সুখ অসুখ - নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগ5 months ago

Screenshot_2024-01-27-14-15-19-01.jpg

ছবি স্ক্রিনশর্ট: ইউটিউব


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , একটি নাটকের রিভিউ নিয়ে ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের এই ব্লগটি ৷


নাটকের গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামসুখ অসুখ
পরিচালকপথিক সাধন
অভিনয়েখাইরুল বাসার ও সাদিয়া আয়মান
দেশবাংলাদেশে
ভাষাবাংলা
ডুরেশন৫১ মিনিট
নাটকের লিংক সুখ অসুখ


কাহিনী সংক্ষেপে

Screenshot_2024-01-27-16-09-29-40_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


গল্পের শুরুতে হিমুকে দেখা যায় ৷ সে তার মায়ের সাথে গ্রামে তার মামার বাড়িতে এসেছে ৷ কিন্তু ঘুম থেকে উঠে সে কিছু বুঝতে পারেনা ৷ কথায় এসেছি ? কিভাবে এসেছে কিছুই বুঝতে পারে না ৷ এজন্য ঘুম থেকে উঠে হিমু তার মাকে ডাকতে শুরু করে ৷ কিছুক্ষণের মধ্যেই তার মামা চলে আসে ৷ হিমু তার মামাকে দেখে চিনতে পারে না ৷ এরপর তার মামা তাকে ধীরে ধীরে সব মনে করিয়ে দেয় ৷ সেও আস্তে আস্তে সব বুঝতে পেরে যায় ৷ আসলে হিমু কিছুটা মানসিক ভাবে অসুস্থ ৷ তার মা তাকে গ্রামে নিয়ে এসেছে বিয়ে দেওয়ার জন্য ৷ এখানে শ্যামলী নামে একটা মেয়ে আছে ৷ ছোট বেলায় শ্যামলীর সাথে ভালো মিল ছিলো হিমুর ৷ তাদের দুজনের বিয়ের কথাবার্তা চলছে ৷ যাই হোক , মামা হিমুকে শ্যামলীর সাথে দেখা করতে যেতে বলে ৷ এরপর হিমুও চলে যায় শ্যামলীর সাথে দেখা করতে ৷


Screenshot_2024-01-27-16-11-29-48_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


হিমুর সাথে শ্যামলীর দেখা হয় ৷ এরপর টুকটাক কথাবার্তা বলে তারা দু'জন ৷ শ্যামলী তাদের বিয়ের কথা বলে ৷ তাকে হিমুর পছন্দ হয়েছে কিনা জনতে চায় ৷ হিমু উত্তরে বলে যে তার পছন্দ হয়েছে ৷ কিন্তু সে যে মানসিক ভাবে কিছুটা অসুস্থ এসব ব্যাপারে শ্যামলী জানে কি না জানতে চায় হিমু ৷ শ্যামলী এসব ব্যাপারে কিছুই জানে না ৷ এজন্য সে বলে সে কিছু জানেনা ৷ হিমু আবার বলতে শুরু করে , আমি কিছুটা মানসিক ভাবে অসুস্থ ৷ মাঝে মাঝে পাগলামি করি ৷ কিন্তু আমার কিছুই মনে থাকে না ৷ তবে সব সময় পাগলামি করি না , মাঝে মাঝে একটু অতটুকু পাগলামি করি ৷ এমনটা হয়েছে বেশ কিছু দিন আগে ৷ অতিরিক্ত পারার চাপে আমি কিছু টা মানসিক ভাবে অসুস্থ হয়ে যাই ৷ এরপরও কি তুমি আমাকে বিয়ে করবে ৷ শ্যামলী এসব শোনার পরও রাজি হয়ে যায় ৷ কারণ এতক্ষণ তার সাথে কথা বলছে একবারও হিমুকে অসুস্থ মনে হয়নি তার ৷ কিন্তু যখন শ্যামলী বাড়ি ফিরে যাওয়ার কথা বলে , তখন হিমু কিছুটা অদ্ভুত আচরন করে বাড়ির পথে হাটতে শুরু করে ৷ হিমুর এমন আচরন দেখে কিছুটা ঘাবরে যায় শ্যামলী ৷


Screenshot_2024-01-27-16-12-24-00_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


