স্বরচিত কবিতা : ঈদের আমেজ।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
কবিতা : ঈদের আমেজ।
ঈদ মানে আনন্দ,
ঈদ মানে খুশি।
ঈদ মানে একে অন্যের,
খুব পাশাপাশি।
ঈদ মানে মন খুলে,
ঘুরে বেড়ানো।
ঈদ মানে একে অন্যের,
কাঁধে হাত দিয়ে দাঁড়ানো।
ঈদ মানে হরেক রকম,
খাবারের সমাহার।
ঈদ মানে গরিবদেরও,
একমুঠো ভালো খাবার।
ঈদ মানে সার্বজনীন,
আনন্দ আর খুশি।
ঈদ মানে গরিব দুঃখী,
সবার মুখে হাসি।
ঈদ মানে ছোট বড়,
সকলের কলাকুশলী।
ঈদ মানে জমজমাট,
হাতে রাঙানো মেহেদী।
ঈদ মানে সকল দুঃখ,
ধুয়ে মুছে দূরে যাক।
ঈদ মানে শত্রুরা সব,
বন্ধুর রূপ ফিরে পাক।
ঈদ মানে বিশাল আয়োজন,
সকল আত্মীয়ের বাড়ী।
ঈদ মানে চেটেপুটে খাই,
পোলাও মাংসের হাড়ি।
কবিতার মর্ম কথা |
---|
** ঈদের সময় কেমন আনন্দ হয়,বা কেমন বিস্তার ঘটায় মানব জীবনে সেটির বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।**
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
ঈদের সময় কেমন আনন্দ হয়, বা কেমন বিস্তার ঘটায় মানব জীবনে সেটির বহিঃপ্রকাশ আপনি খুবই সুন্দর ভাবে এই কবিতাটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আসলে এই বিষয়টা খুবই সুন্দরভাবেই ফুটে উঠেছে এই কবিতাটির মাধ্যমে। ভীষণ সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে এটি লিখেছেন আপনি। বলতে হচ্ছে জাস্ট অসাধারণ ছিল আপনার লেখা আজকের এই কবিতাটা।
সবসময় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন,।
https://twitter.com/Nevlu123/status/1649844530118823938?s=20
ভাই আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। তবে আজকের কবিতাটার বেশি ভালো লেগেছে। ঈদের আমেজ নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন।পড়ে খুবই ভালো লাগলো।
ঈদের আমেজ আছে বলেই প্রকৃতিকে দেখতে আরো বেশি সুন্দর লাগে।
আসলে ভাই ঈদের প্রতিটা খুশি যেন আপনার এই কবিতার মধ্যে লুকিয়ে আছে। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর সেই আনন্দটাই আপনি কবিতার মাধ্যমে আমাদেরকে উপভোগ করিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
জি ভাই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ।
যারা প্রফেশনাল কবিতা লিখেন তারাও এরকম ছোটখাটো কবিতা লিখতে লিখতে প্রফেশনাল হয়ে গেছে। আশা করি আপনি অনেক ভাল কবিতা লেখেন এভাবে লিখতে লিখতে একদিন অনেক ভালো পর্যায়ে চলে যাবেন। ঈদের আমেজ নিয়ে কবিতাটি পড়তে অনেক ভালো লেগেছে ধন্যবাদ।
উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন,।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক অনেক ধন্যবাদ সাপোর্টের আওতায় রেখে সাপোর্ট করে যাওয়ার জন্য।।
ঈদের আনন্দ নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুবি ভালো লাগছে। বিশেষ করে এই কবিতা লাইন অসাধারণ লেগেছে।
যথাযথ একটি মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ,।
কবিতার প্রতিটি লাইন একদম বাস্তবের সাথে মিল রয়েছে। ঈদের দিনের আনন্দ গুলোর বহিঃপ্রকাশ খুব সুন্দর ভাবে উপস্থাপন এই কবিতার মাধ্যমে। কবিতাটি পড়ে আসলেই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সবসময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ্।
আপনার লেখা কবিতা গুলো সব সময় অসম্ভব সুন্দর হয়। আমার কাছে আপনার লেখা কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। ঈদের আমেজ কবিতাটির প্রত্যেকটা লাইন আপনি খুবই সুন্দর ভাবে লিখেছেন যা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এরকম কবিতা গুলোর মাধ্যমে অনেক কিছুই তুলে ধরা হয়। যেমন আপনি এই কবিতাটির মাধ্যমে ঈদের সময় কেমন আনন্দ হয়, বা কেমন বিস্তার ঘটাই মানব জীবনে সেটির বহিঃপ্রকাশ এই কবিতাটির মাধ্যমে তুলে ধরেছেন আপনি। ভালো লাগলো সম্পূর্ণটা।
এত সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য ধন্যবাদ,।
আপনার কবিতা পড়ে আমার খুব ভাল লেগেছে। আপনি বরাবর ভাল কবিতা লিখে শেয়ার করেন। আজ ঈদ নিয়ে অনেক সুন্দর কিছু কথা কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। কবিতার কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া।
সব সময় সুন্দর মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।।