বিভ্রম নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ4 months ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বিভ্রম নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


Screenshot_20240423_121704_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামবিভ্রম
পরিচালকসাব্বির হোসাইন
অভিনয়ইয়াশ রোহান, ইভানা সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ১১ মে ২০২৩

Screenshot_20240423_121816_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

আজকে আবার আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। এই নাটকটির নামটি দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন নাটকটি কেমন হতে চলেছে। আমিও যখন এই নাটকের নাম দেখতে পাই তখন এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করলাম। পুরো নাটকটি দেখার পর অনেক কিছুই জানতে পারলাম এবং এরকম একটি নাটক দেখার মাধ্যমে অনেক ভালো লাগলো আমার কাছে। চলুদ নাটকের কথা সম্পর্কে বলা যাজ৷ প্রথমে নায়িকাকে ছেলে পক্ষ দেখতে আসে। তারা নায়িকাকে দেখার সাথে সাথে পছন্দ হয়ে যায়। যখন এই কথাটি নায়ক শুনতে পারে তখন সাথে সাথে নায়ক তাদের বাড়িতে চলে আসে। যখন নায়ক চুপি চুপি বাসায় প্রবেশ করছিল তখন পিছন থেকে নায়িকার মামা তাকে ধরে ফেলে৷ তাকে বাসায় নিয়ে বন্দি করে রাখে এবং বলে যে তাকে সে পরে দেখবে৷ এর পরবর্তীতে যখন নায়িকাকে দেখে আসা পত্রপক্ষ সেখান থেকে চলে যায় এরপর নায়ক সেই ঘরে বন্দী ছিল এবং সেখানে নায়িকা এসে তাকে দেখতে পায়। সেখানে নায়িকা তার সাথে সেই কথাবার্তা বলে এবং নায়িকা তাকে সেখান থেকে দরজা খুলে দেয় এবং সেখান থেকে চলে যায়।

Screenshot_20240423_121830_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর নায়িকার মাকে নায়িকার মামা সবগুলো বিষয় বলে এবং বলে যে তার যেহেতু বাবা নেই তা সে এখন তার মামার বাড়িতেই রয়েছে এবং তার মামা যা কিছু করে তাদের ভালোর জন্যই করে। যাতে করে কোন ধরনের উল্টো কাজ না করে৷ সেজন্য তিনি নায়িকাকে ভালোভাবে বুঝাতে থাকেন৷ নায়িকা বলে যে সে কখনোই অন্য কাউকে বিয়ে করতে পারবে না৷ সে শুধু নায়ককেই ভালোবাসে এবং সে নায়ককে বিয়ে করবে। তখন নায়িকার মা বলে যে তাকে তার মামা যেভাবে করতে বলেছে তাকে সেভাবেই করতে হবে। কোনভাবেই তাকে তার মামার বিরুদ্ধে যেতে দিবে না। নায়ক কোন ধরনের চাকরি করে না। শুধু সারাদিন ঘুরে বেড়ায়। সে যদি তাকে বিয়ে করে তাহলে তাকে কি খাওয়াবে এবং কি পড়াবে এরকম কথা বার্তা নায়িকার মা নায়িকাকে বলতে থাকে। এই কথাগুলো নায়িকা কোনভাবে মেনে নিতে পারছিল না। ভালোভাবে বোঝানোর পরে সে বলে যে সে যদি এখন এই ছেলেকে বিয়ে না করে তাহলে নায়িকার মা আর কোনদিন নায়িকার মেয়ে হিসেবে দাবি করব না। এর ফলে নায়িকা একেবারেই ভেঙে পড়ে এবং সে বলে তাকে তারা যেভাবে বলবে সে সেভাবেই সবকিছু করবে।

