বাইন্যান্স সাপোর্ট সিস্টেম ব্যবহার করে কিভাবে ভুল মেমোতে পাঠানো স্টিম রিকভার করবেন।

in আমার বাংলা ব্লগlast year

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর আজকের বিষয় হচ্ছে বাইন্যান্স সাপোর্ট সিস্টেম ব্যবহার করে কিভাবে ভুল মেমোতে পাঠানো স্টিম রিকভার করবেন।আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে।

Screenshot_20230729-213543_Binance.jpg

আসলে এই টিউটোরিয়ালটি বানানোর একটাই লক্ষ্য উদ্দেশ্য আর সেটি হচ্ছে বর্তমানে অনেকেই দেখছি ভুল মেমোতে স্টিম পাঠিয়ে হয়রানি হচ্ছে। আর সত্যি বলতে এত কষ্টে অর্জিত স্টিম যদি রিকভার করতে না পারে তাহলে সেটা অবশ্যই দুঃখজনক।আর সেটা চিন্তা করে এই টিউটোরিয়ালটি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি যারা এ বিষয়ে অবগত নন। তারা অবশ্যই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখলে তাদের অনেক বেশি উপকারে আসবে। তো বন্ধুরা ভূমিকায় না গিয়ে চলুন শুরু করি।

প্রথমে আপনাকে বাইন্যান্স অ্যাপটি ওপেন করতে হবে এবং ম্যান আইকনে ক্লিক করতে হবে।
Screenshot_20230729-190325_Binance.jpg
এরপর আপনাকে হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করতে হবে।
Screenshot_20230729-190337_Binance.jpg
তারপরে দেখতে পাচ্ছেন একটি চ্যাট অপশন দেখাচ্ছে সেখানে ক্লিক করবেন।
Screenshot_20230729-190344_Binance.jpg
এরপর আপনি নিছের দিকে যাবেন এবং সেখানে লেখা থাকবে গেট সাপোর্ট সেখানে ক্লিক করবেন।
Screenshot_20230729-190454_Binance.jpg

গেট সাপোর্টে ক্লিক করার পরে দেখতে পাবেন একটি চার্স বক্স থাকবে। সেখানে ডিপোজিট রং মেমো লিখবেন এবং সেটা লেখার সাথে সাথে অটোমেটিক অনেকগুলো অপশন শো করবে। এরপর সেখানে উপরে লেখা থাকবে ডিপোজিট উইথ রং মেমো সেখানে ক্লিক করবেন।
Screenshot_20230729-190537_Binance.jpg
এরপর আরও একটি মেসেজ দেখতে পাবেন এবং সেখানে প্রথমেই দেখতে পাবেন আওয়ার সেলফ সার্ভিস ফর্ম লেখা।আপনাকে সেখানেই ক্লিক করতে হবে।
Screenshot_20230729-190609_Binance.jpg
এরপর একটি ফর্ম দেখতে পাবেন সেখানে কোন কয়েন সেটি সিলেক্ট করে নিবেন। তারপর কত এমাউন্ট সেটাও সেখানে বসিয়ে দিবেন। এরপর ট্রানজেকশন আইডিটি দিয়ে দিবেন।
Screenshot_20230729-190645_Binance.jpg
এখন দেখতে পাচ্ছেন আমি কয়েন হিসেবে স্টিম সিলেক্ট করে নিলাম এবং ৫০০ এমাউন্ট বসিয়ে দিলাম। এরপর ট্রানজেকশন আইডির জন্য স্টিম ওয়াল্ড এ চলে যাব।

Screenshot_20230729-190734_Binance.jpg
এরপর আপনি ভুল করে যে ট্রানজেকশনটি করেছিলেন সেটির ট্রানজেকশন নাম্বারটা স্টিম ওয়াল্ড থেকে কপি করে নিবেন।
Screenshot_20230729-190837_Chrome.jpg
এরপর স্টিম ওয়াল্ড থেকে কপি করা ট্রানজেকশন নাম্বারটা ট্রানজেকশন আইডির ঘরে পেস্ট করে দিবেন। এরপর সাবমিট এ ক্লিক করবেন ।
Screenshot_20230729-190851_Binance.jpg

