বিকেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

বিকেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি

1000013437.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ অনেক ব্যস্তছিলাম। যদিও আজ কয়েক দিন ধরেই দাঁতের ব্যথায় অনেক কষ্ট করছি।আসলে একটা জিনিস হতে এক মিনিট সময় লাগে না তবে সারতে অনেক সময়ের প্রয়োজন হয়।আর সবচেয়ে বড় কথা দাঁতের কাজ করতে হলে বেশ কয়েক দিন ডাক্তারের কাছে যেতে হয়। আর এই যাওয়াটা আমার জন্য আসলে মুশকিল। সত্যি বলতে যেহারে গরম তার ভিতরে বাইরে যাওয়া অনেক কষ্টকর। তারপর আবার বাচ্চারা সাথে যেতে চাইলে, আর যেতে মন চায় না। তাই একটু কমলে আর যায় যায় করে আর যাওয়া হয়না। যাইহোক আজ দুপুর থেকে দাঁত অনেক ব্যথা করেছিল। তারপর আবার বিকেলে ডাক্তারের কাছে গিয়ে দাঁতের কাজ করিয়েছি। তবে কাজ করানোর পরে ও অনেক ব্যথা তারপর বাসায় এসে ব্যথার ঔষধ খেয়েছিলাম। এখন ব্যথা পড়েছে তাই ভাবলাম পোস্ট লিখি।যাইহোক ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করি।আর মনের মতো জায়গা হলে তো কথায় নেই। প্রাকৃতিক সৌন্দর্য সব সময় মানুষের মন কেড়ে নেয়। আসলে আমাদের নদীতে বর্ষার অনেক পানি হয়েছে। যদিও নদীর পাড়ে তেমন ভাবে যাওয়া হয়নি তবে আশেপাশে দিয়ে বেশ ভালো ভাবে ঘোরাঘুরি করেছি।

1000013437.jpg

1000013439.jpg

আসলে আমাদের সব সময় বাইর বের হবার সুযোগ হয় না । আর মাঝে মাঝে যদি সুযোগ পায় তাহলে ঘুরতে মিস করি না। আরো দুই দিন আগে আমরা এক জায়গায় গিয়েছিলাম হাঁস খুজতে। আসলে আমার অনেক গুলো হাঁস ছিল তবে নদীতে পানি বাড়ার সাথে সাথে দুটি হাঁস দুদিন বাড়িতে আসে না।তাই আমরা বিকেল বেলা বের হলাম হাঁস খুজতে। আসলে আমাদের নদীতে নতুন ব্রিজ হয়েছে।যদিও ব্রিজের কাজ এখনো চলছে।তারপর আমরা এক পাশ দিয়ে ব্রিজের ওপর দিয়ে নদীতে চলে গেলাম। নদীর ওপার গিয়ে দেখি এমন খোলা মাঠ এখানে বাচ্চারা ফুটবল খেলে। মাঠের পাশে অনেক ঘাস রয়েছে। অনেক লোকজন এখান থেকে ঘাস কেটে নেয় বিকেলে। আমরা যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছি তাই অনেক লোকজন ঘাস নিয়ে ঘরে ফিরছিল।তবে এমন খোলা জায়গা সহজে দেখা যায় না বলেই চলে।

1000013449.jpg

1000013450.jpg

1000013441.jpg

তারপর আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম।কিছু দূর হাঁটার পরে দেখলাম এমন সবুজ ফসলের মাঠ।আসলে এখন মাঠে ফসল কাটা হয়েছে তাই ধান ক্ষেত্রে এভাবে সবুজ ঘাসে ভরে রয়েছে। সবুজ ঘাসের ওপর দিয়ে অনেক মুরগি ঘাস খাচ্ছে। সত্যি মুরগি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপর আমরা নদীর পাড়ের অনেক বাড়ি গিয়ে হাঁস খুজতে লাগলো। একজন বলেছে দুটি হাঁস আমাদের বাড়িতে এসেছে।আমরা তাড়িয়ে দিয়েছি।আসলে নদীর ভিতরে অনেক কচুরিপানা ছিল তারপর আবার নতুন পানি তাই হাঁস পথ হারিয়েছে।তারপর মাঠে মাঝে মাঝে পানি হয়েছে সেখান দিয়ে ও দেখলাম হাঁস গুলো আছে কি না।তবে এক অজুহাতে বাসা থেকে বের হয়ে প্রকৃতির মাঝে বেশ ভালো একটা সময় কাটিয়েছি।

1000013420.jpg

1000013443.jpg

1000013445.jpg

যেহেতু লোকজন বলেছে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই তাদের কথা মতো আমরা ফসলের মাঠের মধ্যে বেশ কিছু সময় হাঁস ডাকতে লাগলাম। তবে হাঁস তো পেলাম না কিন্তু অনেক আনন্দ পেয়েছি।যদিও দুটি হাঁসের জন্য অনেক কষ্ট লেগেছে। আসলে হাঁসের দাম যাইহোক তবে হাঁস গুলো প্রতি নিয়ত আমাদের ডিম দেয়। বর্তমান ডিমের অনেক দাম। তাই আমি বাড়ির হাঁস ও মুরগির ডিম গুলো খেয়ে থাকি। কিন্তু মাঝে মাঝে এভাবে হারিয়ে গেলে অনেক কষ্ট লাগে। যাইহোক পরের দিন একটা হাঁস আমার অন্য হাঁসগুলোর সাথে বাড়িতে এসেছে আর একটা এখনো আসেনি। তবে হাঁস খুজতে গিয়ে প্রকৃতির মাঝে বেশ ভালো একটা সময় কাটিয়েছি।সত্যি আমাদের সবার উচিত মাঝে মাঝে এভাবে প্রকৃতির মাঝে সময় কাটানো।আমার কাছে অনেক ভালো লেগেছিল। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 11 days ago 

