ভুল ভালোবাসা বাস্তবে পরিণত ১ম পর্ব

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

ভুল ভালোবাসা বাস্তবে পরিণত

1000015724.jpg

Source

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা গল্প নিয়ে। গল্প লিখতে ও পড়তে আমার কাছে অনেক ভালো লাগে।আসলে আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনা থেকেই গল্পের শুরু হয়।সত্যি বর্তমান ডিভাইসের মাধ্যমে আমরা প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় কথা বেশি বলি।আসলে আমাদের যখন শক্তি থাকে তখন আমরা কাউকে হিসেব করে চলি না।আগে ছোট বেলায় টিভিতে এমন ঘটনা দেখতাম আর এখন বাস্তবে দেখি। আসলে মানুষ ভাবে এক হয় আর এক।তবে এমন বাস্তব আর কারো জীবনে না ঘটুক। আসলে আমরা অনেক সময় ফোনে মেসেঞ্জারে কারো সাথে আনন্দ সহকারে কথা বলি। কিন্তু সেই কথা গুলো যে বাস্তবে পরিণত হবে তা আসলে কেউ ভাবে না। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

আমাদের নিকটতম একজন মানুষ। যাইহোক মানুষ বিশেষ করে বিয়ের পরে সব কিছু ঠিক করে নেই।কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বিয়ের পরে বেশি করে পরকীয়া করে থাকে। আমার এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া ঘটনা। নাম তার তন্নী। তন্নী দেখতে শোনতে মোটামুটি ছিল। বাবা একেবারে দরিদ্র ছিল।তাই তন্নীকে সিক্স থেকে বিয়ে দিয়ে দেই।আসলে তন্নীকে যে বিয়ে করে সে আবার অনেক বড় লোক কিন্তু দেখতে মোটামুটি। আসলে ছেলেটার শারীরিক অসুস্থতা রয়েছে। এদিকে তন্নীর বাবা ছেলের সব আছে দেখে মেয়েকে বিয়ে দিয়ে দেই। তন্নী তো ছোট মানুষ, বাবার বাড়িতে অনেক অভাবে ছিল কিন্তু এখানে এসে সব পেয়ে অনেক খুশি।তন্নীকে শশুর বাড়ির লোকজন ও অনেক আদর করে।আসলে কথায় আছে না অতি আদরে বাদড় হয়।তন্নী বেশি আদর পেয়ে আস্তে আস্তে নষ্ট হতে লাগলো।

এদিকে তন্নীর গর্ভে সন্তান এলো।তন্নীর ঘরে সৎ শাশুড়ি ছিল আর ছিল দুই জন ননদ। সবাই তন্নীকে অনেক ভয় পেত।আসলে তন্নীর কথা না শোনলে তন্নী বাবার বাড়িতে চলে যাব আর তন্নীর স্বামী সমস্যায় পড়বে।তারজন্য সবাই তন্নীর কথা মেনে চলতো। এভাবেই চলতে লাগলো। তন্নী একটা পুত্র সন্তানের জন্মদিল।সন্তানের বয়স যখন পাঁচ বছর পার হলো তখন তন্নী তার স্বামীকে নিয়ে একা একা খেতে লাগলো। এদিকে সৎ মা ও বোনেরা তাদের মতো আলাদা খাওয়া শুরু করলো।কিন্তু তাদের তো কোন ইনকাম নেই তাই তারা অনেক কষ্টে চলে।তন্নীর স্বামী তাকে একটা স্মার্টফোন কিনে দিল। আসলে অল্প শিক্ষিত মানুষ সব কিছু বুঝে করে না।স্মার্টফোন পেয়ে তন্নী মেসেঞ্জারে সবার সাথে আড্ডা দিতে লাগলো। এভাবে তন্নীর বাইরে থাকা একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো।আসলে না দেখলে কি প্রতিনিয়ত একজনের সাথে কথা বললে আসলে মনমানসিকতা অন্য রকম হয়ে যায়।

এই ঘটনা তন্নীর স্বামী জানতো কিন্তু ততটা গুরুত্ব দেয় নাই।আসলে দুজনেই ভাবছে শুধু ফোনে চ্যাট করা তাতে কি হবে। এভাবে তিন বছর কেটে গেল।তন্নী কিন্তু তার স্বামীর সাথে মনযোগ দিয়ে সংসার করছে। তবে তন্নী তার ননদের ওপর অনেক অত্যাচার করতো।আসলে বেশি বাড়লে যা হয় আরকি। তবে তন্নীর স্বামী তন্নীকে অনেক ভালোবাসে। । একদিন তন্নীর স্বামীর অনেক জ্বর হলো।তারপর সবাই হসপিটালে নিয়ে গেল। হসপিটালে দুইদিন থাকার পর তন্নীর স্বামী হসপিটালেই মারা গেল।( চলবে)


প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

কোথায় আছে সুখে থাকতে ভুতে কিলায়।তন্নীর অবস্থাও ঠিক তেমনি হয়েছে। বাবার বাড়ি থেকে এসে যখন শ্বশুর বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছে তখন আদরে আদরে বাদর তৈরি হয়েছে। আবার অন্য লোকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। গল্পটি পড়ে খুবই খারাপ লাগলো আপু। যাই হোক পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম আপু।ধন্যবাদ আপু পোস্টটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 6 days ago 

জি আপু পরবর্তী পর্ব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

যে কোনো ব্যাপারই প্রথমে সিরিয়াসলি না এমনই হয়। একেতো তন্নীর স্বামী বেঁচে থাকতে তন্নী এমন ভুল পথে পা বাড়িয়েছিল। না জানি সে মারা যাওয়ার পর আরও কি হবে। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম আপু। আশা করছি খুব দ্রুত শেয়ার করবেন।

 5 days ago 

জি আপু চেষ্টা করবো তারাতাড়ি পরবর্তী পর্ব নিয়ে, ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

আসলে কিছু মানুষ আছে সুখে থাকলে তাদের কাঁধে ভূত বসবাস করে। আসলে তিন্নি সুখী ছিল হয়তোবা তার চোখে বেশিদিন টিকতেছে না। তবে অল্প বয়সে বিয়ে হলেও তিনি সুখী হয়েছে মোটামুটি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ শখের বসে অন্য লোকের সাথে কথা বলে। আর আস্তে আস্তে এই কথাগুলো তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তিন্নির হাজব্যান্ড মারা গেলেন এখন বোঝা যাবে তার পরিস্থিতি কি দাঁড়ায়। আশা করি পরের পর্বে জানতে পারব। অপেক্ষা রইলাম পরের পর্বের জন্য।

 5 days ago 

জি ভাইয়া সুখে থাকলে ভূতে কিলায় বাস্তব, ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60913.22
ETH 2643.10
USDT 1.00
SBD 2.58