স্বরচিত কবিতাঃ আমি মানবতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।তবে কবিতা শেয়ার করার আগে কিছু কথা বলি।
মানবতা হীন সংকীর্ণ হৃদয় মানব জাতির জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না।আসলে এত এত মানুষ দেখি তবে মানবিক মানুষ খুবই কম দেখা যায়। তাই আজকে মানবতা সংক্রান্ত মনে লালিত কিছু কথা আপনাদের মাঝে কবিতার মাধ্যমে উপস্থাপন করলাম।আসলে মনে থাকা কিছু বিষয়কে কেন্দ্র করে আজকের কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি। যাইহোক আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ আমি মানবতা।
আমি বাকরুদ্ধ,আমি হতাশ।
আমি ধোঁকা খেয়ে,দেই দীর্ঘশ্বাস।
আমি অনাহারী,আমি উচ্ছ্বাস।
আমি আমাতে করি বিশ্বাস।
আমি কালবৈশাখী,আমি ঝঞ্জার।
আমি নিত্য নতুন কোন আবিষ্কার।
আমি বিদ্রোহী,আমি মহামারী।
আমি নতুন পথের দিশারী।
আমি ঘূর্ণি,আমি দক্ষিণা হাওয়া।
আমি বেলা অবেলায় বয়ে যাওয়া।
আমি নিত্য দিনের চিত্ত সুখ।
আমি অসহায়ের মনের দুঃখ।
আমি চঞ্চল,আমি মন ভোলা।
আমি সময় অসময়ে আবার দিশেহারা।
আমি উজানের ঢেউ ভাটায় নামি।
আমি অমানবিকতার জন্য এক সুনামি।
আমি ক্লান্তির একরাশ সুখ।
আমি গরিবের হাসি মাখা মুখ।
আমি অনহারীর মুখে,একমুঠো খাবার।
আমি মানবতা,আমি সবার।
কবিতার মর্ম কথা |
---|
মানবতা হীন সংকীর্ণ হৃদয় মানব জাতির জন্য কখনোই কল্যাণ বয়ে আনবে না।আসলে এত এত মানুষ দেখি তবে মানবিক মানুষ খুবই কম দেখা যায়। তাই আজকে মানবতা সংক্রান্ত মনে লালিত কিছু কথা আপনাদের মাঝে কবিতার মাধ্যমে উপস্থাপন করলাম।মনে থাকা সেইরকমই কিছু বিষয়কে কেন্দ্র করে আজকের কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
***
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
https://x.com/Nevlu123/status/1828067828483956853
Upvoted! Thank you for supporting witness @jswit.
🙏🌿
আপনার বরাবরই স্বরচিত কবিতা গুলো পড়তে আমার অনেক ভালো লাগে।আজকের লেখা কবিতাটা অসাধারণ হয়েছে ভাই।খুব সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে পুরো কবিতাটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য।।
আপনি আজকে মানবতা নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে পড়তে। আসলে এখন মানবিক মানুষ অনেক কম রয়েছে আমাদের এই দেশে। মানুষের মধ্যে মানবতার অনেক অভাব। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই মানবতা থাকাটা গুরুত্বপূর্ণ। আপনি নিজের মনে থাকে বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক সুন্দর করে কবিতাটা লিখেছেন। ভালো লেগেছে কবিতাটা পড়তে।
জি ঠিক মানবিক মানুষ অনেক কম রয়েছে আমাদের এই দেশে।
ঠিক বলেছেন মানুষের মধ্যে মানবতা না থাকলে সেই মানুষ কখনো কারো কল্যাণ বয়ে আনে না। আপনি বেশ সুন্দর একটা কবিতা লিখেছেন। ভালো লাগলো কবিতা টা পড়ে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে প্রত্যেকটা লাইন লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
আসলেই আপু মানুষের মধ্যে মানবতা না থাকলে সেই মানুষ কখনো কারো কল্যাণ বয়ে আনে না।
সবারই নিজের জীবনে কিছু না কিছু ব্যস্ততা থাকে। তারপরও এ ব্যস্ততার মাঝেও এই কমিউনিটির কাজগুলো করতে ভালই লাগে। যাই হোক ভাইয়া আপনার আজকের কবিতাটি খুব সুন্দর হয়েছে। বর্তমানে মানুষের মধ্যে মানবতা খুবই কম দেখা যায় এবং সবাই নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে। যাই হোক ভালো লাগলো।
জি আপু এ ব্যস্ততার মাঝেও এই কমিউনিটির কাজগুলো করতে ভালই লাগে।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
🙏🙏💕
Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
ধন্যবাদ।
আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর স্বরচিত কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন। আপনার লেখা কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।আমি মানবতা কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। মানবতা হীন সংকীর্ণ হৃদয় মানব জাতির জন্য কখনো সমাজের কল্যাণ বয়ে আনবে না। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। মনের অনুভূতি দিয়ে অসাধারণ কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এই ধরনের কবিতা পড়তে সত্যিই খুব ভালো লাগে।
ঠিক মানবতা হীন সংকীর্ণ হৃদয় মানব জাতির জন্য কখনো সমাজের কল্যাণ বয়ে আনবে না।