পড়ন্ত বিকেলে নদীর পাড়ে

in আমার বাংলা ব্লগ7 months ago

20231217_182859_0000.png


ছবিটি canva দিয়ে তৈরি ৷


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজ একটু অন্যরকম কিছু শেয়ার করার চেষ্টা করবো ৷ আমার একটা পরন্ত বিকেল নদীর পাড়ে বসে কাটানোর সুন্দর অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷৷


পড়ন্ত বিকেলে নদীর পাড়ে

আজকের দিনটা একটু অন্যরকম ছিলো ৷ অন্যান্য দিনের তুলনায় আজকে শীত অনেকটাই কম পড়েছিলো ৷ সকাল বেলা ঘুম থেকে উঠে একটা উষ্ণ সকাল দেখতে পাই ৷ এতো দিন কুয়াশাছন্ন সকাল উপভোগ করলেও আজ সম্পূর্ণই আলাদা , সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সূর্য মামা উঠে গেছে ৷ চারদিক বেশ রোদলা আর ঝকঝকে ৷ বেশ ভালোই লাগলো সকাল বেলা এমন একটা উষ্ণ সকাল দেখে ৷ শীত শুরু হয়েছে অনেক আগেই , তবে ইদানিং বেশ কয়েকদিন ধরে প্রচন্ড শীত পড়ছে ৷ শীতের প্রকোপ এতটাই যে , সারা বেলা কুয়াশাছন্ন সূর্য মামার দেখা নেই ৷ কয়েকদিন ধরে অবশ্য এই কুয়াশাছন্ন দিন গুলো বেশ উপভোগ করছি ৷ তবে আজকের দিনটাও বেশ উপভোগ করার মতো ছিলো ৷ কনকনে শীতের মাঝে উষ্ণ একটা দিন বেশ ভালো লাগার মতো ৷ আসলে শীতকাল আমার প্রচন্ড ভালো লাগে ৷ এই দিনগুলো প্রত্যেকটাই উপভোগ করার মতো ৷ তবে টানা কনকনে শীত একঘেয়েমি লেগে যায় ৷ মাঝে মধ্যে এমন একটা উষ্ণ দিন পেলে মন্দ কথায় ৷ বেশ ভালোই লাগে আমার ৷ যাই হোক , আজকের সকালটা বেশ ভালোই ছিলো ৷


IMG20231215163658_00.jpg

IMG20231215163846_00.jpg


সকাল বেলা ঘুম থেকে উঠে নিজের টুকটাক কাজ গুলো শেরে ফেললাম ৷ আসলে শীতের মাঝে হঠাৎ এমন রোদেলা দিন পেলে আমার যে কাজটা বেড়ে যায় সেটা হলো কাপড় ধোয়া ৷ রোদেলা আকাশ দেখে নিজের কিছু জামা প্যান্ট ধুয়ে দিলাম ৷ আসলে আমি নিজের কাজ গুলো নিজেই করার চেষ্টা করি ৷ যেহেতু আমি ব্যাচেলর ৷ বৌউ থাকলে না হয় অন্য কথা ছিলো ৷ যাই হোক , এভাবেই সময় দুপুর পর্যন্ত গড়ালো ৷ দুপুরে স্নান খাওয়া দাওয়া করতে করতেই কিভাবে যেনো সময়টা কেটে গেলো ৷ দেখতে দেখতেই বিকেলে পথে সময় ৷ ভাবলাম কথাও গিয়ে একটু ঘুরে আসি ৷ আজকের দিনটা বেশ উষ্ণ জমবে ভালো ঘোরাঘুরি ৷


IMG20221218170053_00.jpg

IMG20231215163557_00.jpg

IMG20231215163544_00.jpg


আসলে ঘোরাঘুরি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ একটু ঘোরাঘুরি করলে মন মেজাজ সব ফুরফুরে হয়ে যায় , আর ভীষণ ভালো লাগে ৷ আমার মন যতই বিষণ্ণ থাককু একটু ঘোরাঘুরি করলেই ভালো লাগতে শুরু করে ৷ ঘোরাঘুরি'র মাঝে অন্যরকম এক ভালোলাগা আছে প্রত্যেকেই মাঝে ৷ হয়তো সবাই উপভোগ করতে পারছেন এই বিষয়টা ৷ তাই আমি মাঝে মাঝেই ঘোরাঘুরি করার চেষ্টা করি ৷ মন খারাপ আর শরীর ক্লান্ত যাই বলুন না কেনো একটু ঘোরাঘুরি করলে অনেকটাই প্রশান্তি পাওয়া যায় ৷ ঘোরাঘুরি আমার মানসিক শান্তি ৷ যাই হোক , ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিতেই নিজের মাঝে ভালো লাগতে শুরু করে ৷ বন্ধুকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম উদ্দেশ্যহীন ভাবে ৷ কথায় ঘুরতা যাবো তখনো ঠিক করিনি ৷ হঠাৎ মনে হলো নদীর পারে অনেক দিন হলো যাই না ৷ তাই নদীর পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম ৷


