প্রচন্ড গরমে শান্তি নেই গাছতলাও

in আমার বাংলা ব্লগlast year

IMG20230126131251_00.jpg

হ্যালো বন্ধুরা..

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমি ও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , নতুন কিছু শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


প্রচন্ড গরমে শান্তি নেই গাছতলাও


আসলে কয়েক দিন ধরেই চলছে তীব্র গরম ৷ এই গরমে শান্তি নেই কথাও ৷ সূর্যের প্রচন্ড তাপ আর ভ্যাপসা গরমের জন্য বিপর্যস্ত মানুষের জীবন ৷ এদিকে লোডশেডিং ও বেরেছে অতিরিক্ত ৷ একবার বিদ্যুৎ চলে গেলে আসার নামগন্ধ রাখে না ৷ গরমের এই তীব্রতা প্রায় সারা দেশেই ৷ এমন অসহনীয় গরম থামবে কবে , কে জানে ৷ তবে পরশু দিন রাতে আমাদের এই দিকে বৃষ্টি হতে গিয়েও হলো নাহ ৷ আর বৃষ্টি না হলে এই তাপমাত্রাও কমবে নাহ ৷ এমন অসহনীয় গরমেও বসে থাকার সুযোগ নেই আমার ৷ গরমের এই তীব্রতা উপেক্ষা করে যেতে হয়েছে পরীক্ষার জন্য কলেজে ৷ অন্য সময় হলে আমাকে খুজে পাওয়া যেতো না কলেজের আশেপাশে কিংবা অন্য কথাও , তবে পরীক্ষার জন্য গরমের তীব্রতাও উপেক্ষা করতে হচ্ছে ৷ সকাল সকাল স্নান খাওয়া দাওয়া করে রাস্তায় দারাতে আছি , গাড়ি আসার খোজ খবর নেই ৷ অন্য সময় পরপর কয়েকটা সিএনজি আসা যাওয়া করে , তবে গরমের জন্য গাড়ির চলাচলও কমেছে ৷ অনেকটা সময় অপেক্ষা করার পর কখনো বাস বা সিএনজি পেয়ে যাই ৷ এরপর কলেজের মাঠ আসতে না আসতেই ভিজে শেষ আমি ৷ অথচ স্নান করে বাড়ি থেকে বের হয়ছি আর সময়টাও কেবল সকাল নয়টা বাজে ৷ এরপর কোনো মতে পরীক্ষা শেষ করে বের হোই ৷ আর আবারও ভিজতে শুরু করি , কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে ৷ প্রত্যেক দিন প্রায় পরীক্ষা শেষ করে চলে আসি ৷ গরমের জন্য সেখানে থাকার ইচ্ছে করে নাহ ৷ তবে বৃহস্পতিবার আর আসতে পারিনি ৷ সবার সাথে একটু আড্ডা দিতে বসেছি গাছতলায় ৷

IMG20230126131256_00.jpg

IMG20230126131240_00.jpg

ময়না মতির চর নামে এই জায়গায় অনেক গাছপালা ৷ কলেজে থেকে সামান্য কিছুটা পথ দূরে এই জায়গাটা ৷ সে দিন পরীক্ষা শেষ করে সবাই মিলে এখানে একটু আড্ডা দিতে আসলাম ৷ ভেবেছিলাম একটু শান্তি পাওয়া যাবে ৷ কারণ অনেকটা জায়গায় জুরে শুধুই গাছপালা দিয়ে ভর এই জায়গাটা , পাশেই আবার একটা নদী আছে ৷ হয়তো জায়গাটা মনোরম হবে এমন উদ্দেশ্য নিয়ে সবাই আসলাম ৷ কিন্তু কি ! এখানে এসে আবার ভিজতে বেশি শুরু করলাম ৷ সূর্য টা তখন মাথার উপরে ৷ গাছের ছায়া আছে ঠিকই তবে ভ্যাপসা গরম এতোটাই যে , সেই গরমটা অনেক বেশি লাগছে ৷ বাতাস ও নেই বললেই চলে , যার জন্য সেখানে থাকার মতো অবস্থা ছিলো নাহ ৷ কি আর করার ! সেখান থেকে চলে আসলাম ৷ প্রচন্ড গরমে গাছতলাও শান্তি নেই ৷ এরপর রোড়ে এসে আবারও গাড়ির অপেক্ষা করতে হয় ৷ মানুষ জন নেই খুব একটা রাস্তায় ৷ সম্পূর্ণ রাস্তা ফাকা আর এজন্য গাড়িও নেই তেমন ৷ তীব্র রোদ আর গরমে গামে ভিজে ভিজে গাড়ির অপেক্ষা শেষ হয় অনেকক্ষণ পর ৷ এরপর বাড়ি এসে আবারও একবার স্নান করেই নেই ৷ তবুও খানিক পরে আবার ভিজে যাই গামে ভ্যাপসা গরমে ৷ ঘর বাড়িতেও শান্তি নেই এই প্রচন্ড গরমে ৷ লোডশেডিং তো আছেই ৷

