এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে একটা কথা বলি আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
জীবন যেখানে চলছে যেমন করে।
আমিও চলছি সদাই তেমন করে।
সময়ের ব্যবধানে পরিবর্তিত জীবন।
সময়ই বলে দিবে কে কার আপন।
অনু কবিতা-২
আজও কি বেণী করো শীতের সকালের মিষ্টি রোদ্দুরে?
আমি অপলক নয়নে তাকিয়ে থাকতাম তোমার দুই বেনী পানে।
সাপের দোলায় দুলতো তোমার বেণী গুলো।
সেই বেণীর দোলায় আমার মন, হয়ে যেত ভুলো।
অনু কবিতা-৩
আপনেরা ছিল দূরে আমার প্রয়োজন কালে।
পাখি যেমন দূরে থাকে মানুষের আড়ালে।
চেনা পরিচয় ছিল যত, ছিল না কারো অবদান।
শুধু কিছু কিছু মানুষের সাথে হল আদান-প্রদান।
অনু কবিতা-৪
নিস্তব্ধতায় কাটে আমার দিন।
ভালো লাগে না এক মুহূর্ত তুমিহীন।
সদা সর্বদায় তোমাতে আমার বিচরণ।
ভালোবেসে হারিয়ে যেতে নেই তো বারণ।
অনু কবিতা-৫
সবার চোখে খারাপ আমি, আমি চোখের কাঁটা।
হক কথা বলতে গিয়ে আমার মাথা ব্যথা।
কেউ তো ভাই হক বলে না,তাই আমার যত ফাঁসি।
যে যাই বলুক আমায়,হক বলতে আমি ভালোবাসি।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোস্টের ধরণ | অনু কবিতা |
আপনি প্রায় প্রতি সপ্তাহে কবিতা শেয়ার করেন। যা পড়তে খুব ভালো লাগে। বিশেষ করে অনু কবিতা গুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে ছোট ছোট কবিতার মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করা যায়। আপনার আজকের সবগুলো অনু কবিতা খুব সুন্দর হয়েছে। বিশেষ করে দুই নম্বর কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।
অনেক অনেক ধন্যবাদ আপু, ভালো থাকুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
🙏🙏💐🙏🙏❤
ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন। আপনার প্রতিটা অনু কবিতা পড়তে অনেক ভালো লেগেছে। এই ধরনের ছোট ছোট কবিতা পড়তে খুব ভালো লাগে। আপনি অনেক আগে থেকেই কবিতা লিখেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপু ভালো থাকবেন,।
https://x.com/Nevlu123/status/1725343832706060767?s=20
আপনি প্রায় মাঝেমধ্যে আমাদের মাঝে অনু কবিতা শেয়ার করে থাকেন। আর সেই কবে থেকে কখন জানি আপনার কবিতা পড়ার প্রতি আসক্ত হয়ে গেছি তাই প্রতি সপ্তাহে খেয়াল করে থাকি কবে কখন অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার প্রত্যেকটা ছোট কবিতা আমার অনেক ভালো লেগেছে।
জি প্রতি সপ্তাহে আমি শেয়ার করে থাকি, ধন্যবাদ মন্তব্য করার জন্য।
জি প্রতি সপ্তাহে আমি শেয়ার করে থাকি, ধন্যবাদ মন্তব্য করার জন্য।,
ভাই আপনার স্বরচিত পাঁচটি অনু কবিতা অনেক সুন্দর হয়েছে। কোন কবিতাগুলো পড়তে সব সময় আমি অনেক বেশি পছন্দ করি। আমার বাংলা ব্লগের এবিবি ফ্যানে মাঝেমধ্যে আমিও অনু কবিতা লিখে থাকি। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর সুন্দর অনু কবিতা গুলি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।
আসলে কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।
আপনার সবগুলো কবিতাই আমার অনেক বেশি পরিমাণে ভালো লাগে৷ আর আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে কিছু কবিতা একসাথে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ প্রত্যেকটি কবিতা অসাধারণ হয়েছে এবং একই সাথে সবগুলো কবিতা পড়ে নিতে পেরে খুবই ভালো লাগলো৷ আর আপনি সবসময়ই সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে থাকেন৷ আর আজকে এই কবিতাগুলোর মধ্যে নিস্তব্ধতায় নিয়ে যে কবিতা শেয়ার করেছেন সেই কবিতাটি আবারো আমার মনের মধ্যে জায়গা করে নিল।
ভালো লাগলো তোমার মন্তব্য পড়ে।।
ভাই আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি পাঁচটি খন্ডে বিভক্ত করে শেয়ার করেছেন কবিতাটি। ঠিক বলেছেন ভাই আপনি হক কথা বলতে গেলে সবার মাথায় ব্যথা হয়। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
আসলে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম।