আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৫৪[চিকেনের স্বাদে ঝাল পুলিতে নকশি শিউলি ফুল পিঠা রেসিপি।]

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20240319_171725.jpg

আজকের পোস্টে একদম ভিন্ন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।আমার বাংলা ব্লগে তো এই সপ্তাহ ব্যাপী একটি দারুণ রেসিপি কন্টেস্ট চলছে।রেসিপি মানেই দারুণ,কারণ নতুন আইটেমের রান্নার স্বাদ নেয়া যায়।আর যেহেতু ইউনিক কিছু করতে হয় সেই হিসেবে শুরুর দিক থেকেই চিন্তা করতে নেমে যাই।তবে এইবার ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গেছে।

20240319_171401.jpg

যাই হোক বর্তমানে ইউটিউবে অনেক কিছুই আছে,যা আমরা কখনো খাই নি এমনও।কিন্তু তার থেকেও ইউনিক কিছু তৈরি করার চিন্তা আমার মাথায় ঘুরে সব সময় আর সেজন্য মাঝে মাঝে বকাও খাই। কারণ এমন কিছুর সাথে এমন কিছু এক্সপেরিমেন্ট করি সেটা দেখে অনেকে হাসে আবার বকা ও শুনতে হয় আমাকে।যাইহোক এইবার তো নকশি পিঠার রেসিপি,সেই হিসেবে চিন্তা করলাম সবাই তো নকশি পিঠা মিষ্টি করে বানাবে।
20240319_171325.jpg
আর আমি একটু ঝাল করে বানানোর জন্যই এই রেসিপিটি সিলেক্ট করলাম।সত্যি বলতে কেমন হবে জানতাম না,ভেবেছিলাম মজা লাগবে না।কিন্তু ভাপ থেকে তুলে পরিবেশনের পর ফটোগ্রাফি করেই খেতে বসে গেলাম,আর ভাবলাম আমার বাংলা ব্লগের সদস্যদের নিয়ে একসাথে খেলে হয়তো এর স্বাদ সবাই নিতে পারতো।তো যাইহোক এখন যদি কারো লোভ লাগে তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করে তৈরি করলেই হয়ে যাবে।এখানে আমি শিউলি ফুলের মত কমলা আর সাদা রং ব্যবহার করেছি। শিউলি ফুলের ছাঁচ পাইনি হিসেবেই এভাবে করলাম। তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে ফিরে যাই।

চিকেনের স্বাদে ঝাল পুলিতে নকশি শিউলি ফুল পিঠা রেসিপি।

20240319_171353.jpg

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণপরিমাণ
চালের গুড়া২ কাপ
চিকেন১ কাপ
আলুকুচি১টি
লবণ২চা চামচ
টমেটো কুচি১ টি
পেঁয়াজকুচি২টি
কাঁচামরিচ কুচি৩টি
রসুনবাটা১টেবিল চামচ
আদাবাটা১চা চামচ
মরিচগুড়ো২ চা চামচ
হলুদগুড়ো১চা চামচ
জিরাগুড়ো১ চা চামচ
মাংসের মসলা১ চা চামচ
স্টিমারভাপ দেয়া জন্য
সয়াবিন তেল১চা চামচ
পানিপরিমাণ মত

VideoCapture_20240320-145125.jpg

প্রথম ধাপ

প্রথমে টুকরো করা মুরগির মাংস গুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলাম।ভালো ভাবে ব্লেন্ড হয়ে গেলে সেগুলো একটি বাটিতে নিয়ে নিতে হবে।

20240320_173019.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে প্রথমত চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম।

20240320_173054.jpg

তৃতীয় ধাপ

তারপর সেখানে আলু কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা।এরপর আরো দুই মিনিট ভেজে নিলাম।
20240320_173109.jpg

