কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

1000015150.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটি রেনডম ফটোগ্রাফি নিয়ে। আসলে বর্তমান দেশের যে পরিস্থিতি তাতে বাইরে বের হবার তেমন সুযোগ ছিল না। তবে নিজের হাতে তৈরি করার কিছু খারার আর কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি।আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলে আর ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না।সত্যি সবার ফটোগ্রাফি দেখে ফটোগ্রাফি করার প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। যদিও সবার মতো ফটোগ্রাফি করতে পারি না। তারপরেও চেষ্টা করি ফটোগ্রাফি করার জন্য। যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

ধাপ-১

1000015150.jpg

এই খাবার গুলো হয়তো অনেকের পছন্দ। বিশেষ করে যারা মিষ্টি খেতে অনেক পছন্দ করে।এটি হচ্ছে পায়েস, আসলে এটা খেজুরের গুঁড় আর চিনি তৈরি পায়েস। এভাবে দুটি মিশে রান্না করলে অনেক মজার খাবার । আমি মাঝে মাঝে এভাবে রান্না করি অনেক ভালো লাগে । আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন।

ধাপ-২

1000015038.jpg

এই খাবার গুলো হয়তো অনেকের প্রিয়। আসলে সেমাই খেতে অনেক মজার। তবে আমি সেমাই রান্না করলে পায়েস ও সাথে রান্না করতে হয়।আসলে আমার দুই মেয়ে একজন সেমাই খাবে আর অন্য জন পায়েস খাবে।তবে খাবার দুটিই কিন্তু অনেক মজার।

ধাপ-৩

1000015040.jpg

এই পোকাকে হয়তো আমরা অনেকেই চিনি। এটি হচ্ছে তেলাপোকা। আসলে এই তেলাপোকা অনেক জ্বালাতন করে থাকে।আমার রান্না ঘরে তেলাপোকা অনেক। যদিও ঔষধ দিলে মাঝে মাঝে কমে কিন্তু আবার কিছু দিন পরে হয়। সত্যি তেলাপোকা নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়। এটি আমার রান্না ঘর থেকে তোলা।

ধাপ-৪

1000015041.jpg

এই খাবারটি আমাদের অনেকের কাছে অনেক পছন্দের। আসলে এটি হচ্ছে চাল ভাজা। এভাবে চাল ভেজে খেলে অনেক মজা লাগে। অবসর সময়ে বসে বসে এই চাল ভাজা খেতে অনেক মজার। আমি মাঝে মাঝে এভাবে ভেজে খায় সত্যি অনেক ভালো লাগে। আপনারা চাইলে এভাবে ভেজে খেতে পারেন।

ধাপ-৫

1000015045.jpg

এই ফুলটির নাম হলো গ্ল্যাডিওলাস হাইব্রিডাস ফুল। এই ফুল গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে এই সাদা ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল।আসলে এই ফুল গুলো আমার মেয়ের স্কুল থেকে থেকে তুলে ছিলাম। ফুল গুলো দেখতে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছিল।

ধাপ-৬

1000015046.jpg

এই ফুল গুলোর নাম আমার জানা নেই। তবে ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বেশ কিছু দিন আগে আমি এই ফটোগ্রাফি করেছিলাম। সত্যি বলতে ফুল গুলো দেখে মনে হয়েছিল কিছু ফুল নিয়ে যায়। সত্যি ফুল গুলো অনেক সুন্দর।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

ফটোগ্রাফি করতে আপনার ভালো লাগে জেনে অনেক ভালো লাগল। আজ আপনার ফটোগ্রাফি গুলো প্রতিটি অসাধারণ ছিল। ছোটবেলা আমিও চাল ভাজা অনেক খেয়েছি। অনেকদিন পর চালভাজা দেখে ছেলেবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেছে। অনেক সুন্দর করে চাল ভেজে সরষের তেল আর পেঁয়াজ রসুন দিয়ে মেখে খেতাম। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

একদম ঠিক বলছেন আমরা বিশেষ করে বন্ধের দিনে ঘরের তৈরি করে খাবারগুলো খেয়েছিলাম। আপনি তো বেশ ভালোই ফটোগ্রাফি করতে পারেন বর্তমান সময়ে। ঘরের তৈরি করা অনেক খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন। তাছাড়া ফুলের এবং পোকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে।

 3 months ago 

আপু আজ আপনি বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফিই দেখতে অসাধারণ হয়েছে। বিশেষ করে ৫ নম্বর ও ৬ নম্বর ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনি প্রতিটি ছবির বর্ণনা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 months ago 

সু স্বাগতম।

 3 months ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে আজকে আপনি আপনার এই পোস্টটিকে সাজিয়েছেন৷ একই সাথে এখানে আপনি অনেক ভিন্ন কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ আপনি এই ফটোগ্রাফিগুলোর সাথে খুব সুন্দর সুন্দর কিছু বর্ণনাও দিয়েছেন৷

 3 months ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 77191.63
ETH 2961.40
USDT 1.00
SBD 2.63