আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -৬২| $PUSS কয়েনের ব্যানার বানানোর প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ

in আমার বাংলা ব্লগ2 months ago

প্রিয় বন্ধুরা,


আশাকরি আপনারা বেশ ভালোই আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আপনাদের সুস্থ ও সুন্দর জীবনযাপনা কামনা করে শুরু করছি আজকের ব্লগ৷

InShot_20240906_230532045.jpg

আমাদের আমার বাংলা ব্লগে বর্তমান উত্তেজনা নাম হল $PUSS। টুইটারে প্রোমোশন সহ নানান পোস্টে কমেন্ট সব মিলিয়ে যেন নানান মঞ্চে আমাদের রোজের পরিবেশনা। এর মধ্যেই আমাদের অ্যাডমিন মডারেটর প্যানেল থেকে আয়োজন করা হয়েছে ব্যানার বানানোর প্রতিযোগিতা৷ আমার মতে এই প্রতিযোগিতার একটি উল্লেখযোগ্য ফলাফল হল অনেক ধরণের ব্যানার আমরা দেখতে পাবো। সাথে $PUSS কয়েন ঘিরে এনগেজমেন্টটাও বাড়বে৷

প্রতিযোগিতায় কিছু হতেই হবে বা পুরস্কার পেতেই হবে এমন কিন্তু নয় বিষয়টা৷ অংশগ্রহণ করে নিজের আর্ট জ্ঞান বা চয়েস কিংবা ক্রিয়েটিভিটি দেখানোরও খানিকটা সুযোগ পাওয়া। তাছাড়া $PUSS কে ঘিরে কিছু করতে আমার বেশ ভালোই লাগে৷ সেই জন্যই সাততাড়াতাড়ি চলে এলাম প্রতিযোগিতামূলক পোস্ট নিয়ে৷ মানে আমার আর যেন তর সইছে না৷ আচ্ছা সইবার কি কথা? ট্রন অ্যাপটা খুললেই তো কত সব অদ্ভুত অনুভূতি৷ সেই সব তো আর কলমে আনতে পারছি না৷ এদিকে অ্যাডমিন মডারেটর প্যানেল $PUSS এর প্রোমশনের জন্য কত খাটছে৷ আমি শুধু ফল ভোগ করব আর পা দোলাবো এ কেমন কথা! কেন ভাই ওনারা আমাদের শুধু শুধু ঝুড়ি ঝুড়ি ফল দেবেন কেন? তার চেয়ে যতটুকু পারি কাজের মাধ্যমে ওনাদের নির্দেশ মাফিক পাশে থেকে ভালোলাগাগুলো উপভোগ করি। এইটে ভালো বুদ্ধি নয়?

কিভাবে বানিয়েছি তা দেখানোর আগে আমার ব্যানার সম্পর্কে একটু বলে দিই। ব্যানারটিতে আমি মানিপ্লান্ট দিয়ে কয়েনের গাছ বানানোর চিন্তাভাবনা করেছি। আর সেই গাছটিও বসেছি রাইজিং আপ সাইনের মাথায়। আমি আসলে চাইছি এ কয়েন গুলো দ্রুত বৃদ্ধি হোক। বড় গাছের মতো হোক। এছাড়া প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী স্টিম, ট্রন, সানপাম্প এগুলির উল্লেখের জন্য লোগো গুলো ব্যবহার করেছি। প্রতিটা লোগোই নেট ডাউনলোডেড তবে এগুলো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভারে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমার ব্যানারে লাগিয়েছি। এই একইভাবে ওই রাইজিং আপের ছবিটা এবং গাছের ছবিটিও ব্যবহার করেছি। এছাড়া বাকি পুস কয়েনের ছবিগুলো আমি মিডিয়া চ্যানেল থেকে পেয়েছি। আর সমস্ত লেখা যেগুলো লিখেছি তা অন্যান্য ব্যানার গুলোকে দেখে যা বুঝেছি সেখান থেকেই নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। ছবিটি করতে আমি ব্যবহার করেছি ক্যানভা অ্যাপ। এছাড়াও অনলাইন ব্যাকগ্রাউন্ড নিউ রিমুভার, আর ইনশট। এইবার ধাপে ধাপে দেখে নিই কিভাবে আমি সম্পূর্ণ বানানটি তৈরি করেছি।

ধাপ-১
InShot_20240906_222929288.jpgInShot_20240906_222904198.jpg

প্রথমেই আমি ক্যানভা অ্যাপটা খুলে সেখানে কয়েন সংক্রান্ত ব্যানার বানানোর জন্য নানান ধরনের টেমপ্লেট থেকে একটি পছন্দ করেছি। তারপর তার সমস্ত লেখা এবং এই কয়েনের অংশটাকে নিজের মতো করে নেব বলে একটা একটা অংশ সিলেক্ট করে ডিলিট করে দিয়েছি।