Screenshot_20240423_121904_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর নায়িকা এবং নায়ক একটি স্থানে দেখা করে এবং তারা দুজনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। নায়িকা বলে যে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে৷ তার সাথে যেন নায়ক আর কোনভাবেই যোগাযোগ না করে৷ এই কথাটি শোনার পরে নায়িকা একেবারে রাগান্বিত হয়ে যায়। সে বলে যে তাকে সে ভালোবাসা৷ তখন নায়িকা বলে যে সে তাকে ভালোবাসে৷ তবে এ ভালোবাসা দিয়ে তো সবকিছু হবে না৷ তাকে কিছু করতে হবে এবং সে যদি কোন কাজ না করে তখন নায়িকাকে সে কি খাওয়াবে কি পড়াবে৷ এ ধরনের কথাবার্তা নায়িকা নায়ককে বলতে থাকে৷ তখন নায়ক বলে সে সবকিছু করবে। তবে সবার আগে যেন সে নায়িকাকে বিয়ে করতে পারে৷ তখন নায়িকা বলে যে তার বাবাকে বলার জন্য তাদের বিয়ের কথা৷ তাদের বিয়ের কথা যেন নায়িকার মামার কাছে বলে। তখনই নায়ক সেখান থেকে চলে যায় এবং তার বাবার কাছে বিয়ের কথা বলার জন্য। তখন সে বলে যে সে নায়িকাকে বিয়ে করবে এবং নায়িকাকে সে পছন্দ করে। প্রথমে সে একটু ভয় পাচ্ছিল৷ কিছুতে সে কথাগুলো বলছিল না। তবে পরবর্তীতে সে সাহস করে বিষয়টি বলে ফেলে ৷ সে তার মাকেও এই ঘটনাটি বলে৷ তবে কেউই এই বিষয়টি মেনে নিতে পারছিল না৷ ওনারা বলছিলেন যে সে যেহেতু এখনো চাকরি করে না কোন কিছুই করে না তাকে এখন বিয়ে দিবে না৷ পরবর্তীতে নায়ক অনেকটা রাগান্বিত হয়ে যায় এবং বাসা থেকে বের হয়ে যায় ৷

Screenshot_20240423_121919_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর আরো একদিন নায়ক এবং নায়িকা দেখা করে৷ একসাথে দেখা করার পরে নায়িকা তাকে জিজ্ঞাসা করতে থাকে সে তার বাবাকে বিয়ের কথা বলেছে কিনা৷ তখন নায়ক বলে সে বিয়ের কথা বলার পরেও তাকে বিয়ে দেওয়ার জন্য কেউই রাজি নয়। নায়িকাও বলে যে তার পরিবার থেকেও কেউ নায়ককে মেনে নেবে না। নায়ক কোন ধরনের চাকরি করে না, কাজ করে না। এর ফলে নায়কের সাথে নায়িকার বিয়ে দিবে না তাই নায়িকা সেখানে এসে নায়ককে বলে কোনদিনও যেন তার সাথে যোগাযোগ না করে। কোন ভাবেই তার সাথে যেন যোগাযোগ করার চেষ্টাও না করে । এরপর নায়িকা সেখান থেকে চলে যায় এবং নায়কও সেখান থেকে চলে যায়। যখন নায়ক এই ঘটনা শুনতে পারে তখন সে কোনভাবেই বাড়িতে থাকতে চাইনি এবং সে বাড়ি থেকে চলে যায়। তার মা তার বাবাকে বলে যেন নায়ককে বাড়িতে ফিরিয়ে আনে । তখন তার বাবা বলে যে সে যদি নিজ থেকে বাড়িতে আসে তো আসবে৷ তারা তাকে বাসায় জায়গা দিবে৷ তবে কোনভাবেই তার বাবা নায়ককে বাসায় ডেকে আনবেন না৷ সে যেভাবে আছে সেভাবেই থাকবে৷ তিনি কোনভাবেই তাকে আর বাসায় ফিরিয়ে আনবেন না।