চতুর্থ ধাপ

এরপর এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা চিকেন।তারপর চিকেন দেয়ার পর এগুলো একটু নেড়েচেড়ে দিলাম। এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচগুড়া, লবণ এবং জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে থাকলাম।
20240320_173131.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে আমি একটু পানি দিয়ে দিলাম এবং পানি দেওয়ার পরে ফ্রাইপ্যানটিকে ঢাকনা দিয়ে দিলাম ।আর এইভাবে বেশ কিছুক্ষণ মসলা এবং চিকেন কষিয়ে নিলাম।

20240320_173200.jpg

ষষ্ঠ ধাপ

এরপর ছোট একটি পাতিলে পরিমাণ মত পানি দিয়ে দিলাম তারপর এক চামচ লবণ দিয়ে দিলাম। এরপর চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন সিদ্ধ হয়ে গেল তখন তুলে নিলাম।

20240320_173322.jpg

সপ্তম ধাপ

এরপর চুলা থেকে নামিয়ে সেই আটা ভালোভাবে মেখে নিয়ে সফট ডো তৈরি করে নিয়েছি।এরপর সেখান থেকে কিছু অংশ নিয়ে কমলা কালারের ফুড কালার দিয়ে কমলা কালার করে নিলাম।

20240320_173340.jpg

অষ্টম ধাপ

আবারো ভালোভাবে মেখে নিয়ে আমি ছোট ছোট ডো করে রুটি বানিয়ে নিলাম।তারপর সেই রুটিগুলো থেকে দুটো ফুলের শেপে ছোট এবং বড় করে ফুলের শেপে কেটে নিলাম।
20240320_173407.jpg

নবম ধাপ

এখন বড় ফুলের শেপ এর মধ্যে হালকা পানি লাগিয়ে মাঝের অংশে আমি চিকেন দিয়ে তৈরি করা পুর দিয়ে দিলাম।তারপর আরো একটি বড় শেপের ফুল নিয়ে উপরে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম।
20240320_173544.jpg

দশম ধাপ

এরপর ছোট শেপের ফুলের মাঝখানে কমলা কালারের ডো থেকে একটুখানি আটা নিয়ে লাগিয়ে দিলাম।তারপর সেই ছোট সেপের ফুলটি বড় শেপের পুর ভরা ফুলটির উপরে লাগিয়ে দিলাম। এভাবেই আমি একটা ফুল তৈরি করে নিলাম।আর এভাবেই এক এক করে সবগুলো বানিয়ে নিলাম।

20240320_173614.jpg

VideoCapture_20240320-173653.jpg

একাদশ ধাপ

এরপর আরো একটি পাতিলে পানি দিয়ে দিলাম এবং সেখানে একটি স্টিমার দিয়ে সেই স্টিমারে এই ফুলগুলো ভাঁপে দেওয়ার জন্য এক এক করে সাজিয়ে বসিয়ে দিলাম।বিশ মিনিট ভাপে রাখার পর এগুলো যখন খাওয়ার উপযুক্ত হয়ে গেল তখন এগুলোকে নামিয়ে নিলাম।

20240320_173823.jpg

ফাইনাল আউটপুট

20240319_171741.jpg

20240319_171733.jpg

20240319_171714.jpg

20240319_171704.jpg

20240319_171300.jpg

20240319_171240.jpg

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরেসিপি।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

🙏💯🙏💯

 8 months ago 

চিকেনের স্বাদে ঝাল পুলিতে নকশি শিউলি ফুল এর খুবই একটি চমৎকার পিঠা রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া। আসলে এবারের প্রতিযোগিতার প্রায় সবাই দেখলাম মিষ্টি করেই সব নকশি পিঠার রেসিপি তৈরি করেছে কিন্তু আপনি তৈরি করেছেন ঝাল করে। যেটা একদম সবার থেকে আলাদা চিত্র বহন করে। আর আপনি যেভাবে রেসিপিটির বর্ণনা দিয়েছেন তাতে মনে হচ্ছে এটি খুবই সুস্বাদু হয়েছিল। যাই হোক আপনি নকশি পিঠার কোনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো। রেসিপিটি তৈরির প্রতিটি ধাপ আপনি খুবই সূক্ষ সূক্ষ্মভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখে মনে হচ্ছে যে কেউ এই নকশি পিঠার রেসিপিটি তৈরি করতে পারবে। আপনার করা রেসিপিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 8 months ago 

