ছেলেটা বেকার - নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ5 months ago

Screenshot_2024-02-26-12-02-18-50.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে নাটক কিংবা মুভি দেখতে আমার বেশ ভালো লাগে ৷ অবসর সময়ে আমি বিভিন্ন নাটক দেখে থাকি ৷ গতকাল রাতে আমি মুশফিক আর ফারহানের ছেলেটা বেকার নাটকটি দেখলাম ৷ বেশ ভালোই লাগলো , নাটকটি কয়েক দিন আগেই প্রকাশ করা হয়েছে ৷ খুবই সুন্দর এবং বাস্তবিক একটি নাটক , এই নাটকের পরিচালক ছিলেন মাবরুর রশিদ বান্নাহ ৷ নাটকের গল্পটাও বেশ দারুণ , আমার বেশ ভালো লেগেছে ৷ তাই আজ এই নাটকের রিভিউ শেয়ার করতে চলে এলাম ৷ চলুন তাহলে আর কথা বাড়িয়ে এই নাটকের কাহিনী সংক্ষেপে জেনে নেই ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকছেলেটা বেকার
পরিচালকমাবরুর রশিদ বান্নাহ
গল্পমোসাব্বের হোসেন মুঈদ
অভিনয়েমুশফিক আর ফারহান , অ্যানি ম্যাকানিয়াড , সিয়াম নাসির , তানজিম হাসান অনিক , রশিদ আমরান , রন্তনা খান ও সাখাওয়াত রিপন
চিত্রগ্রাহকজাহিদ হোসেন
দেশবাংলাদেশে
ভাষাবাংলা
ডুরেশন৪২ মিনিট
নাটকের লিংক ছেলেটা বেকার


কাহিনী সংক্ষেপে

Screenshot_2024-02-26-13-00-29-02.jpg


নাটকের শুরুতে গল্পের নায়ক আবির এবং তার মাকে দেখা যায় খাবারের টেবিলে ৷ আবির বাইরে বের হবে এজন্য মায়ের কাছে সকালের নাস্তা বানিয়ে দিতে বলে ৷ তার মা নাস্তা দেওয়ার আগে কিছু একটা করার কথা বলে ৷ এভাবে আর কতদিন যাবে ৷ বড় ভাইয়ের টাকায় সংসার চলে , এবার আবিরকেও কিছু একটা করার কথা বলে তার মা তাকে ৷ বেকার বসে না থেকে চাকরির ব্যবস্থা করতে বলে আবিরকে ৷ আবির দু'বছর ধরে চাকরির পিছনে ছুটছে , কিন্তু এখনো কিছু করতে পারেনি ৷ আবির মায়ের সাথে আর তর্ক না করে সামান্য পানি খেয়ে বাসা থেকে বের হয়ে চলে আসে ৷ এদিকে তার মা পিছন থেকে বারবার ডেকে নাস্তা করে যাওয়ার কথা বললেও , আবির বাসা থেকে বের হয়ে চলে যায় ৷


Screenshot_2024-02-26-13-01-30-11.jpg

Screenshot_2024-02-26-13-03-15-97.jpg


আবির বাসা থেকে বের হয়ে তার বন্ধুর সাথে দেখা করতে আসে ৷ কিন্তু দু ঘন্টা অপেক্ষা করেও তার বন্ধুর দেখা নেই ৷ আবির অনেক বার তার বন্ধুকে ফোন দেয় , কিন্তু একবারও ফোন রিসিভ করে না তার বন্ধু ৷ অনেকক্ষণ পর তার বন্ধু আসে ৷ আবির যখন তার বন্ধুকে জিগ্যাসা করে এতো দেরি কেনো ? তখন তার বন্ধু বলে অফিসের বসের সাথে দেখা করেছি এজন্য লেট হয়েছে ৷ এরপর আবির যখন বলে , ফোন কিংবা মেসেজ দিয়ে জানাতে পারতি তোর লেট হবে ৷ তখন তার বন্ধু উত্তরে বলেঃ তুই তো বেকার , কিছুক্ষণ আমার জন্য অপেক্ষা করেছিস , তাতে কি এমন হয়েছে ? এমনিতেও বসে থাকতি , তোর তো কোনো কাজ নেই , তুই বেকার ! এমন অনেক কথা বলে খোচা মেরে কথা বলে আবির'কে তার বন্ধু ৷ আবির কিছু না বলে চুপচাপ তার বন্ধুর থেকে চলে আসে ৷ এরপর প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় ৷ সেখানেও তার প্রেমিকা খোচা মেরে কথা বলে , অপমান করে এবং তার বেকারত্ব নিয়ে কথা বলে ৷


