"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ || ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ4 months ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000084803.jpg

ভালোবাসা সময় মানে না,
বোঝেনা সঠিক দিন।
তোমার আমার ভালোবাসা,
সব সময় থাকে রঙিন ।
আমাদের এই ভালোবাসা,
বেঁচে থাকবে চিরদিন।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবারের প্রতিযোগিতার পোস্ট । আসলে এবারের প্রতিযোগিতার বিষয়টা খুবই ভালো লেগেছে। আর এই প্রতিযোগিতার দেওয়ার জন্য আমাদের তানজীরা আপুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আসলে সময়োপযোগী প্রতিযোগিতা পেলে বেশ ভালোই লাগে। এটা কিন্তু একদমই সত্যি কথা শুধুমাত্র একটা দিনই যে ভালোবাসতে হবে এমন কোন কথা নেই।

20240204_105304.jpg

আমার জন্য তো প্রতিদিন আমার ভালবাসা। তবে হ্যাঁ একটা দিন একটু স্পেশাল হতে পারে। আর আমার ভালোবাসা আমার পরিবার, আত্মীয়-স্বজন সবার জন্য। কারণ এটা শুধুমাত্র একজনের জন্য নয়। তবে যেহেতু ভ্যালেন্টাইনস ডে তাই সেটা একজনের জন্যই অর্পন করলাম। যদিও সেই মানুষটা কে সেটা আপনারা সবাই জানেন। তবে আমি মনে করি শুধুমাত্র একটা দিন হিসাব করে কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসা যে কোন সময় আসতে পারে। এবারের প্রতিযোগিতা টা দেখেই আমি ভেবে নিয়েছি খুব সুন্দর একটা কার্ড তৈরি করব।

20240204_105006.jpg

20240204_102732.jpg

সে অনুসারে আমি কার্ড তৈরি করতে ‌নেমে পড়লাম। তবে কিভাবে কি ডেকোরেশন করব এটা ভাবতে ভাবতেই অনেক সময় লেগে গেল। পরবর্তীতে একটা আইডিয়া বের করলাম। ভাবলাম যেহেতু আমাদের দুইজনের ভালোবাসা, তাই জন্য এই কার্ডের মধ্যে দুজনকেই রাখি। তবে এই কার্ড তৈরি করতে এত বেশি পরিশ্রম হবে এটা আসলে ভাবেনি। কিন্তু তারপরেও শেষ করতে পেরে খুবই ভালো লেগেছে। তাছাড়া প্রিয়জনকে কার্ড দিতে পেরে অনেক ভালো লেগেছে। সত্যি বলতে এইভাবে কখনোই কার্ড তৈরি করে দেয়া হয়নি। তবে এটা শুধুমাত্র আমার বাংলা ব্লগের কারণেই সম্ভব হয়েছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।

20240204_104709.jpg

উপকরণ

শক্ত কাগজ
রঙিন কাগজ
মার্কার কলম
পুঁতি
গ্লু গান
গাম
ফিতা
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20240203114018.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা কালো রঙের কাগজ নিলাম। এরপর একটা শক্ত কাগজের উপরে কালো রংয়ের কাগজটাকে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240203_212835.jpg

ধাপ 2️⃣

এরপরের চারপাশের অংশ কেটে সমান করে নিলাম। এরপর মাঝখানের অংশ বরাবর করে একটা ভাঁজ দিয়ে দিলাম।

IMG_20240203_212905.jpg

ধাপ 3️⃣

এরপর আমি একটা শক্ত কাগজ নিয়ে নিলাম। এর মধ্যে পেন্সিল দিয়ে বিভিন্ন সাইট থেকে লাভ চিহ্ন দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG_20240203_212930.jpg