প্রকৃতির মাঝে আপনার ঘোরাঘুরি এবং হাঁস খোঁজার অভিজ্ঞতা অত্যন্ত মনোরম এবং জীবন্ত মনে হয়েছে। একটা হাঁস ফিরে এসেছে জেনে ভালো লাগলো, আশা করি অন্যটাও চলে আসবে। আপনার পোস্টের মাধ্যমে আমাদের বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য চিত্র উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 days ago 

বাড়ির বাইরে হাঁস খুঁজতে গিয়েছিলেন। কিন্তু হাঁস খোঁজার বাহানায় প্রকৃতির মাঝে বেশ কিছু সময় ধরে ঘোরাঘুরি করতে পেরেছিলেন জেনে ভালো লাগলো। তবে শেষ পর্যন্ত হাঁসগুলো খুঁজে পাননি বিষয়টা দুঃখজনক। যদিও বা পরবর্তীতে একটি হাস ফিরে এসেছিল তোবে আর একটি হাঁস ফিরে আসেনি। হাঁস খুঁজে না পেলেও প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে সুন্দর মুহূর্ত কাটিয়েছিলেন এটা জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

জি ভাইয়া প্রকৃতির মাঝে অনেক সুন্দর মূহুর্ত কাটিয়েছি,ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

আপনি তো তাহলে বেশ কষ্টে ছিলেন দাঁতের ব্যথায়। এখন ভালো আছেন জেনে অনেক ভালো লাগলো। বিকেল বেলায় প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতো খুব ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা তো ঘুরাঘুরি করতে চাই বিকেল বেলায়। বর্ষাকালে নদী পানিতে ভরপুর হয়ে যায়। তাই নদীর দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে।

 10 days ago 

সত্যি আপু নদীর পানি দেখতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু

 10 days ago 

আপু দাঁতের ব্যথা খুব কষ্টকর। যাদের দাঁতে ব্যথা হয় তারা বুঝে দাঁতের ব্যথা কি জিনিস। যাইহোক আপনার দুটো হাঁস খোঁজার জন্য বাহিরে বের হলেন বিকেল বেলা। তবে গ্রাম অঞ্চলে এবং নদীর ধারে অনেক মানুষ হাঁস এবং মুরগি লালন পালন করে। আমাদের নিজেরও হাঁস ছিল। কিছু লালন পালন করার জিনিস যদি হারিয়ে যাই খুব কষ্ট লাগে। যাই হোক খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

জি ভাইয়া নিজের হাতের জিনিস হারিয়ে গেলে বা মারা গেলে অনেক কষ্ট লাগে। ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

আপনি দেখতেছি হাঁস খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে গেলেন। তবে অনেকে হাঁস পালতে খুব পছন্দ করে। যাদের পাশে নদী বা বড় পুকুর থাকে তারা হাঁস পারলে সুবিধা হয়। তবে আপু কিছুদিন আগে আপনার পোস্টে দেখেছিলাম আপনি দাঁতের ব্যথা অসুস্থ ছিলেন। দাঁতের ব্যথা এমন যে যা বলে ভাষা প্রকাশ করা যায় না। যাই হোক বিকেল বেলা তাহলে ভালোই ঘুরাঘুরি করলেন হাঁস খুঁজতে গিয়ে।

 10 days ago 

জি আপু বেশ কিছু দিন ধরেই দাঁতের ব্যথায় অস্হির ছিলাম, ধন্যবাদ আপু।

 9 days ago 

হাঁস খুঁজতে গিয়ে প্রকৃতির মাঝে সুন্দর সময় কাটানো, এরকম কাহিনী প্রথম বার শুনলাম আপু। হা হা হা.. তবে ডিম দেওয়া দুটো হাঁস যদি একবারে হারিয়ে যায়, তাহলে কষ্ট লাগাটাই স্বাভাবিক। যদিও একটা হাঁস ফিরে এসেছে, তবে বাকি হাঁসটা ফিরে আসলে হয়তো আপনার পুরো কষ্টটাই কমে যেত। যাই হোক, তারপরেও যে প্রকৃতির মাঝে সুন্দর সময় কাটিয়ে আপনার ভালো লেগেছে, এটা জেনে খুশি হলাম।

 9 days ago 

আসলে ভাইয়া এক উদ্দেশ্যে গিয়েছে তাই জায়গা গুলো ভালো লেগেছে তারজন্য সময় কাটিয়ে এসেছি।ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

হ্যাঁ আপু, এটা আপনি ভালো কাজ করেছেন। ভালো জায়গা পেলে, সেখানে গিয়ে সময় কাটালে মনের ভিতরেও একটা আলাদা শান্তি লাগে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36