Screenshot_2024-02-26-13-04-11-27.jpg

Screenshot_2024-02-26-13-04-27-28.jpg


রাস্তায় বড় ভাইয়ের সাথে দেখা হলে , বড় ভাইও অপমান করে ৷ কিছু একটা করতে বলে আবিরকে ৷ আর কত দিন যাবে এভাবে ৷ বড় ভাইয়ের টাকায় আর কতদিন চলবে ৷ এবার তো কিছু একটা কর ৷ আবিরের বেকারত্ব নিয়ে তার বড় ভাইও সামন ভাবে অপমান করে ৷ যখন প্রেমিকার ভাইয়ের সাথে দেখা হয় আবিররে , তখন প্রেমিকার ভাইও সবার সামনে অপমান করে আবির'কে ৷ কারণ একটাই আবির বেকার , সে কিছু করে না ৷ তার চাকরি-বাকরি কিছু নেই ৷ এমন ছেলের সাথে তার বোনের বিয়ে দেবে না ৷ এজন্য আবিরকে তার বোনের দূরে থাকতে বলে ৷ এমন আরো অনেক কথা বলে আবির'কে অপমান করে ৷


Screenshot_2024-02-26-13-05-53-36.jpg

Screenshot_2024-02-26-13-06-09-29.jpg


পরিবার থেকে শুরু করে প্রেমিকা , বন্ধু , সমাজ সবার কাছেই প্রতিনিয়ত অপমান অবহেলা আর লাঞ্ছনা পেতে থাকে আবির ৷ কারণ একটাই , সে বেকার ৷ সে কিছু করে না ৷ সে পরিবারের কাছে , সমাজের কাছে বোঝা হয়ে গেছে ৷ বন্ধুরাও গুরুত্ব দেয় না , সে বেকার বলে ৷ কিছু দিন পর আবিরের একদিন চাকরি হয় যায় ৷ আমেরিকাতে বেশ ভালো একটি চাকরি পায় আবির ৷ অনেক টাকা বেতন ৷ কিছু দিন পর জয়েন ৷ জয়েন লেটারও পেয়ে গেছে আবির ৷


Screenshot_2024-02-26-13-06-36-45.jpg

Screenshot_2024-02-26-13-06-47-36.jpg


আবিরের আমেরিকাতে চাকরি হয়েছে জেনে সবাই অনেক খুশি হয় ৷ এখন সবাই আবিরকে গুরুত্ব দিতে শুরু করে ৷ বড় ভাই এখন ভালো ভাবে কথা বলে আবিরের সাথে ৷ যেই বড় ভাই আগে অপমান করতো সব সময় , সেই বড় ভাই এখন আদুরে গলায় কথা বলে ৷ বাইকের চাবি চাওয়ার আগেই দিয়ে দেয় আবির'কে ৷ বাবাও ছেলের চাকরিতে খুশি ৷ আগে যেই বাবা হাত খরচের জন্য দুশত টাকা চাইলে অনেক কথা শুনিয়ে দিতো ৷ সেই বাবা এখন সামান্য টাকা চাইলেও আবিরকে তার বেশি দিয়ে দেয় ৷ চাকরী জন্য আবিরের গুরুত্ব সব জায়গায় বৃদ্ধি পেয়েছে ৷


Screenshot_2024-02-26-13-07-14-70.jpg

Screenshot_2024-02-26-13-07-28-07.jpg


পরিবারের সবাই এখন আবিরকে অনেক ভালোবাসে এবং গুরুত্ব দেয় ৷ তার বন্ধুও আবিরের জন্য অপেক্ষা করে ৷ এবং তার প্রেমিকার ভাইও প্রেমিকাকে বাধা দেয় না আবিরের সাথে মিশতে ৷ সব মিলিয়ে আবিরের সময়টা এখন বেশ ভীষণ ভালো কাটছে ৷ আর কিছু দিন পরেরই আবির চাকরির জন্য আমেরিকা যাবে ৷ এজন্য তার প্রেমিকার ভাই তাদের বিয়েটা সেরে ফেলতে চায় ৷


Screenshot_2024-02-26-13-07-38-66.jpg

Screenshot_2024-02-26-13-08-21-75.jpg


এজন্য দুই পরিবারের মানুষজন এক সাথে হয় ৷ আবির এবং অ্যানি'র বিয়ের কথা পাকাপাকি করতে ৷ সবাই অনেক খুশি এবং সবাই আবিরকে নিয়ে ভালো ভালো কথা বলে ৷ মেয়ের পরিবারের তার ভাই এবং আবিরের ভাই এবং বাবা সবাই আবিরকে সমান্য এবং গুরুত্ব দিয়ে কথা বলে ৷ দুই পরিবারের মানুষ বিয়ের ব্যাপারে অমত নেই ৷ এজন্য বিয়ে ঠিক হয়ে যায় ৷ তার আগে আবিরের মতামত জানতে চাইলে আবির বলতে শুরু করে ৷ তার কোনো চাকরি হ ৷ এক শুনে সবাই অবাক হয়ে যায় ৷


