আর্ট :- মেহেদী ডিজাইন আর্ট।

in আমার বাংলা ব্লগ2 days ago

1000009533.jpg

1000009532.jpg

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা আর্ট পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি মূলত নতুন নতুন আর্ট করার চেষ্টা করছি । এমনিতেই আমার কাছে আর্ট করতে খুবই ভালো লাগে। যদিও আমি এখনো পুরোপুরি পারফেক্ট ভাবে আর্ট করতে পারিনা। কিন্তু তারপরেও চেষ্টা করি। শত ব্যস্ততার মাঝেও যখন সময় পাই আমি কিছু না কিছু আর্ট করার চেষ্টা করি। যাতে করে আমার আর্ট দক্ষতা আরো বৃদ্ধি করতে পারি। অন্যান্যদের বিভিন্ন আর্টগুলো আমার কাছে দেখতে খুবই অসাধারণ লাগে। আমিও চাই সুন্দর আর্ট করা শিখতে। ছোটবেলায় কিন্তু আমরা কমবেশি সবাই আর্ট করতাম। কারোটা খুবই সুন্দর হতো আবার কারোটা সুন্দর হতো না। তবে এখনকার সময় সত্যি বলতে ছোটবেলার মতো সেই আর্ট করা আর হয় না। আসলে যে কোন শিল্প সবারই পছন্দের। তেমনি আমারও ভীষণ ভালো লাগে। আর আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি আর্ট নিয়ে হাজির হলাম। আশা করবো আমার করা আর্ট আপনাদের সবার পছন্দ হবে।

আঁকার উপকরণ

• মেহেদী

1000009809.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :


প্রথমে আমি হাতে একটি বৃত্ত এঁকে নিলাম।

1000009496.jpg

ধাপ - ২ :


এরপর এর চারপাশে আরেকটি বৃত্ত এঁকে নিলাম।

1000009497.jpg

ধাপ - ৩ :


এরপর বৃত্তের চারপাশে ছোট ছোট পাঁপড়ি এঁকে নিলাম।

1000009499.jpg

ধাপ - ৪ :

এরপর পাঁপড়ি গুলোর চারপাশে আরেকটি বৃত্ত এঁকে নিলাম।

1000009500.jpg

ধাপ - ৫ :


এরপর এর চারপাশে আরও কিছু বড় বড় পাঁপড়ি এঁকে নিলাম।

1000009501.jpg

1000009502.jpg

ধাপ - ৬ :


এরপর একটি বৃত্ত এঁকে নিলাম।

1000009504.jpg

ধাপ - ৭ :


এরপর এর চারপাশে ছোট ছোট পাঁপড়ি এঁকে নিলাম।

1000009505.jpg

1000009506.jpg

ধাপ - ৮ :


এরপর পাঁপড়িগুলোর চারপাশে আরেকটি বৃত্ত এঁকে নিলাম।

1000009507.jpg

ধাপ - ৯ :


এরপর অন্য হাতে আমি রেখা পেঁছিয়ে একটি বৃত্ত এঁকে এর চারপাশে কিছু পাঁপড়ি এঁকে নিলাম।

1000009509.jpg

1000009510.jpg

ধাপ - ১০ :


এরপর পাঁপড়িগুলোর চারপাশে আরও কিছু পাঁপড়ি এঁকে নিলাম।

1000009511.jpg

ধাপ - ১১ :


এরপর পাঁপড়িগুলোর চারপাশে একটি বৃত্ত এঁকে নিলাম।

1000009512.jpg

ধাপ - ১২ :


এরপর হাতে বড় একটি বৃত্ত এঁকে নিলাম।

1000009513.jpg

ধাপ - ১৩ :


এরপর বৃত্তটির চারপাশে চিকন করে আরেকটি বৃত্ত এঁকে নিলাম।

1000009514.jpg

ধাপ - ১৪ :


এরপর বৃত্তের ভিতরে একপাশ থেকে কিছু রেখা টেনে নিলাম।

1000009515.jpg

ধাপ - ১৫ :


