''হঠাৎ দেখা" - নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ10 months ago

Screenshot_2023-11-25-23-30-43-06.jpg


ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , প্রতিদিনের মতোই নতুন কিছু শেয়ার করার জন্য ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আজ তেমন কিছু নেই শেয়ার করার ৷ গতকাল রাতে ঘুম হয়নি , আজেবাজে সব চিন্তাভাবনার জন্য ৷ তাই রাত জেগে জেগে একটা নাটক দেখেছিলাম ৷ আজ সেই নাটক'টাই রিভিউ করবো ভাবছি ৷ অপূর্ব আর মেহজাবিনের হঠাৎ দেখা নাটকটির নাম ৷ বেশ ভালো ছিলো , তাই রিভিউ করতে বসে পড়লাম ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷ সময় থাকলে দেখার চেষ্টা করিয়েন ৷ তো চলুন এখন আর কথা না বলে মেই টপিক নিয়ে গল্প শুরু করি..



নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামহঠাৎ দেখা
পরিচালকতাসদীক সাহরিয়ার
অভিনয়েঅপূর্ব ও মেহজাবিন
দেশবাংলাদেশে
ভাষাবাংলা
ডুরেশন৫৭ মিনিট


কাহিনী সংক্ষেপে

Screenshot_2023-11-26-00-07-10-64.jpg

গল্পের শুরুটা হয় অপূর্বকে দিয়ে ৷ সে বাসে বসে আনমনে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে , আর একটা মেয়ে ছবি দেখছে ৷ পাশের সিটে বসে থাকা এক ভদ্র খেয়াল করে সেই বিষয়টা ৷ আর জিগ্গাসা করে মেয়েটার ব্যাপারে ৷ অপূর্ব কিছু বলে না , শুধু বলে এই মেয়েটার তার ভালো লাগা ৷ এরপর সেই ভদ্রলোক কিছু বুঝতে না পেরে মেয়েটার ব্যাপারে সম্পূর্ণ গল্প জানতে চায় ৷ অপূর্ব বলতে না চাইলেও বলতে শুরু করে তার অতীত নিয়ে ৷

ফিরে যায় দুই বছর আগের অতীতে...


Screenshot_2023-11-26-00-13-25-60.jpg

অপূর্ব গ্রাজুয়েশন কমপ্লিট করেছে , চাকরির জন্য চেষ্টা করছে ৷ আপাতত সে কিছু করে না , সারাক্ষণ ঘোরাঘুরি আর আড্ডার মাঝেই সময় কাটে তার ৷ একদিন তার মা ও ভাই তাকে ডেকে নিয়ে ভাইয়ের ব্যবসায় বসতে বলে ৷ ভাই কাজের জন্য বাইরে যাবে ৷ তাই তাকে কয়েক দিনের জন্য ব্যবসার সামলাতে হবে ৷ অপূর্ব না বলতে গিয়ে বলে পারে না ৷ পরের দিন সকাল সকাল চলে যায় দোকানে ৷ আর এখানেই প্রথম দেখা হয় এই মেয়েটির ৷ মেয়েটি কে প্রথম দেখায় ভালো লেগে যায় অপূর্বের ৷

Screenshot_2023-11-26-00-16-01-45.jpg

এরপর সে নিয়ম করে দোকান যেতে শুরু করে ৷ মেয়েটি তার দোকানের সামনেদিয়েই অফিস যায় প্রতিদিন ৷ আর এই সুবাদে অপূর্ব প্রতিদিন দেখতে পায় তাকে ৷ এরপর অপূর্ব সেই মেয়েটির পিছু পিছু ঘুরতে থাকে ৷ চেষ্টা করে তার সাথে পরিচয় হওয়ার ৷

Screenshot_2023-11-26-00-27-42-48.jpg

একটা সময় তারা পরিচিত হয় ৷ হালকা পাতলা জানতে পারে সেই মেয়েটির ব্যাপারে অপূর্ব ৷ মেয়েটি ছোট একটা চাকরি করে ৷ ঢাকায় সে একাই থাকে মেসে ৷ কিন্তু অফিস থেকে মেসের দুরত্ব অনেকটা ৷ এজন্য যাতায়াত করতে সমস্যা হয় তার ৷ অপূর্ব বলে কাছেই বাসা ভারা নিতে ৷ কিন্তু সে তো নতুন কিছু জানে না , তাই অপূর্বকে একটা বাসা খুজে দিতে বলে মেয়েটি ৷ অপূর্ব সাথে সাথেই একটা বাসা খুজে দেয় মেয়েটিকে ৷ আর এরপর থেকে তাদের সম্পর্কটা আরো সুন্দর হয় ৷ একদিন বিকালে অপূর্ব আর মেয়েটি চা খেতে বসে রেস্টুরেন্টে ৷ আর এটা দেখে ফেলে অপূর্বের বড় ভাই ৷