শ্যামলীর মা বাবা কেউ নেই ৷ সে তার চাচির সাথে থাকে ৷ ছোট থেকেই চাচির কাছে বড় হয়েছে শ্যামলী ৷ চাচি যা করতে বলে তাই শ্যামলীকে করতে হয় ৷ চাচির অবাধ্য হতে পারে না শ্যামলী ৷ শ্যামলীকে চাচি হিমুর ব্যাপারে মিথ্যে কথা বলে বলে ৷ শ্যামলী বলতে না চাইলেও কিছু করতে পারে না ৷ চাচি কথা শুনতেই হয় শ্যামলী কে ৷


Screenshot_2024-01-27-16-12-46-72_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


চাচি শ্যামলীর সাথে হিমু বিয়েতে রাজি হয় ৷ তবে কিছু শর্ত দেয় শ্যামলীর চাচি হিমুর পরিবারকে ৷ শ্যামলীর সাথে হিমু বিয়ে দেবে কিন্তু তাকে অনেক টাকা এবং কিছু জমি লিখে দিতে হবে ৷ টাকা আর জমি চাচি বুঝে পেলে শ্যামলীর সাথে হিমু বিয়েতে রাজি চাচি ৷ তা না পেতে পাগলের সাথে শ্যামলীর বিয়ে দিবে না চাচি ৷ হিমুর মাও কিছু বলতে পারেনা , ছেলের অবস্থাও খুব ভালো না ৷ এজন্য হিমুর মা চেষ্টা করে শ্যামলীর চাচিকে রাজি করানোর ৷ তবে চাচি তার জায়গায় অটোর ৷ শেষমেশ চাচির শর্তে রাজি হয়ে যায় হিমু মা ৷ টাকা এবং কিছু জমির বিনিময়ে শ্যামলী আর হিমু বিয়ে ঠিক হয় ৷


Screenshot_2024-01-27-16-13-13-44_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


এরপর হিমু আর শ্যামলী দু'জন মাঝে মাঝে দেখা করে ৷ এবং সুন্দর কিছু মুহূর্ত কাটায় ৷ তাদের বেশ ভালোই যাচ্ছে ৷ তবে মাঝে মাঝে হিমুর পাগলামি যাচ্ছে না ৷ শ্যামলী তাকে ভালো করার চেষ্টা করছে ভালোবাসা দিয়ে ৷ কিন্তু হিমু শ্যামলীকেও মাঝে মাঝে ভুলে যাচ্ছে ৷ তবে কিছুক্ষণের মধ্যেই আবার মনে করতে পাচ্ছে সব স্মৃতি ৷ এভাবেই যাচ্ছে দিন গুলো ৷ কিছু দিন পার হলো বেশ ভালোই , এরপর একদিন


Screenshot_2024-01-27-16-14-03-57_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


হিমু যায় শ্যামলীর বাড়িতে শ্যামলী সাথে দেখা করতে ৷ গিযে চাচির কাছে জানতে পারে শ্যামলী বাড়িতে নেই ৷ সে তার দাদুর বাড়িতে চলে গেছে ৷ পাগলের সাথে আর থাকতে চায় না ৷ এভাবে আরো অনেক কথা বলে হিমুকে রাগিয়ে তোলার চেষ্টা করে ৷ চাচির ইচ্ছে তাদের থেকে আরো টাকা বাড়িয়ে নেওয়ার ৷ শ্যামলীকে না পেয়ে হিমু চলে যায় মামা বাড়িতে ৷ বাড়িতে এসে পাগলামি শুরু করে দেয় ৷


Screenshot_2024-01-27-16-14-29-90_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


শ্যামলী রাতের বেলা চাচির থেকে লুকিয়ে হিমু সাথে দেখা করতে আসে ৷ হিমু শ্যামলীকে দেখতে পেয়ে খুশি হয় ৷ তাকে পাশে থাকার জন্য বলে ৷ সে পাশে থাকলে সে সুস্থ হয়ে যাবে ৷ শ্যামলীও পাশে থাকার কথা দেয় ৷ এরপর শ্যামলী তার চাচির বিষয় গুলো বলে দেয় হিমুকে ৷ আসলে তার চাচি শ্যামলীকে দিয়ে টাকার ধান্দা করছে ৷ টাকা আরো বাড়িয়ে দিলে তাদের বিয়ে দেবে , নয়তো দেবে না ৷ হিমু শ্যামলীর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে ফিরে আসে ৷


