DIY- এসো নিজে করি || কাগজ দিয়ে নকশা তৈরি

in আমার বাংলা ব্লগlast year

IMG20230713201108_00.jpg


হ্যালো বন্ধুরা..

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমার তৈরি একটি কাগজের নকশা কাটিং শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে সময়টা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আমার ৷ যার জন্য এই কাজ গুলো আগের তুলনায় এখন তেমন করা হচ্ছে নাহ ৷ তবে আজ একটু সময় নিয়ে বসেই পড়েছি সন্ধ্যা বেলায় ৷ এই নকশা গুলো তৈরি করতে আমার বেশ ভালো ৷ আর দেখতেও সুন্দর ৷ আগের দিনে মানুষ রঙিন কাগজের এমন নকশা তৈরি করে বিভিন্ন অনুষ্ঠান সাজাতো ৷ তবে এখন এই নকশা গুলোর ব্যবহার নেই বললেই চলে ৷ সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেছে , পাল্টে গেছে আর নতুনত্ব এসেছে ৷ কাগজে এই নকশা গুলো একটা সময় সৌন্দর্যের প্রতীক হয়ে কাজ করতো তবে এখন এর ব্যবহার নেই ৷ তো যাই হোক আজ সেই পুরনো সহজ একটি নকশা কাটিং আপনাদের মাঝে শেয়ার করবো ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷

কাগজের তৈরি নকশা কাটিং

প্রয়োজনীয় উপকরণঃ

  • কাগজ
  • কাঁচি এবং
  • কলম ৷

প্রস্তুত করণঃ

IMG20230713195328_00.jpg

শুরুতেই একটি কাগজ নিয়েছি যার পরিমাপ ১৬ সে.মি x ১৬ সে.মি ৷

IMG20230713195353_00.jpg

এরপর সেটি ভাঁজ করে নিয়েছি ৷

IMG20230713195616_00.jpg

প্রথমে কাগজের বিপরীত কোন দুটি এক করে নিয়েছি ৷ এরপর পাশের কোন গুলো এই ভাবে ভাঁজ করে নিয়েছি ৷

IMG20230713195628_00.jpg

IMG20230713195733_00.jpg

এরপর মাঝখানে আরো একটি ভাঁজ করে নিয়েছি ৷

IMG20230713195840_00.jpg

উপরের অংশ কেটে নিয়েছি ৷

IMG20230713200234_00.jpg

এরপর ডিজাইন এঁকে নিয়েছি ৷

IMG20230713200804_00.jpg

ডিজাইন অনুযায়ী ধীরে ধীরে কাগজটি কেটে নিয়েছি ৷

IMG20230713200912_00.jpg

এরপর কাগজের ভাঁজ গুলো আস্তে আস্তে খুলে নিতে হবে ৷

IMG20230713200940_00.jpg

IMG20230713201015_00.jpg

কাগজের ভাঁজ গুলো খোলার পর আমার তৈরি কাগজের নকশাটি দেখতে এমন হয়েছে ৷

IMG20230713201122_00.jpg

IMG20230713201108_00.jpg


রঙিন কাগজের তৈরি ফুলের নকশা / নং ০৯
ক্যামেরাঃ realme C11
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || 𝙽𝚒𝚛𝚘𝚋 || 13 Jul 2023


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার এই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷

ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাইয়া আপনার কাগজের তৈরি নকশাটি চমৎকার হয়েছে। সত্যি এই ধরনের কাজ গুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। আসলে আপনার নকশাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা দেখে যেকেউ তৈরি করতে পারবে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাহ ভাই আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে নকশা তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। আসলে আমিও মাঝে মাঝে কাগজ দিয়ে নকশা তৈরি করে থাকি‌ কাগজ দিয়ে নকশা তৈরি করতে অনেক সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কারণ একটু ভুল হয়ে গেলে পুরো নকশাটি নষ্ট হয়ে যায়। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে পর্যায় ক্রমে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 last year 

কাগজের তৈরি নকশা গুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। এগুলা ঘরে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজের এই নকশা গুলো দেখতে খুবই ভালো লাগে। কিন্তু এই নকশাগুলো ভাঁজ দেয়ার পর কাটতে অনেক কষ্ট হয়। কারণ কাগজ অনেক মোটা হয়ে যায় আপনার আজকের নকশাটি বেশ জটিল ছিলো। আপনি খুব নিখুঁতভাবে কাগজটি কেটেছেন জন্য এত সুন্দর লাগছে দেখতে।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া আগেকার দিনের রঙিন কাগজের এসব নকশা দিয়ে ঘর সাজানো হতো ।এখন এগুলো খুব একটা দেখা যায় না। তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে রঙিন কাগজের এসব নকশা। এবং ঘর ডেকোরেশন করলে খুব সুন্দর লাগে ।আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করেছেন ভাইয়া, নকশাটি খুবই সুন্দর হয়েছে।

 last year 

কাগজের নকশাটি খুব সুন্দর হয়েছে ভাইয়া।এ ধরনের নকশা করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56690.25
ETH 2380.35
USDT 1.00
SBD 2.33