০৫.২০২৩
নমস্কার বন্ধুরা
আশা করি সকলেই ঈশ্বরের আশীর্বাদে খুব ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি।আজকে আমি আপনাদের সামনে আমার একটা আঁকা ছবি নিয়ে এলাম। কথা দিয়েছিলাম গত সপ্তাহে রোজ পোস্ট করব। কথা রাখতে পারিনি,তার জন্য ক্ষমাপ্রার্থী। অফিসের কাজের চাপ এতটাই বেশি ছিল, সেই কারণে পোস্ট করে উঠতে পারিনি।আর সত্যি বলতে অফিসের কারণে এখন আর সেই ভাবে বাইরে বেরোনো হয় না।তাই, কি পোস্ট করব টপিকও পাই না।রোজ, রোজ আঁকা ছবি পোস্ট করতে ইচ্ছা করে না। রান্না করার সময় পাইনা। আবার রিভিউ পোস্ট রোজ লিখতে ভালো লাগেনা।কারণ খুবই স্বল্পসংখ্যক পাঠক সেটা পাঠ করেন। সেই কারণে ইচ্ছা থাকলেও আগ্রহ পাই না।
আজকে পোস্ট করলাম। আবার দেখি কবে পোস্ট করি। এবার আর কথা দেবো না। কথা দিলে রাখতে না পারল,নিজেকে ভীষণ ছোট মনে হয় নিজেকে।
যাই হোক 'মোকা' ঝড় আসছে। শুনলাম তার গতিপথ পুরোটাই বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের দিকে ঘুরে গেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন,সাবধানে থাকুন। আর ঝড়ের মধ্যে বাইরে বের হবেন না, এই আশায় রাখলাম।কারণ কখন কোথা থেকে বিপদ হয় তা আমরা নিজেরাও জানিনা। তাই সাবধান থাকাটা খুবই জরুরী।ভালো থাকবেন।প্রাকৃতিক দুর্যোগগুলোতে আমাদের কারোই হাত নেই।সমস্তটাই ঈশ্বরের ইচ্ছে।
আমাদের হাতে যেটা তা হল নিজেদের সতর্ক ও সাবধান রাখা।তাই আমাদের হাতেরটুকু আমাদের করতেই হবে।
আজকে যে ছবিটা নিয়ে এসেছি সেটা একটা ঘুমন্ত শিশুর। একটা ঘুমন্ত শিশু শুয়ে থাকলে বা ঘুমালে আরো নিষ্পাপ মনে হয় তাকে দেখতে। জেগে থাকলে যাও একটু দুষ্টুমি করে, কিন্তু ঘুমিয়ে থাকলে একদম দেবতুল্য মনে হয়।আমার বোনের কিছুদিন আগেই ছেলে হয়েছে। তার সবে এক মাস বয়স। এখনই তার একটা মেজর অপারেশন হয়েছে। তার কথা ভেবেই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। সেই থেকেই এমন ঘুমন্ত শিশুর একটা ছবি আঁকলা।ম কেমন হয়েছে অবশ্যই জানাবেন । আসুন নিচে উপকরণ এবং পদ্ধতি ভাগ করেনি।
🌼উপকরণ🌼
২.ইরেজার
৩.রঙ পেন্সিল
৪.মার্কার
🍁পদ্ধতি🍁
প্রথম ধাপ👉
প্রথমে বাচ্চাটির চুল এবং কান এঁকে নিলাম আর সাথে জামার কলারটা এঁকে নিলাম।
দ্বিতীয় ধাপ👉
এবার শুয়ে থাকা বাচ্চাটির শরীর এবং পা আঁকলাম।
তৃতীয় ধাপ👉
এবার বাচ্চাটির হাত আঁকলাম।
চতুর্থ ধাপ👉
এবার বাচ্চাটির বালিশ এবং যে তোষকের উপর শুয়ে আছে সেই তোষকটা আঁকলাম।
পঞ্চম ধাপ👉
এবার বাচ্চাটির নাক,মুখ আঁকলাম সাথে তার মুখে একটা বিংকি আঁকলাম।
ষষ্ঠ ধাপ👉
এবার রংয়ের পালা। প্রথমে বাচ্চাটির মুখ এবং হাত রং করে দিলাম।
সপ্তম ধাপ👉
এবার বাচ্চাটির জামা এবং তার পকেট,কলার হাতের এবং পায়ের বর্ডার রং করলাম।
অষ্টম ধাপ👉
এবার বাচ্চাটির বালিশ এবং তোষককে রং করলাম।
নবম ধাপ👉
বাচ্চাটির জুতো,চুল এবং মুখের বিংকিটা রং করলাম, সাথে চোখ,ভুরু রং করে নিলাম।
দশম ধাপ👉
এবার বর্ডারের পালা। সাথে বাচ্চাটির পেছনে দেয়ালটি সবুজ রং করে নিলাম।