আপনার জন্যও শুভকামনা রইল।,

 8 months ago 

মানুষ যত হাসে হাসুক ভাই। আপনি এমন এক্সপেরিমেন্ট চালিয়ে যান।তাইলেই আমরা এমন সুন্দর সুন্দর রেসিপি আরো পাবো। পুলি পিঠা আমার অত্যন্ত পছন্দের পিঠা। অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। আর ডেকোরেশন এবং পরিবেশন ১০০/১০০। শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

১০০ তে ১০০ ❤️‍🔥ওরে বাপরে।ধন্যবাদ ভাই।

 8 months ago 

শিউলি ফুলের নকশি পিঠা চিকেনের স্বাদে ঝাল এই মজাদার পিঠার রেসিপি দেখেই যেন অবাক হয়ে গেলাম। এরকম পিঠাও হতে পারে সেটা আপনার রেসিপি মাধ্যমে জানতে পারলাম। সত্যি ভাই আপনি খুবই ইউনিক একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। এত ইউনিক আইডিয়া কোথা থেকে পান বুঝতেই পারি না। অসাধারণ হয়েছে।

 8 months ago 

হাহাহা।।।ভাই অনেক ভাবে বানানো যায়।

 8 months ago 

ইস্ ঝালপুলিতে নকশী পিঠা।দেখেই তো বেশ খেতে মনে চাইছে। এত সুন্দর করে পিঠাগুলো তৈরি করেছেন যে দেখে মনে হচ্ছে সাজানো ছবি। আর রেসিপি বানানোর ধাপ গুলো দেখে তো বেশ লোভও কাজ করছে। বেশ দারুন করে প্রতিটি ধাপ আমাদের সাখে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর এই রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করায়।

 8 months ago 

চলে আসুন আপু আবার বানাবো।

 8 months ago 

আপনার তৈরি নকশী পিঠা তে বেশ কিছু ইউনিক ব‍্যাপার ছিল। প্রথমটা আপনি চিকেন ব‍্যবহার করেছেন এবং শিউলি ফুল এর আদলে তৈরি করছেন। আর এটা মিষ্টি এর পরিবর্তে ঝাল হয়েছে এটা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। মিষ্টির চেয়ে আমার ঝাল বেশি পছন্দ। এবং অনেক সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে। চমৎকার তৈরি করেছেন ভাই এককথায় অসাধারণ। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ধন্যবাদ ইমন ভাই।ভালো থাকবেন সব সময়।

 8 months ago 

ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজকে আপনি অনেক সুন্দর করে পুলিতে নকশি শিউলি পিঠার চমৎকার নকশি পিঠা বানিয়েছেন। তবে আপনার পিঠার রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। এ ধরনের পিঠাগুলো না খেয়ে বসে বসে শুধু দেখলে মন ভরে যাবে। তবে খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পুলিতে নকশি শিউলি পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 8 months ago 

জামাল ভাই ধন্যবাদ আপনাকে।💤

 8 months ago 

প্রতিযোগিতা অংশগ্রহণ দেখে সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া। আজকে আপনি খুব অসাধারণ ভাবে পুলিতে নকশি শিউলি ফুল এর চমৎকার নকশি পিঠা বানিয়েছেন। তবে এবার প্রতিযোগিতাই বেশ চমৎকার চমৎকার নকশি পিঠার রেসিপি দেখতেছি। সত্যি বলতে আপনার নকশি পিঠার রেসিপি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মনে হয় এ পুলিতে নকশি শিউলি ফুলের নকশি পিঠা রেসিপি খুব মজা করে খেয়েছেন। ধন্যবাদ আপনাকে নকশি পিঠার রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 8 months ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।💫

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98923.04
ETH 3381.66
USDT 1.00
SBD 3.09