ধাপ-২
InShot_20240906_222811778.jpgInShot_20240906_222731307.jpg

এই ছবিগুলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে টেমপ্লেটে যা ছিল তার কিছুই নেই। এই রং গুলোও একেবারে বদলে দেবো ভেবেছিলাম। কিন্তু কম্বিনেশনটা আমার খুবই ভালো লেগেছে। এরপর মিডিয়া চ্যানেল থেকে ডাউনলোড করা $PUSS কয়েনের ছবি দিলাম সাথে লিখতে শুরু করলাম। ব্যানারে যেমন ছোট্ট করে প্রধান জিনিসগুলো হাইলাইট করা হয় সেইদিকেই আমি নজর দিয়েছি। তারপরও এই কয়েন মানিপ্লান্ট যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে ব্যাকগ্রাউন্ড মুছে দিয়েছি সেটা অ্যাটাচ করলাম।

ধাপ-৩
InShot_20240906_222659540.jpgInShot_20240906_222559217.jpg

এরপর বোঝানোর জন্য একটি সিড়ির মত ছবি নিয়ে তারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে এটাচ করেছি। ঠিক মানিপ্লান্ট এর নিচে। মানিপ্লান্টে যে কয়েন গুলো ওইগুলোর উপরে আমি $PUSS কয়েনের ছবি অ্যাটাস করে সেগুলোকেই বারবার কপি পেস্ট করেছি। যাতে অনেকগুলো কয়েন আমি সহজেই পেয়ে যাই।

ধাপ-৪
InShot_20240906_222458454.jpg
InShot_20240906_110006766-removebg-preview.pngimages__2_-removebg-preview.pngInShot_20240906_105931896-removebg-preview.png

ট্রন স্টিম এবং সানপাম্পের লোগো গুলো এই ভাবেই আমি অনলাইনই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তৈরি করে নিয়েছি।

ধাপ-৫

InShot_20240906_222405679.jpg

মেন ব্যানারটিতে ওই লোগো গুলো অ্যাটাচ করে দিয়েছি।

ধাপ-৬
InShot_20240906_222346316.jpgInShot_20240906_222321280.jpg

এইবার হাইলাইট করার মতো উপযোগী পয়েন্টগুলো আমি ওপরে কিছু লিখেছি এবং নিচেও। দুটো ছবি দিয়ে সেটাই পরিষ্কার করে দেখালাম। সবশেষে নিচের দেখি ওই রাইজিং আপ সিঁড়িটা কি একটু তুলে দিয়েছি৷ নইলে ভালো লাগছিল না। চলুন এবার ফাইনালি লুকটা দেখে নিই।

Yellow and Blue Modern Cryptocurrency Instagram Post_20240906_112945_0000.png

আজ সকাল বেলায় প্রায় ঘন্টা দুই ধরে একটি ব্যানার বানিয়েছি। হয়তো একটা ব্যানার বানাতে এত সময় লাগে না। কিন্তু আমার নিখুঁত মন সব কিছু বসি বসিয়ে দেখে খুঁজে খুঁজে করতে অনেকটা সময় লেগে গেছে। আসলে আমার পছন্দমত না হলে বড্ড খত খত করে মনটা। আপনার থেকেও বড় কথা কোন কিছুই সহজে যে মনে লেগে যাবে সেরকমটা না। আমি একটু বেশি সময় ধরে এই ঘাটাঘাটি করে দেখে পছন্দ করি। যে কারণেই একটা জামা কিনতে আমার প্রায় ১৫-২০ দিন সময় লেগে যায়। মানে অনলাইনে ১৫-২০ দিন ধরে দেখার পর একটি জামা কিনি৷ তাও আবার বদলাইও। যে কারণে দোকানে গিয়ে জামা কেনার কথা ভাবিও না। হা হা হা।

যাইহোক বন্ধুরা আমার বানানো ব্যানারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার আগামীকাল আসব অন্য কিছু নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন ।

টা টা

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণপ্রতিযোগিতায় অংশগ্রহণ
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপুণে,মহারাষ্ট্র
ব্যবহৃত অ্যাপক্যানভা, অনুলিপি, ইনশট