Screenshot_20240423_122026_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর অনেকদিন চলে যাওয়ার পর যখন নায়কের ওই বন্ধুটি ছিল যার বাসায় নায়ক এতদিন ছিল সে বন্ধুটি নায়কের বাবাকে এসে ভালোভাবে বুঝায় এবং বলতে থাকে যে নায়িকার যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে নায়িকাকে আর সে কোনদিনই পাবে না। চাকরি তো ভবিষ্যতেও করতে পারবে এবং নায়িকাকে বিয়ের করার পরেই সে চাকরি করবে এবং কাজ করবে৷ যে কোন ধরনের কাজ সে করতে পারবে৷ তখন নায়কের বাবা বলে যেহেতু পছন্দ হয়েছে এবং সে যেহেতু এখন কোনভাবে নায়িকাকে ছাড়া থাকতে পারবেনা এবং নায়কের মাও নায়কের বাবাকে ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন, তখন নায়কের বাবাও রাজি হয়ে গেলেন৷ এই বিষয়টি যখন যখন নায়কের বন্ধুটিকে বললেন যে নায়ককে বলে দাও তারাই অবশ্যই নায়িকার পরিবারের কাছে গিয়ে প্রস্তাব রাখবে৷ তখন নায়কের মা এবং বাবা নায়িকাদের বাড়িতে গিয়ে প্রস্তাব দেয়। এরপর উনারা বিয়ের জন্য রাজি হয়ে যান। এরপর সব কিছুই ঠিকঠাক চলছিল।

Screenshot_20240423_122113_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এর পরবর্তী দিন নায়ক বাজারে গিয়েছিল এবং সেখান থেকে রিক্সায় করে যখন বাসার দিকে ফিরছিল তখনই তার সাথে একটি ঘটনা ঘটে যায় এবং এই ঘটনার পর থেকেই নাটকের মোড় একেবারে অন্যদিকে চলে যায়। সে যখন রিক্সায় করে আসছিল এবং কথা বলতে বলতে যাচ্ছিল তখনই সামনে একটি ট্রাক অত্যন্ত জোরে যাচ্ছিল এবং সেখান দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে যায় এবং এই দুর্ঘটনা হওয়ার পর থেকেই নাটকের আসল ঘটনা শুরু হতে থাকে। এই ঘটনার মধ্য দিয়ে এই নাটকের যে নাম রয়েছে সেই নামের বহিঃপ্রকাশ ঘটে।

Screenshot_20240423_122118_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নায়ক এর দুর্ঘটনা ঘটার পরে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়৷ সে এতটাই গুরুতরভাবে এক্সিডেন্ট হয়েছিল যার ফলে সে বাঁচবে কিনা এই বিষয়টিও অনেকের কাছে অজানা ছিল৷ সকলে মিলে তাকে হাসপাতালে দেখাশোনা করছিল এবং নায়িকা শুধুমাত্র প্রথম দিন এসেছিল তাকে দেখার জন্য । এর পরবর্তী সময়ে তার বাবা-মা এবং যে বন্ধু ছিল তারা সকলে মিলে তার সেবা যত্ন করতে থাকে। তবে সে দেখে যে প্রতিদিনই নায়িকা সেবা যত্ন করছে। নায়িকা সবসময় তার সাথে রয়েছে এবং এই বিষয়গুলো শুধুমাত্র নায়ক বুঝতে পারত। তবে যখনই সে নায়িকার খোঁজ করত তখনই সেখানে নায়িকা এসে হাজির হয়ে যেত। এরকম কিছু ঘটনা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিলো৷ সে প্রতিনিয়ত ভাবতে থাকে নায়িকা তাকে সারাক্ষণ দেখছে এবং সারাক্ষনই তার সেবা যত্ন করছে।