IMG20230126132635_00.jpg

IMG20230126130804_00.jpg

তীব্র এই গরমের জন্য সময় টুকু একটু শান্তিতে কাটানোর মতো তেমন কোনো জায়গায় মেলে না ৷ সব জায়গায় গরম আর গরম ৷ এর মাঝে অতিরিক্ত লোডশেডিং ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুন ৷ গরমের এই তীব্রতা মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে ৷ বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ৷ এই তাপমাত্রা কমার একটাই উপায় বৃষ্টি ৷ বৃষ্টি হোক.. বৃষ্টি হোক


অতিরিক্ত গরম
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || 𝙽𝚒𝚛𝚘𝚋 || 09 Jun 2023


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সবাই মিলে পরীক্ষা শেষ করে আড্ডা দিতে গেছেন তারপরেও গরমের জন্য শান্তি নেই। আপনার অনুভূতিগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য

 last year 

এত গরমে অশান্তি ছাড়া আর কিছু চোখে দেখি না রিলাক্সের তো কোন কথাই নেই।।
কোথাও নেই শান্তির আভাস গাছগুলো যেন আধা মরা হয়ে গিয়েছে গরমে।। আর এত বড় বড় মেয়ে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করা সে তো আরো বেশি কষ্টকর।।
সাবধানে থাকবেন পুষ্টিকর খাবার খাবেন তাইলে গরমে সুস্থ থাকা সম্ভব।।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

গরমে আসলে কোথাও শান্তি নেই।একটু বাতাস কোথাও নেই।কিন্তু কাল অনেক জায়গায় বৃষ্টি হওয়াতে এখন শান্ত হয়েছে শহরটা।আপনি এক্সাম শেষ করে বন্ধুদের নিয়ে নদীর পাড়ে জায়গাটিতে গিয়েও শান্তি পাননি।কারন সেখানেও বাতাস ছিল না।কিন্তু ফটোগ্রাফিতে জায়গাটা খুবই সুন্দর লাগলো।ধন্যবাদ ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

একদম ঠিক বলেছেন আপনি অতিরিক্ত গরম লোডশেডিং আর কোথাও বাতাস নেই সব কিছু মিলিয়ে জীবন যাপন করার জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে। এই গরমের মধ্যে পরীক্ষা দিতে গিয়েছেন এবং পরীক্ষা দেওয়ার পর একটা জায়গায় বসেছেন। সেখানেও গরমের জন্য বুঝতে পারলেন না তারপর বাড়ি আসলেন সবকিছুই গরমের জন্য খুবই কষ্টকর হয়েছে। আর এ তার একটাই সমাধান সেটা হল বৃষ্টি। আর আজকে দুইদিন আমাদের এদিকে অল্প অল্প বৃষ্টি হচ্ছে গরমটা অনেকটাই কমেছে। তবে লোডশেডিং টা কমেনি। আশা করছি বৃষ্টির মাধ্যমে গরমের এই তাপমাত্রা খুব তাড়াতাড়ি কমে যাবে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 last year 

ভাইয়া, এরকম ভ্যাপসা গরমে গরমে শরীর ঘেমে ভিজে যাওয়াটাই স্বাভাবিক। আর এরকম ভ্যাপসা গরমের কারণে রাস্তাঘাটে যানবাহন চলাচলটা অনেকটা কমে গেছে। প্রকৃতির রূপ বৈরী আচরনের ফলে আমাদের পরিবেশ যেহেতু উত্তপ্ত হয়ে আছে তাই গাছতলা বলেন আর যেখানেই বলেন কোনখানে শীতলতা নেই, নেই কোন প্রশান্তি। তাই আমাদের সকলেরই প্রত্যাশা বৃষ্টি এসে যেন আমাদের পরিবেশকে শীতল করে দেয়।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য করার জন্য ৷

 last year 

ভাইয়া গরম বলেন আর যায় বলেন ময়না মতির চর জায়গাটা আমার কাছে সত্যিই অনেক ভালে লেগেছে। এত গাছপালা এত সুন্দর জায়গা দেখার সৌভাগ্য কয়জনের হয়। আমার বাসা বা কলেজের পাশে হলে প্রতিদিন যেতাম। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করার জন্য ৷

 last year 

যেহেতু প্রচন্ড গরম পরছে এমন একটা মুহূর্তের কারেন্টের অনেক সমস্যা। প্রচন্ড গরমে অতিষ্ঠ মানুষ তাই নিজেকে শান্তিতে রাখার জন্য যে যেখানে পারে অবস্থান করার জন্য চেষ্টা করে যাচ্ছে একটু শান্তি ফিরে আনার জন্য কিন্তু কোনখানেও যেন শান্তি মিলছে না প্রচন্ড গরমে।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88619.11
ETH 3331.99
USDT 1.00
SBD 2.95