বারী সিদ্দিকীর গাওয়া জনপ্রিয় একটি গান "শুয়া চাঁন পাখি"।কভার:@nevlu123
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
পোষ্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছে," শুয়া চাঁন পাখি।"গেয়েছেনঃ বারী সিদ্দিকী।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম।
অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন
আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না। কারণ আপনারা অবশ্যই জানেন যে, প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে আমার বাংলা ব্লগে। তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক
গানটির নাম হচ্ছেঃ
শুয়া চাঁন পাখি
গেয়েছেনঃ
বারী সিদ্দিকী।
অ্যালবামঃ
কভারঃ
@nevlu123
শুয়া চাঁন পাখি
আমার শুয়া চাঁন পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
তুমি-আমি জনম ভরা ছিলাম মাখামাখি
তুমি-আমি জনম ভরা ছিলাম মাখামাখি
আজি কেন হইলে নীরব, মেলো দু'টি আঁখি রে পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
বুলবুলি আর তোতা, ময়না, কত নামে ডাকি
তোরে কত নামে ডাকি
শিকল কেটে চলে গেলে
কারে লইয়া থাকি রে পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
তোমার-আমার এই পিরিতি চন্দ্র-সূর্য সাক্ষী
তোমার-আমার এই পিরিতি চন্দ্র-সূর্য সাক্ষী
হঠাৎ করে চলে গেলে, বুঝলাম না চালাকি রে পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
শুয়া চাঁন পাখি
আমার শুয়া চাঁন পাখি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি
♡♡ধন্যবাদ
❤❤❤❤❤❤❤❤
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | গান |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য ধন্যবাদ 🙏❣❤
আশা করি ভাইয়া ভালো আছেন? বাহ বেশ চমৎকার গান কাভার করেছেন । এই গানটি আমার খুব পছন্দের। বিশেষ করে আমার কাছে বারি সিদ্দিকীর গান খুবই ভালো লাগে। শুয়া চাঁন পাখি গানটি আপনার মিষ্টি কন্ঠ শুনে খুব ভালো লাগলো। আপনার গান পরিবেশন করা খুবই দুর্দান্ত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।ভালো থাকবে সব সময় এই কামনা করি।🍇।
https://twitter.com/Nevlu123/status/1667379961148342273?s=20
খুবই সুন্দর একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আসলে কমিউনিটিতে সকলেই এখন অনেক সুন্দর সুন্দর গান শেয়ার করে যাচ্ছে। সোয়া চান পাখি এই গানটি কমিউনিটির অনেকের মুখে শুনেছি আপনার কন্ঠ শুনে অনেক বেশি ভালো লাগলো ভাইয়া। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।ভালো থাকবেন সব সময় এই কামনা করি।।🍔
অসাধারণ সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।বারী সিদ্দিকী আমার খুবই প্রিয় একজন শিল্পী। একই সাথে আপনি আমার প্রিয় শিল্পীর আমার খুবই পছন্দের একটি গান অত্যন্ত নিখুঁতভাবে গিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে আমার খুবই ভালো লেগেছে। চমৎকার একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বারী সিদ্দিকী আমারও খুব প্রিয় একজন শিল্পী ভাই।