টাকা না থাকলে আপন ও পর হয়ে যায়

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

টাকা না থাকলে আপন ও পর হয়ে যায়

1000012433.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটে যা দেখলে সত্যি অনেক খারাপ লাগে তবে আমাদের কিছু করার থাকে না। আসলে পৃথিবীটা বড়ই স্বার্থপর। সবাই নিজের স্বাথ নিয়েই ব্যস্ত।স্বার্থ যতক্ষণ আছে আমরা ততোক্ষণ থাকি। আর স্বার্থ শেষ হলেই আমরা কেটে পরি এটাই মানুষের স্বভাব। তবে এমন কিছু ঘটনা ঘটে সত্যি সামনে দেখলে মনে হয় প্রতিবাদ করি।কিন্তু সব সময় সবার ক্ষেত্রে প্রতিবাদ করতে যাওয়া ঠিক না পরে নিজের উপরে চাপ আসে। যাইহোক আজ আমি বাস্তব একটা লেখা নিয়ে এসেছি আপনাদের মাঝে। শুধু আমার দেখা নয় আমার মনে হয় এমন ঘটনা অনেকেই দেখেন। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

আমাদের দূর সম্পর্কের এক ভাতিজা নাম তার সম্রাট। সম্রাটরা তিন ভাই কোন বোন নেই। সম্রাট বাবা মায়ের বড় সন্তান, তেমন পড়ালেখায় ভালো ছিল না। বাবা কোনরকম ছোটখাটো একটা চাকরি করে সংসার চালাতে।তবে সম্রাট এর মা মোটামুটি টেইলরের কাজ করে তার বাবাকে সাহায্য করতো।এদিকে সম্রাট এর নানু বাড়ির অবস্থা মোটামুটি থাকলেও সম্রাট ছিল তার নানা বাড়ির প্রথম নাতিন। সম্রাটের আরো দুটি ভাই হওয়ায় সম্রাটকে তার মামা খালারা অনেক আদর করতো, আর নানা বাড়িতে রাখতো ।যাইহোক সম্রাট তেমন পড়াশোনায় ভালো না তাই সম্রাট এর মা তাকে একটা দোকানে রেখে দিল।প্রায় তিনচার বছর কাপড়ের দোকানে থাকার পরে সম্রাট ভালো ব্যবসা শিখলো।

তারপর সম্রাট নিজে দোকান দিয়ে ভালো ব্যবসা শুরু করলো। এখন সম্রাট প্রতিষ্ঠিত অনেক টাকা পয়সার মালিক। তবে কাজকর্মের চাপে সে গ্রামে তেমন আসতে পারেনা। ইতিমধ্যে সম্রাট এর মা সম্রাটকে বিয়ে করাবে। তাই তার মামাদের সবাইকে মেয়ে দেখতে বললো।তবে সম্রাট এর চাচাতো মামাদের সাথে সম্রাট এর আপন মামাদের বেশ ঝামেলা হয়েছে। তাই সম্রাট এর মামারা তার চাচাতো ভাইদের সাথে কথা বলে না। কিন্তু চাচাতো মামা সম্রাট এর কাছে সব সময় যায় আসে। আর সম্রাট এর আপন মামাদের বিরুদ্ধে কথা বলে। আসলে সম্রাট এর চাচাতো মামারা সম্রাটদের মতো বেশ বড়লোক।


