সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।
বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে পোকা মাকড়ের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।
১নং-ফটোগ্রাফি
বন্ধুরা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন একটি সাদা রঙ্গের ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি হচ্ছে লাউ গাছের ফুল। লাউ গাছটি ছিল আমাদের বাড়ির বাগানে। লাউ গাছটিকে অনেক যত্ন করার পর ফুলের দেখা পেলাম। ফুলের নিচে আবার একটি ছোট লাউ ধরেছে। লাউ গাছের ফুল সাধারণত সাদা রঙের হায়। আমি যখন এই ফুলটির ফটোগ্রাফি করছিলাম তখন প্রকৃতিটা অনেক দারুণ ছিল। লাউ গাছের ফুল ফুটার পরে এটির মধ্যে লাউ ধরে। ফুলটি ফোটার আগে সবুজ রঙের একটি কলি ছিল। আমি এই ফুলটির বিভিন্ন দিক থেকে ছবি তুললাম। লাউ গাছটির মধ্যে আরো অনেকগুলো ফুল ধরেছে। এবং সেই ফুলগুলো থেকে অনেকগুলো লাউ বের হয়েছে। কয়েকদিন পরে লেউ বড় হয়ে যাবে এবং এগুলো খাওয়ার উপযুক্ত হবে। আমি আপনাদের লাউএর ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করব।
২নং -ফটোগ্রাফি
বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ক্যাকটাসের ফটোগ্রাফি। এই ক্যাকটাসটি আমি আমার ছাদে লাগিয়েছিলাম অনেক আগে। ক্যাকটাস গাছ আমার কাছে অনেক ভালো লাগে। ক্যাকটাসটি সাধারণত সবুজ রঙ্গের ছিল। এই ক্যাকটাসের মধ্যে অনেকগুলো কাটা রয়েছে। ক্যাকটাসের গায়ে হাত দিলে কাঁটা গুলো হাতের মধ্যে ঢুকে যায়। আমার ক্যাকটাস গাছটি ছিল খুবই মোটা। এটির একটি স্থান থেকে প্রায় তিনটি ডাল বের হয়েছে। আশা করি এটি অনেক বড় হবে, তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি ক্যাকটাসের বিভিন্ন দিক থেকে ফটোগ্রাফি করেছি এবং সুন্দর একটি ছবি বেছে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের এই ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে।
৩নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এবার আপনারা দেখতে পাচ্ছেন একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই গোলাপ ফুলটিতে তিনটি রঙের সংমিশ্রণ রয়েছে। একেবারে শেষের বড় বড় পাপড়ি গুলো সাদা রঙের এবং মাঝখানের পাপড়ি গুলোর উপরের দিকে গোলাপি রঙের এবং একেবারে ভিতরে ছোট পাপরি গুলো লাল রঙের। তাই ফুলটিকে খুবই আকর্ষণীয় লাগছে। আমি এই গোলাপ ফুলটির বিভিন্ন দিক থেকে ছবি তুলেছি। গোলাপ ফুল গাছটিতে আরো অনেকগুলো ফুল ধরেছে, কিন্তু ওই ফুল গুলো এই ফুলটির মতো সুন্দর ছিল না। ফুলগুলোর পাতাগুলো ঝরে পড়ে গেছে। আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। তাই আপনাদের সাথেও মাঝে মাঝে শেয়ার করা চেষ্টা করি। আজকের গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন
৪নং-ফটোগ্রাফি
আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি প্রজাপতির ফটোগ্রাফি। আমাদের ঘরের সামনে একটি ফুল গাছ ছিল। যেটি নিজ থেকে উঠে গিয়েছে। এগুলোকে সাধারণত বন্য ফুল গাছ বলা হয়। এই ফুল গাছটির উপরে একটি সুন্দর প্রজাপতি এসে বসেছে। তাই আমি প্রজাপতিটির কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম। প্রজাপতিটির দুটি দানা এত সুন্দর ছিল যে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। ডানায় যেমন সুন্দর রং ছিল তেমনি সুন্দর সুন্দর ডিজাইন ছিল। আপনারাও হয়তো এই প্রজাপতি দেখে মুগ্ধ হয়ে যাবেন। তাহলে আজকের প্রজাপতিটির ফটোগ্রাফি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি মতব্যের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর প্রজাপতির ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করব।
৫নং-ফটোগ্রাফি
বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি লাল রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই ফুল গাছটির ফটোগ্রাফি আমি একটি নার্সারি থেকে করেছি। নার্সারিতে অনেক নতুন জাতের ফুল গাছ এবং ফুল গাছ আনা হয়েছে। তাই আমি সেখানে কয়েকটি চারা কেনার জন্য গিয়েছিলাম। তারপরে এই ফুলগাছটি আমার চোখে পড়েছে। তাই ফটোগ্রাফি করতে আর দেরি করলামনা। আজকের সবগুলো ফুল গাছের মধ্যে শুধু এটি ছিল নার্সারির ফুল গাছ। এই ফুলগাছটির রং ছিল লাল। ফুলটির পিছনে অনেকগুলো ফুলগাছ দেখা যাচ্ছে যেগুলো খুবই অসাধারণ ছিল। এই ফুলটির কতগুলো পাপড়ি ঝরে পড়ে গেছে। তাই ক্যামেরায় অতটা ভালো দেখাচ্ছে না। কিন্তু বাস্তবে দেখতে খুবই সুন্দর ছিল। আপনাদের এই লাল রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি কেমন লেগেছে সেটি অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
