আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫১ || দু'টি শীতকালীন মজাদার সবজির ভর্তা রেসিপি

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

1_20240121_231419_0000.png

ছবিটি canva দিয়ে তৈরি ৷


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , দুটি মজাদার ভর্তা রেসিপি শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগে ৷


আজ শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাবো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটিকে , আমাদের মাঝে প্রতিবারের মতোই দুর্দান্ত একটি প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷ আপনারা সবাই হয়তো জানেন চলমান প্রতিয়োগিতার বিষয় ৷ তারপরও বলি , আমাদের সবার প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির চলমান প্রতিয়োগিতার বিষয় হলো শীতকালীন সবজির ভর্তা রেসিপি। এই শীতের মাঝে এমন দুর্দান্ত একটি বিষয়ে প্রতিয়োগিতা , বিষয়টা সত্যিই দারুণ এবং চমৎকার ৷ আসলে শীত মানেই সবজির মরসুম ৷ এ সময়ে অনেক প্রকার নতুন এবং তাজা সবজি পাওয়া যায় ৷ এসব সবজির মজাদার ভর্তা আর গরম গরম ভাত কিংবা বিকেলের নাস্তা , দারুণ জমে যায় শীতল-ঠান্ডা এই দিন গুলো ৷ আর ভীষণ উপভোগ্য হয়ে ওঠে ৷ যাই হোক , সব মিলিয়ে দারুণ ছিলো এবারের প্রতিয়োগিতার বিষয় ৷

আজ আমি এই চলমান প্রতিয়োগিতায় অংশগ্রহণের মাধ্যমে দু'টো মজাদার ভর্তা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে ৷ প্রথমটা হবে ধুনিয়া পাতার মজাদার ভর্তা রেসিপি ৷ এবং দ্বিতীয়টা হবে নতুন আলু এবং ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের মজাদার ভর্তা রেসিপি ৷ আসলে শীতকালীন সময়ে মজাদার সবজি গুলোর মধ্যে ধুনিয়া পাতা অন্যতম ৷ শীত এলেই সেরা সবজির তালিকায় ধুনিয়া পাতা আসে ৷ আর আমার বিভিন্ন ভাবে ধুনিয়া পাতার স্বাদ গ্রহণ করে থাকি ৷ শীত মানেই সব খাবারে ধুনিয়া পাতার শু-মিশ্রন হয় অথবা করা যায় ৷ তাই বলাই যায় ধুনিয়া পাতা শীতকালীন সময়ে সেরা একটি সবজি ৷ যা অন্য সময়ে তেমন একটা পাওয়া যায় না ৷ তবে ডিম আলু বছরের সব সময় পাওয়া যায় ৷ এজন্য শুধু শীতকালীন সময়ে ধুনিয়া পাতা ভর্তা এবং সারা বছরের জন্য ডিম আলু ভর্তা করে খেতে পারেন ৷ অবশ্যই ভালো লাগবে এ দুটো ভর্তা রেসিপি ৷

আসলে আমি তেমন একটা রান্না-বান্না পারি নাহ ৷ যার জন্য এই প্রতিয়োগিতায় অংশগ্রহণও করা হয়নি আমার প্রথম সপ্তাহে ৷ এরপর যখন সময় আরো বৃদ্ধি করা হলো , তখন আমার মনে হলো-চেষ্টা করাই যেতে পারে ৷ যদিও আমি রান্নাবান্নার তেমন কিছুই জানিনা , অন্যদের ধারের কাছেও যেতে পারবো ৷ কারণ সবাই অনেক দক্ষ ৷ আমি কেবল ভালো লাগা থেকেই এই প্রতিয়োগিতায় অংশগ্রহণ করলাম ৷ এবং নিজের মতো করে সবটা উপস্থাপনের চেষ্টা করলাম ৷ আশা করি আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার সহজ সুন্দর এবং মজাদার রেসিপি গুলো দেখে আসি..


প্রথম রেসিপি

IMG20240121143944_00.jpg

ধুনিয়া পাতা ভর্তা


IMG20240121133233_00.jpgIMG20240121133400_00.jpgIMG20240121133405_00.jpg
IMG20240121133411_00.jpgIMG20240121133520_00.jpgIMG20240121134933_00.jpg
প্রয়োজনীয় উপকরণঃ-
১৷ধনিয়া পাতাএক মুঠো
২৷সরিষার তেলদুই চামুচ
৩৷রসুনদু'টো
৪৷পেঁয়াজতিন টি
৫৷কাঁচা মরিচতিন টি
৬৷শুকনা মরিচতিন টি
৭৷লবণস্বাদ মতো
৮৷সয়াবিন তেলপরিমাণ মতো


প্রস্তুত প্রণালী

ধাপঃ- ০১

IMG20240121135250_00.jpgIMG20240121135250_00.jpg

করাই হলকা গরম করে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিতে হবে ৷



ধাপঃ- ০২

IMG20240121135328_00.jpgIMG20240121135351_00.jpg
IMG20240121135418_00.jpgIMG20240121135438_00.jpg