IMG20231215163821_00.jpg

IMG20231215163825_00.jpg


বিকেল বেলা বন্ধু মিলে চলে আসলাম নদীর পাড়ে ৷ এই নদীটির নাম করতোয়া নদী ৷ আমাদের বাড়ি থেকে এই নদীর দুরত্ব খুব বেশি নয় , পনেরো মিনিটের মতো লাগে আসতে ৷ প্রায় আমরা এখানে ঘুরতে আসি ৷ আর দারুণ কিছু সময় কাটিয়ে যাই ৷ এই নদীর পাড়ে বসে সকালের কিংবা বিকেলের আড্ডা বেশ ভালো জমে ৷ মাঝে মধ্যেই এই নদীর পাড়ে আসা হয় আমাদের , তবে দিন দিন ব্যস্ততা বাড়ছে তাই এখানে আসা আর আড্ডা দেওয়া গল্পটাও কমে যাচ্ছে ৷ আজ যখন এই নদীর পাড়ে আসলাম , দেখলাম নদীর ভিন্ন আরেক রুপ ৷ নদীর গতি পথ পাল্টে গেছে আর শীতের দিনে নদীর সৌন্দর্য বদলে গেছে ৷


IMG20231215163325_00.jpg

IMG20231215162050_00.jpg

সময়টা তখন পড়ন্ত বিকেল ৷ নদীর আশেপাশে তেমন কেউ নেই ৷ কেমন জানি নিস্তবদ্ধ হয়ে আছে চারপাশ'টা ৷ শুধু নদীর পানি আনমনে তার আপন গতিতে ছুটে যাচ্ছে ৷ পশ্চিম দিকে শীতের সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে ৷ সূর্যের কোনো উষ্ম আলো নেই , সেও নিরবে ধীরে ধীরে ডুবে যাচ্ছে ৷ চারপাশটাও ধীরে ধীরে কুয়াশায় ঢেকে যাচ্ছে ঠান্ডা বাতাস দিয়ে৷ আমি কেবল বসে বসে প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করছি ৷ নদীর তীরে বাধা ছোট একটা নৌকায় বসে প্রকৃতির এই খেলা দেখছি আর ভাবছি ৷ প্রকৃতি কত সুন্দর আর মনোমুগ্ধকর এই দৃশ্যে গুলো উপভোগ না করলে কখনো বোঝা যাবে না ৷ প্রকৃতির সব কিছু নিয়মের মধ্যে চলে , শুধু আমিই পাড়ি না ৷


IMG20231215162119_00.jpg

IMG20231215162205_00.jpg

IMG20231215162050_00 (1).jpg


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ছিলো ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ৷ আশা করি আমার এই পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে পোস্টটি দেখার জন্য ৷


ছবিঃ পড়ন্ত বিকেলে নদীর পাড়ে
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 17 Dec ,2023 ইং

ধন্যবাদ সবাইকে


Orange Black Photocentric Professional Digital Marketing Agency LinkedIn Ar_20231216_235937_0000.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

পড়ন্ত বিকেলে ঘোরাঘুরি করার সাথে সাথে আপনি বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখতে বেশ চমৎকার লাগছে। এমন পরিবেশে ঘোরাঘুরি করলে মন ও শরীর দুটাই ভালো থাকে। প্রকৃতি থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার দরকার। কারণ প্রকৃতি তার নিয়ম অনুসারেই চলতে থাকে কিন্তু মানুষ সেটা পারে না।

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

সু স্বাগতম ভাই।

 7 months ago 

পড়ন্ত বিকেলে সবচেয়ে ভালো লাগার জায়গায় হচ্ছে নদীর পাড়।
আমিও বাড়ি থাকলে মাঝে মাঝেই বিকেল বেলা নদীর পাড়ে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক সময় পার করতাম।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আসলে গোধূলি বিকেলে নদীর পাড়ে কাটানোর মজাটাই অন্যরকম।

 7 months ago 

হ্যাঁ একদম ঠিক বলেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

আসলে এই কয়েকদিন অনেক বেশি শীত পড়তেছে। আর সকাল হলে দুপুর ১১ টা অথবা বারোটা ছাড়া রোদের দেখাই মেলেনা। পড়ন্ত বিকেলে নদীর পাড়ে খুব ভালো সময় কাটিয়েছিলেন দেখছি। নদীর পাড়ে ঘুরাঘুরি করতে পছন্দ করে না, এরকম মানুষ খুবই কম রয়েছে। সূর্য মামাকে এত বেশি সুন্দর লাগতেছে, আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। আপনি এরকম সৌন্দর্য খুব ভালোই উপভোগ করেছিলেন দেখছি।

 7 months ago 

হ্যা ভাইয়া সময়টা তখনকার বেশ ভালোই ছিলো আমার ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷

Posted using SteemPro Mobile

 7 months ago 

মনের প্রশান্তির খোঁজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালোবাসি। আপনি খুব সুন্দর একটি জায়গায় গিয়েছেন ভাই। আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা বেশ সুন্দর। আপনার লেখা পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44