ফটোগ্রাফি: সাতটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি ভালো লাগবে।
আমি আশা করি সাতটি ছবি দিয়ে রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। আশা করি আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।
গোলাপ
আমাদের সবার অতি পরিচিত একটি জনপ্রিয় ফুলের নাম হল গোলাপ। আজ আমি হলুদ কালারের একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। হলুদ কালারের গোলাপ ফুলকে বন্ধুত্বের প্রতীক বলা হয়ে থাকে। এছাড়াও গোলাপের বিভিন্ন রং অনুযায়ী বিভিন্ন নাম দিয়ে থাকে। যেমন লাল গোলাপ ফুল ভালবাসার প্রতিক। সাদা কালারের গোলাপ ফুল শান্তির প্রতীক। এভাবে একেক কালার দিয়ে গোলাপের একেক প্রতীক দিয়েছেন। এছাড়াও ৩০০ প্রজাতির গোলাপ ফুল রয়েছে আমাদের পৃথিবীতে। কিছু কিছু গোলাপ ফুল দেখা যায় যাদের গায়ে অনেকগুলো কালার থাকে। পরবর্তীতে কখনো ওই ফুল ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করব।
গোলাপি জবা
গোলাপ ফুলের মত আরও একটি অতি পরিচিত ফুলের নাম হল জবা। গোলাপ ফুলের মত জবা ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। বিগত অনেকগুলো পোস্টে অনেকবার আমি এই কথা বলেছিলাম। এ জগত আমি প্রায় অসংখ্য জবা ফুলের ফটোগ্রাফি করেছি। বিভিন্ন জাতের গোলাপ ফুল যখন দেখে তখন ভীষণ ভালো লাগে। ভালোলাগার কারণে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত সুন্দর ফটোগ্রাফি নিয়ে হাজির হই। জবা ফুলটি আবার ভীষণ ভালো লেগেছে এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আশা করি আপনাদের সবার জবা ফুল অনেক ভালো লাগবে।
প্রাকৃতিক দৃশ্য
আপনারা সবাই অবশ্যই অবগত আছেন, আমার ফটোগ্রাফি অ্যালবাম এর মধ্যে আমি একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করে থাকি। আপনাদের সবার কাছেই প্রাকৃতিক দৃশ্যের ছবিটা অনেক জনপ্রিয়। আমার ফটোগ্রাফি গুলোর মধ্যে যখনই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি খুঁজি, অনেক চিন্তা করেই খুঁজতে হয়। কারণ আমি সেরা ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আজকের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে একটি গাছ রয়েছে অনেক বড়। নীল আকাশের নিচে খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে গাছটি। দেখেই আমার ভীষণ ভালো লেগেছে। ভালোলাগার কারণে আপনাদের মাঝে ফটোগ্রাফিটি শেয়ার করেছি। আমি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আজকের এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।
কয়লার আগুন
কয়লার আগুন এর ফটোগ্রাফি। অনেকদিন আগে আমি এবং বড় ভাই দুজন একটি কাবাব হাউজে গিয়েছিলাম। কাবাব খাওয়ার আগ মুহূর্তে আমি হঠাৎ করে কয়লার আগুন দেখি। কিন্তু কয়লার আগুন দেখেই আমার ভীষণ ভালো লাগে। তখনই আমি এই ফটোগ্রাফি টি করলাম। ফটোগ্রাফিটি করার পর যখন আমি ছবি দেখতে অ্যালবামে গিয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছিল ছবিটা দেখে। আমার কাছে ভালো লেগেছে এজন্য এই ছবিটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আশা করি আপনাদের সবার কয়লার আগুন এর ফটোগ্রাফিটা ও অনেক ভালো লাগবে।
কাঠগোলাপ
