"দিনাজপুর রাজবাড়ি'' - দ্বিতীয় পর্ব

in আমার বাংলা ব্লগ8 months ago

Black and White Photo Grid Art Photo Collage_20231214_172817_0000.png

ছবিটি canva দিয়ে তৈরি ৷

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , দিনাজপুর রাজবাড়ি ভ্রমনের দ্বিতীয় পর্ব নিয়ে ৷ প্রথম পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি দিনাজপুর রাজবাড়ি ভ্রমনের কিছু অভিজ্ঞতা এবং রাজবাড়ির ভবনের সামনে থেকে তোলা কিছু আলোকচিত্র ৷ এই পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করবো রাজবাড়ি ভবনের ভিতরে তোলা আমার কিছু আলোকচিত্র এবং আমার অনুভূতি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


কিছু দিন আগে আমরা কয়েকজন মিলে দিনাজপুরের রাজ-বাড়ি ঘুরতে যাই ৷ আমাদের বাড়ি থেকে দিনাজপুর রাজ-বাড়ির দুরত্ব অনেকটাই ৷ তাই সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যে ৷ যেতে যেতে আমাদের অনেকটাই সময় লেগে যায় ৷ খুব সকালে বাড়ি থেকে বের হওয়াতে তেমন কিছু খাওয়া হয়নি আমাদের কারো ৷ এজন্য মাঝপথে থেমে আমরা সবাই সকালের জন্য কিছু খাবার খেয়ে নেই ৷ এরপর আবারও চলতে শুরু করে আমাদের গাড়ি ৷ প্রায় দু'ঘন্টা পর আমরা পৌচ্ছে যাই আমাদের গন্তব্য দিনাজপুর রাজার বাড়ি


দিনাজপুর রাজবাড়ি

IMG20231201110712_00.jpg

IMG20231201110746_00.jpg


দিনাজপুর রাজ-বাড়ির সামনে আসতেই আমরা দেখতে পাই এমন পরিত্যক্ত , অযত্নে অবহেলায় পড়ে থাকা রাজার বাড়িটি ৷ প্রবেশ পথটাও যার ময়লা আবর্জনায় ভরা ৷ প্রবেশ পথ দিয়ে ভিতরে যেতেই দেখতে পাওয়া যায় রাজার যত্নে তৈরি করা রাজ ভবন ৷ যার বর্তমান অবস্থা নাজেহাল ৷ ইতিহাসে ঐতিহ্য পড়ে আছে এভাবেই ৷ আমরা পরিত্যক্ত সেই প্রসাদের ভিতরে ঢুকে প্রথমে বাইরে থেকেই সব কিছু উপভোগ করতে থাকি ৷ যা প্রথম পর্বে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ৷ এরপর আমরা প্রসাদের ভিতর প্রবেশ করে রাজপ্রাসাদের রুম গুলো দেখার চেষ্টা করি ৷ যদিও সেই সবেরও অবস্থা বেহাল ৷ তো চলুন তাও দেখে আসি রাজর বাড়ির ভাঙ্গাচুড়া বর্তমান রুম গুলো ৷


IMG20231201114603_00.jpg

IMG20231201110804_00.jpg

IMG20231201111808_00.jpg


রাজবাড়ির ভিতরের অবস্থা বাইরের মতোই ৷ ভেঙ্গেচুড়ে পড়ে আছে সব , ময়লা আবর্জনা দিয়ে ভরে আছে রুম গুলো ৷ কোনোটা রুমের ছাদ আছে আবারও কোনোটা রুমের ছাদ ভেঙ্গে পড়ে গেছে ৷ রাজার বাড়িটা ছিলো দোতালা ৷ উপরে উঠার মতো তেমন কোনো সিড়ি বা কিছু ছিলো না ৷ আমরা ভেঙ্গে পড়া ছাদের পাথর দিয়ে দোতালায় উঠি ৷ এরপর দোতালার রুম গুলো দেখতে থাকি ৷


IMG20231201110900_00.jpg

IMG20231201114322_00.jpg

IMG20231201111139_00.jpg


রুম গুলো ছিলো বেশ বড়ই ৷ তবে রুম গুলোর বর্তমান অবস্থা খুব বাজে ৷ ময়লা আবর্জনা দিয়ে ভরে আছে , সেখানে যাওয়া কিংবা সময় কাটানোর মতো উপযোগী নয় জায়গাটা ৷ বড় রুমের পাশাপাশি ছোট ছোট কতগুলো রুমও দেখতে পাই আমরা ৷ সেগুলো হয়তো রান্না ঘর কিংবা বার্থরুম হবে ৷ এ ছাড়া ঠাকুর ঘর বা অন্য কোনো রুমও হতে পারে ৷ ছোট ছোট দরজা দিয়ে এক রুম থেকেই প্রত্যেকটা রুমেই প্রবেশ করা যায় ৷ রুম গুলোর দরজা জানাল ছিলো অসংখ্য ৷ আমরা দোতালার বেশ কয়েকটা রুম ঘুরে ঘুরে দেখি ৷ তবে বাকি কত গুলো রুমের ছাদ না থাকায় আমরা সেই রুম গুলোতে ঢুকতে পারনি ৷


