কাগজের তৈরি নকশা কাটিং

in আমার বাংলা ব্লগ5 months ago

IMG20240304150358_00.jpg

কাগজের তৈরি নকশা ৷


শুভ বিকাল..

হ্যালো বন্ধুরা...কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো প্রতিদিনের মতোই আজও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তৈরি একটি নতুন নকশা কাটিং ডিজাইন শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷

আসলে কাগজ কাটিং করতে আমার বেশ ভালোই লাগে ৷ আমি মাঝে মাঝেই এ ধরনের নকশা গুলো কাটিং করি ৷ এই নকশা গুলো দেখতেও আমার কাছে ভীষণ ভালো লাগে ৷ তাই ভালো লাগা থেকে মাঝে মাঝেই এ ধরনের নকশা গুলো করা হয়ে থাকে আমার ৷ তবে আগেকার দিনে রঙিন কাগজের তৈরি এই নকশা গুলো কিন্তু খুব ব্যবহার করা হয়তো ৷ আমি যখন ছোট ছিলাম তখনই এই নকশা গুলোর ব্যবহার দেখেছি ৷ বিয়ে কিংবা যেকোনো অনুষ্ঠানে এই নকশা গুলো তৈরি করে ব্যবহার করা হতো , এবং উৎসবমুখর পরিবেশটাকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে তোলা হতো ৷ তবে সময়ের সাথে সাথে আমাদের মাঝে এখন নতুনত্ব এসেছে ৷ যার কারণে বর্তমানে এই নকশা গুলোর ব্যবহার নেই বললেই চলে ৷ যাই হোক , আজ আমি আপনাদের মাঝে আমার তৈরি আরো একটি নতুন নকশা কাটিং ডিজাইন শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ তবে আজকের নকশা ডিজাইনটি একদমই আলাদা এবং ইউনিক ৷ আশা করি ভালো লাগবে সবার , তো চলুন এবার কাটিং প্রক্রিয়া শুরু করি ৷



প্রয়োজনীয় উপকরণঃ

  • রঙিন কাগজ ,
  • পেন্সিল ,
  • রাবার এবং
  • কাঁচি ৷

কাটিং প্রক্রিয়াঃ

IMG20240204094913_00.jpgIMG20240204094938_00.jpg

প্রথমত একটি পেপার নিয়েছি ১৬ সে.মি x ১৬ সে.মি সাইজের ৷ এরপর সেটি সমান ভাবো ভাঁজ করে নেওয়ার চেষ্টা করেছি ৷

IMG20240204095030_00.jpgIMG20240204095041_00.jpg

উপরের ছবি গুলো দেখলে আশা করি কাগজের ভাঁজ গুলো বুঝে যাবেন ৷

IMG20240204095113_00.jpgIMG20240204095140_00.jpg

আমি কাগজের ভাঁজ গুলো সমান ভাবে ভাঁজ করে নিয়েছি ৷ এবং ভাঁজ করার পর উপরের বাড়তি কিছুটা অংশ কেটে নিয়েছি ৷

IMG20240304145403_00.jpgIMG20240304150005_00.jpg

এরপর পেন্সিল দিয়ে সুন্দর ভাবে ডিজাইন এঁকে নিয়েছি ৷ এবং কাঁচি দিয়ে আস্তে আস্তে কাটিং করে নিয়েছি ৷

IMG20240304150047_00.jpgIMG20240304150127_00.jpg

কাটিং শেষ হলে , কাগজের ভাঁজ গুলো ধীরে ধীরে খুলে নিতে হবে ৷

IMG20240304150201_00.jpgIMG20240304150317_00.jpg

আমি সতর্কতা সাথে কাগজের ভাঁজ গুলো খুলে নিয়েছি ৷

IMG20240304150309_00.jpgIMG20240304150332_00.jpg

সব শেষে আমার নকশা কাটিং টি দেখতে এমন হয়েছে ৷ এরপর কিছু ফটোগ্রাফি করে নেই ৷

IMG20240304150340_00.jpg

IMG20240304150358_00.jpg

IMG20240304150300_00.jpg

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার তৈরি কাগজের নকশা ডিজাইন টি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷



পেপার কাটিং
ক্যামেরাঃ realme C11
কাটিং/ক্যাপচারঃ nirob70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || ০৪/০৩/২০২৪


ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


20230619_2027351.gif


Sort:  
 5 months ago 

কাগজ দিয়ে এমন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে ভাইয়া। এজন্য আমি প্রত্যেক সপ্তাহেই কাগজে তৈরি অনেক জিনিস আপনাদের মাঝে শেয়ার করি। আপনার তৈরি করার কাগজের এই নকশাটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

আগে যে কোন অনুষ্ঠান মানেই, কাগজ কেটে নকশা তৈরি করে সাজসজ্জা করা হতো। আবার ফিরে আসছে এধরণের নকশার কাজ। আপনার করা নকশার ডিজাইনটি বেশ ভালো হয়েছে ভাইয়া।ধাপ গুলোও সুন্দর করে তুলে ধরেছেন। ছবি গুলোও সুন্দর হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

বাহ খুবই সুন্দর করে কাগজের নকশা তৈরি করেছেন। এই ধরনের ডিজাইন গুলো দেখতে খুবই সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি আবার ভিন্ন ভিন্ন ডিজাইন যেগুলো সৌন্দর্য প্রতিনিয়ত উপভোগ করতে ভালোই লাগে। আপনার ডিজাইন খুবই সুন্দর হয়েছে নিখুঁতভাবে সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

এই কাগজের নকশাটা খুব সুন্দর ভাবে আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। নকশাটি খুব সুন্দর হয়েছে দেখতে বেশ ভালো লাগছে। আমাদের সামনে এত সুন্দর করে উপস্থিত করেছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 5 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

কাগজের তৈরি নকশাটি দেখতে খুবই সুন্দর লাগছে। ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তা বুঝতে সুবিধা হয়েছে। এ ধরনের কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অনেক অনেক ধন্যবাদ , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে একটি নকশা তৈরি করলেন। এমনিতে কিন্তু কাগজ কেটে এই ধরনের নকশা তৈরি করতে বেশ সময় লাগে। কারণ এই ধরনের নকশাগুলো অনেকটাই ধৈর্য ধরে তৈরি করতে হয়। আপনি প্রতিনিয়ত খুব সুন্দর ভাবে কাজ করে। আমি নিজেও এ ধরনের কাটিং গুলো প্রায় অনেক সময় করে থাকি। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর ভাবে তৈরি করে শেয়ার করার জন্য।

 5 months ago 

আমার তৈরি নকশা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

 5 months ago 

কাগজ কেটে খুবই চমৎকার একটি নকশা তৈরি করেছেন ।দেখতে ভীষণ ভালো লাগছে। আর আপনি ঠিকই বলেছেন এ ধরনের নকশাগুলো একটা সময় বিয়ে বাড়িতে এবং অনুষ্ঠানে বেশ ব্যবহার করা হতো ।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর গুরুত্ব এখন কমে গিয়েছে ।তার পরেও বেশ ভালো লাগছে আপনার নকশাটি। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

কাগজ দিয়ে আপনি চমৎকার নকশা করেন ভাইয়া।নকশা গুলো দেখতে ভীষন সুন্দর হয়।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেন।তাইতো যে কেউ দেখে এই নকশা করে নিতে পারবে।আপনার আজকের নকশাটি দেয়ালে সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে।ধন্যবাদ আপনাকে নকশাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61020.40
ETH 2603.09
USDT 1.00
SBD 2.65