Screenshot_2023-11-26-00-32-26-23.jpg

অপূর্ব যখন বাসায় আসে তখন মেয়েটার ব্যপারে জানতে চায় তার মা ও ভাই ৷ অপূর্ব ও কিছু না লুকিয়ে সব বলে দেয় তার মা ও ভাইকে ৷ আর এও বসে যে মেয়েটা ঢাকায় একা থাকে , সব সময় বাইরের খাবার খায় ৷ মায়ের হাতের খাবার মিস করছে মেয়েটি ৷ এ কথা শুনে অপূর্বের মা মেয়েটি কে বাসায় নিয়ে আসতে বলে ৷ অপূর্ব তার মায়ের কথায় খুশি হয় আর সাথে সাতে মেয়েটাকে দাওয়াত দেয় ৷ সে আসে , সবার সাথে তার পরিচয় হয় ৷

Screenshot_2023-11-26-00-39-05-27.jpg

খাওয়া দাওয়া শেষ করে যখন ডাইনিং রুমে বসে আছে অপূর্ব আর সেই মেয়েটি ৷ তখন অপূর্ব তার মনের কথা মেয়েটিকে বলতে যাবে , এমন সময় তার মা তাকে ডাক দেয় ৷ অপূর্ব আর কিছু বলতে পারে না , উঠে মায়ের কথা শুনতে যায় আগে ৷ মা তাকে জিগ্গাসা করে মেয়েটাকে সে পছন্দ করে কি না ৷ অপূর্ব এই বিষয়টাও না লুকিয়ে মায়ের সাথে শেয়ার করে ৷ অন্যদিকে মেয়েটি সব বুঝতে পারে ৷ অপূর্ব ভাইয়ের কথা শুনতে গেলে , মেয়েটি তার মায়ের কাছে বিদায় নিয়ে বাসা ছেড়ে চলে আসে ৷

Screenshot_2023-11-26-00-39-48-97.jpg

অপূর্ব ফিরে এসে দেখে মেয়েটি নেই ৷ মাকে জিগ্গাসা করলে মা বলে তার নাকি জরুরি কাজ ছিলো তাই সে তারাহুডো করে চলে গেলো ৷ এরপর অপূর্ব মেয়েটিকে ফোন দেয় ৷ কিন্তু ফোন বন্ধ , অপূর্বের কিছুটা খারাপ লাগতে শুরু করে ৷

Screenshot_2023-11-26-00-41-10-05.jpg

অন্যদিকে মেয়েটাও ভাবতে থাকতে সব কিছু ৷ মন খারাপ কোনো জানি তার বড্ড বেশি ৷ অপূর্বের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয় সে ৷ অপূর্ব তাকে ফোনে না পেয়ে অফিস যায় , এরপর বাসা , কিন্তু কথাও তাকে খুঁজে পায় না ৷ সে হারিয়ে যায়...

বাস্তবে ফিরে আসে..

Screenshot_2023-11-26-00-41-44-83.jpg

পাশের সিটে বসা সেই ভদ্রলোক এতোক্ষন মনোযোগ দিয়ে চুপচাপ অপূর্বের এই গল্প শুনছে ৷ এরপর সেই ভদ্রলোক বলে উঠে , আপনার গল্পটা তো শুনা হলো বেশ ভালো লাগলো ৷ আমারও একটা কষ্টের গল্প আছে , কিন্তু এখন তো আপনাকে শোনানোর সময় নেই ৷ চলে এসেছি গন্তব্যে ৷ আপনার ফোন নাম্বারটা দেন , আমার গল্পটাও আপনাকে শোনাবো ৷ এই বলে সেই ভদ্রলোক অপূর্বের নাম্বার নেয় এবং বাস থেকে নেমে যায় ৷