এরপর কিছু উপকরণ , যেমনঃ পিয়াঁজ কুচি , কাচা মরিচ , শুকনো মরিচ এবং রসুন করাইয়ে দিয়ে দিতে হবে ৷



ধাপঃ- ০৩

IMG20240121135509_00.jpgIMG20240121135611_00.jpg
IMG20240121135807_00.jpgIMG20240121135955_00.jpg

পিয়াঁজ মরিচ ভালো ভাবে ভেঁজে নিতে হবে , লালচে রং না আসা উব্দি ৷ এরপর ধুনিয়া পাতা তিন টুকরো করে কেটে তার মাঝে দিয়ে আরো ভাঁজতে হবে ৷



ধাপঃ- ০৪

IMG20240121140002_00.jpgIMG20240121140117_00.jpg
IMG20240121140252_00.jpgIMG20240121140911_00.jpg

এবার সব কিছুই একটু ভালো ভাবে ভেঁজে নিতে হবে ৷ এবং স্বাদ মতো লবণ দিয়ে আরো একটু ভেজে করাই থেকে সব তুলে নিতে হবে ৷



ধাপঃ- ০৫

IMG20240121140911_00.jpgIMG20240121142410_00.jpg

এবার সব উপকরণ এক সাথে ব্লেন্ডার মেশিন অথবা সিল পাথর দিয়ে বেটে নিতে হবে ৷



ধাপঃ-০৬

IMG20240121142557_00.jpgIMG20240121142620_00.jpg

সব শেষে দুই চামুচ সরিষার তেল দিয়ে ভালো ভাবে মেখে নিলেই হয়ে যাবে সুস্বাদু ধনিয়া পাতা ভর্তা ৷


IMG20240121144207_00.jpg

এরপর নিজের মতো করে এটি পরিবেশন করতে পারেন ৷ যদিও আমি এসব ব্যাপারে দক্ষ নই ৷ তারপরও কিছু ফটোগ্রাফি মাধ্যমে ক্ষুদ্র চেষ্টা ৷


পরিবেশন

IMG20240121144207_00.jpg

IMG20240121144314_00.jpg

IMG20240121143944_00.jpg

IMG20240121144307_00.jpg



R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png



দ্বিতীয় রেসিপি

IMG20240121152142_00.jpg

ডিম আলু ভর্তা



IMG20240121150839_00.jpgIMG20240121150934_00.jpgIMG20240121150914_00.jpg
IMG20240121133405_00.jpgIMG20240121133411_00.jpgIMG20240121133520_00.jpg
প্রয়োজনীয় উপকরণঃ-
১৷ডিমতিন টি
২৷আলুতিন টি
৩৷ধনিয়া কুচিঅল্প কিছু
৪৷সরিষার তেলদুই চামুচ
৫৷সয়াবিন তেলপরিমাণ মতো
৬৷রসুনদু'টো
৭৷পেঁয়াজতিন টি
৮৷কাঁচা মরিচতিন টি
৯৷শুকনা মরিচতিন টি
১০৷লবণস্বাদ মতো
প্রস্তুত প্রণালী

ধাপঃ-০১

IMG20240121143456_00.jpgIMG20240121144705_00.jpg

শুরুতে ডিম এবং আলু পরিমাণ মতো পানিতে ভালো ভাবে সিদ্ধ করে নিতে হবে ৷



ধাপঃ-০২

IMG20240121135250_00.jpgIMG20240121135250_00.jpg

এরপর করাই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে হবে অন্য সব উপকরণ ভেঁজে নেওয়ার জন্য ৷



ধাপঃ- ০৩

IMG20240121135328_00.jpgIMG20240121135351_00.jpg
IMG20240121135418_00.jpgIMG20240121135438_00.jpg

এবার কিছু উপকরণ , যেমনঃ পিয়াঁজ কুচি , কাচা মরিচ , শুকনো মরিচ এবং রসুন করাইয়ে দিয়ে দিতে হবে ৷ সাথে স্বাদ মতো লবণ ৷



ধাপঃ- ০৩

IMG20240121135509_00.jpgIMG20240121135611_00.jpg
IMG20240121135807_00.jpgIMG20240121135807_00.jpg

পিয়াঁজ মরিচ ভালো ভাবে ভেঁজে নিতে হবে , লালচে রং না আসা উব্দি ৷



ধাপঃ-০৪

IMG20240121150903_00.jpgIMG20240121151143_00.jpg

সব উপকরণ ভালো ভাবে ভেঁজে নিয়ে নামিয়ে নিতে হবে এবং ধুনিয়া পাতা কুচি দিয়ে মেখে নিতে হবে ৷



ধাপঃ-০৫

IMG20240121150924_00.jpgIMG20240121151324_00.jpg

এরপর ডিম এবং আলুও ভালো ভাবে মেখে নিতে হবে ৷



ধাপঃ-০৬

IMG20240121151245_00.jpgIMG20240121151602_00.jpg

সব শেষে দুই চামুচ সরিষার তেল দিয়ে সব উপকরণ এক সাথে ভালো ভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ডিম আলুর সুস্বাদু ভর্তা রেসিপি ৷