Screenshot_2024-01-27-16-14-49-04_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-27-16-15-30-66_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


এভাবেই যাচ্ছে তাদের দিন গুলো বেশ ভালোই ৷ শ্যামলী আর হিমু দু'জন দুজনকে ভালোবাসতে শুরু করে ৷ যদিও হিমু কিছুটা অসুস্থ এরপরও শ্যামলী চেষ্টা করছে তাকে ভালোবাসা দিয়ে সুস্থ করার ৷ অন্যদিকে হিমু মানসিক ভালে অসুস্থ হলেও শ্যামলীকে পেলে সে ভালো থাকে ৷ এদিকে শ্যামলীর চাচি টাকা আর জমির জন্য পরে আছে ৷ টাকা আর জমি পেলেই শ্যামলী কে বিয়ে দেবে হিমু সাথে ৷ এতো দিনে প্রায় সব ঠিকঠাক আছে ৷ বিয় ঠিক হয়েছে বিয়ের দিনও ৷ আস্তে আস্তে বিয়ের দিন চলে আসে ৷


Screenshot_2024-01-27-16-15-49-92_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-27-16-15-58-35_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


হঠাৎ বিয়ের আগ মুহূর্তে চাচি বদলে যায় ৷ তার চাহিদা বেড়ে যায় ৷ আরো টাকা আর জমি না পেলে সে বিয়ে দেবে না শ্যামলীকে ৷ শেষ মুহূর্তে এসে হিমুর মা এবং মামা কি করবে বুঝতে পারে না ৷ তবুও চেষ্টা করে শ্যামলীর চাচি কে বোঝানোর ৷ কিন্তু চাচি কিছুতেই রাজি নয় ৷ পরের দিন বিয়ে কিন্তু তার আগেই এমন পরিস্থিতির জন্য বিয়ে ভেঙ্গে যায় তাদের ৷


Screenshot_2024-01-27-16-16-12-35_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg

Screenshot_2024-01-27-16-16-26-41_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg


শ্যামলী চাচির অবাধ্য ৷ কিন্তু শ্যামলী চাচির এমন আচরণ মেনে নিতে পারছে না ৷ এজন্য চাচিকে বোঝানোর চেষ্টা করে শ্যামলী , কিন্তু চাচি উল্টো রেগে যায় এবং শ্যামলীকে মারধর করে ৷ শ্যামলী আর কিছুই করতে পারে না ৷ এদিকে বিয়ে হবে না জেনে হিমু রেগে যায় আর পাগলামী শুরু করে দেয় ৷ শ্যামলীর চাচিকে খুন করে শ্যামলীকে নিয়ে আসার জন্য পাগল হয়ে যায় হিমু ৷ হিমুকে সবাই মিলে ধরে তার পাগলামি শান্ত করার চেষ্টা করে ৷ কিন্তু হিমুর পাগলামি কিছুতেই শান্ত হচ্ছে না ৷ এদিকে শ্যামলী তার চাচির আচরণ আর মেনে নিতে না পেরে তার বাবার সম্পত্তি টুকু চাচির নামে লেখে দিয়ে সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে আসে শ্যামলী ৷ শ্যামলীকে দেখে হিমু শান্ত হয়ে যায় ৷ এবং তাদের বিয়ে আয়োজন আবার শুরু হয় ৷ আর এখানেই গল্পটা শেষ হয় ৷