Screenshot_2023-11-26-00-44-11-35.jpg

পরের দিন সকালে অপূর্বের ফোনে কল আসে ৷ সেই বাসের ভদ্রলোক ফোন দিয়েছে ৷ তাকে দেখা করতে বলে , অপূর্ব বলে এখন তো সবে সকাল হলো এখনি যেতে ৷ ভদ্রলোক বিকেলে আসার কথা বললো আর ঠিকানা দিয়ে দিলো ৷ অপূর্ব বিকেল বেলায় সেই ঠিকানায় গিয়ে দেখতে পায় ওই হারিয়ে যাওয়া পরিচিত মেয়েটি ৷ অবাক হয়ে যায় দু'জন দুজনকে দেখে ৷ অপূর্ব বলতে শুরু করে , কেনো সে দিন এভাবে হারিয়ে গেলো ৷ মেয়েটি উত্তরে বললো , সে তাকে বন্ধু ভাবতো হঠাৎ ভালোবাসা কথা শুনে মানতে পারেনি ৷ দ্বিতীয় বার আর এসবের মাঝে সে নিজেকে জোরাতে চায় না ৷ এরপর অপূর্ব বলে উঠলো , সে তো তার অতীত জানে না , আর জানতেও চায় না ৷ সে তাকে ভালোবাসে আর তাকেই চাই ৷ মেয়েটি অপূর্বকে ফিরিয়ে দিয়েও আবার ফিরে আসে ৷ অপূর্বের ভালোবাসা পূর্নতা পায় ৷ আর এখানেই গল্পটা শেষ হয়..

বাসের সেই ভদ্রলোকের জন্যই শেষে তাদের একসাথে দেখা হয় ৷ মূলত সেই লোকটি এই মেয়েটির বন্ধু ৷ যখন সে সবটাই জানতে পারে অপূর্বের কাছ থেকে , তখন তাদের এভাবে দেখা করার সুযোগ করে দেয় ৷


গল্প সমাপ্ত

Screenshot_2023-11-26-00-49-09-64.jpg



রেটিং:-০৮


আমার মতামত

হঠাৎ দেখা এই নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে ৷ চমৎকার একটি গল্প নিয়ে তৈরি এই নাটকটি ৷ অভিনয়ও সবার অসাধারণ ছিলো , আর এমনিতেও অপূর্ব আর মেহজাবিনের নাটক গুলো আমার বেশ ভালো লাগে ৷ যাই হোক , এই নাটকটি মূলত ভালোবাসার একটি গল্পের ৷ প্রথম দেখায় ভালো লাগা এরপর ধীরে ধীরে পরিচয় , ভালো সম্পর্ক আর ভালোবাসার কথা বলার আগেই হঠাৎ করে হারিয়ে যাওয়া ৷ এরপর আবারও অনেক দিন পর হঠাৎ দেখা তাদের , এবার ভালোবাসার পূর্ণতা দিয়ে গল্প শেষ ৷ আসলে ভালোবাসা এমনই হওয়া উচিত ৷ সত্যিকারের ভালোবেসে মন থেকে চাইলে পাওয়া যায় ৷ সম্ভব অসম্ভবের কিছু নেই ৷ যাই হোক , গল্পটা ভালো ছিলো , যদি আপনি এই নাটকটি না দেখে থাকেন , তাহলে একবার দেখার চেষ্টা করিয়েন ৷ আশা করি ভালো লাগবে ৷ তো আজ এখানেই , ধন্যবাদ সবাইকে



নাটকের লিংক


ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

খুবই চমৎকার একটি নাটক রিভিউ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার এই নাটক রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। ভালোবাসার মানুষকে হঠাৎ করেই হারিয়ে ফেলা এর মত কষ্টকর জিনিস আর হয়তোবা কোথাও নেই, সেই সাথে সব থেকে রোমাঞ্চকর মুহূর্ত সেটাই হয় হঠাৎ করেই যখন সেই মানুষটার সঙ্গে পরিচয় হয়। সত্তিকার অর্থে যদি কাউকে ভালোবাসা যায় তাহলে সেই মানুষটা ফিরে আসবেই। যদিও এই নাটকটা এখন পর্যন্ত আমার দেখা হয়নি তবে অপূর্ব এবং মেহজাবিন এদের অভিনয় আমার অনেক বেশি ভালো লাগে। ‌ ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ , আমার পোস্টটি পড়ে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷ তবে আসলেই নাটকটি বেশ মজার ৷ দেখলে ভালো লাগবে আপনার ৷

