জেনারেল রাইটিং:- অতৃপ্তির অট্টালিকার চেয়ে তৃপ্তির কুঁড়েঘর ঢের ভালো।

in আমার বাংলা ব্লগ4 months ago

1000001808.jpg

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি মূলত লেখালেখি করতে পছন্দ করি। যদিও সময় সুযোগের জন্য করা হয়ে ওঠে না। কিন্তু তারপরেও আজকে চেষ্টা করতেছি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে লিখতে। কারন আমি নৃত্য নতুন কিছু সৃজন করতে খুব ভালোবাসি। আমি অন্যের লিখা পড়তে এবং নতুন নতুন বিষয় জানতে খুব আগ্রহী। যখনই আমি সময় বের করতে পারি সে সময়টুকু আমি কিছু সৃজনশীলতায় পার করি। আজ আমি একটি বিষয়ের উপর জেনারেল রাইটিং লিখলাম। আশা করি এই বিষয়টা পড়ে আপনাদের ভালো লাগবে।
তো প্রিয় পাঠক বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের জেনারেল রাইটিং:-

" অতৃপ্তির অট্টালিকার চেয়ে তৃপ্তির কুঁড়েঘর ঢের ভালো। "

প্রতিটি মানুষের জীবনেই চিরকাল সুখ শান্তি কামনা থাকে। সকলেই চায় জগৎ সংসারে চির সুখে বেঁচে থাকতে। তবে এটা সবচেয়ে বড় সত্য কথা যে মনের সুখ শান্তি অর্থাৎ আত্মতৃপ্তিই সবচেয়ে বড় বিষয়। একজন মানুষ মানসিকভাবে শান্তিতে থাকলে বাহ্যিক সকল কিছুই তার কাছে শান্তি মনে হয়। আর অন্যদিকে কেউ যদি মানসিকভাবে অশান্তিতে থাকে শত সুখের মাঝেও কখনো তার তৃপ্তি আসেনা।

জীবনের একটা বাস্তব সত্য হলো মানুষ যেভাবে তার জীবনটাকে মানিয়ে গুছিয়ে নেয় ঠিক সেভাবেই তার জীবন অতিবাহিত হয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য মানসিক অর্থাৎ মনের আত্মতৃপ্তিটাই অন্যতম হাতিয়ার। আপনার জীবনে সবকিছু থাকা সত্ত্বেও যদি ভালো লাগা এবং ভালো থাকার বিষয়টা উপলব্ধি করতে না পারেন তবে সেখানে জীবনে সার্থকতা থাকে না। ভালোভাবে বাঁচতে হলে ভালো থাকার উপলব্ধিটা খুবই জরুরী।

আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যাদের তুচ্ছ জীবন যাপনেও তারা প্রতিনিয়তই ঢের আনন্দে থাকেন। আবার এমনও কেউ আছেন যারা আলিশান অবস্থানে থেকেও প্রতিনিয়তই ফ্যাকাসে মানসিকতায় জীবন যাপন করছেন।জীবনে একটা বিষয় লক্ষ্য রাখবেন যতক্ষণ আপনার চাওয়া পাওয়া জীবনে যা পেয়েছেন তার চেয়ে বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে একটা অতৃপ্তি কাজ করবে। আর হয়তো সেটা হবে আপনার ভালো না থাকার কারণ।

আমার মতে জীবনকে উৎফুল্লময় করে তুলতে আমাদের সকলের প্রয়োজন সন্তুষ্ট থাকা এবং তৃপ্তিবোধ থাকা। একজন মানুষ যখন তার নিজ নিজ অবস্থান থেকে নিজেকে সন্তুষ্ট রাখতে পারবে তার জীবনে তত বেশি আনন্দ থাকবে । আর বৃহৎ অট্টালিকায় থেকেও যদি তার চাওয়া পাওয়াই শেষ না হয়, সন্তুষ্টবোধ না থাকে তাহলে সে জীবনে কখনো আনন্দ বিরাজমান হয় না। আমাদের সবার উচিত জীবনকে সন্তুষ্ট থেকে ভালোভাবে উপভোগ করা।

সুন্দর একটি জীবনের স্বপ্ন দেখার চাইতে সবচেয়ে বড় এবং জরুরি হলো জীবনকে তৃপ্তিময় করে তোলা। জীবনে যে অবস্থানে আছি সে অবস্থান থেকে নিজেকে সুখী মনে করা। অন্যথায় বিশাল অট্টালিকায় থেকেও নিজের আত্মাকে কখনো তৃপ্ত করা যাবে না। চলমান জীবনে নিজেকে মানসিকভাবে শান্তিতে রাখা জরুরী। জীবনে যদি আমরা বৃহৎ অট্টালিকায় থেকেও চাওয়া পাওয়াতে তৃপ্ত না থাকতে পারি। আর অপরদিকে কেউ যদি কুঁড়েঘরে থেকেও নিজের চাওয়া পাওয়াতে সন্তুষ্ট থাকে সেক্ষেত্রে এই কথাটাই শ্রেয় যে "অতৃপ্তির অট্টালিকার চেয়ে তৃপ্তির কুঁড়েঘর ঢের ভালো"।

আমার পরিচয়

IMG-20240330-WA0006.jpg

আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।

ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য

বাংলা আমার মুখের ভাষা

Logo-1.png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68109.82
ETH 2439.30
USDT 1.00
SBD 2.50