এই ছবিতে ও আরো একটি ফুলের ফটোগ্রাফি করেছি। ফুলটির নাম আমাদের অনেকেরই জানা রয়েছে। ফুলটির নাম হল কাঠ গোলাপ। অন্যান্য ফুলের মত এই ফুলটি ও আমার ভীষণ ভালো লাগে দেখতে। ফুলের ছবি যখন আমি তুলেছিলাম তখনই ভালো লেগেছিল। কিছুদিন আগে একটি নার্সারি থেকে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। আমি যখন ফটোগ্রাফিটি করি তখন ভীষণ ভালো লেগেছিল। ভালো লাগার কারণেই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আশা করি আপনাদের কাছেও এই ছবিটা অনেক ভালো লাগবে। আর বিশেষ করে সাদা কালারের ফুলগুলো দেখতে এমনিতেই খুব সুন্দর হয়।
জাহাজ
অনেকদিন আগে আমি জাহাজের ফটোগ্রাফি করেছিলাম। আমি সবসময় আমার ফটোগ্রাফি অ্যালবামের মধ্যে একটি নৌকার ফটোগ্রাফি রাখার চেষ্টা করি। আজ নৌকা থেকে সরাসরি জাহাজে চলে গেলাম। আজ আমি জাহাজের ফটোগ্রাফি করেছি। সাগরের মধ্যে একটি জাহাজ খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে। প্রায় তিন মাস আগে আমি পতেঙ্গা গিয়েছিলাম। ইতিমধ্যে আরও একবার যাওয়া হয়েছে। কিন্তু তিন মাস আগে আমি এই জাহাজের ফটোগ্রাফিটি করেছি। ছবিটা দেখতে একদম প্রফেশনাল ফটোগ্রাফির মত দেখাচ্ছে। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কাছে ভালো লেগেছে এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম।
সূর্যাস্ত
আপনারা সবাই অবগত আছেন প্রত্যেকটা ফটোগ্রাফি অ্যালবামের মধ্যে সর্বশেষ সূর্য অস্ত যাওয়ার একটি ফটোগ্রাফি শেয়ার করি। শেষের ছবিটা যদি সূর্যাস্ত যাওয়ার ফটোগ্রাফি শেয়ার করতে পারি তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছ থেকেও প্রশংসা শুনতে পাই। প্রশংসা শুনতে আমাদের সবারই অনেক ভালো লাগে। আমাদের পাশের একটি গ্রাম থেকে আমি এই ফটোগ্রাফিটি করেছি। এই ছবিটার অন্যান্য অ্যাঙ্গেলের ফটোগ্রাফি আমি অনেক আগে শেয়ার করেছিলাম। আমি আশা করি আপনাদের সবার সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফিটা অনেক ভালো লাগবে। আগামীতে আরো সুন্দর ফটোগ্রাফি নিয়ে হাজির হব।
Camera 📸 smartphone
Location
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ক্যামেরা | স্মার্টফোন |
পোস্ট তৈরি | #narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। ফটোগ্রাফি করার জন্য আপনার পেশা আসলেই আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি। সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা দেখে আমার খুবই ভালো লাগলো বিশেষ করে প্রকৃতির ফটোগ্রাফিটা আমার কাছে অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাকে এতো চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম । আমি সবসময় সেরা ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
ওয়াও!ভাইয়া আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ👌।বিশেষ করে ফুলগুলোর ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আমারও ফটোগ্রাফি করার অনেক শখ।ফটোগ্রাফির মধ্যে আমি আনন্দ খুঁজে পাই।যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমি সেরা সবগুলো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। এজন্য আপনাদের আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। আপনি যেটাকে কাঠ গোলাপ ফুল বলছেন সেটা আসলে নাগ চাপা ফুল। কাঠ গোলাপ ফুল দেখতে অন্যরকম দেখায়। আপনার ফটোগ্রাফি গুলো ব্যক্তিগত ভাবে আমার খুবই পছন্দ হয়। এইরকম ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কাঠগোলাপ ফুল আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগে দেখতে। আপনাকেও ধন্যবাদ জানাই এত সুন্দর মন্তব্য করার জন্য।