 10 months ago 

নাটকের রিভিউ পোস্টগুলো আমার অনেক পছন্দের। আমি নাটক দেখতে যে রকম পছন্দ করি, তেমনি নাটকের রিভিউ পোস্টগুলো পড়তেও আমার কাছে খুবই ভালো লাগে। অপূর্ব এবং মেহজাবিন চৌধুরীর নাটক আমি বেশিরভাগ সময় দেখতাম। তারা দুজন আমার খুবই পছন্দের অভিনেতা এবং অভিনেত্রী। ভালোবাসার একটা গল্পের ছিল এই নাটকটা, যেটা সত্যি অনেক দারুন ছিল। এই নাটকটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। তাই আমি ভাবছি, যখন সময় পাবো তখন এই নাটকটা দেখে নেওয়ার চেষ্টা করব।

 10 months ago 

অবশ্যই আপু সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন , আমি বিশ্বাস করি আপনার ভালো লাগবে ৷ কারণ নাটকটি দারুণ একটা গল্পের ৷ যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 10 months ago 

হঠাৎ দেখা নাটকটি আপনি খুবই সুন্দরভাবে রিভিউ করেছেন। আপনার নাটকে রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। কারণ এই নাটকটি আমি দেখেছি, সত্যি নাটকটি খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন রিভিউ এর মাধ্যমে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অনেক ভালো লাগলো , আপনি নাটকটি আগেই দেখেছেন জেনে ৷ আসলেই নাটকটি অনেক সুন্দর ৷ ভালো লাগার মতো একটি নাটক ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 10 months ago 

অপূর্ব ও মেহজাবিনের নাটকগুলো বরাবরই অনেক সুন্দর হয়ে থাকে। এ নাটকটি আমি দেখেছি অনেক সুন্দর একটি নাটক। আপনি খুবই সুন্দর ভাবে রিভিউটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ , আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷ তবে আসলেই অপূর্ব আর মেহজাবিন সেরা একটা জুটি ৷ তাদের প্রত্যেকটি নাকট অসাধারণ লাগে ৷

 10 months ago 

মাঝেমধ্যে নাটক দেখতে ভালই লাগে আমার কাছে তবে অনেক সময়েই অভাবে নাটক দেখা হয় না। সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। যদিও নাটকটি দেখা হয়নি। তবে রিভিউ পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 10 months ago 

বাহ্ দারুণ একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। অপূর্বর নাটক গুলো চমৎকার লাগে।তবে আমি এখনো এই নাটকটি দেখি নাই। আপনার নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে অনেক সুন্দর একটি নাটক। সময় করে নাটকটি দেখে নিবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 10 months ago 

আসলেই নাটকটি অনেক সুন্দর , সময় করে দেখার চেষ্টা করবেন এক দিন ভালো লাগবে ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 10 months ago 

গল্পটা আমার কাছে বেশ দারুন লাগলো। আপনি বেশ মজা করে রিভিউ করেছেন। খুব সুন্দর ছিল উপস্থাপন আমি চেষ্টা করব নাটকটি দেখার জন্য কারন আমার কাছেও খুব ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ধন্যবাদ আপনাকে , অবশ্যই অন্তত একবার দেখার চেষ্টা করবেন এই নাটক ৷ আশা করি ভালো লাগবে ৷

 10 months ago 

"হঠাৎ দেখা" এই নাটকটি আমি কয়েকদিন আগেই দেখেছি। বাংলাদেশী নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এইজন্য মাঝে মাঝে এগুলো দেখা হয়। এই "হঠাৎ দেখা" নাটকটির গল্প বেশ দারুন । প্রথমে ভালো লাগা থেকে গল্পের শুরু। এর পর এই ভালোবাসা হারিয়ে যায় একে অন্যকে সেটা বলার পূর্বেই । তারপর আবার পুনরায় হঠাৎ যখন তাদের দেখা হয় তখন ভালোবাসা প্রকাশের মাধ্যমে গল্পের পরিপূর্ণতা পায়। এই নাটকে অপূর্ব ও মেহজাবিনের অভিনয় জাস্ট অসাধারণ ছিল । ৫৭ মিনিটের এই নাটকটিতে সুন্দর একটা পরিপূর্ণ ভালবাসার গল্পের দেখা মেলে।

 10 months ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷ এই নাটকটি আসলেই অনেক সুন্দর ৷ আপনি নাটকটি আগেই দেখেছেন জেনে ভালে লাগলো ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 60865.64
ETH 2393.71
USDT 1.00
SBD 2.64