ভ্রমণ পোস্টঃ- শুভ জয়ন্তী মেলায় কিছুটা সময় ঘুরাঘুরি।

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

কিছুটা সময় মেলায় ঘুরাঘুরি।

বন্ধুরা আসলে ব্যস্ততার কারণে দেখা যায় এদিক ওদিক ঘোরা হয়না।মন চাইলেও কোন মেলাতে তেমন একটা যাওয়া হয় না।তবে একবার গ্রাম উন্নয়ন সমিতির কিছু কাজে উপজেলা গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পাই উপজেলায় শুভ জয়ন্তী মেলা হচ্ছিলো। তখন প্রথমে আমি যে কাজে গিয়েছিলাম সেটা শেষ করে নিলাম এবং কাজ শেষে কিছুক্ষণ সময় সেখানে ঘুরাঘুরি করলাম।আর ঘুরাঘুরি করতে করতে কিছু ফটোগ্রাফিও করেছি।

20220320_150245.jpg
Location
সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব।মূলত মেলায় ঘুরতে হলে সময় নিয়ে ঘুরতে হয়।যেহেতু আমি স্বল্প সময়ের জন্য উপজেলায় গিয়েছিলাম। তাই আমি বেশি সময় দিয়ে ঘুরতে পারিনি। যাইহোক যতটুকু ঘুরেছি এর মাঝেই অনেক কিছুই দেখতে পেলাম। বিশেষ করে এই ধরনের মেলায় অনেক ধরনের বিষয়বস্তু তুলে ধরা যায়।এইসব মেলায় ছোট ছোট অনেকগুলো স্টল থাকে।

Screenshot_20231230-185555_Gallery.jpgScreenshot_20231230-185612_Gallery.jpg

Screenshot_20231230-185631_Gallery.jpg
Location
একেক জনের বিষয়বস্তু একেক রকম।আর তারা তাদের বিষয়বস্তুকে কেন্দ্র করে খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে রাখে পুরো স্টলটি।সত্যি বলতে যখন আমি গিয়েছিলাম তখন ভিড় একদমই ছিল না, তাই মোটামুটি ঘুরতে পেরেছি। যদি ভিড় থাকতো, হয়তো সেখানে ঢুকতামনা। যাইহোক ভিতরে ঘুরে ঘুরে দেখতে পেলাম অনেক কিছুই তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে। যেমন একটা স্টলের মধ্যে রয়েছে পরামর্শ কেন্দ্রিক কিছু প্রজেক্ট।
Screenshot_20231230-185652_Gallery.jpg

Screenshot_20231230-185714_Gallery.jpg
Location
যেখানে কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর সুন্দর ঘর বানিয়ে সেখানে লিখে দেয়া হয়েছে, কোনটা কি প্রজেক্ট আর সেই প্রজেক্টের নাম।এভাবে একটি স্টলে দেখতে পাই বিভিন্ন প্রকার সার এর নামসহ সারগুলো সেখানে তুলে ধরা হয়েছে।মানুষজন চাইলে তাদের থেকে এসব সারের তথ্য সংগ্রহ করতে পারবে। কারণ তারা এ তথ্যগুলো প্রধানের জন্যই সেখানে বসেছে। আবার একটি দোকানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বীজের সমাহার।

Screenshot_20231230-185905_Gallery.jpg

Screenshot_20231230-185926_Gallery.jpgScreenshot_20231230-185915_Gallery.jpg

Location
সেখানে ও নানান রকম বীজ রয়েছে। কেউ চাইলে সেখান থেকে ক্রয় করতে পারে, আবার বীজ সংক্রান্ত বা কিভাবে রোপণ করবে সে সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলেও সেখান থেকে জেনে নিতে পারবে।বিশেষ করে ধানের অনেকগুলো জাত দেখলাম। ছোট ছোট কোটার মধ্যে এত জাতের ধান এবং বোতলের গায়ে সেগুলোর নামও লিখে দেওয়া রয়েছে । এরপর একটি দোকানে বিভিন্ন সবজির সমাহার দেখতে পেলাম। যেখানে বিভিন্ন রকম সবজি রয়েছে এবং সবজিগুলো কোন জাতের সে জাতের নামও উল্লেখ রয়েছে।

Screenshot_20231230-185937_Gallery.jpg
Location

শুধু তাই নয় এই সবজি গুলো ওই উপজেলার কোন এরিয়া থেকে আনা হয়েছে সেই এরিয়ার নামও দেওয়া রয়েছে। মূলত মেলার আকর্ষণ এটাই। এ ধরনের মেলায় বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরা হয়। এগুলো দেখতে অনেক ভালো লাগে। যাইহোক সময়সল্পতা থাকার কারণে আমি তখন আর বেশি ঘোরাঘুরি না করে সেখান থেকে চলে গিয়েছি।

Screenshot_20231230-185946_Gallery.jpgScreenshot_20231230-190006_Gallery.jpg

Screenshot_20231230-185955_Gallery.jpg
Location
তবে আরো কিছু ফটোগ্রাফি করেছিলাম সেগুলো আগামী পর্বে আপনাদের মাঝে শেয়ার করব। তাই আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আরো ভিন্ন কিছু বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণমেলা ভ্রমণ
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 

ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

💥💪🙏

 6 months ago 

উপজেলায় গিয়ে শুভ জয়ন্তী উপলক্ষে মেলার মধ্যে খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন বোঝা যাচ্ছে। আসলে মেলা ঘুরাঘুরি করতে হলে অনেকটা সময় নিয়ে যেতে হয় সময় নিয়ে গেলে ঘুরাঘুরি করে দেখে শুনে সবকিছু শেষ করা যায়, যদিও ভিড়ের মধ্যে মেলায় ঘোরাঘুরি করতে আমার অনেক বেশি ভালো লাগে তবে এক্ষেত্রে দেখছি আপনি একটু ভিন্ন। যখন আপনি গিয়েছিলেন তখন তেমন একটা ভিড় ছিল না বলেই মনে হচ্ছে, মেলায় ঘুরাঘুরির মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

মাঝে মাঝে ভিড়ের মধ্যে মেলায় ঘোরাঘুরি করতে আমারও অনেক বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57810.45
ETH 3116.57
USDT 1.00
SBD 2.43