প্রাকৃতিক দৃশ্য প্রত্যেকটা ভীষণ সুন্দর লাগছে। ফুলের মধ্যে হলুদ গোলাপ টা দেখে বেশ অবাক হলাম। এক্সাক্ট মনে হচ্ছে যেন একদম অনেকক্ষণ যত্ন নিয়ে ঈশ্বর তৈরি করেছেন। আর প্রাকৃতিক পরিবেশের গুলোর তিনটে ছবি এত সুন্দর হয়েছে যে ভাষায় বোঝানোর না। বিশেষ করে জাহাজের ছবিটায় জাহাজের উপরে মেঘগুলো যেন হাতে আঁকা।
জাহাজের এই ছবিটা আমার নিজেরও বেশ পছন্দ। আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন বিভিন্ন কালারের গোলাপ ফুলকে বিভিন্ন জিনিসের প্রতীক হিসেবে ধরা হয়। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে সাদা কালারের ফুল গুলো দেখতে আকর্ষণীয় লাগে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি এবং হলুদ গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
জবা এবং গোলাপ এ দুইটা ফুল আমার নিজেরও ভীষণ পছন্দের ফুল। দেখতে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফি করতেও আমি ভীষণ ভালোবাসি
https://twitter.com/NARocky4/status/1606138441875456000?t=4L61jU1WpCYf_AkzFVlXRw&s=19
ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন,বেশ ভাল লাগে। বেশি ভাল লাগে প্রাকৃতিক দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি গুলো। আজকে কাঠ গোলাপ ফুল,জবা,গোলাপ খুব সুন্দর লাগছে।সূর্যাস্ত ও জাহাজ বেশ ভাল লাগলো।তবে কয়লার আগুন দেখতে ভাল লাগেনি আমার। আসলে আগুন দেখতে কেমন যেন লাগে আমার।এম্নিতে ভাল ছিল সবগুলো ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আমি সবসময় চেষ্টা করি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। এভাবেই সবসময় পাশে থাকবেন ধন্যবাদ।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফার রয়েছে। তাদের ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। সূর্যাস্তের ফটোগ্রাফিটি বেশ সুন্দর ছিল এবং কাবাব হাউজের সেই আগুনের কয়লার ফটোগ্রাফিটিও অসাধারণ।
আপনি ঠিকই বলেছেন আমার বাংলা ব্লক ইউনিটিতে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফার রয়েছে। তাদের ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের সাহায্যে পাশে থাকার জন্য।
আপনার ফটোগ্রাফির তো কোন তুলনাই হয় না। আপনার ফটোগ্রাফি মানেই তো সুন্দর কিছু ফুলের আবির্ভাব হওয়া। আপনার যে কোন জিনিসের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে আজকে এত ইউনিক ইউনিক ফটোগ্রাফি করলেন সেটি দেখে অবাক হলাম। শেষের ফটোগ্রাফি গুলো চমৎকার দেখাচ্ছে। আশা করবো পরবর্তীতে আরো কিছু ফটোগ্রাফি উপহার দিবেন আমাদেরকে।
চেষ্টা করব পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করা। ছোট্ট মন্তব্যের সাহায্যে প্রশংসা করার জন্য ধন্যবাদ।
শেষ ফটোগ্রাফি টা সূর্যাস্তের ফটো দেওয়ার বিষয়টি বেশ দারুণ লেগেছে আমার কাছে। গোলাপ হলো বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে গঠনের হাতিয়ার। জাহাজের ফটোগ্রাফি টাও সুন্দর ছিল। অনেক সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার মন্তব্য পড়ে ভীষণ ভালো লেগেছে । ছোট্ট মন্তব্যের সাহায্যে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমাদের পৃথিবীতে এত বেশি প্রজাতির গোলাপ ফুল রয়েছে তা আমার জানা ছিল না।
চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে জাহাজের ফটোগ্রাফি এবং সূর্য অস্তের ফটোগ্রাফিটি দারুন লেগেছে।
আপনার জানা ছিল না কিন্তু এখন তো জেনে নিলেন। যাইহোক আমার কাছেও কিন্তু জাহাজের ফটোগ্রাফি এবং সূর্য অস্তের ফটোগ্রাফি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।