সমাজের কিছু মানুষ

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

flowers-7988696_1280.webp

ছবি

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ কিছু একটা লিখবো ভেবে বসে পড়লাম ৷ আসলে মাঝে মাঝে অনেক কিছুই লেখার ইচ্ছে হয় ৷ তবে লিখতে বসে কিছু লিখা হয়না ৷ মাঝে মাঝে ইচ্ছে করেই লিখি না ৷ আবার কখনো কখনো লিখতে বসলে শব্দ বর্ণ সব হারিয়ে ফেলি ৷ তবে আজ কিছু একটা লিখবো ভেবেই মন স্থির করেছি ৷ তাই বসে পড়লাম লিখতে ৷ তবে অনেকক্ষণ ভেবেও কিছু পেলাম না ৷ আসলে কি নিয়ে লিখবো ? সমাজ , মানুষ নাকি মানুষের মনুষ্যত্ব নিয়ে ? এসব নিয়ে লেখার এবং বলার আসলে আমার কিছু নেই ৷ এদের নিয়ে যতই লেখা হোক কিংবা বলা হোক এরা বদলাবে না ৷ বদলাবে না সমাজের কুসংস্কার দৃষ্টিভঙ্গি ৷ না ফিরবে মানুষের মনুষ্যত্ব ৷

দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে এই সমাজ , এই সমাজের কিছু মানুষজন ৷ আজকাল সমাজের মাঝে থাকতে গেলে প্রয়োজন হয় তিরস্কার , অবহেলা আর লাঞ্ছনা-বঞ্চনা সহ্য করার ক্ষমতা ৷ সমাজের একদল লোক সব সময় পড়ে থাকে অন্যের সমালোচনায় ৷ এদের আর কোনো কাজ নেই , সকাল হলেই চায়ের দোকানে বসে পড়ে ৷ আর সারা দিন কাটিয়ে দেয় অন্যের সমালোচনায় ৷ কিভাবে অন্যের ক্ষতি করতে হয় , তারা বেশ ভালো ভাবেই জানে ৷ কারো ভালো তারা সহ্য করতে পারেনা ৷ আবার কারো বিপদেও তারা পাশে থাকে না ৷ তবুও সমাজ এই মানুষ গুলোকেই সন্মান করে , এদেরই পাশে থাকে ৷

মানুষ গুলোর মনুষ্যত্ব বলতে কিছু নেই ৷ এদের যথেষ্ট থেকেও তারা সামান্য ছাড় দেয় না , বরং দুর্বলদের দুর্বলতার সুযোগ নিয়ে ভোগ করে ৷ এই মানুষ গুলো ভালোবাসার অভিনয়ও ভালো জানে ৷ তারা উপরে ভালোবাসা দেখিয়ে ভিতরে ছুড়ি মেরে দেয় ৷ বরই স্বার্থপর এবং আত্ম অহংকারী তারা , তবুও সমাজে এরাই সম্মানী ব্যাক্তি ৷ এদের সামনে জোর গলায় কথা বললে বলবে বেয়াদব ৷ আর নিচু সুরে কথা বললে ভাববে দুর্বল ৷ এই সমাজে উচিত কথার কোনো দাম নেই ৷ যারা অন্যের সমালোচনা করে , অন্যের হক মেরে খায় এই সামজ তার পক্ষ নিয়েই কথা বলে ৷

এমন সমাজে থেকে , না কেউ ভালো কিছু করার সাহস পায় ৷ না কেউ কোনো দিনও ভালো কিছু করতে পারে ৷ শুধু হতাশা আর বেদনা দিতে জানে এই সমাজ , এই সমাজের কিছু মানুষজন ৷ শিক্ষিত সমাজ হয়েও অসুস্থ সমাজের দৃষ্টিভঙ্গি এবং মানুষের আচরণ ৷ আমাদের সমাজ এখন এমনই হয়ে গেছে ৷ সমাজের মানুষ গুলো মনুষ্যত্ব হারিয়েছে ৷ অসহায়ের পাশে দারাতে ভুলে গেছে ৷ দূর্বলদের তিরস্কার আর অবহেলা করে আসছে এই ভদ্র সমাজ ৷ বদলাতে হবে সমাজ এবং মানুষের এমন দৃষ্টিভঙ্গি ৷ তাহলেই বাঁচবে সমাজ , ভালো থাকবে মানুষ ৷ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ ধন্যবাদ সবাইকে ৷

ধন্যবাদ সবাইকে



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আসলে ভাই আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম হয়েছে, কারো ভালো কেউ দেখতে পারে না।কেউ ভালো করলে তাকে কিভাবে নিচে নামানো যায় কাকে কিভাবে সমালোচনা করা যায়, এটা যেন আমাদের সমাজের মানুষ জানে। তাকে সমালোচনা করতে করতে এমন অবস্থা হয় তার যেন চলাফেরা করাই কষ্টকর হয়ে যায়। এই সমাজ ব্যবস্থার প্রত্যেকটা মানুষই শুধু নেগেটিভ চিন্তাভাবনা করে। কেউ কাউকে উৎসাহ দেয় না বরং তার সমালোচনা করতেই থাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 6 months ago 

সমাজে এ ধরনের মানুষ ছিল,আছে আর থাকবেও।তবে আমাদের যা করতে হবে এই মানুষ গুলোর সামনে দিয়ে ভালোবাসায় ভুলে না গিয়ে পেছনে ছুরি মারার কথা মনে রেখে অভিনয় করে নিজের কাজ গুলো ঘুছিয়ে নিতে হবে।তবেই ভালো থাকা যাবে। এই জাতীয় মানুষগুলোর দৃষ্টিভঙ্গী কখনও বদলাবে না।এরা আছে বলেই সমালোচনা আছে।আর তাইতো আমরা আরো বেশী আত্নবিশ্বাসী হয়ে উঠতে পারছি।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

 6 months ago 

খুব সুন্দর ও বাস্তবিক একটি পোস্ট ফুটিয়ে তুলেছেন আপনি৷ আসলে সমাজ ব্যবস্থা এখন এরকম হয়ে গিয়েছে সমাজের যদি কোন ব্যক্তি বা কোন পরিবার কোন ধরনের ভালো কাজের জন্য দায়ী হয় এবং তারা ভালো কাজের জন্য উৎসাহ উদ্দীপনার আশা করে, তখনই কিছু মানুষ ভালো কাজটিকে কিভাবে দমিয়ে দেয়া যায় এবং কিভাবে তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার নিপীড়নের মাধ্যমে তাদের এই ভালো কাজ থেকে বিতাড়িত করা যায়, তাদের ভালো কাজের সমালোচনা এবং বিভিন্ন ধরনের মানসিক অত্যাচারের মাধ্যমে কিভাবে তাদেরকে দমিয়ে ফেলা যায়, এরকম চিন্তা ভাবনা সকলের মধ্যে বিরাজ করছে৷

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

 5 months ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 61119.19
ETH 2615.15
USDT 1.00
SBD 2.65