Screenshot_2024-01-27-16-16-42-99_f2cb81fb7cf38af7978f186f2a61634a.jpg



রেটিং:-০৮


আমার মতামত

সুখ অসুখ নাটকটি আমার কাছে বেশ ভালোই লেগেছে ৷ আসলে খাইরুল বাসার ও সাদিয়া আয়মানের নাটক গুলো আমার অসম্ভব ভালো লাগে ৷ এই নাটকটিও মোটামুটি ভালো ছিলো ৷ এবং তাদের অভিনয়ও অসাধারণ ছিলো ৷ এই নাটক থেকে অনেক কিছুই বোঝার আছে ৷ প্রথম মায়ের ভালোবাসা সন্তানের প্রতি সব সময় অটুট থাকে ৷ এরপর মা না থাকলে সন্তানের জীবন কেমন হয় সেটাও ফুটে উঠেছে শ্যামলীর চাচির চরিত্রের মাধ্যমে ৷ আর শেষটা হলো , ভালোবাসা ৷ ভালোবাসা হলো মনের সুন্দর অনুভূতি ৷ যেটা মানুষের মন থেকে হয় , চেহারা কিংবা অসুস্থতার মাঝে থেমে থাকে না এই সু্ন্দর অনুভূতি ৷ যাই হোক , সব মিলিয়ে আমার বেশ ভালোই লেগেছে সুখ অসুখ এই নাটকটি ৷ আশা করি আপনাদের ও সবার ভালো লাগবে ৷ চাইলে নাটকটি দেখে আসতে পারেন...



নাটকের লিংক


ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

অসাধারণ একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন ভাইজান। আপনার নাটক রিভিউটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই জাতীয় নাটকগুলো আমি খুবই পছন্দ করে থাকি, তাই মাঝে মধ্যে সুযোগ পেলেই এই নাটক গুলো দেখার আশা করি। আশা করব আপনি এমন দারুন দারুন নাটক আরো আমাদের মাঝে রিভিউ করে শেয়ার দিবেন।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 5 months ago 

দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যদিও এই নাটকটি আমার দেখা হয়নি তবে বিস্তারিত পড়ে নাটকটি দেখার ইচ্ছা জাগলো মনে। আমি চেষ্টা করব নাটকটি দেখার জন্য। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 5 months ago 

আমার কাছে নাটকের রিভিউ পোস্ট পড়তে খুব ভালো লাগে। তাইতো আমি নাটকের রিভিউ দেখলেই পড়ার জন্য চলে আসি। অসুখ বিসুখ নাটকের রিভিউ টা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। আমি যখন সময় পাই তখন নাটক দেখার চেষ্টা করি। আর আপনাদের নাটকের রিভিউ গুলো ও পড়ার চেষ্টা করি। পুরো নাটকটার কাহিনী রিভিউর মাধ্যমে সুন্দর করে তুলে ধরা হয়েছে দেখে ভালো লাগলো। এই নাটকটা না দেখা হলেও সময় পেলে দেখে নেওয়ার চেষ্টা করব।

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 5 months ago 

হিমু এবং শ্যামলীর মিষ্টি প্রেমের গল্পটি সত্যি দারুন ছিল। আর যদি কারো মা না থাকে তাহলে পৃথিবীটা তার জন্য আরও বেশি কঠিন হয়ে যায়। যাই হোক ভাইয়া দারুন একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 5 months ago 

আপনি খুবই সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার নাটক রিভিউ পড়ে বুঝতে পারলাম যে, ভালোবাসা কখনো সুখ অসুখ এর মাঝে হারিয়ে যায় না। ভালোবাসা হয় মনের গহীন থেকে। আমি ও সময় করে এই নাটকটি দেখার চেষ্টা করবো। আপনার রিভিউ পড়ে নাটকটি দেখার উৎসাহ বেড়ে গেল।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 5 months ago 

আমার কাছেও এরকম নাটকগুলো দেখতে বেশ ভালো লাগে। আমি তো প্রায়ই কাজের ফাঁকে ফাঁকে এই নাটকগুলো দেখে থাকি। কিন্তু আপনার করা নাটকটির রিভিউ দেখে মনে হচ্ছে আমি এখনো এই নাটকটি দেখিনি। ভাবতেছি নাটকটি দেখতেই হবে।খাইরুল বাসার ও সাদিয়া আয়মানের নাটক গুলো আসলেই আমার কাছেও বেশ ভালই লাগে। কিন্তু মা যদি ছোটবেলায় থেকে না থাকে তাহলে বোঝা যায় কষ্ট কতটুকু হয়। এটা ঠিক মায়ের অভাব কেউ কখনই পূরণ করতে পারে না। আপনার নাটকটি রিভিউ আমার কাছে দুর্দান্ত লেগেছে।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57979.07
ETH 3124.67
USDT 1.00
SBD 2.36