আলু, কাঁঠালের বিচি ও বেগুন দিয়ে কাজলি মাছের চচ্চড়ি
আসসালামু আলাইকুম
আলু, কাঁঠালের বিচি ও বেগুন দিয়ে কাজলি মাছের চচ্চড়ি
১.কাজলি মাছ
২.বেগুন ও আলু
৩.কাঁঠালের বিচি
৪.হলুদ ও ধনের গুঁড়ো
৫.লবন ও তেল
৬.মরিচ ও পিঁয়াজ কুঁচি
ধাপ-১
প্রথম আমি কয়েকটি বেগুন কেটে নিয়েছে। তারপর কাঁঠালের বিচি, আলু, মরিচ ও পিঁয়াজ কেটে নিয়েছি।
ধাপ-২
এখন কেটে রাখা তরকারি গুলো এক সাথে মিশিয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি।
ধাপ-৩
এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াই হালকা গরম হলে তেল দিয়ে দেব। তেল গরম হলে ধুয়ে রাখা তরকারি গুলো দিয়ে দেব।
ধাপ-৪
এখন হলুদের, ধনের ও গুঁড়ো দেব, তারপর লবন দিয়ে বেশ কিছু সময় নেড়েচেড়ে নেব। তারপর ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব।
ধাপ-৫
এখন সামান্য পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব।
ধাপ-৬
কিছু সময় পরে ঢাকনা খুলে দেব।তারপর নিভু জ্বালে কিছু সময় রান্না করে নেব। এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন বাটিতে তুলে পরিবেশন করবো।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার কাজলি মাছের চচ্চড়ি।আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1831646423483621422?t=GMe-8-nTx7uufCU0BGl0bg&s=19
আলু, কাঁঠালের বিচি ও বেগুন দিয়ে কাজলি মাছের চচ্চড়ির খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে।খুবই নিখুঁতভাবে রেসিপির প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জি আপু অনেক মজা হয়েছিল রেসিপিটি, ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা দারুন রেসিপি দেখে মুগ্ধ হলাম। বেশ লোভনীয় ছিল আপনার তৈরি করা এই রেসিপি। এত সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
আপনার আজকের রেসিটিটি দেখেইতো অনেক লোভনীয় লাগছে।কাজলি মাছ আমার অনেক পছন্দের। আর কাঁঠালের বিচি রান্নাও আমার অনেক ভালো লাগে।সবমিলিয়ে সব মজাদার খাবারগুলো একসাথে মিলে রান্না করলে খেতে আরও অনেক মজা লাগে। আজ আপনার রেসিপিটি দেখেই খেতে ইচ্ছে করছে।
পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
বেশ মজার একটি রেসিপি শেয়ার করলেন আপু আপনি। এভাবে যদি সবজি দিয়ে মাছের চচ্চড়ি করা যায় খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে দারুন হয় খেতে।অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।
কাজলি মাছ অনেক দিন পর দেখলাম।কাজলি মাছ আর এর মতো যেকোনো ছোট মাছ চচ্চড়ি করে খেতে ভীষণ ভালো লাগে। আপনি সাথে বেগুন আর কাঁঠাল বিচি দেওয়াতে এই মাছের স্বাদ আরো দ্বিগুন হয়ে গেলো। নদীর যেকোনো মাছ খেতে সত্যিই দারুন লাগে। ধন্যবাদ আপু চমৎকার একটি রেসিপি আজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু নদীর মাছ খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।
আলু কাঁঠালের বিচি ও আলু দিয়ে চমৎকার সুন্দর কাজলি মাছের চচ্চড়ি করেছেন। ভীষণ চমৎকার সুন্দর ও সুস্বাদু হয়েছে আপনার রেসিপিটি। আমার মাছের চচ্চড়ি ভীষণ পছন্দের। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আপনার পছন্দ জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
কাজলি মাছ কে আমরা অন্য নামে চিনি থাকি। আজকে আপনি আলু কাঁঠালের বিচি এবং বেগুন দিয়ে খুব চমৎকারভাবে কাজলি মাছের চচ্চড়ি রেসিপি করেছেন। তবে এই মাছের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। এই ধরনের মজার রেসিপি দিয়ে গরম ভাত এবং গরম রুটি বেশি মজা লাগে। মজার চচ্চড়ি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।