দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামারের কাটানোর মূহুর্ত

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামারের কাটানোর মূহুর্ত

1000009387.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একদিন গরুর ফার্ম দেখতে গিয়েছিলাম। আসলে আমরা অনেক জন গিয়েছিলাম বেশ ভালো লেগেছিল।যেহেতু আমরা সরকারি ফার্ম দেখতে গিয়েছিলাম। আসলে এত বড় ফার্ম আগে কখনো দেখা হয়নি। আসলে এমন ফার্ম সহজে দেখা যায় না। তবে সরকারি ফার্ম কিন্তু গরুর গুলোর অনেক যত্ন।যদি ও আগের থেকে গরুর গুলো কম তারপরেও দেখতে অনেক ভালো লেগেছে। এই ফার্মে প্রায় ৩০০ এর মতো গরু আছে। আর গরুর বাচ্ছুর গুলো দেখতে অনেক সুন্দর। সত্যি বলতে অনেক গুলো বাচ্ছুর এক সাথে ঘাস খাচ্ছে দেখতে বেশ কিউট লেগেছে। আসলে আগে কখনো এমন গরুর ফার্ম ঘুরে দেখা হয়নি বলেই চলে। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000009355.jpg

প্রথমে আমরা দুগ্ধ গবাদি জাত উন্নয়ন খাবার এর ভিতরে গিয়েছি। আসলে উনারা সবাইকে ভিতরে ঢুকতে দেয় না। যেহেতু আমরা একটা ট্রেনিং থেকে গিয়েছিলাম। তাই আগে থেকেই উনাদের সাথে কথা বলে রেখেছিলাম। যাইহোক আমাদের স্যার গিয়ে উনাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসলো।

1000009387.jpg

1000009377.jpg

1000009389.jpg

অনুমতি পাওয়ার পরে আমরা সবাই ফার্মের ভিতরে ঢুকে গেলাম। আসলে ফার্মটা অনেক বড়। পুরো ফার্ম ঘুরে দেখতে অনেক সময়ের প্রয়োজন। তারপরেও আমরা আমাদের সময়ের মধ্যে যতটুকু সম্ভব ঘুরে দেখার চেষ্টা করেছি আরকি।প্রথমে অনেক গরু দেখে বেশ ভালো লেগেছে। তবে সব গরুর গুলো যখন তাকিয়ে ছিল তখন দেখে মনে হচ্ছিল যে আমাদের কাছে ছুটে আসবে। আমার মেয়ে দুটি গরুর এমন তাকানো দেখে ভয়ে অস্থির। আর ফ্রিজিয়ান গরুর গুলো দেখতে অনেক সুন্দর। আবার এরা দুধ দেয় (২৫-৪০) লিটার পর্যন্ত। ফ্রিজিয়ান গরু শুধু দুধের জন্য অনেক ভালো।

1000009385.jpg

1000009390.jpg

এগুলো হলো অস্ট্রেলিয়ার গরু। আসলে অস্ট্রেলিয়ার গরু গুলো দেখতে বেশ ভালো হয়। বিশেষ করে লাল রঙের গরুর গুলো। তবে এরা দুধ একটু কম দেয় ফ্রিজিয়ান গরুর থেকে।

1000009384.jpg

1000009380.jpg

তারপর চলে গেলাম বাচ্ছুর গুলো ঘাস খাওয়া দেখার জন্য। আসলে উনারা অনেক গুলো ঘাস কেটে এভাবে রেখে দেয় আর বাচ্ছুর গুলো সারাদিন খেতে থাকে। আর ঘাস গুলো এনে মেশিন দিয়ে কেটে গরু গুলোকে খেতে দেয়। এখানে চার প্রকারের গরু রয়েছে অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান জার্সি ও শাহীওয়াল। তবে দুধের জন্য সব চেয়ে ভালো হলো ফ্রিজিয়ান গরু গুলো।

1000009381.jpg

1000009372.jpg

তারপর আমরা আরো কয়েক গরুর ঘরে গিয়ে পরিদর্শন করলাম। সত্যি এত গুলো গরু আগে কখনো দেখেছি বলে মনে হয় না। আর বিভিন্ন গরুর জাত সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লেগেছে। আগে কখনো এত ধরনের গরু এক জায়গায় দেখেনি। কয়েক দিন আগে ফার্মে গিয়ে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

1000009367.jpg

1000009363.jpg

1000009370.jpg

1000009369.jpg

তারপর উনারা আমাদের গরুর খাবার সম্পর্কে বলেছে।আসলে একটা গরু যদি প্রতি দিন( ২৫-৪০) লিটার দুধ দেয় তাহলে তার খাবারটা কেমন পরিমাণ হতে পারে। যাইহোক উনারা গম, ভুট্টা, খড়, ঘাস, সয়াবিন,খৈল, ঘাস ইত্যাদি এক সাথে মেশিনে ভাঙিয়ে খাওয়ায়।আসলে বেশি জিনিস পাললে অনেক সুবিধা আছে। তবে এক জন গরুর বাচ্ছুর দিতে চাইল কিন্তু সরকারি জিনিস এরা বিক্রি করবে না। যাইহোক না জানা অনেক কিছু সম্পর্কে জানতে পারলাম। সত্যি গরুর সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। বেশ ভালো একটা সময় কাটিয়েছিলাম। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বর্তমান সময়ে গরিব মানুষের থেকে ধনী ব্যক্তিরা বেশি খামারের উপরে ঝুঁকেছে। বর্তমান সময় একটা কথা রয়েছে যার যত টাকা আছে তার তত ব্যবসা। এই খামারে প্রায় ৩০০টা গরু রয়েছে এটা বেশ দারুন একটা ব্যাপার। বোঝাই যাচ্ছে খামাটি অনেক বড়। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান এই সমস্ত গরুগুলো অনেক বড় হয়ে থাকে। আর এই গরু গুলো বেশি পালন করা হয়। দুগ্ধ ও গবাদি জাত উন্নয়ন খামারে কাটানো মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last month 

সত্যি ভাইয়া বর্তমান সবাই ব্যবসায় এর দিকে বেশি ঝুকে যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

সরকারি গরুর ফার্ম দেখার অভিজ্ঞতা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। তিনশত গরুর খামার মানে অনেক বড় খামার। সরকারি এত বড় গরুর খামার আছে আমার জানা ছিলনা। গরুর জাত, লালন-পালন ও গরুর খাবার বিষয়ে অনেক কিছুই জানতে পারলাম আপনার পোস্ট থেকে।আপনার পোস্টটি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ, আমাদের সাথে পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

জি আপু আপনি জানতে পেরেছেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last month 

অনেক ভালো লাগলো গবাদি পশু বিষয়ে বিস্তারিত জানতে পেরে। আসলে আমরা যদি কৃষিকাজে বা পশু পাখি পালন করা কাজে ট্রেনিং বা প্রশিক্ষণ গ্রহণ করি এ থেকে অনেক কিছু জানতে পারা যায় আর অনেক জায়গায় অবস্থান করার সুযোগ পাওয়া যায়। অনেকদিন আগে কৃষি বিষয়ে আমিও টেনিং করেছিলাম, আর এই থেকে অনেক কিছু জানার সুযোগ হয়েছিল। আশা করি আপনিও গবাদি পশু বিষয়ে অনেক কিছু জানার সুযোগ পেয়েছেন।

 last month 

জি ভাইয়া অনেক কিছু জানার সুযোগ পেয়েছি, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 65231.30
ETH 2943.84
USDT 1.00
SBD 3.66