যাইহোক সম্রাটরা বাড়িতে বিল্ডিং করেছে।আর বিল্ডিং এর যাবতীয় কাজ করছে তার চাচাতো মামারা। বিল্ডিং এর কাজ কিছুটা কমপ্লিট হলে মেয়ে দেখার জন্য অস্থির হয়ে গেল সম্রাটের বাবা মা। তারপর সবাই মেয়ে দেখতে লাগলো কয়েকটি মেয়ে দেখার পরে সম্রাট তার চাচাতো মামার মেয়েটা পছন্দ করলো।তবে তার আপন মামার তখন রাগ হলো আমাদের যাদের সাথে ঝামেলা তারা সব সময় তোদের বাড়িতে কেন। এদিকে ভাগ্নে বললো উনারা থাকলে আপনার কি সমস্যা। ওরা সবাই থাকবে আপনার মন চাইলে থাকেন না হলে কিছু করার নেই। একথা শুনে সম্রাট এর মামার অনেক রাগ হলো। আর মনে অনেক কষ্ট পেল।রাগ করে বিয়েতে সম্রাট এর আপন মামারা কেউ এলো না কিন্তু চাচাতো মামা বিয়ের সব করলো।তখন সম্রাট এর মামা ভাবতে লাগলো আমার যদি অনেক টাকা থাকতো তাহলে হয়তো ভাগ্নে আজ এমন কথা বলতে পারতো না। সত্যি টাকা থাকলে সবাই তাকে চেনে সে অন্যায় করলেও কোন সমস্যা হয় না।তবে সম্রাট এর এমন করা উচিত হয় নাই। আসলে শুধু সম্রাট কেন এমন অনেক সম্রাট আছে আমাদের সমাজে। আশাকরি আমার লেখাটি আপনাদের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর


আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

সত্যি আপু যার টাকা আছে তার ই ক্ষমতা।টাকা না থাকলে আপন মানুষ পর হয়ে যায় এটা বাস্তব সত্যি। তবে সম্রাট যা করেছে আপন মামাদের সাথে এটা ঠিক করেনি।আপন মানুষ না চিনতে পারলে একদিন বড় কোন বিপদে সে পরবে।সম্রাটের জন্য কষ্টই লাগলো।

 3 months ago 

আসলে আপু পরেরা শুধু সুযোগ খোঁজে, আপনজন সব সময় পাশে থাকে।ধন্যবাদ আপু।

 3 months ago 

সম্রাটের মামাকে এই কথাটা বলা আসলেই উচিত হয়নি। আসলে অনেকেই মানুষকে টাকা দিয়ে জাজমেন্ট করে তবে আমার মনে হয় এটা করা কখনোই উচিত নয় কারণ মানুষ হচ্ছে মহান আল্লাহ তায়ালার পবিত্র সৃষ্টি আর আমাদের সবাই একে অপরকে সম্মান করা উচিত। যাইহোক গল্পটা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ এর ভিতরে বাস্তবতার ছোঁয়া ছিল।

 3 months ago 

সত্যি ভাইয়া মানুষ টাকা পেলে সব ভুলে যায়, ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

আপনার টাইটেল যা লিখেছেন চরম সত্য কথা। টাকা বর্তমান সময় সব কিছু। টাকা ছাড়া নিজের পরিবার ও দাম দেয় না। আপনার বাস্তব ঘটনাটি পড়ে অনেক কিছু বুঝতে পারলাম। সম্রাট খুব খারাপ কাজ করেছেন। চমৎকার একটি পোস্ট তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 3 months ago 

সত্যি ভাইয়া সম্রাট অনেক খারাপ কাজ করেছে, ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

আসলে সম্রাট ভাইয়ের উচিত হয়নি নিজের আপন মামাদের কে ছেড়ে চাচাতো মামাদেরকে বেশি প্রাধান্য দেওয়া। আসলে টাকা থাকুক কিংবা না থাকুক মামাতো মামাই হয় তাই না। যাইহোক ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

সেটা কয়জনে বোঝে বলুন, ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

পৃথিবী স্বার্থপর নয় আপু, পৃথিবীতে বসবাসকারী মানুষগুলোই হলো স্বার্থপর। তবে আমিও মনে করি, সম্রাটের এরকম করা উচিত হয়নি তার মামার সাথে। হয়তো এই কারণেই রাগ করে সম্রাট এর আপন মামারা কেউ এলো না বিয়েতে। যাইহোক, সব মিলিয়ে একটা কথাই বলতে হয়, যে টাকা না থাকলে আসলে কেউই দাম দেয় না আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67865.46
ETH 3258.03
USDT 1.00
SBD 2.64