৬নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি বড় ক্যাকটাসের ফটোগ্রাফি। এই ক্যাকটাসটি আমার খালামনিদের বাড়িতে লাগিয়েছে। এই ক্যাকটাসটির অনেকগুলো ডাল বের হয়েছে। এটির পাশে আরো কয়েকটি ক্যাকটাসের চারা রয়েছে। তারা এই ক্যাকটাসটিকে ছাদে লাগিয়েছে। তাই এগুলো রোদ পাওয়ার কারণে অনেক বড় হয়ে গেছে। আমার কাছে এই ক্যাকটাসটি অনেক ভালো লেগেছে। এটইর মধ্যেও অনেকগুলো কাটা রয়েছে। ক্যাকটাসগুলোকে আমার খালামণি সুন্দর করে টবের মধ্যে লাগিয়েছে। তার কাছে এই ক্যাকটাস গাছ অনেক ভালো লাগে। আজকের ক্যাকটাসের ফটোগ্রাফি আপনাদের কেমন লেগেছে সেটা মন্তবের মাধ্যমে জানাবেন।
৭নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিড়ালের ফটোগ্রাফি। এই বিড়ালটি আমাদের বাড়িতে চলাফেরা করে। একদিন এটি আমার চোখের সামনে বারবার ঘুরঘুর করছে। তাই আমি এই বিড়ালটির কয়েকটি ফটোগ্রাফি করেছি। বিড়ালটির গায়ের রং অনেক সুন্দর ছিল। সাদা রঙের উপরে কালো এবং লাল রঙের ছাপ রয়েছে। এই বিড়ালটিকে আমিই আগেও অনেকবার দেখেছি। কিন্তু এটির ফটোগ্রাফি করা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজকে আপ্নাদএর সাথে শেয়ার করি। আশা করি আপনাদের এই বিড়ালটির ফটোগ্রাফি ভালো লেগেছে।
তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
লাউ গাছের ফুল দেখতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে লাউ গাছের ফুলের ফটোগ্রাফি করেছেন। তাছাড়া গোলাপি গোলাপ ফুলটি অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে। আপনার বাসার ছাদের ক্যাকটাস গাছটিও কিন্তু খুব ভালো। এরকম গাছ আগে লাগাতাম। এখন তেমন একটা লাগানো হয় না। যাইহোক ভাইয়া আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লাগলো দেখে।
সবসময় সুন্দর মন্তব্য ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
💓🌹💓
l'hlha
ধন্যবাদ।, ্
বরাবরের মতোই গোলাপ ফুলের সৌন্দর্যটা দারুন ভাবে ক্যাপচার করে তুলে ধরেছেন সেই সাথে ঘরের সামনে বন্যফুল ফুটে থাকা দৃশ্যটা বেশ ভালো লেগেছে বিশেষ করে তার উপরে প্রজাপতি বসে থাকায় সৌন্দর্যটা পুরোপুরি ফুটে উঠেছে। আপনার ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করেছি ভাই ফুটিয়ে তুলতে ধন্যবাদ ভালো থাকবেন।
বাহ ভাইয়া আপনার আজকের রেনডম ফটোগ্রাফি বেশ দারুণ হয়েছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুণ লেগেছে। এরপর আমাদের বিড়াল মহাশয়ের ও একটি ফটোগ্রাফি দেখছি।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সবসময় এভাবেই সাপোর্ট করবেন ধন্যবাদ ভাল থাকুন।
আপনার অ্যালবামে অনেক ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনার লাউয়ের ফুলের ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে।ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
অসাধারণ মন্তব্য করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ।
ফটোগ্রাফ গুলো অনেক সুন্দর হয়েছে।কোনটা রেখে কোনটার কথা বলি। আপনার ফটোগ্রাফির গুণে ক্যাকটাস এর মত সাধারণ জিনিস ও অসাধারণ লাগছে দেখতে। এমন একটা বিড়াল আমার বাসাতেও আছে ভাই। ধন্যবাদ সুন্দর আলোকচিত্র গুলো শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ সবসময় সহযোগিতামূলক আচরণ করার জন্য ভালো থাকবেন।
আপনি বরাবরই চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেন। আজকের ফটোগ্রাফি গুলোও খুব ভালো ছিল। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির ক্যাকটাস গুলো দেখছি বেশ বড়। এই ধরনের ক্যাকটাস গুলো আমি এর আগে দেখিনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাদের এরুপ সাপোর্ট অনেক বেশি উপকারে আসে ধন্যবাদ।
তিন নাম্বার এবং চার নাম্বার ছবিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাইয়া। গোলাপ ফুল দেখলে আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে। আপনি গোলাপ ফুলটির ফটোগ্রাফির খুবই দারুণভাবে করেছেন। বিশেষ করে প্রজাপতির ফটোগ্রাফি অনেক বেশি দারুন ছিল। এমন সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বরাবরই আপনি খুবই দারুণ দারুণ ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেন।
তোমাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য ্।
বাহ্ ! বেশ চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ বিশেষ করে প্রজাপতি ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ৷ যাই হোক , অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷
নীরব ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে যথাযথ মন্তব্য করার জন্য।