সিম্পল একটি মেহেদী ডিজাইন আর্ট

in আমার বাংলা ব্লগ9 months ago

Picsart_23-12-12_15-18-46-369.jpg

ছবিটি canva দিয়ে তৈরি ৷

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ প্রতিদিনের মতোই নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


আজ আমি আপনাদের মাঝে নরমাল একটি মেহেদি ডিজাইন শেয়ার করবো ৷ আসলে প্রতিদিনই আমি আপনাদের মাঝে ভিন্ন কিছু শেয়ার করার চেষ্টা করি ৷ সেই লক্ষে আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট একটি সিম্পল আর্ট নিয়ে ৷ যদিও এসব বিষয় আমি তেমন পারি নাহ , তবে আপনাদের দেখে আমারও এই ক্ষুদ্র চেষ্টা ৷ অনেকেই এখানে আছেন যারা প্রতিনিয়ত অসাধারণ প্রতিভার মাধ্যমে ইউনিক সব আর্ট শেয়ার করে আসছেন ৷ তাদের দেখে , শিখে আমারও এই ক্ষুদ্র চেষ্টা ৷ যাই হোক , আজ আমি সিম্পল একটা মেহেদী ডিজাইন করেছি জেল পেন ব্যবহার করে ৷ খুবই নরমাল এবং সহজ তবে সম্পূর্ণ আর্ট টি জেল পেন দিয়ে করাতে বেশ খানিক টা সময় লেগেছে আমার ৷ যাই হোক , আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন দেখে আসি সিম্পল একটি মেহেদী ডিজাইন...


প্রয়োজনীয় উপকরণঃ

  • আর্ট পেপার ,
  • জেল পেন এবং
  • রুল কম্পাস ৷

আর্টের প্রক্রিয়াঃ

IMG20231212124823_00.jpg

শুরুতে একটি বৃত্ত এঁকে নিয়েছি , কালো জেল পেন এবং রুল কম্পাস ব্যবহার করে ৷


IMG20231212125448_00.jpg

এরপর আরো দু'টি ছোট ছোট বৃত্ত তার পাশেই এঁকে নিয়েছি ৷


IMG20231212130917_00.jpg

এরপর সেগুলো হালকা ভাবে ডিজাইন করে নিয়েছি ৷


IMG20231212132542_00.jpg

বৃত্ত গুলো ডিজাইন করে সূর্যমুখী ফুলের মতো এঁকে নিয়েছি ৷


IMG20231212133221_00.jpg

তার পাশেই আরো একটি ফুলের ডিজাইন এবং কিছু পাতার ডিজাইন এঁকে নিয়েছি ৷


IMG20231212133805_00.jpg

একই ভাবে আরো একটি ফুলের ডিজাইন এঁকে নিয়েছি ৷


IMG20231212134044_00.jpg

পরপর কয়েকটা ফুলের ডিজাইন এঁকে নিয়েছি ৷


IMG20231212134402_00.jpg

কয়েকটা ফুলের ডিজাইন আঁকার পর দেখতে তা এমন হয়েছে ৷


IMG20231212134707_00.jpg

এরপর কিছু লতাপাতার মতো একে নিয়েছি ৷


IMG20231212134814_00.jpg

সব শেষে আর্টটি আমার দেখতে এমন হয়েছে ৷


IMG20231212134823_00.jpg

এরপর দু'টি ফটোগ্রাফি ৷

IMG20231212134830_00.jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ আশা করি আমার আর্টটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ পরবর্তীতে আপনাদের মাঝে আরো নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ ধন্যবাদ সবাইকে সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷



ছবিঃ সিম্পল মেহেদী ডিজাইন
ক্যামেরাঃ realme c11
ক্যাপচারঃ 𝙽 𝚒 𝚛 𝚘 𝚋 7 0
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 12 Dec, 20223



ধন্যবাদ সবাইকে


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 9 months ago 

অনেক সুন্দর একটি মেহেদির ডিজাইন আর্ট করেছেন। ওটা সিম্পল হলেও দেখতে খুবই সুন্দর লাগছে। এটা করতে মনে হয় আপনার বেশি একটা সময় লাগেনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 9 months ago 

মেহেদি ডিজাইনের আর্টগুলো সত্যি অসাধারণ লাগে। আপনি চমৎকারভাবে মেহেদি ডিজাইন এর আর্টটি সম্পূর্ণ করেছেন। মেহেদি ডিজাইনের আর্ট তেমন একটা আমি পারিনা। তবে আপনাদের পোস্ট দেখে অনেক কিছু শিখতে পেরেছি। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মেহেদির একটা সিম্পল আর্ট। আর্ট দেখে খুবই ভালো লাগলো। আপনারাএই মেহেদিরর আর্ট দেখতে খুবই ভালো লাগছে এমন ডিজাইন করে হাতে দিলে দেখতে আরো বেশি ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ভাইয়া আপনি সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ডিজাইন মেহেদি দিয়ে হাতে পড়লে দেখতে খুব সুন্দর লাগে। অল্প সময়ের মধ্যে এই ডিজাইন খুব সহজেই আমরা হাতে পড়তে পারবো। আপনার এই ডিজাইন অনেকের কাজে লাগবে। ধন্যবাদ এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

সিম্পল একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। দেখতে খুবই চমৎকার লাগছে। আমার মেহেদী আর্ট খুব পছন্দ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

সিম্পল একটি মেহেদি ডিজাইন আর্ট করলেও দেখতে বেশ ভালো লাগছে। তবে নিচের দিকের গোল জায়গাটা ভরাট করে দিলে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাতো ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 9 months ago 

মাঝে মাঝে সাধারণের মধ্যেও খুঁজে পাওয়া যায় অসাধারণ। ভাইয়া আপনি সহজ ভাবে অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। মেহেদী ডিজাইন আর দেখলে আমার তো ইচ্ছে করে এক্ষুনি সেটি হাতের ওপর এঁকে নেই। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 9 months ago 

এই মেহেদি ডিজাইন টা আপনার কাছে সিম্পল হলেও আমার কাছে বেশ সুন্দর লেগেছে। কারণ আপনি মাঝখানে বড় ফুল এঁকে দুই পাশে ছোট কিছু ফুল দিয়ে আট করেছেন। মাঝেমধ্যে এরকম আর্ট করতে বেশ ভালো লাগে। আপনার এই আর্ট দেখতেও বেশ ভালো লাগলো। প্রতিটি ধাপ সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপনা করলেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59820.07
ETH 2408.18
USDT 1.00
SBD 2.43