Screenshot_2024-02-26-13-08-42-43.jpg

Screenshot_2024-02-26-13-09-21-09.jpg


আবির আবার বলতে শুরু করে ৷ দু বছর চাকরির পিছনে ছুটে যে ছেলেটা বাংলাদেশে চাকরির ব্যবস্থা করতে পারেনি ৷ সেই ছেলেটা আমেরিকাতে দু লক্ষ্য টাকার চাকরি কি করে ব্যবস্থা করবে ? এসবই আপনাদের বোকা বানানো হয়েছে ৷ আপনাদের অচেনা রুপটা বোঝার জন্য ৷ যখন বেকার ছিলাম তখন সবাই অপমান অবহেলা আর লাঞ্ছনা বঞ্চনা করেছেন ৷ যখনই আমেরিকাতে চাকরি হলো তখন সবাই নিমিষেই পাল্টে গেলেন ৷ সবাই গুরুত্ব আর সম্মান দিয়ে শুরু করলেন ৷ কেমন জানি অচেনা সবাই , এই সমাজের মানুষ গুলো ৷ কেবল মা ছাড়া কেউ খারাপ সময়ে সাপোর্ট দেয় না ৷ যে সময়ে সাবার সাপোর্ট প্রয়োজন সে সময় সবাই অবহেলা করতে পারেন ৷ আপনাদের এমন মন মানসিকতার জন্যই কেউ উঠে দারাতে পারে না ৷ আবিররে এমন কিছু কথার মাধ্যমেই নাটকটি শেষ হয়


Screenshot_2024-02-26-13-09-54-13.jpg



রেটিং:-০৮


আমার মতামত:-

ছেলেটা বেকার মুশফিক আর ফারহানের এই নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে ৷ অনেক সুন্দর এবং বাস্তবিক ছিলো নাটকের গল্পটা ৷ সবার অভিনয়ও অসাধারণ হয়েছে ৷ আসলে বাস্তবতার সাথে নাটকের বেশ মিল আছে ৷ বেকার ছেলেদের জীবন খুবই কঠিন এবং কষ্টের ৷ এ সময় কেউ পাশে থাকে না ৷ পরিবার সমাজ এমনকি বন্ধু কিংবা প্রেমিকা সবাই শুরু অবহেলা অপমান আর লাঞ্ছনা বাঞ্চনা করে ৷ কেউ পাশে থেকে সাপোর্ট করে না কেবল মা ছাড়া ৷ যাই হোক , এই নাটকের গল্পটা অসাধারণ ছিলো ৷ আমার বেশ ভালো লেগেছে ৷ বেকারত্ব আসলেই জীবনের একটা অভিশাপ , হয়তো একটা সময় বেকারত্ব থাকবে না , কিন্তু সবার কথা গুলো মনে থাকে ৷ যাই হোক , সময় থাকলে নাটকটি দেখে আসতে পারে ৷


নাটকের লিংকঃ


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 5 months ago 

মুশফিক আর ফরহান অভিনীত নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগে। কিছুদিন যাবত কিছুটা ব্যস্ত রয়েছে তাই নাটক দেখার সৌভাগ্য হচ্ছে না। শেয়ার করার মাধ্যমে নাটক দেখার আগ্রহ বৃদ্ধি পেয়ে গেল।

 5 months ago 

সময় পেলে নাটকটি দেখে আসতে পারেন , আশা করি ভালো লাগবে ৷

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি নাটক রিভিউ পোস্ট শেয়ার করেছেন। ফারহানের নাটক দেখতে আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে ফারহানা নাটক আমি দেখিয়ে বল এর বেশ কয়েকটা নাটক আমি দেখেছি। আপনাদের নাটক পোস্ট দারুণ ছিল ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

খুব চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন। আসলে নাটক দেখার সময় তেমন একটা পাইনা তবুও মাঝে মাঝে রিভিউ পড়ে নাটক দেখার সাধ গ্রহণ করি। ধন্যবাদ চমৎকার একটি নাটক রিভিউ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 5 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

🙏🙏ভালোবাসা রইলো ভাই 💐💐

Posted using SteemPro Mobile

 5 months ago 

চমৎকার একটি নাটক কিন্তু আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন ভাইজান। এই সমস্ত নাটকগুলো আমার খুবই ভালো লাগে। এমনিতেই ফারহানের অভিনয় গুলো বেশ সুন্দর। আর সে জায়গায় যদি হয় এমন বাস্তবতা। সব মিলে নাটকের অভিনয় ছিল সুপার।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