এরপর অন্য পাশ থেকেও কিছু রেখা টেনে ঘর ঘর করে এঁকে নিলাম।

1000009519.jpg

ধাপ - ১৬ :


এরপর একটা পর একটা ঘর ফাঁকা রেখে কিছু ঘর ভরাট করে নিলাম।

1000009520.jpg

1000009521.jpg

ধাপ - ১৭ :


এরপর এর চারপাশে কিছু ছোট ছোট পাঁপড়ি এঁকে নিলাম।

1000009522.jpg

1000009523.jpg

ধাপ - ১৮ :


এরপর হাতের আঙ্গুলে ছোট ছোট পাঁপড়ি, রেখা আর ঘর ভরাট করে কিছু নকশা করে নিলাম।

1000009821.jpg

1000009822.jpg

ফাইনাল আউটপুট :


আর এভাবেই শেষ হলো আমার হাতের মেহেদি নকশার আর্টটি। এরপর আমি আঁকা শেষ করে কিছু ফটোগ্রাফি করে নিলাম।

1000009534.jpg

আশা করি আমার আর্ট আপনাদের সবার ভালো লাগবে। পরবর্তীতে আবার নতুন কোন আর্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সবার সর্বদা সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি।
ধন্যবাদ সবাইকে।

আমার পরিচয়

IMG-20240330-WA0006.jpg

আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।

ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য

বাংলা আমার মুখের ভাষা

Logo-1.png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

কে বলেছে আপু আপনি পারফেক্ট ভাবে আর্ট করতে পারেন না। আমি তো দেখছি আপনি অনেক সুন্দর ডিজাইনার। কত সুন্দর ভাবে হাতে মেহেদি দিয়েছেন। আপনার তৈরি করা এই ডিজাইনটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 days ago 

আপনার কাছে হয়তোবা মনে হয়েছে যে আপনি খুব একটা ভালো অঙ্কন করতে পারেন না কিন্তু এটা দেখে মনে হচ্ছে আপনি অনেক সুন্দর মেহেদির ডিজাইন তৈরি করতে পারেন। এই ধরনের মেহেদীর ডিজাইন গুলো হাতে দিলে দেখতে অনেক সুন্দর লাগে।

 2 days ago 

হাতে বেশ সুন্দর মেহেদির ডিজাইন করেছেন। আপনার মেহেদির ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। হাতে মেহেদি দিতে আমারও খুব ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে মেহেদি দেয়া হয় না । আপনার মেহেদির ডিজাইন হাতে বেশ মানিয়েছে। এতো চমৎকার মেহেদির ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 yesterday 

মাঝেমধ্যে এরকম সিম্পল মেহেদি ডিজাইনগুলো খুবই ভালো লাগে দেখতে। আপনি খুব সুন্দর মেহেদী দিয়েছেন দেখছি। ডিজাইন টা বেশ ভালো লাগলো দেখে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন প্রত্যেকটা ধাপ। এত সুন্দর মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

যেকোনো কাজ চেষ্টা করতে করতেই ভালোভাবে শেখা যায়। আপনি ভালো আর্ট করতে না পারলে কি হবে আপু নিয়মিত চেষ্টা করতে থাকলে একসময় অনেক সুন্দর আর্ট করতে পারবেন। আপনার আজকের মেহেদির ডিজাইনটি খুব চমৎকার হয়েছে। হাতের আঙ্গুলের ডিজাইনগুলোর কারণে ডিজাইনটি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 16 hours ago 

কে বলেছে আপনি আর্ট করতে পারেন না। আপনি দেখতেছি বেশ চমৎকারভাবে মেহেদী ডিজাইন আর্ট করেছেন। তবে মেহেদী দিতে কম বেশি সবাই অনেক পছন্দ করে। এবং আপনার মেহেদী ডিজাইন আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59508.12
ETH 2603.38
USDT 1.00
SBD 2.39