Screenshot_20240423_122142_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

যখন সে সুস্থ হয়ে যায় এবং সে বাড়িতে আসে তখন সে তার বন্ধুকে বলতে থাকে যে নায়িকা কোথায়৷ প্রতিদিন নায়িকা তার আশেপাশে ছিল। তবে এখন সে নায়িকাকে কেন দেখতে পাচ্ছে না৷ নায়িকা এখন কেন তার সাথে দেখা করছে না৷ এখন তো সে সুস্থ হয়ে গিয়েছে৷ তখন তার সে বন্ধু বলতে থাকে যে যে যেদিন দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল তার কিছুদিন পরেই তার বিয়ে দেওয়া হয়েছিল৷ কারণ নায়িকার পরিবার ভেবেছিল যে নায়ক বাঁচবে নাকি মারা যাবে তা কেউ জানে না ৷ এই বিষয়টি যখন নায়ক শুনতে পায় তখন সে বলে যে সে প্রতিদিন নায়িকাকে দেখতে পেয়েছে এবং প্রতিদিনই নায়িকা তার আশেপাশে সেবা করেছে । কোন ভাবে নায়িকা অন্য কাউকে বিয়ে করতে পারে না। তখন তার বন্ধু বলতে থাকে যে এটি তার বিভ্রম। সে বিভ্রমের কারণে এরকম দেখেছে৷ তখন নায়ক বলতে থাকে যে সে কোন ভাবে বিভ্রম নিয়ে এই বিষয়গুলো দেখেনি৷ সে বাস্তব বিষয়গুলো দেখছিল। তবে নায়কের বন্ধু তাকে ভালোভাবে সবকিছু বুঝিয়ে বলে এবং নায়ক সেই বিষয়টি বুঝতে পারে এবং এভাবে নায়ক তার পুরানো মুহূর্তগুলো মনে করতে থাকে এবং এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।

আমার ব্যক্তিগত মতামত।

খুব সুন্দর একটি নাটক ছিল এটি এবং যেভাবে নাটকটি উপস্থাপন করা হয়েছে নাটকটি থেকে অনেক কিছু জানা যায় এবং সুন্দর একটি বিষয়কে কেন্দ্র করে যেভাবে নায়ক এবং নায়িকা সবগুলো বিষয় এখানে ফুটিয়ে তুলেছে তা একেবারে অসাধারণ হয়েছে। প্রথমে যখন নায়ক এবং নায়িকার সম্পর্ক তারা জানতে পারে এবং পরবর্তীতে নায়িকার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে যখন নায়কের সাথে নায়িকার সম্পর্ক খারাপ হতে থাকে এর পরবর্তী সময় থেকেই নায়ক বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে থাকে৷ কিভাবে বিয়ে করতে পারে৷ এজন্য নায়িকা তাকে বলে যে তার বাবাকে বলার জন্য৷ এরপর বিভিন্নভাবে কৌশল অবলম্বন করার পরে তার বাবা রাজি হয়৷ এরপর তিনি নায়িকার বাড়িতে প্রস্তাব পাঠান। পরবর্তীতে সব কিছু ঠিকই ছিল। এরপর একদিন তার একটি দুর্ঘটনা হয়ে যায় এবং এরপর থেকেই সবকিছু একেবারেই পরিবর্তিত হয়ে যায়। সে বিভ্রমের শিকার হয়। এই নাটকটি থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। এই নাটকটির মাধ্যমে অনেক বাস্তব ঘটনা প্রকাশ পেয়েছে৷ অনেক মানুষ আছে যারা মানুষকে অনেক বেশি ভালোবাসা এবং যখন সে তার প্রিয় মানুষটিকে আর ফিরে পায় না এবং সে প্রিয় মানুষের বিভ্রমে সারা জীবন আটকে থাকে সেরকম একটি ঘটনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে।

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৮/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

🙏🌿💤💯

 4 months ago 

আপনি অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন। আপনার নাটক রিভিউ দেখে ভালো লাগলো। নাটকটা এই প্রথম দেখলাম এবং ধারণা পেলাম। খুব সুন্দর হয়েছে আপনার নাটক রিভিউ করা। এভাবে প্রতিনিয়ত নাটক রিভিউ করবেন আশা করি।