এখন নাটক দেখা লাগে না ভাইয়া, নিজের বাস্তব জীবনে বুঝতে পারতেছি বেকারত্ব একটা পুরুষের জন্য কত অভিশাপ। একটা সময়ের পর আর কোন কিছুই ভালো লাগেনা। সত্য কথা বলতে কাছে টাকা না থাকলে বোঝা যায়, দুনিয়া কত কঠিন। যাক বেশ ভালো লাগলো নাটকটির কাস্টিং অনেক সুন্দর ছিল। বেশ সুন্দর ডিরেকশন বাস্তবসম্মত।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমিও আপনার এই অবস্থানেই অবস্থা করছি ভাইয়া ৷ বাস্তবতা কতটা কঠিন সেটা বেশ ভালো ভাবে উপলব্ধি করছি ৷ নাটকের মতোই জীবন

Posted using SteemPro Mobile

 5 months ago 

অসাধারণ একটি নাটকের রিভিউ করেছেন আজ।
আসলে তেলা মাথায় তেল সবাই দেয় কিন্তু যার একটু সহযোগিতা প্রয়োজন সেটা কেউ করতে চায় না। মানে আমাদের সমাজ ব্যাবস্থা উল্টো এবং অসুস্থ প্রকৃতির।
যাইহোক নাটকটির গল্প এককথায় অসাধারণ।
আমি দেখেছি নাটকটি। আপনার পোস্টটি উপস্থাপন এবং বর্ননা দারুন ছিল।

Posted using SteemPro Mobile

 5 months ago 

একদমই ঠিক বলেছেন ভাইয়া ৷ এই অসুস্থ সমাজে থেকে ভালো কিছু করা তো দূরে থাক , বেঁচে থাকাটাও ভীষণ কঠিন ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। আসলে এই নাটকটির মাধ্যমে অনেক ধরনের বাস্তব ঘটনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে৷ আপনিও এই নাটক এর সবগুলো বিষয় আপনার এই রিভিউ এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ তবে এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে অবশ্যই সময় করে এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ৷

 5 months ago 

এই নাটক বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করেছে ৷ একজন বেকার ছেলের জীবন কি রুপ হয় তাই ফুটে তুলেছে ৷ নাটকটি দেখে আসতে পারেন ভালো লাগবে ঐ

Posted using SteemPro Mobile

 4 months ago 

এখন বেশিরভাগ নাটকের মধ্যে বাস্তব ঘটনা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। এই নাটকের মধ্যেও তা ঘটেছে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলে একজন বেকার ছেলের জীবন অনেক বেশি কষ্টকর হয়ে থাকে। আর একজন বেকার ছেলের পাশে কেউ কখনো দাঁড়ায় না এবং কি তাকে কেউ কখনো সাপোর্ট করে না এটা ঠিক। কিন্তু প্রত্যেকটা সময় মা ই পাশে থাকে একজন সন্তানের। সবার কাছ থেকে অনেক বেশি অপমানিত হওয়া লাগে একজন বেকার ছেলের। বাস্তবতার সাথে মিল রেখেই এই নাটকটার কাহিনী করা হয়েছে। আর আমার কাছে এই নাটকটার রিভিউ পোস্ট পড়তে অনেক ভালো লেগেছে। সুন্দর এই নাটকটার রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

বেকারত্ব আসলে জীবনের একটা অভিশাপ ৷ তবে বেকারত্ব একদিন ঠিকই কেটে যায় , আর মনে থেকে যায় মানুষের ব্যবহার গুলো ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

এই ধরনের নাটকগুলোর রিভিউ পোস্ট আমি খুব পছন্দ করি। এবং কি নাটক গুলো দেখতেও আমার কাছে ভালো লাগে। ফারহানের নাটক গুলো আমার অনেক ভালো লাগে। কারণ ফারহান অনেক সুন্দর অভিনয় করে থাকে তার প্রত্যেকটা নাটকের মধ্যে। যে ছেলেগুলো বেকার তাদের জীবনের পথ চলা অনেক বেশি কঠিন হয়। বেকার মানুষদের পাশে কেউ এসে দাঁড়ায় না। যদি তাদের মা থাকে, তবে কেউ না দাঁড়ালেও মা পাশে এসে দাঁড়ায়। এ নাটকটা একেবারে বাস্তবতার সাথে মিল রেখে করা হয়েছে বিষয়টা ভালো লাগলো।

 5 months ago 

মায়ের ভালোবাসা সন্তানের উপর সব সময় থেকে যায় ৷ কেবল মা ই স্বার্থ ছাড়া ভালোবাসে আর কেউ না ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43