ধাপ 4️⃣

পেন্সিলের ডিজাইন অনুযায়ী আমি চারপাশের অংশগুলোকে কেটে নিলাম।

IMG_20240203_212952.jpg

ধাপ 5️⃣

এরপর আমি একটু একটু করে ভিতরের অংশ গুলোকে খুব সুন্দর ভাবে কেটে নিলাম।

IMG_20240203_213007.jpg

ধাপ 6️⃣

এরপরে আমি সাদা রংয়ের অংশটার মধ্যে লাল রঙ দিয়ে রং করা শুরু করি।

IMG_20240203_213056.jpg

ধাপ 7️⃣

এরপরে আমি পুরো দুইটা অংশের মধ্যেই লাল রং দিয়ে রং করে নিলাম।

IMG_20240203_213112.jpg

ধাপ 8️⃣

এরপর আমি সাদা কাগজ কেটে ছোট বড় কয়েকটা লাভ চিহ্ন কেটে নিলাম।

IMG_20240203_213217.jpg

ধাপ 9️⃣

এরপর লাল কাগজ কেটে একই রকম ভাবে ছোট বড় করে কয়েকটা লাভ চিহ্ন কেটে নিলাম।

IMG_20240203_213240.jpg

ধাপ 1️⃣0️⃣

গ্রামের সাদা গুলোর উপরে গাম দিয়ে লাল কালারের গুলো লাগিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি।

IMG_20240203_213252.jpg

ধাপ 1️⃣1️⃣

এরপর আমি কালো মার্কার কলম দিয়ে বড় এবং মাঝামাঝি কয়েকটার মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন করে নিলাম।

IMG_20240203_213307.jpg

ধাপ 1️⃣2️⃣

এরপরে আমি এগুলোর উপরের অংশে বিভিন্ন ডিজাইন করে সাদা রংয়ের পুঁতি লাগিয়ে নিলাম।

IMG_20240203_213334.jpg

ধাপ 1️⃣3️⃣

এরপরে আমি কালো রং এর বোর্ডের মাঝখানের অংশে একটা কাগজ ভাজ করে দুই দিকে লাগিয়ে মাঝখানের অংশ খালি রাখলাম।

IMG_20240203_213415.jpg

ধাপ 1️⃣4️⃣

এরপরে আমি লাল রঙের অংশ দুইটাকে দুই পাশে জোড়া লাগে গোল করে নিয়েছি।

IMG_20240203_213507.jpg

ধাপ 1️⃣5️⃣

এরপর আমি আমার এবং সোনিয়ার একটা ছবি কেটে সমান করে নিলাম। এরপর মাঝখানের অংশে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240203_213537.jpg

ধাপ 1️⃣6️⃣

এরপরে লাল রঙের অংশটাকে ছবিটা মাঝখানে দিয়ে দুই দিক থেকে নিচের অংশে জোড়া লাগিয়ে নিয়েছি।

IMG_20240203_213615.jpg

ধাপ 1️⃣7️⃣

আমি একটা লাল কাগজের ভ্যালেন্টাইন্স ডে লিখে নিলাম। এই কাগজটাকে সামনের অংশ জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240203_213645.jpg

ধাপ 1️⃣8️⃣

এরপরে এর দুই পাশে আগে থেকে তৈরি করা লাভ চিহ্নগুলো জোড়া লাগিয়ে সাজিয়ে নিলাম।

IMG_20240203_213720.jpg

ধাপ 1️⃣9️⃣

এরপর আমি ডিজাইন করা লাভ চিহ্ন গুলো একটা একটা করে উপরের অংশটায় জোড়া লাগিয়ে ডিজাইন করে নিয়েছি।

IMG_20240203_213750.jpg

ধাপ 2️⃣0️⃣

এরপর কার্ডের উপরের অংশটা আমি একটা লাল ফিতা দিয়ে বেঁধে নিলাম।

IMG_20240203_213847.jpg

ফাইনাল আউটপুট

20240204_105006.jpg

20240204_102732.jpg

20240204_102738.jpg

20240204_105100.jpg

20240204_104648.jpg

20240204_105323.jpg

20240204_103829.jpg

20240204_103811.jpg

20240204_104422.jpg

20240204_104603.jpg

20240204_104028.jpg

20240204_105316.jpg

20240204_110203.jpg

20240204_105304.jpg

20240204_110017 (1).jpg

20240204_110017.jpg

20240204_104709.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 4 months ago 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। মাঝখানে আপনাদের ছবিটি দেওয়ার কারনে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। আপনাদের জন্য শুভ কামনা রইল।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য তৈরি করা এই কার্ড আসলেই অসাধারণ লাগতেছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