পরিবেশন

IMG20240121152213_00.jpg

IMG20240121152219_00.jpg

IMG20240121152142_00.jpg


R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

রেসিপি দু’টোর কিছু ফটোগ্রাফি

IMG20240121152308_00.jpg

IMG20240121152311_00.jpg

IMG20240121152336_00.jpg

IMG20240121152347_00.jpg

IMG20240121152253_00 (1).jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ আশা করি আমার এই ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ব্লগটি ভিজিট করার জন্য ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আজ এখানেই বিদায় নিচ্ছি ৷ আবার দেখা হবে নতুন আরো কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে , অসংখ্য ধন্যবাদ ৷ টা টা



পোষ্ট বিবরণঃ-

রেসিপি
ক্যামেরাঃ realme C11
রেসিপি/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 21 January 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png

20230619_2027351.gif



R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oDzhHVcrAhWug4yWjtiY4H...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

Sort:  
 10 months ago 

ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আসলে সবাই নিজেদের ভালোলাগার থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সপ্তাহে চেষ্টা না করলেও, দ্বিতীয় সপ্তাহে আপনি চেষ্টা করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনি দুই রকমের সবজি তৈরি করেছেন দেখে সত্যি ভালো লাগলো। ধনিয়া পাতার ভর্তা এবং ডিম আলুর ভর্তা নিশ্চয়ই মজা করে খেয়েছিলেন। সব মিলিয়ে পুরোটা খুব ভালো লেগেছে।

 10 months ago 

হ্যাঁ আপু , যদিও রান্না করতে পারি না ৷ তবে সেদিনের ভর্তা গুলো বেশ ভালোই করেছি ৷ খেতে খুবই মজার হয়েছে

 10 months ago 

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, দেখে বেশ আমার অনেক ভালো লাগলো। আপনি আমাদের মাঝে আজকে দু'টি শীতকালীন মজাদার সবজির ভর্তা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে সব থেকে ডিম আলুর ভর্তা অনেক বেশি ভালো লেগেছে।

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

ভাই প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সুন্দর ভর্তা রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যদিও ভ্রমণে থাকার কারণে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো না। তবে এই প্রতিযোগিতায় আপনাদের রেসিপি পোস্টগুলো দেখে বেশ ভালো লাগছে। আপনি দুটি রেসিপি শেয়ার করেছেন সত্যিই অনেক সুন্দর লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনার অংশগ্রহণ দেখতে পারলে ভালো লাগতো দাদা ৷ তবে আপনি ভ্রমনে আছেন জেনে ভালো লাগলো ৷ আপনার ভ্রমন শুভ হোক ৷ আর সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 10 months ago 

প্রতিযোগীতায় অংশগ্রহন করার জন্য অনেক অনেক অভিনন্দন। বেশ মজার দু'টো ভর্তার রেসিপি শেয়ার করেছেন। দেখে বেশ লোভনীয় লাগছে। এমন মজার ভর্তা হলে ভাত খাওয়ার জন্য আর মাছ মাংসের দরকার হবে না। বেশ সুন্দর ভাবে ভর্তা তৈরির ধাপ সমুহ উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 10 months ago 

ঠিক বলেছেন আপু , এমন মজাদার ভর্তা থাকলে অন্য কিছুর প্রয়োজন হয় না খাবার খেতে ৷

 10 months ago 

প্রথমেই ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি বেশ দক্ষতার সাথে দুটি ভর্তা তৈরি করে দেখিয়েছেন। আমার কাছে প্রথম রেসিপিটি বেশি ইউনিক মনে হয়েছে। সত্যি বলতে শুধু এভাবে ধনিয়া পাতা ভর্তা করে খাওয়া হয়নি। যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার রেসিপিগুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ধুনিয়া পাতার ভর্তা এভাবেও একবার করে খেতে পারেন ৷ আশা করি ভালো লাগবে

 10 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। আসলে এই প্রতিযোগিতার আয়োজন না করলে হয়তো এত সুন্দর সুন্দর ভর্তার রেসিপি দেখতে পেতাম না। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 10 months ago 

আসলেই , এজন্যই অসংখ্য ধন্যবাদ এই প্রিয় কমিউনিটিকে ৷

 10 months ago 

শীতকালের দুটি মজাদার ভর্তা রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেখানে ধনিয়া পাতা ভর্তা রেসিপি টা বেশী ইউনিক মনে হয়েছে। তবে ধনেপাতা ভর্তা পিঠার সাথে খেতে বেশি মজা লাগে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ধুনিয়া পাতা আমার অনেক পছন্দের ৷ তাই সব খাবারের সাথেই ধুনিয়া পাতা আমার অসম্ভব ভালো লাগে

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.035
BTC 92456.60
ETH 3136.76
USDT 1.00
SBD 3.21