1000217106.jpg


৫% বেনিফিশিয়ারি এবিবি স্কুলকে এবং ১০% বেনিফিসিয়ারি লাজুক খ্যাঁককে


1000217198.png


1000227693.png


1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


puss-in-boots_2.png

1000205458.png

InShot_20240903_185715330.jpg

puss_mini_banner9.1-1.png

IMG_5055.jpg

1000205505.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

পুস দেখলেই এক অপার ভালো লাগা কাজ করে। আর সেখানে এত সুন্দর করে একটা ব্যানার। দুর্দান্ত হয়েছে ব্যানারটি। একদম প্রফেশনাল লুক বললেও কম বলা হয়। কালার কম্বিনেশন থেকে শুরু করে প্রত্যেকটি লোগো কম্পজ, সবকিছু কাজ সম্পূর্ণ পেশাদারী ভঙ্গিতে করা হয়েছে বোঝাই যাচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমার তরফ থেকে তোর প্রতি শুভকামনা রইল। বিজয়ী ভবঃ।

 2 months ago 

বানিয়ে ফেললাম। তুমি তো জানোই এই সব ছবির কাজ করতে আমার ভালোই লাগে৷ তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 months ago 

বাহ চমৎকার বেশ ভালো লাগছে। puss এর ব‍্যানার টা দারুণ তৈরি করেছেন আপু। puss এর বিভিন্ন তথ‍্যগুলো ব‍্যানারে উপস্থাপন করেছেন সুন্দর ভাব। বেশ ভালো লাগছে ব‍্যানার টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ জানাই এমন সুন্দর মন্তব্য করে আমায় উৎসাহ দিলেন বলে৷

 2 months ago 

আপনি সর্ব প্রথম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যানার টি তৈরি করেছেন। আমার কাছে ব্যক্তিগত ভাবে আপনার তৈরি করা ব্যানার টি অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার ব্যানার এর মধ্যে আর্ট গুলো অনেক বেশি ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 months ago (edited)

হ্যাঁ যেদিন প্রতিযোগিতায় এনাউন্সমেন্ট দেওয়া হয় সেদিনই আমি একটা ব্যানার বানিয়েছিলাম। প্রতিযোগিতা হবে দেখে আরো একটা ব্যানার বানালাম। পোস্ট নিয়ে এতো কিছু কথা বলতেই হত তাই ভাবলাম প্রথমে প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করি । আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন সুন্দর মন্তব্য করে পাশে থাকলেন।

 2 months ago 

Puss কয়েন নিয়ে খুব সুন্দর একটা ব্যানার তৈরি করেছেন আপু। ব্যানারের কালার কম্বিনেশন এবং টেক্সট ফরমেট সবকিছু মিলিয়ে বেশ দারুন হয়েছে পুরো ব্যানারটা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। শুভকামনা রইল আপু।

 2 months ago 

আমি চেষ্টা করেছি মাত্র আমার আইডিয়া অনুযায়ী। আমি ঠিক জানিনা কেমন হয়েছে আপনারা বলছেন শুনে ভালো লাগলো।

 2 months ago 

অনেক বেশি ভালো লাগলো এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ দেখে। ভবিষ্যতে পুশ অবশ্যই আরো ভালো জনপ্রিয়তা অর্জন করবে। এখন আমাদের সব চিন্তা ভাবনা সবকিছুই শুধু পুশকে নিয়ে। আর অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করছি সবাই অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। এত সুন্দর ব্যানার তৈরি করেছেন এটা দেখলে সবার কাছেই ভালো লাগবে।

 2 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার পাশে থাকলেন। মেলাতে যাই আপনার পছন্দ হয়েছে সেটা জেনে খুশি হলাম। ঠিকই বলেছেন এবারের প্রতিযোগিতার বিষয়টা খুব সুন্দর।

 2 months ago 

আপু প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি $PUSS কয়েনের জন্য খুবই চমৎকার একটি ব্যানার বানিয়েছেন। আপনার এই ব্যানার আমার কাছে অনেক ভালো লেগেছে। এভাবেই ছড়িয়ে যাবে আমাদের পুশ সবার মাঝে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ব্যানার শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার পছন্দ হয়েছে সেটা জেনে খুব খুশি হলাম। পুস অবশ্যই সবার মাঝে ছড়িয়ে যাবে এবং জনপ্রিয়তা লাভ করবে।

 2 months ago 

প্রথমে আপনাকে অনেক অভিনন্দন জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আজকে আপনি আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে খুব সুন্দর একটি ব্যানার তৈরি করেছেন৷ আজকের এই ব্যানার খুব সুন্দরভাবেই তৈরি করেছেন এবং আপনি বেশ বিস্তারিতভাবে এর ধাপগুলো শেয়ার করেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি ব্যানার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91855.57
ETH 3115.84
USDT 1.00
SBD 3.14