কবিতা : এ কেমন অনুভূতি।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
কবিতা : এ কেমন অনুভূতি।
দিন থেকে রাত ভাবতেই কেটে যায়,
এ কেমন অনুভূতি বুঝে উঠা দায়।
শহরের বালুচরে তাহার দেখা নাই,
এ জীবনে সে ছাড়া উদ্দেশ্য অসহায়।
লক্ষ্যটাকে সামনে রেখে চলছে জীবন,
এর মাঝে বাঁধা দিলো কোন সে আপন।
খুঁজি ফিরি বারেবার নাহি পাই তারে,
ভালোবাসায় কাতর মন মরে অন্যহারে।
দুঃখগুলো নাড়া দিলো তাহার সঙ্গ পেয়ে,
কষ্টরা সব বেরিয়ে এলো বদ্ধ ঘর থেকে।
বেঁধেছিলাম তাদের আমি কঠিন বাঁধনে,
তাহার দেখা পেয়ে সবাই ছুটলো আপন মনে।
মনপাখি উড়ে যায় তাহার সন্ধানে,
হারিয়ে যাওয়া সে এখন কোথায় সঙ্গোপনে।
বাস্তবতার দোহাই দিয়ে লুকিয়ে গেল সব,
চারিদকে এখন শুধু অভিযোগের কলরব।
নিষ্ঠুর পৃথিবীতে আলোড়ন ক্ষণিকের,
ঢেউয়ের তালে বাতাস হাসে এক পলকে।
সে যেন হারিয়ে গেল কোনো রূপকথায়,
খুঁজবো না কো আর কখনো মনের মণিকোঠায়।
কবিতার মর্ম কথা |
---|
নিজের অনুভূতির ভিন্ন রূপের বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
আপনার লেখা কবিতাটি ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে উপরের এই লাইনগুলো পড়তে একটু বেশি ভালো লাগলো। আপনি খুবই সুন্দর কবিতা লিখেন, যেগুলো আমার সব সময় অনেক বেশি পছন্দ হয়। আজকে তো দেখছি ভিন্ন রকমের অনুভূতি নিয়ে কবিতা লিখে ফেলেছেন। বিভিন্ন রকম টপিক তুলে ধরে কবিতা লিখলে সেগুলো পড়ার মাঝে অন্যরকম একটা অনুভূতি রয়েছে। আপনার দক্ষতার প্রশংসা আজকে আর নতুন করে কি করব ভাইয়া।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।💤💤
নিজের অনুভূতির ভিন্ন রূপের বহিঃপ্রকাশ এই কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন আপনি। সত্যি এটি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। খুবই সুন্দর একটা আবেগীয় কবিতা ছিল এটি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনার লেখা আজকের এই কবিতাটা। এত সুন্দর একটা কবিতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখে খুব ভালো লাগলো। আপনার লেখা কবিতা গুলো আমার অনেক বেশি পছন্দের। এরকম কবিতা পরবর্তীতে ও পাওয়ার অপেক্ষায় থাকলাম।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে।
বেশ সুন্দর একটি কবিতা আজ আপনি আমাদেরকে উপহার দিলেন। অসাধারণ লেগেছে কবিতার নিচের লাইনগুলো
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভালো থাকেবেন আপনি।❣
আপনার স্বরচিত কবিতাটি অনেক সুন্দর হয়েছে ভাই। তার প্রতিটি লাইন অনবদ্য ছিল ভাই। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।💤,
Upvoted! Thank you for supporting witness @jswit.
সব সময় সাপোর্ট করার জন্য ধন্যবাদ❣
আসলে কবিতাই হচ্ছে নিজের মনের অনুভূতি এবং আবেগের বহিঃপ্রকাশ।।
আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি রচনা করেছেন খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে ছন্দ গুলো দারুন মিল ছিল বিশেষ করে কবিতা অনেক অর্থ বহন করে।।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।।💤🦄💤
অনেক সময় কবিতার ভাষা এসে ভিড় করে। আবার অনেক সময় কবিতার লাইন গুলো মেলাতে অনেক কষ্ট হয়। বরাবরের মতো এবারও আপনি দারুন একটি কবিতা লিখে সবার মাঝে উপস্থাপন করেছেন। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এই দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।❣,
ভাই আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লেখেন। আজকের কবিতাটি অসাধারণ হয়েছে, এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেবেন ভাই।,
আপনি নিজের অনুভূতি থেকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। তবে ভাইয়া আপনার কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজেও মাঝেমধ্যে কবিতা লিখে থাকি। আসলে কবিতা লিখতে হলে অনেক চিন্তা ভাবনা করে লিখতে হয়। সত্যি বলতে আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।💤💤
ভাইয়া খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা "এ কেমন অনুভূতি" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। অত্যন্ত সাবলীল ভাষায় লেখা আপনার এই কবিতার নিচের লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান।,