 4 months ago 

আসলে আপু নাটকটা খুব দারুন।💦

 4 months ago 

আমিও একজন নাটক প্রেমিক মানুষ। ফ্রি সময় বাংলা নাটক গুলো দেখতে ভীষণ পছন্দ করি। বিভ্রম নাটক এখনো দেখা হয়নি। তবে ইয়াশ রোহান এর অনেক নাটক দেখে হয়েছে। ইভানা এবং ইয়াশ রোহান চমৎকার ভাবে নাটকটিকে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো আপনার নাটক রিভিউ দেখে। অবশ্যই নাটকটি দেখে নিবো ধন্যবাদ আপনাকে ভাই।

 4 months ago 

লিমন ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সব সময়।🌿

 4 months ago 

আমি একটু সময় পেলেই বাংলা নাটক দেখি। যদিও এই নাটকটি এখনো দেখা হয়নি। আপনার রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। সময় পেলে অবশ্যই দেখার চেষ্টা করব। নাটকটির গল্পও আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 4 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপু ভালো থাকুন।,🌿

 4 months ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। আপনার নাটক রিভিউ করা দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। এ জাতীয় নাটকগুলো আমার খুবই পছন্দের। তাই আমি মাঝেমধ্যে সুযোগ পেলে তামিল বাংলা ডাবিং মুভি দেখার পাশাপাশি বাংলা নাটক দেখে থাকি। কারণ নাটকের মধ্যে অন্যরকম ভালো লাগা খুঁজে পাই আমি।

 4 months ago 

যাক যেনে খুব ভালো লাগলো।💥

 4 months ago 

ভাই আপনার শেয়ার করা নাটকগুলোর রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি প্রতি সপ্তাহে আমাদের মাঝে নাটক রিভিউ শেয়ার করেন। যেগুলো আমি পড়ার চেষ্টা করি। নাটক খুব একটা দেখা হয় না, কিন্তু নাটকের রিভিউ পোস্ট পড়া মিস করি না। কারণ নাটক দেখা আর নাটকের রিভিউ পোস্ট পড়া একই কথা। নাটকের রিভিউ ৫ মিনিটেই পড়ে নেওয়া যায়। নাটক দেখতে তো অনেক সময় লাগে। নাটকের কাহিনীটা ভালোভাবেই অল্প সময়ে জেনে নেওয়া যায়, আর এজন্য নাটকও আর দেখা লাগে না। আপনার আজকের এই নাটকটার রিভিউ খুব ভালো লেগেছে।

 4 months ago 

ধন্যবাদ তোমাকে সুন্দর মতামত করার জন্য।💤

 4 months ago 

আমি নাটক দেখতে অনেক বেশি পছন্দ করি। আর নাটকের রিভিউ পোস্ট পড়তেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই নাটক দেখে থাকি। সেই নাটকগুলো আর দেখাই লাগে না যদি রিভিউ পড়া হয়। আমার কাছে পুরো নাটকের কাহিনীটা খুব ভালো লেগেছে। এই ধরনের নাটক গুলো অনেক ভালো লাগে। ইয়াশ এবং ইভানা দুজনেই এই নাটকের মধ্যে অনেক সুন্দর অভিনয় করেছে। তাদের অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে।

 4 months ago 

আসলে নাটকটা খুব সুন্দর ধন্যবাদ।

 4 months ago 

নাটক দেখতে আমার ভীষণ ভালো লাগে।যদিও অনেক দিন ধরে নাটক দেখা হচ্ছে না।তবে আপনার এই নাটকের রিভিউ পড়ে নাটকটি দেখার খুব ইচ্ছে হলো।আপনি এই নাটকের রেটিং ও দিলেন অনেক।সময় সুযোগ মতো দেখবো আশাকরি। ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

নাটক দেখতে আমার ও ভীষণ ভালো লাগে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63686.15
ETH 2727.43
USDT 1.00
SBD 2.59