আর্ট : একটি জবা ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগ8 months ago

ABB ১৮-১১-২৩ নভেম্বর 2k23 শনিবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG20231116192856.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর্ট । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে আর্ট ভালো লাগবে।

আজকে আমি অনেক সুন্দর একটা জবা ফুলের আর্ট করেছি। আমি এরকম আর্ট গুলো করতে অনেক বেশি পছন্দ করি। তাই তো সময় পেলে এই ধরনের আর্ট করার জন্য বসে যাই। গতকালকে আমি বসে ছিলাম একটা আর্ট করার জন্য। বসে বসে কিছুক্ষণ পর্যন্ত ভাবছিলাম কিসের আর্ট করা যায়। তখন হঠাৎ করে আমার মেয়ে একটি জবা ফুল নিয়ে আসলো। দেখলাম সে জবা ফুলটা নিয়ে খেলা করতেছে। ওই জবা ফুলটা দেখে আমি তখন ভাবলাম একটা জবা ফুলের আর্ট করি। এরপর সেই ভাবনা থেকে একটা জবা ফুলের আর্ট করে ফেললাম। উপস্থাপনার মাধ্যমে সম্পূর্ণ টা তুলে ধরার চেষ্টা করলাম। যেন যে কেউ চাইলে এটা অঙ্কন করে নিতে পারে।

IMG20231116192915.jpg

IMG20231116192913.jpg

উপকরণ

আঁকার খাতা
কালারফুল কলম
কলম
মার্কার
স্কেল

IMG20231116194744.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি পেন্সিল দিয়ে খাতার মধ্যে একটা জবা ফুল এঁকে নিলাম।

IMG20231116190810.jpg

IMG20231116190810.jpg

ধাপ 2️⃣

তারপরে আরেক পাশে জবা ফুলের কলি এঁকে নিলাম এবং একটি ফুলের দুই পাশে দুটি পাতা এঁকে নিলাম।

IMG20231116191405.jpg

IMG20231116191405.jpg

ধাপ 3️⃣

এরপর কালো মার্কার কলম দিয়ে ফুলের উপরের অংশ এঁকে নিলাম।

IMG20231116191550.jpg

IMG20231116191550.jpg

ধাপ 4️⃣

এভাবে পেন্সিল দিয়ে আঁকা ফুল এবং পাতার মধ্যে মার্কার কলম দিয়ে এঁকে নিলাম।

IMG20231116191916.jpg

IMG20231116191916.jpg

ধাপ 5️⃣

তারপরে কমলা কালারের রং কলম দিয়ে ফুলের উপরের অংশটা রং করে নিলাম।

IMG20231116192228_BURST000_COVER.jpg

IMG20231116192228_BURST000_COVER.jpg

ধাপ 6️⃣

এরপর সবুজ কালার দিয়ে একটি পাতা রং করে নিলাম।

IMG20231116192552.jpg

IMG20231116192552.jpg

ধাপ 7️⃣

এভাবে সব কিছুর মধ্যে রং করে নিলাম। এভাবেই আমি আমার সম্পন্ন আর্ট শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে এটি।

IMG20231116192816.jpg

IMG20231116192816.jpg

ফাইনাল আউটপুট

IMG20231116192915.jpg

IMG20231116192913.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 8 months ago 

ভাইয়া আপনি সব সময়ই অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকেন।‌ তবে আজকে ভিন্ন রকম ভাবে জবা ফুলের আর্ট করেছেন। রং করাতে লালা রঙের জবা ফুলটি অনেক সুন্দর লাগতেছে।

 8 months ago 

আপনার কাছে সুন্দর লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য

 8 months ago 

জবা ফুলের আর্ট অসাধারণ হয়েছে দেখে অনেক ভালো লাগছে আমার। এতো সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 8 months ago 

এমনিতেই জবা ফুল আমার খুব পছন্দের ভাই। ধন্যবাদ

 8 months ago 

বাহ অনেক সুন্দর। এতোদিন শুধু জবা ফুলের ফটোগ্রাফি দেখেছি। আজ জবা ফুলের আর্ট। জবা ফুলের আর্টটা করেছেন কিন্তু বেশ চমৎকার। সুন্দর লাগছে দেখতে। বেশ চমৎকার আর্ট করেন আপনি। ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর জবা ফুলের আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ভাই আপনার কাছে চমৎকার লেগেছে এজন্য অনেক বেশি আনন্দিত হলাম। ধন্যবাদ

 8 months ago 

প্রথমে পেন্সিল দিয়ে জবা ফুল অঙ্কন করেছেন তারপর সেটা রং পেন্সিল দিয়ে কালার করে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন জবা ফুলের পাপড়ি গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। চমৎকার আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

আমার কাছেও এরকম চিত্রগুলো প্রস্তুত করতে অথবা প্রস্তুত করা চিত্রের সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে।
আপনি অনেক সুন্দর ভাবে জবা ফুলের চিত্রটি প্রস্তুত করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন এজন্যই সৌন্দর্য টা ভালোভাবে উপভোগ করতে পারছি।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আসলে এ ধরনের পোস্টগুলো আর্ট করতে আমার অনেক ভালো লাগে। আপনাকে অনেক বেশি ধন্যবাদ।

 8 months ago 

আপনার জবা ফুল আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। আসলে এই ধরনের আর্ট গুলো করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

ঠিক বলেছেন এত ধৈর্য ধরে করলে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর দেখাচ্ছে। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ

 8 months ago 

আপনার আর্ট গুলো এমনিতে অসাধারণ হয়। আজকে আপনি খুব সুন্দর করে জবা ফুলের আর্ট করেছেন। আপনার জবা ফুলের আর্ট সত্যি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং জবা ফুলের আর্ট প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। কালারফুল কলম দিয়ে এত সুন্দর করে জবা ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

আবার আজকের আর আপনার কাছে এত সুন্দর লেগেছে জেনে অনেক খুশি হলাম। আসলে আমার কাছে খুব ভালো লাগা সুন্দর প্রশংসা পেলে।

 8 months ago 

আপনি আজকে বেশ দারুন দেখতে একটি জবা ফুল আর্ট করে দেখিয়েছেন। আপনার আর্ট করা জবা ফুলটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর জবা ফুল আর্ট করার প্রসেসটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 8 months ago 

জবা ফুল আমার এমনিতে খুব ভালো লাগে। এজন্য প্রতিনিয়ত আমি জবা ফুলের ফটোগ্রাফি এবং আর্ট করি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 63894.70
ETH 3178.14
USDT 1.00
SBD 2.63