শেষ ধাপ👉
এবার নিজের নাম এবং তারিখ লিখে নিলাম।
আজ এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আবার আসবো নতুন কোন উপস্থাপনা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।
🌸🌸🌸ধন্যবাদ🌸🌸🌸
পরিচিতি
আমি পায়েল।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার কাছাকাছি ডাক্তার বিধান রায়ের স্বপ্নের শহর কল্যাণীর বাসিন্দা।একসময় যদিও চাকরী করেছি কিন্তু বর্তমানে ফুলটাইম ব্লগার এবং ভ্লগার।যদিও নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করি। আর তা ই থাকতে চাই ।সফল হয়েছি কিনা বা কতদিনে হব তা জানি না, কিন্তু নিজের প্যাশনকেই লক্ষ্য করে এগিয়ে চলেছি।বাকিটা আপনাদের হাতে।আশাকরি আমার সাথে যুক্ত থাকলে আশাহত হবেন না।
দিদি আপনিও দেখছি অনেক ভালো ড্রয়িং করতে পারেন। ঘুমন্ত শিশু ছবিটি অনেক সুন্দর ভাবে অঙ্কন করে আমাদের সাথে বর্ণনা করেছেন দেখে ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
অনেক ধন্যবাদ ভাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি আজকে ঘুমন্ত শিশুর দারুন একটি ছবি আর্ট করেছেন। মায়ের কাছ থেকে শুনতাম ছোটবেলায় একটু শীত পড়লেই নাকি আমি এভাবেই ঘুমাতাম।😌 আজকে নিজের সেই ছোটবেলার দৃশ্যটি আপনার চিত্রের মাধ্যমে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো।🤩 যাইহোক ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর ঘুমন্ত শিশুর ছবি আর্ট করার পদ্ধতিটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
আপু আপনাকে কিন্তু আমরা সবাই খুব মিস করি। আপনি অফিসের কাজে ব্যস্ত আছেন তাইতো নিয়মিত আমাদের মাঝে পোস্ট শেয়ার করতে পারেন না। তবুও ব্যস্ততার ফাঁকে সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আপনার অঙ্কন চিত্রটি অনেক সুন্দর লাগছে। ঘুমন্ত শিশুটিকে দেখতে অনেক সুন্দর লাগছে আপু।
আমিও তোমাদের খুব মিস করি। অনেকে ভাববে হয়তো বা আমি অজুহাত দিচ্ছি। কিন্তু সত্যি যদি আমি সবাইকে দেখিতে পারতাম সকাল থেকে কি ভাবে কাটাই, তাহলে বুঝতে পারতো সকলে।
খুব সুন্দর করে একটি ঘুমন্ত শিশুর আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ দিদি
কথা দিয়ে কথা রাখতে না পারলে নিজের কাছেই খুব খারাপ লাগে। তাছাড়া সারাদিন অফিস করে পোস্ট রেডি করা এবং কমেন্টে একটিভ থাকা একটু কষ্টকরও বটে। তারপর আপনি চেষ্টা করছেন জন্য অভিনন্দন যাইহোক আজকে ঘুমন্ত শিশুর আর্টটি কিন্তু খুব সুন্দর হয়েছে বিশেষ করে কালারের কারণে দেখতে আরো বেশি চমৎকার লাগছে।
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।
ঘুমন্ত শিশুর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম দিদি। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। এককথায় খুব নিখুঁত একটি আর্ট করেছেন। মুখে একটি বিংকি এঁকে নেওয়ায় আরো বেশি কিউট লাগছে দেখতে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাই