প্রত্যাশা যত কম জীবন তত সুন্দর

in আমার বাংলা ব্লগ7 months ago

20231215_100843_0000.png

ছবিটি canva দিয়ে তৈরি ৷

হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , প্রতিদিনের মতোই নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷


প্রত্যাশা যত কম জীবন তত সুন্দর

আমরা প্রত্যেকেই সব সময় ভালো থাকার চেষ্টা করি ৷ নিজেকে হাঁসিখুশি এবং সুন্দর রাখার চেষ্টা করে যাই ৷ তবে বেশিভাগ সময়ই আমরা ভালো থাকতে পারিনা ৷ বিভিন্ন সমস্যা , রাগ , অভিমান ক্ষোভ অভিযোগ আমাদের থেকে যায় নিজের জীবনকে নিয়ে ৷ এছাড়াও আরো অনেক কারনেই আমাদের জীবন অসুন্দর মনে হয় ৷ জীবনের স্বাদ উপভোগ করতে পারি না ৷ সমস্যা থাকবেই , জীবনকে নিয়ে অভিযোগও শেষ হবে না ৷ তবে কিছু সমস্যা আমরা নিজেরাই তৈরি করি , আর নিজের জীবনকে অসুন্দর ভাবতে শুরু করি ৷ জীবন সুন্দর , ভীষণ রকমের সুন্দর ৷ শুধু প্রত্যাশা কমিয়ে চলতে হবে ৷ যেটুকু আছে সেটুকু নিয়েই খুশি থাকতে হবে ৷ জীবনে প্রত্যাশা যত কম , জীবন ততই সুন্দর ৷ হয়তো আমাদের এই ছোট জীবনে অন্যের প্রতি করা প্রত্যাশা গুলো কমিয়ে নিলে আমরা অনেকটাই ভালো থাকবো , জীবন সুন্দর হবে ৷

আমার কথাই বলি নাহ , সব দিক দিয়েই সব ঠিক আছে আমার বর্তমান এই জীবন ৷ তবে কিছু ক্ষেত্রে অন্যের প্রতি আমার প্রত্যাশাটা একটু বেশিই ৷ তাই অযথা-ই মন খারাপ আর কষ্ট পেতে হয় ৷ যতটুকু আশা করি , ঠিক ততটুকু না পাওয়াতে ৷ আপনি অন্যের কাছে প্রত্যাশা ছেড়ে দিন , আপনি অনেকটাই ভালো থাকবেন ৷ অন্যের কাছে যত কম আশা , আকাঙ্খা রাখবেন ততই মানসিক শান্তি পাবেন ৷ অন্যের প্রতি ভরসা করা মানেই হতাশার সম্ভাবনা ৷ আর হতাশা মানেই জীবনের ব্যাঘাত ৷ এজন্য নিজের চেষ্টা আর যোগ্যতা দিয়ে চলার চেষ্টা করুন ৷ যোগ্যতা কেউ কাউকে দেয় না , নিজের চেষ্টায় অর্জন করতে হয় ৷ অন্যের প্রতি ভরসা ছেড়ে দিয়ে নিজের যোগ্যতা , নিজের চেষ্টা কাজে লাগানো উচিত ৷ আপনি যতক্ষণ অন্যের উপর ভরসা করে চলবেন , ততক্ষণ আপনার সবটাই ওর উপর ৷ সে দিলে হবে , আর না দিলে নাই ৷ এজন্য অন্যের উপর ভরসা করে বসে থাকা পুরোটাই বোকামি ৷ হয়তো নিজেকেই করতে হবে , নয়তো নিজের প্রয়োজনটা কমিয়ে নিতে হবে ৷ তাহলেই জীবন হবে সুন্দর সুখকর ৷

আমাদের চাওয়া গুলোও অনেক বেশি থাকে ৷ একটার পর একটা চাহিদা লেগেই আছে আমাদের প্রত্যেকের মাঝে ৷ যা আছে, যে টুকু আছে তা নিয়ে আমরা কখনোই খুশি থাকতে পারিনা ৷ এটাও একটা বড় সমস্যা আমাদের জীবনে ৷ আমরা সব সময় উপরের দিকে তাকাই , নিজের অবস্থানের চেয়েও যে হাজার গুনে ভালো অবস্থানে আছে , তার দিকে তাকাই আর নিজের জীবনকে নিয়ে অভিযোগ করি ৷ তার এটা আছে , ওটা আছে সব আছে ৷ আমার কিছুই নেই , এই আপসোস'টাও ভীষণ খারাপ ৷ আমাদের ভালো থাকতে দেয় না , ভিতরে ভিতরে বড্ড পোড়ায় ৷ তাই যা আছে তা নিয়েই খুশি থাকা প্রয়োজন ৷ প্রয়োজনে নিজের দিকে তাকানো উচিত , যারা আপনার থেকেও খারাপ অবস্থানে আছে ৷ তাহলেই সুখ খুঁজে পাবে ৷ যারা অল্পতে খুশি হতে পারে , তাদের জীবন সব সময় সুন্দর ৷ জীবনে ভালো থাকতে চাইলে , নিজের চাহিদা এবং অন্যের প্রতি আশা করা ছেড়ে দিতে হবে ৷ তাহলেই জীবন হবে সুন্দর এবং আনন্দময় ৷

জীবনে অনেক সমস্যা থাকবে ৷ তবে নিজের চাহিদা এবং অন্যের প্রতি প্রত্যাশা কমিয়ে দিলে জীবন অনেকটাই সুন্দর এবং সুখকর হবে ৷ এই পৃথিবীতে , কোন কিছু স্থায়ী না ৷ এমনকি আমাদের সমস্যা গুলোও না । সময়ের স্রোতে সব ঠিক হবে আবার তৈরি হবে ৷ তবে জীবনের চাহিদা এবং প্রত্যাশা যত কম জীবন তত সুন্দর


ধন্যবাদ সবাইকে
আজ এ পর্যন্তই


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 7 months ago 

একদম ঠিক বলছেন আপনি কেউ যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে না। এবং কারো যোগ্যতা কাউকে দিতে পারেনা। তাই নিজের যোগ্যতা নিজেকে তৈরি করে নিতে হয়। তাছাড়া আর একটি বাস্তব কথা আপনি শেয়ার করলেন এটা হচ্ছে যে। প্রত্যেক মানুষের প্রত্যাশা যত কম জীবন তত বেশি সুখের হবে। কারণ বেশি স্বপ্ন দেখা জীবনকে অতিষ্ঠ করে তোলার সমান। তাই সবকিছুর মধ্যে সীমাবদ্ধ রেখে চলাফেরা করা উচিত।

 7 months ago 

অসংখ্য আপনাকে আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি বিষয় নিয়ে পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে জীবনে যত প্রত্যাশা কম হবে জীবন ততই সুন্দরভাবে গঠন করা যাবে। কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্রত্যাশা অনেক বেশি থাকে তাই জীবনকে সুন্দরভাবে গঠন করতে খুব কম মানুষই পারে। তাই আমি মনে করি অল্প কিছুতেই সব সময় হাসিখুশি থেকে জীবনকে সুন্দর ভাবে পরিচালনা করাই উত্তম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

খুব সুন্দর কথা যা আছে তাই নিয়ে খুশি থাকা দরকার।আসলে যদি উচ্চাকাঙ্খা থাকে তাহলে জিবনের প্রতি অভিযোগ থাকে।যার যতো থাকে তার তত চাই।জীবনে প্রত্যাশা যতই কম ততই ভালো থাকা সম্ভব । কার কি আছে সেগুলো না ভেবে কার কি নেই সেগুলো ভাবলে জিবন সুন্দর হবে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকলে জীবন সুন্দর হবে।ধন্যবাদ খুব সুন্দর পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ দিদি , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

একেবারে সত্য কথা বলেছেন ভাইয়া।জীবনে যার প্রত্যাশা যত কম তার রাতের ঘুম তত ভালো হয়। বেশি প্রত্যাশা করলে জীবনে হতাশা শেষ থাকে না। তাইতো আমাদের জীবনের প্রত্যেকটি প্রত্যাশায় ছোট ছোট হওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া একটি শিক্ষনীয় পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

যত বেশি প্রত্যাশা করা যাবে তত বেশি কষ্ট পাওয়া যাবে। সত্যি বলেছেন ভাই প্রত্যাশা যত কম হবে জীবন ততই সুন্দর হবে। আমাদের সবার উচিত জীবনের প্রত্যাশাগুলোকে আস্তে আস্তে কমিয়ে আনা। তবে জীবনে চলতে হলে স্বপ্ন অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাই , আপনার এমন সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57344.91
ETH 3100.39
USDT 1.00
SBD 2.42