ভালোবাসা দিবস উপলক্ষে খুবই সুন্দর একটা কার্ড তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে কিন্তু সময়ের অভাবে তৈরি করার সুযোগ হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আমার নিজের কাছেও এই ধরনের জিনিস তৈরি করতে ভালো লাগে।

 4 months ago 

খুবই চমৎকার একটি ভ্যালেন্টাইন্স ডে কার্ড দেখে আমি মুগ্ধ হলাম ভাইয়া। আপনি ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসা শুধু একদিনের জন্য নয়। বা একজনের জন্য নয়। ভালোবাসা পরিবার পরিজন, আত্মীয়-স্বজন,ও সবার জন্য উন্মুক্ত। তবে আপনি এর মাঝেও এই একটি দিন ভাবির জন্যই ভ্যালেন্টাইন্স ডে অর্পন করে সুন্দর একটি কার্ড বানালেম দেখে বেশ ভালো লাগলো। আমি আশা রাখি ভাবীকে ভালোবেসে এই কার্ডটি বানানো বৃথা যাবেনা। প্রতিবারের মতো এবারও আপনি সফল হবেন। ধন্যবাদ ভাই আপনাকে। এত সুন্দর একটি ভ্যালেন্টাইন্স কার্ড আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

দোয়া করবেন আমাদের দুজনের জন্য সব সময়। আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে ভালো লেগেছে আপু।

 4 months ago 

অবশ্যই ভাইয়া সবসময় দোয়া থাকবে ইনশাল্লাহ্।

 4 months ago 

বাহ অসাধারন হয়েছে ভাইয়া। আপনাদের দুইজনের ছবিটা ঠিক জাগায় কাজে লেগেছে। আর সাইটের ব্যাকগ্রাউন্ডটাও দারুন হয়েছে। মনে হচ্ছে ভালোবাসার স্বর্গে একজোড়া মানব মানবী বিচরন করছে। আপনার কষ্টা সফল হয়েছে। ধন্যবাদ।

 4 months ago 

আসলেই আমাদের ছবিটা ঠিক জায়গায় কাজে লেগেছে।

 4 months ago 

ওয়াও বেশ অসাধারণ ভাবে আপনি আজকে আমাদের মাঝে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি করে শেয়ার করেছেন। সত্যি ভাই আপনার পোস্ট তৈরি দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। আপনাদের দুজনের ছবি বেশ সুন্দরভাবে কাইসি দিয়ে কেটেছেন তা দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলে অনেক সাবধানে কাটা লেগেছে। সাবধানতা অবলম্বন না করলে ছবিটা নষ্ট হয়ে যেত। আপনার মন্তব্য পেয়ে ভালো লেগেছে।

 4 months ago 

প্রথমেই আপনাকে কনটেস্ট - ৫২ এর জন্য শুভকামনা জানায় ভাইয়া।ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রিয় মানুষের জন্য কিউট একটি কার্ড তৈরি করেছেন আপনি। ডাইটি জাস্ট চমৎকার লাগছে দেখতে।ডেকোরেশন টা খুব সুন্দর করে করেছেন,কালার কম্বিনেশন টা দারুন হয়েছে এককথায়।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।এটি দেখে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অনেক সময় ব্যবহার করে প্রতিযোগিতার জন্য এই কার্ড তৈরি করেছি। আপনাদের উৎসাহিত মূলক মন্তব্য গুলো পেয়ে আরও ভালো লেগেছে।

 4 months ago 

প্রথমেই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি করেছেন দেখে ভালো লাগলো। কার্ড টি দেখতে ভীষণ সুন্দর লাগছে। দেখেই বোঝা যাচ্ছে কার্ড টি আপনি খুব সময় ও ধৈর্য সহকারে তৈরি করেছেন। সুন্দর একটি কার্ড আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 months ago 

হ্যাঁ খুব সময় এবং ধৈর্যের সহকারে এই কার্ড তৈরি করেছি।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.029
BTC 69429.43
ETH 3691.54
USDT 1.00
SBD 3.35