IMG20231201114257_00.jpg

IMG20231201110723_00.jpg

IMG20231201114251_00.jpg


রুমের উপরের ছাদ গুলো লোহা এবং কাঠের তৈরি দেখা যাচ্ছে ৷ এবং নিচের ফ্লোর রট সিমেন্ট দিয়ে তৈরি ৷ অধিকাংশ রুমের ছাদ ভেঙ্গে পড়ে গেছে ৷ রুমের দেয়াল জুড়ে সেওলা পড়েছে ৷ এবং নানার গাছ জন্মে জঙ্গল হয়ে গেছে রুমের ভিতরে ৷ আমরা ঘুরে ঘুরে রুম গুলো দেখতে থাকি ৷ আমি অবশ্য ঘোরাঘুরি পাশাপাশি রুম গুলোর ফটোগ্রাফি করতে থাকি ৷ আর ভাবতে থাকি কল্পনায় এই রাজবাড়ি কেমন ছিলো আগে ৷ ভাবতে ভাবতে আর ঘুরতে ঘুরতে শেষ হয়ে যায় দোতালার প্রত্যেকটা রুম ঘোরাঘুরি ৷ যদিও অনেক রুমে প্রবেশ করতে পারিনি , ছাদ ছিলো না সেজন্য ৷


IMG20231201111107_00.jpg

IMG20231201114236_00.jpg

IMG20231201111411_00.jpg


অনেক্ষণ সময় আমরা রাজবাড়ির দোতালা ভবন ঘোরাঘুরি করি ৷ ঘোরাঘুরি আর ছবি গুলোর মাঝে বেশ ভালোই কেটেছে আমার সময়টা ৷ রাজার বাড়ির ঘর দেখতে পেরে এবং ঘোরাঘুরি করতে পেরে সত্যিই তখন ভীষণ ভালো লেগেছে আমার ৷ রাজ বাড়ির ভিতরে ঘোরাঘুরি'র পর আমরা বাইরে ঘুরতে যাই ৷ বাইরে দেখার মতো ছিলো রাজার পুকুর এবং আরো কিছু ছোট ছোট ভবন ৷ সে গুলোও এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ৷ নানার গাছগাছালি আর জঙ্গলে ভরে গেছে সেই স্থান গুলোও ৷ এর পরের পর্বে আমি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ৷ আজ এ পর্যন্তই ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই পর্বের আজকের এই ব্লগটি ৷ রাজবাড়ির দোতালা ভবনের রুম গুলোর এলোমেলো ফটোগ্রাফি এবং আমার অনুভূতি ৷ তো সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ৷ অসংখ্য ধন্যবাদ সবাইকে এতোক্ষন আমার পোস্টটি দেখার জন্য ৷ ধন্যবাদ সবাইকে..


দ্বিতীয় পর্ব
ছবিঃ দিনাজপুর রাজবাড়ি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 14 Dec , 2023


ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

গত বছর আমিও দিনাজপুর রাজবাড়ি ঘুরতে গিয়েছিলাম। তবে বাড়ির সামনে গিয়েছিলাম। পুরনো রাজবাড়ীর ভেতরে যাওয়ার সাহস হয়নি। ভাইয়া আপনি ঘুরতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 8 months ago 

রাজবাড়ির ভিতরটা বেশ ভালো ছিলো , ঘুরে দেখতে পারতেন ৷ যাই হোক , অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনি দিনাজপুর রাজবাড়ী সম্পর্কে সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন। দিনাজপুর রাজবাড়ী আমি অনেক বার গেছি।আপনি দারুণ ভাবে আপনার ভ্রমণ সম্পর্কে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই রাজার বাড়ি টি এখন অনেক পুরাতন। সব জায়গায় ময়লা আবর্জনা পরে আছে।তবে এগুলো আমাদের ঐতিহ্য।যাইহোক আপনার ২ পর্ব পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 8 months ago 

দিনাজপুর রাজবাড়ি নাম অনেক শুনেছি। আর কখনো সামনাসামনি দেখা হয়নি। আজকে আপনার পোস্ট এর মাধ্যমে দিনাজপুর রাজবাড়ির দৃশ্য গুলো দেখে ভীষণ ভালো লাগলো। চমৎকার লিখেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 61119.19
ETH 2615.15
USDT 1.00
SBD 2.65