আলু, কাঁঠালের বিচি ও বেগুন দিয়ে টেংরা মাছের চচ্চড়ি

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

আলু, কাঁঠালের বিচি ও বেগুন দিয়ে টেংরা মাছের চচ্চড়ি

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। তবে সময়ের অভাবে সব সময় রেসিপি করা হয়ে উঠে না। তবে সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। আসলে এখন চলছে ফলের মৌসুম। এখন বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। বিশেষ করে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, পানিফল ইত্যাদি। আসলে কাঁঠাল আমাদের জাতীয় ফল। তবে কাঁঠাল বেশির ভাগ মানুষ তেমন খেতে চাই না। আসলে খেতে পারলেও খায় না।যাইহোক কাঁঠাল আমার ছোট মেয়ের অনেক পছন্দ। তবে এবার এখনো কাঁঠাল তেমন খাওয়া হয়নি।কয়েক দিন আগে একজন একটা কাঁঠাল আমার মেয়েকে গিফট দিয়েছে। তাই গতকাল ভেঙে দিয়েছি তবে কাঁঠাল ছোট হলেও খেতে অনেক মিষ্টি ছিল। আমি কিন্তু কাঁঠাল খায় না তবে কাঁঠালের বিচি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সকাল সকাল বাজার থেকে নদীর কিছু টেংরা মাছ এনেছিল। তারপর মাছ কেটে ধুয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না শুরু করে দিলাম। আসলে বছরে প্রথম রান্না করেছি কাঁঠালের বিচি তাই হয়তো একটু বেশি মজা লেগেছিল। তবে এটা সত্যি এই ধরনের খাবার গুলো সব সময় ভালো লাগে। তাহলে চলুন শুরু আজকের পোস্ট।

1000000391.png
1000025847.jpg

উপকরণপরিমাণ
টেংরা মাছপরিমাণ মতো
আলু২ টি
কাঁঠালের বিচিবেশ কয়েকটি
বেগুন৩ টি
হলুদ গুঁড়োদেড় চামচ
ধনের গুঁড়ো১ চামচ
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো
পিঁয়াজ কুঁচি১ কাপ
কাঁচা মরিচকয়েকটি

1000000390.png

1000025813.jpg
প্রথমে আমি কিছু কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি।
1000025815.jpg

1000025818.jpg
এখন আলু ও বেগুনগুলো কেটে নিয়েছি।
1000025816.jpg

1000025820.jpg
এখন আলু কাঁঠালের বিচি ও বেগুন ভালো করে ধুয়ে এক সাথে মিশিয়ে নিয়েছি।

1000025819.jpg

1000025824.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর কেটে ধুয়ে রাখা তরকারি কড়াইতে দিয়ে দিয়েছি।

1000025827.jpg

1000025829.jpg
তারপর কেটে ধুয়ে রাখা পিঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ দিয়েছি।তারপর লবন, হলুদ, ধনের গুঁড়ো দিয়েছি।

1000025831.jpg

1000025833.jpg
সব কিছু দিয়ে কিছু সময় নেড়েচেড়ে ধুয়ে রাখা মাছ গুলো দিয়েছি।মাছ দিয়ে আর একটু নেড়েচেড়ে সিদ্ধের জন্য একটু পানি দিয়েছি।

1000022955.jpg

1000025837.jpg
এখন ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেব। তারপর ঢাকনা খুলে কিছু সময় নিভু জ্বালে রেখে দেব। তারপর এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।
1000025842.jpg
এখন একটা প্লেটে তুলে গরম গরম পরিবেশন করব। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আলু, বেগুন ও কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের চচ্চড়ি।সত্যি অনেক মজা হয়েছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

1000025850.jpg

 3 months ago 

আলু, কাঁঠালের বিচি ও বেগুন দিয়ে টেংরা মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেন।সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করে রেসিপিটি তৈরি করেছেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপু আপনাকে।

 3 months ago 

এত মজাদার ভাবে একটা রেসিপি তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন। এটা দেখতে এত লোভনীয় লাগে যে, জিভে জল চলে আসলো দেখেই। মজাদার রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করলেন। এটা দেখে অনেক ভালো লাগলো। আমার তো মনে হয় আপনার তৈরি এই রেসিপিটা সবারই অসম্ভব পছন্দ হবে। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে।

 3 months ago 

অনেক লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা আজকের এই রেসিপিটা দেখে আমার তো জিভে জল চলে এসেছে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কথাটা সুস্বাদু হয়েছিল। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনার তৈরি করা রেসিপি। অনেক বেশি খেতেও ইচ্ছে করছে এটা।

 3 months ago 

আমার কাছেও কাঁঠাল খেতে এত ভালো না লাগলেও কাঁঠালের বিচি আমার খুব পছন্দের। টেংরা মাছ দিয়ে আলু বেগুন ও কাঁঠালের বিচি রান্না করার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। এবছর এখনো কাঁঠাল খাওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে মজাদার এই রেসিপি শেয়ার করার জন্য।

 3 months ago 

আমি কখনো এভাবে আলু, বেগুন এবং কাঁঠালের বীজ দিয়ে টেংরা মাছ রান্না করিনি বা কখনো খাইনি। সত্যি কথা বলতে এমন ভাবেও রান্না করা যায় সেটা আমি জানতাম না। আপনার এই রেসিপিটা দেখে বেশ ভালো লাগলো এক নতুন ধরনের রান্না শিখতে পারলাম। দেখেও মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে খেতে। ধন্যবাদ এত সুন্দর একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আলু, বেগুন এবং কাঁঠালের বীজ দিয়ে টেংরা মাছের চচ্চড়ি শুনতেই অনেক মুখরোচক লাগছে। এমন চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তবে টেংরা মাছের এমন আলু বেগুন এবং কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি আগে কখনো খাইনি। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে রেসিপিটি। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 109926.60
ETH 4355.15
USDT 1.00
SBD 0.83