এরপর ১ থেকে ৩ দিনের মধ্যে আপনার নির্ধারিত ভুল করে পাঠানের এমাউন্ট আপনার একাউন্টে পুনরায় পাঠিয়ে দেওয়া হবে। তবে আপনার অ্যামাউন্ট থেকে ০.০৫ স্টিম সার্ভিস ফ্রী কাটবে। আর এভাবেই আপনি আপনার ভুল মেমোতে পাঠানো স্টিম রিকভার করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি এ বিষয়টি অনেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।

যাইহোক আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিলাম। আগামীতে অন্য কোন বিষয়বস্ত নিয়ে আবার উপস্থিত হব।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন । আর আমার পোষ্টে যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
***

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণটিউটোরিয়াল

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

🙏🙏💐💐🙏🙏

 last year 

সব সময় সাপোর্ট করার জন্য ধন্যবাদ।,

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

💐🙏🙏💐

 last year 

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।
মাঝে মাঝে আমাদের এমন ভুল হয়ে যায়।
তবে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরী।
আপনার আজকের পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো এখনো যাদের এ বিষয়গুলো অজানা রয়েছে আমি মনে করি জেনে নেওয়া খুবই দরকার।

 last year 

জি ভাই মাঝে মাঝে আমাদের এমন ভুল হয়ে যায়।তবে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরী।।

 last year 

অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। আর সেই ভুল সংশোধন করার চেষ্টা করলেও অনেক সময় সঠিক নির্দেশনার অভাবে সেটা করতে পারিনা। ভুল মেমোতে পাঠানো স্টিম রিকভার করার পদ্ধতি দেখে সত্যিই অনেক ভালো লেগেছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি প্রসেস তুলে ধরেছেন।

 last year 

আপু চমৎকার ও সাবলীল মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনার আজকের পোস্টটি খুবই উপকারী। অনেকেরই এমন হয় যে ভুল মেমো দিয়ে এত কষ্টের উপার্জিত স্টিম বা টাকা হারিয়ে ফেলে। অনেকেই হয়তো এই সিস্টেমটি জানতো না। আমি নিজেই জানতাম না। আপনার পোষ্টের মাধ্যমে আজকে জানতে পারলাম। যদিও এরকম সমস্যায় কখনো পরিনি তারপরও ভালোমতো শিখে রাখলাম। পরবর্তীতে অবশ্যই বিপদে পড়লে কাজে দেবে। অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য।

 last year 

জি আপু অনেকেই হয়তো এই সিস্টেমটি জানতো না। চমৎকার ও সাবলীল মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

অসাধান, চমৎকার আর অবাক করার মত একটি টিউটেরিয়াল নিয়ে আজ আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করলেন। আজকে আপনার এই পোস্টের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখে নিলাম। এতে করে আমরা ভুল একাউন্টে পাঠানো টাকা আমাদের একাউন্টে ফেরত আনতে পারবো। এমন নতুন নতুন টিউটেরিয়াল আমাদের মাঝে আরও বেশী শেয়ার করবেন। এই আশাই করি।শুভ কামনা রইল আপনার প্রতি।

 last year 

চমৎকার ও সাবলীল মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।,

 last year 

সত্যি ভাই এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যা ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। বাইনান্স এ ভুল মেমোতে টাকা পাঠানোর পরে সেই টাকা যে আবার ফেরত পাওয়া যায় বিষয়টি সত্যিই অসাধারণ।

পুনরায় ব্যালেন্স ফিরে পাওয়া ক্ষমতা সংযুক্ত একটি পোস্ট আমাদের মাঝে নিয়ে আসার জন্য ধন্যবাদ আপনাকে

 last year 

চমৎকার ও সাবলীল মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।,

 last year 

আপনাকেও ধন্যবাদ চমৎকার কিছু নিয়ে আসার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 56989.27
ETH 2425.90
USDT 1.00
SBD 2.39